আরেকটি পারমাণবিক চুল্লি চালু করল জাপান

আন্দোলনের মুখে বন্ধ করে দেয়া আরেকটি পারমাণবিক চুল্লি চালু করেছে জাপান। ২০১১ সালে ফুকুশিমা বিপর্যয়ের পর এটি বন্ধ করে দেয়া হয়েছিল।
চুল্লিটির পরিচালনাকারী কোম্পানি ইউটিলিটি কিউশু ইলেকট্রিক পাওয়ার জানিয়েছে, স্থানীয় সময় সকাল সাড়ে ১০ টায় সেনদাইয়ে দুই নম্বর চুল্লিটি পুনরায় চালু করা হয়। একই বিদ্যুৎ কেন্দ্রের প্রথম চুল্লিটি গত আগস্টে চালু করা হয়। রাজধানী টোকিও থেকে প্রায় ১ হাজার কিলোমিটার দূরে এর অবস্থান।
চার বছর বন্ধ রাখার পর পুনরায় পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন শুরু করল জাপান। আগামী নভেম্বরে চুল্লিটি থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।এর মাধ্যমে সাশ্রয়ী কিন্তু ঝুঁকিপূর্ণ জ্বালানী উৎসের দিকে ফিরে গেলো দেশটি।
২০১১ সালে ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামির আঘাতে ফুকুশিমা কেন্দ্রের শীতলীকরণ ব্যবস্থা বিকল হয়ে গিয়ে পারমাণবিক বিপর্যয়ের মুখে পড়েছিল দেশটি। এর পরই পারমাণবিক বিদ্যুৎবিরোধী ব্যাপক আন্দোলনের মুখে ৫০টি পারমাণবিক চুল্লি বন্ধ করে দিয়েছিল সরকার।