জি৭ বৈঠকে হিরোশিমা ঘোষণায় পারমাণবিক নিরস্ত্রীকরণের আহ্বান
শিল্পোন্নত সাতটি দেশের পররাষ্ট্র মন্ত্রীরা সোমবার আণবিক বোমার অভিজ্ঞতা ভোগকারী জাপানের হিরোশিমা শহরে বৈঠক করেছেন। তারা বিভিন্ন দেশ নানান বৈশ্বিক সমস্যার মোকাবেলার প্রক্ষিতে পারমাণবিক নিরস্ত্রীকরণ প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যেতে নতুন করে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
একটি যৌথ ইশতেহারে তুরস্ক এবং বেলজিয়াম থেকে শুরু করে নাইজেরিয়া, আইভোরি কোস্ট এবং পাকিস্তান; উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা এবং ক্ষেপনাস্ত্র উৎক্ষেপণ এবং ইউক্রেইনের ক্রিমিন উপদ্বীপ রাশিয়ার “অবৈধ দখল” গ্রহণের নিন্দা জ্ঞাপন করা হয়।
আন্তর্জাতিক সম্প্রদায়টি স্থিতিশীলতা ও সমৃদ্ধির লক্ষ্যে অভিন্ন মূল্যবোধের অংশীদার হয়ে থাকে, জাপানের পররাষ্ট্র মন্ত্রী ফুমিও কিশিদা এক সংবাদ সম্মেলনে বলেন।
“আজকে বিশ্ব অভিন্ন মূল্যবোধ পরিবর্তন করতে বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়েছে এবং সন্ত্রাস ও সহিংস চরমপন্থার মতো অবস্থার মুখোমুখি হতে হচ্ছে” তিনি বলেন।