নিজস্ব প্রযুক্তির রাডারকে ফাঁকি দেয়া স্টেলথ বিমানের পর্দান্মোচন করলো জাপান
জাপান প্রথমবারের মতো নিজস্ব প্রযুক্তিতে নির্মিত রাডারের চোখকে ফাঁকি দিতে সক্ষম স্টেলথ বিমানের পর্দান্মোচন করেছে। এ অঞ্চলে চীনের সামরিক চাপ বৃদ্ধি পাওয়ার ফলে জাপান তার গোয়েন্দা কার্যক্রমকে সমপর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।
পরীক্ষামূলক এক্স-২ ফেব্রুয়ারিতেই তার প্রথম উড্ডয়ন সম্পন্ন করবে বলে আশা করা হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন স্টেলথ প্রযুক্তির পরীক্ষার উদ্দেশ্য নিয়ে বিমানটির নক্সা তৈরি করা হয়েছে যা ২০২৮ সাল থেকে পরবর্তী প্রজন্মের জঙ্গী বিমান বহরের সাথে যুক্ত হতে পারে এবং বর্তমানে ব্যবহৃত এফ-২ বিমান গুলোকে প্রতিস্থাপিত করতে পারে।
লাল-সাদা বিমানটির দৈর্ঘ্য ১৪ মিটার এবং পাখার বিস্তার ৯ মিটার। প্রদর্শনীকালে বিমানটি আইচি প্রিফেকচারের তোইয়োইয়ামা’তে নাগোয়া বিমানবন্দরেরর একটি হ্যাঙ্গারে রাখা ছিলো।
মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রি’র নেতৃত্বে নির্মিত বিমানটিতে রয়েছে রাডার ফাঁকি দেয়ার বিভিন্ন প্রযুক্তি, যার মধ্যে রয়েছে লুকিয়ে থাকার ক্ষমতা বৃদ্ধি করতে সক্ষম বিশেষ ধরনের কোটিং দিয়ে বিমানকে আচ্ছাদন এবং এর গতিশীলতা।
“আমি এখনই এর বিস্তারিত বলতে পারছি না, কিন্তু আমরা এর প্রযুক্তিকে অত্যন্ত উচ্চমানের বলে স্বীকৃতি দিচ্ছি” বলেন তাকাহিরো ইয়োশিদা, তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধিগ্রহণ, প্রযুক্তি ও লজিস্টিক এজেন্সি বিভাগের প্রকল্প কর্মকর্তা।
২০০৯ সালে ৪০০০ কোটি ইয়েন প্রকল্পের কাজ শুরু হয়।