টোকিওর জনসংখ্যা আরো বৃদ্ধি পেয়েছে
২০১৫ সালে টোকিও ও তার পার্শ্ববর্তী এলাকা গুলোতে জনসংখ্যা আরো বৃদ্ধি পেয়েছে, সরকারের এক তথ্যে এ কথা জানা যায়।
রাজধানী ও পার্শ্ববর্তী তিনটি প্রিফেকচার -সাইতামা, চিবা এবং কানাগাওয়া’তে স্থানান্তরিত হয়ে চলে আসা মানুষ সংখ্যা এসব অঞ্চল ছেড়ে যাওয়া মানুষের তুলনায় বেড়ে গেছে ১ লক্ষ ১৯ হাজার ৩৫৭ জন।
বৃহত্তর টোকিও এলাকাতে চলে আসা মানুষের সংখ্যা টানা ২০ বছরের মতো বৃদ্ধি পাওয়া অব্যাহত রয়েছে। ২০১৫ সালের চিত্র ২০১৪ সালের তুলনায় ৯,৯৪৯ জন বেশি।
অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রেক্ষাপটে টোকিও এলাকায় জনসংখ্যার ঘনত্ব বাড়ছে, মন্ত্রণালয় জানায়।
রাজধানীর ২৩টি ওয়ার্ডে সব মিলে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে ৬৮,৯১৭ জন।
কিয়োতো, ওসাকা, হিয়োগো এবং নারা প্রিফেকচারে জনসংখ্যা কমে গেছে ৯,৩৫৪ জন, গিফু, আইচি এবং মিয়ে প্রিফেকচারে জনসংখ্যা কমে গেছে ১,০৯০ জন।
দেশের ৪৭টি প্রিফেকচারের মধ্যে টোকিও, সাইতামা, কানাগাওয়া, চিবা, আইচি, ফুকুওকা, ওসাকা এবং ওকিনাওয়া প্রিফেকচারে স্থানান্তরিত হয়ে আসা মানুষের সংখ্যা আগের চেয়ে বেড়েছে। অপর দিকে ৩৯টি প্রিফেকচার ছেড়ে মানুষের চলে যাওয়ার সংখ্যা বেড়েছে।