কিউশুতে ভারী বর্ষণ অব্যহত

দক্ষিণ পশ্চিম জাপানে বিক্ষিপ্ত বর্ষণ অব্যাহত রয়েছে, ইতিমধ্যেই এ অঞ্চলে রেকর্ড পরিমাণ বর্ষণ হয়েছে।

জাপানের আবহাওয়া বিভাগ বলেছে বায়ুমন্ডলের একটি লঘুচাপের ফলে দ্বীপটিতে ভারী বর্ষণ ঘটাচ্ছে।

আবহাওয়া বিভাগ বলেছে অঞ্চলটিতে ৪০০ থেকে ৭০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে।

কিউশু’র কুমামোতো প্রিফেকচার এবং উত্তরে হোক্কাইদো’র কর্মকর্তারা বলেছেন যে সব স্থানে ভারী বৃষ্টি হচ্ছে সে সব স্থানে মাটি আলগা হয়ে ভূমিকধস এবং নদী প্লাবনের আশংকা রয়েছে।

আবহাওয়া বিভাগও সম্ভাব্য ভূমিধস এবং বন্যার সতর্কতা জারি করেছেন এবং হোক্কাইদো’র জনগনকে বৃষ্টি এবং জোর বাতাস থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।