ত্রাণ কাজে অসপ্রে বিমান ব্যবহারঃ জয় করেছে জাপানিদের হৃদয়

মার্কিন বিমানবাহিনীর এমভি-২২ অসপ্রে পরিবহন বিমান মার্কিন ঘাঁটিতে মোতায়েন নিয়ে জাপানিরা গোড়া থেকেই ক্ষুব্ধ ছিলেন। ২০১৪ সালে যখন ২৪টি অসপ্রে বিমান ওকিনাওয়া’র মার্কিন ঘাঁটিতে মোতায়েন করা হয় সে সময় জাপানে ব্যাপক বিক্ষোভ হয়েছিলো।

মার্কিন বাহিনী জাপানের ভূমিকম্প বিধ্বস্ত এলাকা গুলোতে উদ্ধার ও ত্রাণ কাজে ৮টি অসপ্রে মোতায়েন করেছে। এরমাধ্যমে জাপান ও মার্কিন পক্ষ আশা করছিলো সামরিক বাহিনীর জন্যে অসপ্রে বিমান কতোটা গুরুত্বপূর্ণ তা প্রদর্শন করা।

গত সপ্তাহের ভূমিকম্পের পর একটি অসপ্রে বিমান কুমামোতো প্রিফেকচারের হাকুসুই গ্রামের একটি খেলার মাঠে অবতরণ করে। এরপর জাপানি কর্তৃপক্ষ বিমানটির ত্রাণ সরবরাহ নামানোর জন্যে দায়িত্ব গ্রহণ করেন। এক ঘন্টার ভেতরেই বিমানটির সকল ত্রাণ সামগ্রী নামিয়ে ফেলা হয়।

মার্কিন ঘাঁটিতে অসপ্রে বিমান মোতায়েনের বিরোধীতাকারীরা বলেছিলেন, জনমত উপেক্ষা করে অসপ্রে বিমান মোতায়েন করা হয়েছে।

বুধবার জাপানের সম্রাট ও সম্রাজ্ঞী অসপ্রে বিমানের কার্যক্রম দেখে মুগ্ধ হয়েছেন।

মার্কিন ঘাঁটি নিয়ে জাপানের জনমত সহসাই পরিবর্তিত না হলেও ত্রাণ কাজে বিমানটির ব্যবহার ইতিবাচক মনোভাব সৃষ্টির সহায়ক হবে।