এটিএম কার্ড জালিয়াতির মাধ্যমে বিপুল অর্থ চুরিঃ তদন্তে পুলিশ
ভূয়া ক্রেডিট কার্ডের মাধ্যমে বিভিন্ন এটিএম থেকে প্রায় একের পর এক বিপুল পরিমাণ অর্থ চুরি করার ঘটনা ঘটেছে।
ইন্টারনেট ব্যাংকিং সিস্টেম সেভেন ব্যাংক পুলিশকে জানিয়েছে অর্থের পরিমান ছিলো ১৪০ কোটি ইয়েন বা ১ কোটি ৩০ লক্ষ ডলারের সমপরিমান। মে মাসের ১৫ তারিখ বিভিন্ন স্থানের কনভেনিয়েন্স স্টোরের এটিএম মেশিন থেকে টাকা গুলো হাতিয়ে নেয়া হয়।
পুলিশ বলেছে টোকিও সহ অন্য ১৬টি প্রিফেকচারে রাতে ৩ ঘন্টায় ১,৪০০ এটিএম এ একযোগে এই চুরি সংঘটিত করা হয়।
তদন্তকারীরা মনে করছেন ১০০র বেশি মানুষ এই গন অর্থ উত্তলনের সাথে জড়িত ছিলো।
পুলিশ বলছে সম্ভবত ১,৬০০ ক্রেডিট কার্ডের ব্যক্তিগত তথ্যও ফাঁস করা হয়। এসব কার্ড গুলো ইস্যু করেছিলো একটি দক্ষিণ আফ্রিকান ব্যাংক।
মেশিন অবৈধ লেনদেনের অভিযোগ সনাক্ত করার পর সেগুলোর ব্যবহার বন্ধ রয়েছে। কার্ড গুলো চীনা অক্ষর বহন করছিলো।
তদন্তকারীরা বের করার চেষ্টা করছেন কী ভাবে ক্রেডিট কার্ড বিতরণ করা হয়েছিলো, এবং সেগুলো দিয়ে অর্থ উত্তলণ করা হয়েছিলো।