জাপানে ঈদ–উল–ফিতর উদযাপিত
জাপান বুধবার পবিত্র ঈদ-উল-ফিত উদযাপিত হয়েছে। রাজধানী টোকিও সহ জাপান জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় শ’খানেক মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মুসলমানরা এসব মসজিদে ঈদের নামায আদায় করেন।
প্রবাসী বাংলাদেশীদের জন্যে এবার ঈদ ছিলো ব্যতিক্রমী, শুক্রবার গুলশানের হোলি আর্টিসন রেস্টুরেন্টে নারকীয় হত্যাকান্ডের ঘটনায় বিব্রত এবং বিহ্বল ছিলেন প্রবাসীরা।
সকালের নাময সেরে যে যার কর্মস্থলে ছুটে যান। কেউ কেউ অবশ্য এদিন কর্মস্থল থেকে ছুটি নেন। তবে দেশের ঈদের আমেজের সাথে জাপানে ঈদের কোনো তুলনাই চলে না। খোলার দিনে ঈদ প্রায় সাধারণ দিন গুলোর মতোই। অনেকে অবশ্য সন্ধ্যার পরে কেউ কেউ এর-ওর বাড়ি গিয়ে কিছুটা ঈদের আমেজ আনার চেষ্টা করেন।
অন্যান্য দেশের মুসলমানদেরও কম-বেশি প্রায় একই অবস্থা। অনেক মসজিদে ঈদের জামাতের পর বিরিয়ানী সহ বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার পরিবেশন করা হয়।