ওবামাকে দাসের সন্তান বলায় ক্ষুব্ধ জাপানের প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শরীরে ‘দাসের রক্ত’ বইছে বলায় জাপানের একজন এমপিকে তীব্র ভাষায় তিরস্কার করেছেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিতদের নিজস্ব অনুশাসন থাকা উচিৎ।
শিনজো অ্যাবের ক্ষমতাসীন দলের সদস্য কাজুয়া মারুয়ামা মঙ্গলবার পার্লামেটের একটি সেশনে ওবামারকে নিয়ে ওই মন্তব্য করেন। সুপার পাওয়ার হিসেবে বিশ্বে যুক্তরাষ্ট্রের উত্থান নিয়ে আলোচনা করার সময় তিনি এই কথা বলেন।
ওবামার মা শ্বেতাঙ্গ ও বাবা কেনিয়ার একজন কৃষ্ণাঙ্গ নাগরিক। ছাত্র হিসেবে যুক্তরাষ্ট্রের গিয়েছিলেন তিনি।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে এখন একজন কালো মানুষ প্রেসিডেন্ট হয়েছেন। তার শরীরে কালো মানুষের রক্ত রয়েছে। পরিষ্কার করে বললে, দাসের রক্ত।’ পরবর্তীতে তাকে এ নিয়ে জিজ্ঞাসা করা হলে, সাংবাদিকদের সামনে ক্ষমা চান মারুয়ামা।