জাপানে নির্মিত হচ্ছে বিশ্বের বৃহত্তম ভাসমান সৌর বিদ্যুৎ প্ল্যান্ট

বিশ্বের বৃহত্তম ভাসমান সৌর বিদ্যুৎ প্ল্যান্ট নির্মাণ করছে জাপান, চীবা প্রিফেকচারের ইয়ামাকুরা বাঁধে বিদ্যুৎ কেন্দ্রটি ভাসমান অবস্থায় থাকবে।

কিয়োসেরা টিসিএল এবং সেঞ্চুরি টোকিও লিজিং কর্পোরেশন যৌথ ভাবে এই পবলিক এন্টারপ্রাইজ সংস্থাটির কাজ শুরু করছে।

নতুন বিদ্যুৎ কেন্দ্রটি হবে এতো বিশাল আকারের প্রথম কোনো ভাসমান সৌর বিদ্যুৎ প্যানেল। তারা ইতিমধ্যেই অবশ্য হনশু দ্বীপের কোবে শহরে একই ধরনের সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছে।

পানির উপর এ ধরনের সৌর বিদ্যৎ কেন্দ্র নির্মাণ মাটির উপর মূল্যবান জমির ব্যবহার কমাতেই এ ব্যবস্থা নেয়া হয়েছে।

পুরো নির্মাণ কাজ শেষ হলে নতুন ভাসমান বিদ্যুৎ কেন্দ্র বছরে ১৬,১৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারবে

সৌর বিদ্যুৎ কেন্দ্রটি টোকিও থেকে মাত্র ৭৫ কিলোমিটার দূরে অবস্থিত, এতে রয়েছে ৫১ হাজার সৌর প্যানেল রয়েছে। পুরো প্যানেলটির আয়োতন ১ লক্ষ ৮০ হাজার বর্গমিটার।

বিদ্যুৎ কেন্দ্রটি চালু হলে ৪,৯৭০টি সাধারণ বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করার মতো পর্যাপ্ত বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব হবে এবং প্রতি বছর বায়ু মন্ডলে ৮,১৭০ টন কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গমণ ঠেকাবে।