নতুন ধরনের ভূমিকম্পঃ ঝুঁকির মুখে বহুতল দালান–কোঠা
গত এপ্রিল মাসে কুমামোতো’তে আঘাত হানা ৭.৩ মাত্রার ভূমিকম্প থেকে গবেষকরা একটি সুনির্দিষ্ট ধরনের ভূতাত্বিক আন্দোলনের বিষয় সম্পর্কে জানতে পেয়েছেন।
তারা বলছেন শক্তিশালী ভূমিকম্প দীর্ঘক্ষণ ধরে ভূমিকে আন্দোলিত করছিলো, যা অতীতে কখনো কোনো ফল্ট বিচ্যুতির ক্ষেত্রে দেখা যায়নি। বিজ্ঞানীরা বলছেন আন্দোলন এতোটাই শক্তিশালী ছিলো যে তা বহুতল ভবনকেও ফেলে দেয়ার জন্যে যথেষ্ট ছিলো।
কোগাকুইন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়োশিআকি হিসাদা টোকিও’র একটি ২৯তলা ভবনের একটি সিমুলেশন তৈরি করে একই ধরনের ভূমিকম্প আঘাত হানলে কী ঘটতে পারে তা প্রদর্শন করেন।
কুমামোতো ভূমিকম্পের অনুরূপ শক্তিশালী ভূমিকম্পে দীর্ঘ সময় ধরে ভূমি আন্দোলিত হওয়াতে ১৫০ মিটার উঁচু ভবনটি দেখে মনে হচ্ছিলো যেন তা সবলে নিক্ষেপ করা হচ্ছে।
তার তৈরি সিমুলেশনে ভবনের সবচেয়ে উঁচু তলাটি ৩.৫ মিটার পর্যন্ত সরে যেতে পারে বলে দেখানো হয়েছে। ভূমিকম্প থেমে যাওয়ার পরও ভবনটি একদিকে হেলে থাকতে পারে।
হিসাদা বলেছেন দীর্ঘ সময় ধরে ভূমির আন্দোলন, বহুতল ভবনের পরিকল্পিত ভূমিকম্প সহ্য ক্ষমতার তিনগুন বেশি শক্তিশালী। যার অর্থ দাঁড়াচ্ছে অনেক অবকাঠামো এ ধরনের কম্পনে টিকে থাকতে সক্ষম হবে না।
বিশেষজ্ঞরা বলছেন সরকারের কর্মকর্তাদেরকে সক্রিয় ফল্টের নিকটে থাকা শহরাঞ্চলে ভূমিকম্প নিরাপত্তা জোরদারে দ্রুত পদক্ষেপ নেয়া জরুরী।