পশ্চিম ও মধ্য জাপানে ধেয়ে আসছে শৈত্য প্রবাহ, তুষার ঝড়
পশ্চিম, দক্ষিণ-পশ্চিম, ও মধ্য জাপানের দিকে ধেয়ে আসছে একটি শৈত্য প্রবাহ সঙ্গে করে আনছে প্রবল ঝোড়ো আবহাওয়া। দেশের দীর্ঘাঞ্চল ভারী তুষারপাতের ও দমকা হাওয়ার জন্যে প্রস্তুত হচ্ছে, শনিবার জাপানের আবহাওয়া বিভাগ জানিয়েছে।
দুর্যোগপূর্ণ আবহাওয়া সোমবার পর্যন্ত বাজায় থাকতে পারে, সাথে পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম এলাকাতে তাপমাত্রা গড় মৌসুমি তাপমাত্রার চেয়ে ব্যাপক ভাবে হ্রাস পেতে পারে, খারাপ আবহাওয়ায় যানবাহন চলাচল ব্যহত হতে পারে, ঠান্ডায় পানির পাইপে বরফ জমে যেতে পারে, ফসলের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
রোববার সকাল ৬ টা পর্যন্ত হোক্কাইদো এবং চুগোকু অঞ্চলে ৪০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হয়ে পারে, তোহোকু, তোকাই, কিনকি এবং উত্তর কিউশু অঞ্চলে ৩০ সেন্টিমিটার এবং কানতো কোশিন, শিকোকু ও দক্ষিণ কিউশু অঞ্চলে ১৫ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হতে পারে।
টোকিও মেট্রোপলিটান এলাকায় সোমবার ভারী তুষারপাত হতে পারে, সেখানে ২ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হতে পারে।
আবহাওয়া বিভাগের কর্মকর্তারা বলেছেন পরিস্থিতিত অনেকটা ২০১০ সালের ৩১ ডিসেম্বর থেকে ২০১১ সালের ১ জানুয়ারির মতো। সে সময় তোত্তোরি প্রিফেকচারে হিমবাহের নীচে চাপা পড়ে ৪ জন প্রাণ হারান। তুষার ঢাকা পথে ১ হাজার গাড়ি আটকা পড়ে।