জাপানে জিকা ভাইরাসে আক্রান্ত আরো একজনের সন্ধান
জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার দেশে জিকা ভাইরাসে আক্রান্ত আরো একজনের সন্ধান পেয়ছেন। গত বছর থেকে দক্ষিণ আমেরিকাতে ভাইরাসটি ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ছে।
স্বাস্থ্য, শ্রম এবং কল্যাণ মন্ত্রণালয় বলেছে, তিরিশর্ধ্ব এক বিদেশী মহিলা মশা বাহিত রোগটিতে আক্রান্ত হয়েছেন বলে নিশিত করা হয়।
জাপানে এটি ছিলো জিকো ভাইরাসে আক্রন্ত হওয়ার দ্বিতীয় ঘটনা।