ঢাকা যাচ্ছেন নিহত জাপানিদের স্বজনরা

জাপান সরকার নিহত ৭ ও আহত ১ জাপানির পরিবাবারের সদস্যদেরকে ঢাকায় ঘটনাস্থলে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে, শুক্রবার রাতে ঢাকায় নৃশংস ভাবে এসব জাপানিদেরকে জিম্মিকারীরা হত্যা করে।

প্রধান মন্ত্রী পরিষদ সচিব ইয়োশিহিদে সুগা এক সংবাদ সম্মেলনে বলেন সরকারি বিমানে মন্ত্রণালয় ও জাইকার কর্মকর্তারা পরিবার গুলোর সাথে যাবেন। নিহতরা বাংলাদেশে জাইকার উন্নয়ন প্রকল্পে পরামর্শক হিসেবে কর্মরত ছিলেন।

রোববার সকালে প্রধানমন্ত্রী শিনজো আবে ইসলামিক স্টেট জঙ্গি গ্রুপের এই হামলার “অটলভাবে নিন্দা” জ্ঞাপন করেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য আইএসআইএস এই হামলার দায় স্বীকার করেছে।