কঠোর আইনে স্থায়ী ভাবে বন্ধ হলো জাপানের ৬ষ্ঠ পরমাণু চুল্লী

শিকোকু ইলেক্ট্রিক পাওয়ার কোম্পানি মঙ্গলবার তাদের প্রায় ৪০ বছরের পুরোনো পশ্চিম জাপানের একটি পরমাণু চুল্লীর কার্যক্রম স্থায়ী ভাবে বন্ধ করে দিয়েছে। এরফলে ২০১১’র ফুকুশিমা পারমাণবিক দুর্ঘটনার পর প্রণয়নকৃত কঠোর আইনে আটকে জাপানের ৬ষ্ঠ পরমাণু চুল্লী বন্ধ হয়ে গেলো।

মার্চ মাসেই ইউটিলিটি এহিমে প্রিফেকচারের ইকাতা পরমাণু কমপ্লেক্সে বর্তমানে নিস্ক্রিয় অবস্থায় থাকা ১নং চুল্লীকে ডিকমিশন করার চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে কেননা পুরোনো চুল্লীকে চালু রাখার খরচ অত্যাধিক হয়ে পড়ছিলো।

কোম্পানির প্রথমিক হিসেবে ১৭ হাজার কোটি ইয়েন প্রয়োজন পড়তো চুল্লীকে পুনরায় ব্যবহারোপযোগী করে তুলতে। ১৯৭৭ সালে চুল্লীটি চালু করা হয়।

ধারণা করা হচ্ছে চুল্লীর ডিকমিশনিং প্রক্রিয়া সম্পন্ন হতে ৩০ বছরের মতো সময় লাগবে এবং এর জন্যে ৪ হাজার কোটি ইয়েন খরচ হবে।