ওকিনাওয়া‘তে তাইফুন গোনির আঘাত
প্রবল বাতাস নিয়ে তাইফুন গোনি দক্ষিণ জাপানের ওকিনাওয়া দ্বীপপুঞ্জের আঘাত হানতে শুরু করেছে।
আবওয়া বিভাগের কর্মকর্তারা বলেছেন তাইফুনটি রোববার বিকেল ৪টায় ইশিগাকি দ্বীপ থেকে ৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিলো। তাইফুনটি ঘন্টায় ১৫ কিলোমিটার বেগে অগ্রসর হচ্ছে।
সাকিশিমা এবং ইশিগাকি দ্বীপপুঞ্জ ইতিমধ্যেই তাইফুনের কবলে পড়েছে।
তাইফুনটি কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ২১৬ কিলোমিটারের মতো। সোমবার সকাল পর্যন্ত এসব এলাকায় তাইফুনের তান্ডব অব্যাহত থাকবে।
ধীরে ধীরে তাইফুনটি ওকিনাওয়ার মূল দ্বীপটিতে প্রবেশ করবে এবং এরপর কাগোশিমা প্রিফেকচারের আমামি অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়ে যাবে।
এ সময় সাগর উত্তাল থাকবে। আবহাওয়া বিভাগ জলচ্ছ্বাস, ভূমিধ্বস, আকস্মিক প্লাবন এবং বজ্রবিদ্যুতের সতর্কতা জারি করেছে।
অপর তাইফুন আৎসুমি টোকিও থেকে দূরবর্তী ওগাসাওয়ারা দ্বীপমালা হয়ে উত্তরে বাঁক নিচ্ছে। দেশের প্রশান্ত মহাসাগর উপকূলে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।