কানতো অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প

সোমবার রাতে ৫.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প টোকিও এবং তার আশেপাশের অঞ্চলে আঘাত হেনেছে। ভূমিকম্প থেকে কোনো সুনামির সতর্কতা নেই।

জাপানের আবহাওয়া বিভাগ বলেছে স্থানীয় সময় রাত ৯টা ২৩ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো টোকিওর উত্তরে উত্তর ইবারাকি প্রিফেকচারের মাটির ৪০ কিলোমিটার গভীরে।

ইবারাকি প্রিফেকচারের ওমিতামা শহরে জাপানি ০ থেকে ৭ মাত্রার জাপানি ভূমিকম্প স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিলো ৫ মাইনাস।

এ ছাড়াও কানাগাওয়া, সাইতামা, ইয়োকোহামা, মিতো সহ কানতো অঞ্চলের বিস্তীর্ণ স্থান ভূমিকম্পের আঘাতে কেঁপে ওঠে।

পরমাণু নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে দেশের পরিমাণু চুল্লী গুলোতে ভূমিকম্পের ফলে এখনো পর্যন্ত কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি। অনেক স্থানে ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে গেলেও পরে তা পুনরায় শুরু হয়।