জাপানে আরো একটি নতুন প্রজাতির ডাইনোসরের সন্ধান মিললো
ফুকুই প্রিফেকচারের কাত্সুইয়ামা’তে নতুন আরেকটি প্রজাতির ডাইনোসরের সন্ধান নিশ্চিত করা হয়েছে। এর ফলে জাপানে পাওয়া ডাইনোসরের প্রজাতির সংখ্যা দাঁড়ালো ৭ এ।
জীবাশ্ব বিশ্লেষণের তথ্য অনুসারে নতুন প্রাণীটি হলো একটি ছোট থেরোপড যেটির আদিম এবং উদ্ভূত বৈশিষ্ট্য রয়েছে, ফুকুই প্রিফেকচারাল ডাইনোসর জাদুঘর এবং ফুকুই প্রিফেকচারাল বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্যানুসারে নতুন ডাইনোসরটির নাম রাখা হয়েছে ফুকুইভেনাটোর প্যারাডক্সাস বা “ফুকুই প্রিফেকচারের স্ববিরোধী শিকারী”।
থেরোপড যখন পাখির মতো উড়তে শুরু করেছিল, সে সময়ে ফুকুইভেনাটোরের অস্তিত্ব ছিলো। বিশ্ববিদ্যালয়র একজন অধ্যাপক ইয়ৈইচি আজুমা বলেছেন ফুকুইভেনাটোর পাখিতে পরিণত হতে ব্যর্থ হয়।
ফুকুইভেনাটোর প্রায় আড়াই মিটার লম্বা এবং ওজন ছিলো প্রায় ২৫ কেজি -আজুমা বলেন।
২০০৭ সালের অগাস্টে ১৬০টির মতো ডাইনোসরের হাঁড়গোড় উদ্ধার করা হয়েছিলো, ১ কোটি ২০ লক্ষ বছর আগে ক্রটেশাস সময়ের শেষের দিকে পৃথিবীর বুকে বিচরণ করা ডাইনোসরের ফসিল গুলোর ৭০ শতাংশ চমত্কার অবস্থায় উদ্ধার করা হয়েছিল।