জাপানি হত্যা: আসামি হীরা আবারো রিমান্ডে
জাপানি নাগরিক কুনিয়ো হোশি হত্যা মামলার আসামি হুমায়ূন কবীর হীরাকে আবারো পাঁচ দিনের রিমান্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার সকালে রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবু তালেব এই রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) মামুনুর রশীদ মামুন জানান, হীরার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তাকে আরো জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনেই দ্বিতীয় দফায় রিমান্ড আবেদন করা হয়।
এর আগে গত ৫ অক্টোবর হীরাকে প্রথম দফায় দশ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
গত ৩ অক্টোবর কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের আলুটারি গ্রামে দুর্বৃত্তের গুলিতে নিহত হন কুনিয়ো হোশি। তিনি জাকারিয়া বালা নামে এক ব্যক্তি বাসায় ভাড়া থাকতেন। হীরা জাকারিয়ার শ্যালক।