ফুকুশিমার তেজস্ক্রিয়তা আমেরিকার উপকূল পর্যন্ত ছড়িয়ে পড়েছে
২০১১ সালে জাপানে পরমাণু দুর্ঘটনা থেকে ছড়িয়ে পড়া তেজস্ক্রিয়তা উত্তর আমেরিকার উপকূলবর্তী অঞ্চল গুলোতে ছড়িয়ে পড়েছে এবং বিভিন্ন স্থানে তেজস্ক্রিয় দূষণের পরিমাণ বাড়ছে, যদিও তেজস্ক্রিয়তার মাত্রা এখনো মানুষ বা সামুদ্রিক জীবজগতের জন্যে হুমকি সৃষ্টি করার চেয়ে অনেক কম মাত্রায় রয়েছে, বিশেষজ্ঞরা জানান।
প্রশান্ত মহাসাগরের পানির শত শত নমুনায় নিশ্চিত হওয়া গেছে যে জাপানের ফুকুশিমা পারমাণবিক প্ল্যান্ট থেকে ছড়িয়ে পড়া তেজস্ক্রিয়তা দুর্ঘটনার ৪ বছর পরও অব্যাহত রয়েছে, উডস হোল ওস্যানোগ্রাফিক ইন্সটিটিউশন এর মেরিন রেডিওকেমিস্ট কেন বায়েসেলার বলেন।
সাম্প্রতিক মাস গুলোতে ওয়াশিংটন এবং ক্যালিফোর্নিয়ার উপকূলের কয়েকশ’ কিলোমিটারের মধ্যেই সিজিয়াম-১৩৪ সনাক্ত করা হয়েছে, এ ছাড়া কানাডা’র ভ্যাঙ্কুভার দ্বীপের নিকটেও অনুরূপ তেজস্ক্রিয়তা পাওয়া গেছে।
বায়েসেলার এক ইমেইল এ বলেন “যদিও তেজস্ক্রিয়তার মাত্রা সরকার অনুমোদিত মাত্রার অনেক নীচে রয়েছে, তেজস্ক্রিয়তার পরিমান পরিবর্তনের বিষয়টিকে প্রশান্ত মহাসাগর এলাকা জুড়ে আরো নিবিড় ভাবে পর্যবেক্ষণ করা উচিত।