জাপানি বেসবল খেলোয়াড়ের নামে নাম রাখা হলো গ্রহাণুর
মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মাঝে অবস্থিত একটি গ্রহাণুর নাম রাখা হয়েছে জাপানের বেসবল কিংবদন্তী সাদাহারু ওওহ’র নামে।
প্যারিস ভিত্তিক আন্তর্জাতিক গ্রহাণু ইউনিয়ন শুক্রবার তাদের ঘোষণায় বলে এখন থেকে গ্রহাণুটিকে “ওওহসাদাহারু” নামে পরিচিত হবে।
কিউশু বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক হিতোশি ইয়ামাওকা’র নেতৃত্বে জাপানের একটি গবেষক দল ২০০০ সালে গ্রহাণুটির সন্ধান পান।
ইয়ামাওকা বলেন ছোট্ট গ্রহটির পরিধি ৩ কিলোমিটারের মতো এবং পৃথিবীর হিসেবে প্রতি ৩ বছর ৮ মাসে এটি সূর্যকে একবার প্রদক্ষিণ করে।
ইয়ামাওকা গ্রহাণুটির নাম ওওহ রাখতে যাচ্ছিলেন, যিনি জাপানের হোম-রান কিং যিনি কিউশু ভিত্তিক বেসবল দল সফটব্যাংক হকস’র চেয়ারম্যান ছিলেন।
ওওহ’র কাছ থেকে অনুমতি পাওয়ার পর তিনি নামটির রাখার আবেদন করেন।
ওওহ ইয়ামাওকা’কে বলেন গ্রহণুর নাম তার নামে হওয়ায় তিনি সম্মানিত বোধ করছেন।