উত্তর কোরিয়ার নতুন করে ক্ষেপনাস্ত্র উৎপণের আশংকায় সতর্কাবস্থায় এসডিএফ

জাপানের সেলফ ডিফেন্স ফোর্সের সদস্যরা উড়ে আসা যে কোনো দূরপাল্লার ক্ষেপনাস্ত্র প্রতিহত করতে নিজেদেরকে প্রস্তুত করে রেখেছেন।

শুক্রবার উত্তর কোরিয়া দুটি দূরপাল্লার ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করে। গত সপ্তাহের বৃহস্পতিবার ক্ষেপনাস্ত্র নিক্ষেপের পর পুনরায় শুক্রবার তারা দূরপাল্লার ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করে।

ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য প্যাক-৩ ক্ষেপনাস্ত্র বিধ্বংসী রকেট উত্ক্ষেপণকারী যান শুক্রবার রাতে টোকিওর প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রাঙ্গনে পৌঁছায়। মন্ত্রণালয়ের আঙ্গিনায় এগুলোকে স্থাপন করা হবে।

অত্যাধুনিক রাডার দিয়ে সজ্জিত করা এইজিস ডেস্ট্রয়ার জাপানের সমুদ্রসীমায় মোতায়েন করা হচ্ছে।