• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • পৃথিবীর অর্ধেক রোগীর মৃত্যু মরফিনের অভাবে

    সারা পৃথিবীতে প্রতি সেকেন্ডে প্রায় দুই জন মানুষের মৃত্যু হয়। এক ঘণ্টায় মারা যায় সাড়ে ছয় হাজারের মতো মানুষ। আর একদিনে মৃত্যু হয় দেড় লাখেরও বেশি মানুষের। সারা বছরের হিসাব করলে এই সংখ্যা দাঁড়ায় সাড়ে পাঁচ কোটি।

    সব থেকে আশ্চর্যজনক তথ্য হলো, এই মৃত্যুর অর্ধেকই হয় মরফিনের অভাবে! সমপ্রতি চালানো এক গবেষণায় দেখা গেছে, এসব মৃত্যুর অর্ধেকই হয় ব্যথায়, শুধু ব্যথানাশক ওষুধ মরফিনের অভাবে। দরিদ্র দেশগুলোতে এই মৃত্যুর হার সবচেয়ে বেশি।

    ব্রিটেনের বিজ্ঞান বিষয়ক সাময়িকী দ্যা ল্যানসেটের উদ্যোগে এই গবেষণাটি পরিচালিত হয়। সেখানে দেখা গেছে, ধনী দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রে মরফিনের অপব্যবহার খুব বেশি আর নাইজেরিয়ার মতো দেশে এই ব্যথানাশক খুবই দুষ্প্রাপ্য।

    এই গবেষণার সাথে জড়িত গবেষক ফেলিশা নর্ল বলেন, মরফিন সবার কাছে সহজলভ্য করতে খুব বেশি খরচের প্রয়োজন হবে না। এই ব্যথানশক ব্যবহার করতে পারা একটি মানবাধিকার  এবং বিশ্ব স্বাস্থ্যের জন্যে খুবই গুরুত্বপূর্ণ।

    যাদের এই ওষুধের দরকার তাদের সবার কাছে মরফিন পৌঁছে দিতে বছরে খরচ হবে মাত্র সাড়ে চৌদ্দ কোটি ডলার যা যুক্তরাষ্ট্রে মাঝারি আকারের একটি হাসপাতাল চালানোর খরচের খুব সামান্যই একটি অংশ।-বিবিসি

    পবিত্র কাবা ও মসজিদে নববিতে ছবি তোলায় নিষেধাজ্ঞা আরোপ

    সম্প্রতি সৌদি সরকার পবিত্র কাবা ও মসজিদে নববিতে ছবি তোলায় নিষেধাজ্ঞা আরোপ করেছে। পবিত্র এই দুই মসজিদসহ হজের আনুষ্ঠানিকতার সময় ছবি উঠানোর প্রবণতা রীতিমতো ভয়াবহ রূপ ধারণ করেছিলো।

    এবার তার পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে। খবর ডেইলি সাবাহর।

    ইসলামের অন্যতম পবিত্র স্থান মসজিদে নববিতে এক ইসরাইলি নাগরিক ছবি তুলে তা সামাজিক মাধ্যমে প্রচার করেন। এরপর পবিত্র কাবাঘর ও মসজিদে নববি এবং এর পার্শ্ববর্তী এলাকায় পর্যটকদের ছবি তোলার ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হলো। গত ১২ নভেম্বর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্ত দিয়েছে বলে বৃহস্পতিবার তথ্য ও গণমাধ্যম বিভাগের মহাপরিচালক এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

    বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, পবিত্র কাবাঘর ও মসজিদে নববির পবিত্রতা রক্ষা এবং এর মর্যাদা অক্ষুণ্ণ রাখতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এইসব এলাকায় ছবি তোলা ও ভিডিও ধারণের কারণে ইবাদত-বন্দেগিরতদের নানাবিধ সমস্যা হয়। এ সিদ্ধান্তের ফলে এখন থেকে কাবাঘর ও মসজিদে নববি এবং এর পার্শ্ববর্তী এলাকায় কোনো পর্যটক আর ছবি তুলতে পারবেন না।

    কিউবার ক্যান্সারের টিকায় সাফল্যের সম্ভাবনা

    কিউবার একদল বিজ্ঞানী ক্যান্সার চিকিত্সায় গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধন করেছেন। মার্কিন চিকিৎসা সাময়িকী ডাব্লিউমেইডে কিউবার বিজ্ঞানীদের আবিষ্কৃত ভ্যাকসিন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ‘ভ্যাক্সিরা’ নামের এই ভ্যাকসিন মানবদেহে প্রয়োগ করে সাফল্য পাওয়া গেছে বলে জানা গেছে।
    চিকিত্সকরা আশাবাদী, এই ভ্যাকসিন ক্যান্সার চিকিত্সায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে এর ফলে বড় ধরনের কোনো সাফল্য এসেছে বলেও মনে করেন না বিজ্ঞানীরা।
    এখন পর্যন্ত ক্যান্সার আক্রান্ত চার হাজার রোগীর ওপর ‘ভ্যাক্সিরা’ প্রয়োগ করা হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই সফলতা পাওয়া গেছে। এই ভ্যাকসিন তেমন ব্যয়বহুলও নয়। মধ্যবিত্তের সামর্থ্যের মধ্যেই পাওয়া যাবে। ডাব্লিউমেইডে।

    ফেনীর আ.লীগ সংবাদ সম্মেলন করে হাটে হাঁড়ি ভেঙে দিয়েছে

    বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ফেনী জেলা আওয়ামী লীগ নেতারা গতকাল (মঙ্গলবার) সংবাদ সম্মেলন করে হাটে হাড়ি ভেঙে দিয়েছেন। তারা বলেছেন- নিজের বিরুদ্ধে করা সংবাদের প্রতিশোধ নিতেই নিজাম হাজারী ফেনীতে তার লোকজন দিয়ে খালেদা জিয়ার গাড়িবহরে গণমাধ্যমের গাড়িতে হামলা করিয়েছে।

    বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

    রিজভী বলেন, নিজাম হাজারী খালেদা জিয়ার গাড়িবহরে যে হামলা চালিয়েছে সেটি আরও উপর থেকে অর্থাৎ সরকারের সর্বোচ্চ পর্যায়ে যে পরিকল্পনা করা হয়েছিল সেবিষয়ে আর কোনও সন্দেহ নেই।

    থলের বিড়ালকে বেশিক্ষণ আটকে রাখা যায় না মন্তব্য করে রিজভী আরও বলেন, সত্যকে ধামাচাপা দেয়ার অপচেষ্টা কখনো সফল হয় না। সাক দিয়ে মাছ ঢাকা যায় না।

    রোহিঙ্গা শরণার্থীদের দেখতে কক্সবাজার যাওয়ার পথে ফেনীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার নেপথ্যে ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর ভূমিকা ছিল বলে মঙ্গলবার সংবাদ সম্মেলন করে দাবি করেছেন ফেনী জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য আজহারুল হক। এই হামলার ঘটনা সম্পূর্ণ পূর্বপরিকল্পিত ছিল বলেও জানান তিনি।

    মঙ্গলবার সকালে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আজহারুল হক এসব কথা বলেন।

    লিখিত বক্তব্যে আজহারুল হক বলেন, সম্প্রতি ফেনীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে যে হামলার ঘটনা ঘটে, সেটিও ছিল পূর্বপরিকল্পিত। কারণ সেদিন বেছে বেছে ডিবিসি, চ্যানেল আই, একাত্তর, বৈশাখী টেলিভিশন ছাড়াও প্রথম আলো ও ডেইলি স্টারের গাড়ি ভাঙচুর করা হয়। এ পুরো ঘটনার ‘নেপথ্য’ নায়ক নিজাম হাজারী। বিভিন্ন গণমাধ্যমেও এ সংক্রান্ত সংবাদ এসেছে। মূলত তার বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিশোধ হিসেবেই নিজাম হাজারী ক্যাডারদের দিয়ে ওই সব গাড়িতে হামলা চালায়।

    ১১ জন ক্রু নিয়ে মার্কিন নৌ-বিমান জাপান উপকূলে বিধ্বস্ত

    জাপানের উপকূলে মার্কিন নৌবাহিনীর এক বিমান বিধ্বস্ত হয়েছে। এক বিজ্ঞপ্তিতে মার্কিন নৌবাহিনী জানাচ্ছে, দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানতে পারেনি তারা। বিমানটিতে আরোহী ক্রুদের তথ্যও গোপন রাখা হয়েছে।
    ফিলিপাইন সাগরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস রোনাল্ড রিগানের বহরে যুক্ত ছিলো বিমানটি। এতে মোট ১১ জন ক্রু ছিলো। এর আগে, গত আগস্টে সিঙ্গাপুর উপকূলে একটি বাণিজ্যিক জাহাজের সঙ্গে সংষর্ষের ফলে ১০ মার্কিন নৌ-সেনার মৃত্যু হয়। বিবিসি।

    জাপানে বাংলাদেশ ওমেনস অ্যাসোসিয়েশনের চ্যারিটি বাজার

    জাপানের রাজধানী টোকিওতে বাংলাদেশ ওমেনস অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত চ্যারিটি বাজার সফলতার সঙ্গেই সম্পন্ন হয়েছে। এই চ্যারিটি বাজার অভূতপূর্ব সাড়া ফেলেছে জাপানপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে। নারীরাও যে পারেন তা তারা দেখিয়ে দিয়েছেন।

    মূলত বাংলাদেশের বন্যা কবলিত এলাকার নারীদের পরবর্তী পুনর্বাসনে সহযোগিতার জন্য এই উদ্যোগ নেওয়া হয়। বাজারে জাপানপ্রবাসী নারী উদ্যোক্তাদের অনলাইন শপিং ব্যবসাপ্রতিষ্ঠানের মোট ১৭টি স্টল অংশ নিয়েছিল। স্টলগুলোতে ছিল জুয়েলারি, বুটিক, ফ্যাশন, এক্সেসরিজ, পোশাক, ঘড়ি, বইসহ বাংলাদেশে তৈরি বিভিন্ন গৃহস্থালি সামগ্রী এবং ঘরে বানানো হরেক রকমের মুখরোচক খাবার সামগ্রী।বাংলাদেশ ওমেনস অ্যাসোসিয়েশনের নিজস্ব স্টলে সদস্যরা ১৮ নভেম্বর শনিবার টোকিওর কিতা সিটি উকিমা ফুরেয়াইকানে আয়োজিত চ্যারিটি বাজার দুপুর দেড়টা থেকে দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শুরু থেকেই উপচে পড়া ভিড় দেখা গেছে স্টলগুলোতে। বিশেষ করে খাবারের স্টলে। বাজারের সমাপ্তির সময় ছিল রাত সাড়ে ৮টায়। কিছু কিছু খাবারের স্টলে খাবার সামগ্রী তার আগেই শেষ হয়ে যায়।
    পরিচ্ছন্ন ও শিশুবান্ধব নিরাপদ চ্যারিটি বাজার প্রাঙ্গণে নারী-শিশুরা নির্বিঘ্নে দেশীয় সাজে সজ্জিত হয়ে ক্লান্তিহীনভাবে কেনাকাটার পাশাপাশি আড্ডায় মেতে ওঠেন।

    ফুলেল শুভেচ্ছা চ্যারিটি বাজারে প্রধান অতিথি ছিলেন জাপানের বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক মিনিস্টার ড. সাহিদা আকতার। তিনি জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমার প্রতিনিধিত্ব করেন। অতিথি ছিলেন জাপান সফররত বাংলাদেশি ব্যবসায়ী ও সোনিয়া অ্যান্ড সোয়েটার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুদ্দিন মো. কায়সার খান।
    সাহিদা আকতার তার শুভেচ্ছা বক্তব্যে বাংলাদেশ ওমেনস অ্যাসোসিয়েশনের আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ অনেক এগিয়ে যাচ্ছে। নারীরাও এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন নারী। স্পিকার ও সংসদের বিরোধী দলীয় নেত্রীও নারী। আমি নিজেও একজন নারী হিসেবে যুগ্ম সচিবের দায়িত্ব পালন করছি। বাংলাদেশে বর্তমানে ১৩ জন নারী সচিব কর্মরত আছেন। কাজেই নারীরা পারে না এমন কোনো কাজ আর নেই।
    এনায়েতুদ্দিন মো. কায়সার খান শুভেচ্ছা বক্তব্যে বলেন, একজন ভালো মা একজন আদর্শ সন্তান জন্ম দিতে পারেন। সেই সন্তান বড় হয়ে দেশ গঠনে ভূমিকা পালন করেন। কাজেই মা অর্থাৎ নারীদের ভূমিকা দেশ গঠনে অগ্রগণ্য।বই কিনছেন একজন পাঠক বাংলাদেশি কমিউনিটির নেতাদের মধ্যে আরও শুভেচ্ছা বক্তব্য দেন মুনশি কে আজাদ, কাজী ইনসানুল হক, খন্দকার আসলাম হিরা, আবদুর রহমান, বাদল চাকলাদার, মো. নাসিরুল হাকিম, মো. শাহ, কামরুল আহসান জুয়েল ও কাজী আসগর আহমেদ সানী প্রমুখ। তারা চ্যারিটি বাজারের সাফল্য কামনা করেন। এ ছাড়া অ্যাসোসিয়েশনকে বিসিসিআইজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।খাবারের স্টলে অন্যান্যের সঙ্গে লেখিকা অনুষ্ঠানে সংগঠনের পরিচালনা পর্ষদের নাম ঘোষণা করা হয়। তনুশ্রী গোলদার বিশ্বাসের পরিচালনায় সংগঠনের অন্যতম উপদেষ্টা মুনশি রোকেয়া সুলতানা পর্ষদের নাম ঘোষণা করেন। তিনি সভানেত্রী হিসেবে জেসমিন সুলতানা কাকলি, সহসভানেত্রী রুমানা রউফ সোমা, সাধারণ সম্পাদক সুবর্ণ নন্দী রিমা, যুগ্ম সম্পাদক আসমা আখতার পারভিন বহ্নি, কোষাধ্যক্ষ সালমা আক্তার লাকি ও দপ্তর সম্পাদক রোকেয়া পারভিন তানিয়ার নাম ঘোষণা করেন। এ ছাড়া প্রধান উপদেষ্টা হিসেবে রাবাব ফাতিমা ও উপদেষ্টা হিসেবে সাহিদা আকতারের নাম ঘোষণা করা হয়।সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশনায় স্বরলিপির সদস্যরা কার্যকরী পর্ষদের সদস্যরা তাদের বক্তব্যে সংগঠনের জন্য নিজেকে নিবেদিত করে জাপানে বাংলাদেশের সুনাম বৃদ্ধিসহ দেশের দুস্থ মহিলাদের ভাগ্য উন্নয়নে নিরলস কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন।
    সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বরলিপি কালচারাল একাডেমির সদস্যরা অংশগ্রহণ করেন।
    সবশেষে লটারি ও পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। আকর্ষণীয় প্রথম পুরস্কারটি জিতে নেন সানাউল হক। আর প্রথম পুরস্কারটির স্পনসর ছিল ডেসটিনি ইনক।দর্শকদের একাংশ বাংলাদেশ ওমেনস অ্যাসোসিয়েশন জাপান ২০১৭ সালের ১২ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। ইতিমধ্যে সংগঠনটি নারীদের উন্নয়নে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেছে। যার অন্যতম ছিল চ্যারিটি বাজার। এখান থেকে আয়কৃত পুরো অর্থ বাংলাদেশের কুড়িগ্রাম অঞ্চলে বন্যা কবলিত এলাকার দুস্থ নারীদের পুনর্বাসনের জন্য পাঠানো হবে বলে জানা যায়।

    সরকারের ইচ্ছামত রায় না দেওয়ায় প্রধান বিচারপতিকে পদত্যাগে বাধ্য করা হয়
    আত্মপক্ষ সমর্থনকালে খালেদা জিয়া

    বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, সংবাদপত্র ও বিভিন্ন মাধ্যম থেকে আমরা জেনেছি যে, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে রায় দেয়া থেকেই প্রধান বিচারপতি এস. কে সিনহার বিরুদ্ধে ক্ষমতাসীনদের অপতত্পরতা শুরু হয়। প্রধান বিচারপতি থাকা অবস্থায় তাকে অসুস্থ ঘোষণা করে ন্যক্কারজনকভাবে জোর করে ছুটিতে এবং দেশের বাইরে যেতে বাধ্য করা হয়। পরবর্তীতে দেশে না ফিরে পদত্যাগ করতে তাকে বিশেষ পন্থায় বাধ্য করা হয়েছে।

    তিনি বলেন, ক্ষমতাসীনদের পছন্দ মাফিক রায় না দেয়ার কারণে দেশের প্রধান বিচারপতিকে যেখানে এমন ভাগ্য বরণ করতে হয় সেখানে অন্য বিচাররকদের সামনে ন্যায়বিচারের সুযোগ ও পরিবেশ কি আর থাকতে পারে? এই পরিস্থিতিতে দেশের বিচার ব্যবস্থার ওপর জনগণের কতটা আস্থা থাকতে পারে আপনি (বিচারক) সেটা নিশ্চয়ই অনুমান করতে পারেন।

    গতকাল বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থন করে পঞ্চম দিনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিচারকের উদ্দেশ্যে আদালতে এমন বক্তব্য তুলে ধরেন। পরে তার সময় আবেদনের প্রেক্ষিতে আত্মপক্ষ সমর্থনে অসমাপ্ত বক্তব্য রাখার জন্য ২৩ নভেম্বর দিন ধার্য করে দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মোঃ আখতারুজ্জামান। এ সময় খালেদা জিয়ার পক্ষে আইনজীবী মওদুদ আহমদ, জয়নুল আবেদীন, নিতাই রায় চৌধুরী, এম মাহবুবউদ্দিন খোকন, সানাউল্লাহ মিয়া প্রমুখ এবং দুদকের পক্ষে মোশাররফ হোসেন কাজল উপস্থিত ছিলেন।

    আদালতে খালেদা জিয়া বলেন, আমার বিরুদ্ধে ৩৬টি মামলা দায়ের করা হয়েছে। জনগণের কাছে এটা পরিষ্কার যে, এর প্রতিটি মামলাই আমার বিরুদ্ধে দায়ের করা হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে। আমি রাজনীতিতে সক্রিয় বলেই এবং আমাকে ক্ষমতাসীনদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসাবে বিবেচনা করেই এই মামলাগুলো দায়ের করা হয়েছে। অথচ শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলাগুলো তুলে নেওয়া হয়েছে।

    তিনি বলেন, সে কারণেই আমরা অসত্য ও ভিত্তিহীন অভিযোগে দায়ের করা মামলা-মোকদ্দমায় মোটেই ভীত নই। তবে দেশবাসী ও আমাদের আশংকার কারণ অন্য জায়গায়। সেটা হচ্ছে অত্যন্ত সুপরিকল্পিত ও ন্যক্কারজনকভাবে দেশ থেকে ন্যায়বিচারের পরিবেশ ও সুযোগ সম্পূর্ণ বিলুপ্ত করা হয়েছে।

    তিনি বলেন, সংবাদ-মাধ্যমের এখন কোনো স্বাধীনতা নেই। তা সত্ত্বেও যতটুকু খবর সংবাদপত্রে প্রকাশিত হতে পেরেছে তাতেই বুঝা গেছে যে, প্রধান বিচারপতি এস. কে সিনহাকে তার পদ থেকে সরে যেতে বাধ্য করা হয়েছে।

    বিএনপি চেয়ারপারসন বলেন, এ মামলার বিবরণ থেকে আমি আরো জেনেছি যে, কুয়েতের দেয়া অনুদানের অর্থ দুইভাগ করে দুটি ট্রাস্টকে দেয়া হয়। এক্ষেত্রে আইনের কোনো লংঘন হয়নি এবং ব্যক্তিগতভাবে আমার কিংবা অন্য কারো কোনোভাবে লাভবান হবার মতো কোনো ঘটনা ঘটেনি। ট্রাস্ট দুটির কোনোটিতেই আমি কোনো পদে কখনো ছিলাম না এবং এখনো নেই। অনুদানের অর্থ আনা বা বিতরণের সঙ্গেও ব্যক্তিগতভাবে বা প্রধানমন্ত্রী হিসেবে আমার কোনো রকম সংশ্লিষ্টতা ছিল না।  ট্রাস্টের কেউ কোনো অনিয়ম বা আইনের লংঘন করলে সে ব্যাপারে ট্রাস্ট আইনে অভিযোগ বা মামলা হতে পারে। কিন্তু দুর্নীতি দমন কমিশন কিভাবে ট্রাস্টের কথিত অনিয়ম ও দুর্নীতির ব্যাপারে মামলা রুজু করে? এটা কি তাদের আওতা ও এখতিয়ারের ভেতরে পড়ে? তাছাড়া এখানে কোনো রকম দুর্নীতিও হয়নি। এই মামলায় আমাকে কেন অভিযুক্ত করা হয়েছে তাও আমার বোধগম্য নয়।

    জাপান ও যুক্তরাষ্ট্রের ১০ দিনের সামরিক মহড়া শুরু

    জাপান ও যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার একটি যৌথ সামরিক মহড়া শুরু করেছে। উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে সামরিক শক্তি প্রদর্শনের অংশ হিসেবে তারা এ মহড়া শুরু করলো। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এশিয়া সফরকালে আলোচনায় পিয়ংইয়ংয়ের পারমাণবিক কর্মসূচিই সবচেয়ে বেশি প্রাধান্য পায়।
    মার্কিন নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ১০ দিনব্যাপী এ সামরিক মহড়া জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া উপকূলীয় জলসীমায় অনুষ্ঠিত হচ্ছে। এতে অন্যান্যের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রায় ১৪ হাজার সৈন্য, বিমানবাহী মার্কিন রণতরী ইউএসএস রোনাল্ড রিগ্যান, ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ইউএসএস স্টিথাম, ইউএসএস চাফি ও ইউএসএস মাস্টিন যোগ দিয়েছে।
    এদিকে উত্তর কোরিয়া এ ধরনের আগ্রাসী সামরিক মহড়ার বারবার নিন্দা জানিয়ে আসছে। উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোকে কেন্দ্র করে চরম আঞ্চলিক উত্তেজনার সৃষ্টি হয়েছে। এএফপি।

    আসিয়ানকে সাক্ষী রেখেই প্রকাশ্যে নতুন ‘চতুর্ভুজ’, ঘেরাওয়ের মুখে চিনফিং

    আসিয়ান শিখর সম্মেলনকে সাক্ষী রেখেই এশিয়া-প্যাসিফিক অঞ্চল জুড়ে প্রবল শক্তিশালী জোট গঠনের পথে হাঁটল চার দেশ। আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া, ভারত— চিনকে সব দিকে থেকে ঘিরে রাখতে ভারত মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত ছড়িয়ে থাকা বিশাল  এলাকায় এই চার দেশ একসঙ্গে কাজ করবে, এমন কথা শোনা যাচ্ছিল বহু দিন ধরেই। চার দেশ পরস্পরের সঙ্গে যোগাযোগও বাড়াচ্ছিল নানা ক্ষেত্রে। কিন্তু ‘চতুর্ভুজ’ গঠনের স্পষ্ট কোনও পদক্ষেপ ছিল না। ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় এ বার সেই স্পষ্ট পদক্ষেপটিই করা হল। চিনের অস্বস্তি বহুগুণ বাড়িয়ে আসিয়ান শিখর সম্মেলনের ফাঁকে আলাদা বৈঠক করলেন ভারত, অস্ট্রেলিয়া, জাপান এবং আমেরিকার বিদেশ মন্ত্রকের কর্তারা।

    ম্যানিলায় চতুর্ভুজ বৈঠকটি হয়েছে রবিবার। স্বাভাবিক ভাবেই গোটা বিশ্বের নজর কেড়েছে আমেরিকা-জাপান-অস্ট্রেলিয়া-ভারতের এই সুস্পষ্ট অক্ষ। ভারতের তরফে বৈঠকে যোগ দিয়েছিলেন বিদেশ মন্ত্রকের পূর্ব এশিয়া সংক্রান্ত বিষয়ের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সচিব প্রণয় ভার্মা এবং দক্ষিণ এশিয়া সংক্রান্ত বিষয়ের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সচিব বিনয় কুমার। আমেরিকার তরফে ছিলেন প্রখ্যাত কূটনীতিক অ্যালিস ওয়েলস এবং জাপানের তরফে বৈদেশিক নীতি বিভাগের উপমন্ত্রী সাতোশি সুজুকি।

    আমার সব মামলাই রাজনৈতিক, কোনোটির আইনি ভিত্তি নেই -খালেদা জিয়া

    বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, আমার বিরুদ্ধে ৩৬ মামলার সবই রাজনৈতিক প্রতিহিংসা থেকে করা। এসবের কোনোটিরই আইনি ভিত্তি নেই।
    বৃহস্পতিবার আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থনের অসমাপ্ত বক্তব্য উপস্থাপনকালে তিনি এ দাবি করেন।
    এ সময় খালেদা এ মামলায় দুর্নীতির অভিযোগের বিষয়ে বলেন, আমি কোনো দুর্নীতি করিনি। জিয়াউর রহমানের নামে অনুদান দিয়েছিল কুয়েত।
    রাজধানীর বকশীবাজারে স্থাপিত ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামানের আদালতে বক্তব্য দিচ্ছেন খালেদা জিয়া।
    একই আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাজিরা দেবেন এ সাবেক প্রধানমন্ত্রী।
    এর আগে সকাল সাড়ে ১০টার দিকে গুলশানের বাসা থেকে রওনা দিয়ে ১১টা ৪০ মিনিটে আদালতে পৌঁছেন তিনি।
    আদালত সূত্র জানায়, দুর্নীতির এ দুই মামলায় চলতি বছরের ১২ অক্টোবর খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। ১৯ অক্টোবর এ দুই মামলায় তার জামিন মঞ্জুর করেন আদালত। ওই দিন তিনি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থনে নিজের বক্তব্য উপস্থাপন শুরু করেন।
    জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় একটি মামলাটি দায়ের করে দুদক।
    আর জিয়া অরফানেজ ট্রাস্টের নামে এতিমদের জন্য বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রাজধানীর রমনা থানায় অপর মামলাটি করা হয়।

    রোহিঙ্গা নির্যাতনে সু চি’র নীরবতায় অ্যাওয়ার্ড ফেরতের ঘোষণা আইরিশ শিল্পীর

    আয়ারল্যান্ডের প্রখ্যাত সঙ্গীত ব্যক্তিত্ব বব গেলডফ তার সম্মানসূচক ‘ফ্রিডম অফ দ্য সিটি অফ ডাবলিন’ অ্যাওয়ার্ড ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। গেলডফ বলছেন, তিনি মিয়ানমারের নেত্রী অং সান সু চির বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ এমন সিদ্ধান্ত নিয়েছেন। অং সান সু চিও ওই পুরস্কারে ভূষিত হয়েছিলেন ।
    বব গেলডফ মনে করেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর জাতিগত নিধনের ক্ষেত্রে কোনো ভূমিকা নিতে ব্যর্থ হয়েছেন সু চি। তিনি বলেন, ‘আমাদের শহরের সঙ্গে তার (সু চি’র) সম্পৃক্ততা আমার সবার জন্য লজ্জার।’ মিয়ানমারের সেনাবাহিনীর ভয়াবহ নির্যাতনের মুখে প্রাণ বাঁচাতে গত ২৫শে অগাস্ট থেকে রাখাইন থেকে অন্তত ছয় লাখ রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে বলে বলছে জাতিসংঘ।
    সঙ্গীতজ্ঞ ও লাইভ এইড এর প্রতিষ্ঠাতা বব গেলডফ এক বিবৃতিতে বলেন, ‘আমরা তাকে (সু চি) সম্মানিত করেছিলাম, এখন তিনি আমাদের লজ্জিত করেছেন।’ এরই প্রতিবাদে তিনি সোমবার ডাবলিনে সিটি হল কর্তৃপক্ষের কাছে তার অ্যাওয়ার্ড ফিরিয়ে দেবেন বলে জানান তিনি। আরেকটি আইরিশ ব্যান্ডদল ইউ টু’ ও এক বিবৃতিতে অং সান সু চির তীব্র সমালোচনা করে তাকে নিরাপত্তা বাহিনীর দ্বারা সহিংসতা বন্ধ করতে শক্ত অবস্থান নেয়ার আহবান জানিয়েছে। এর আগে গতমাসে অক্সফোর্ড সিটি কাউন্সিল ১৯৯৭ সালে দেয়া মিজ সু চির ফ্রিডম অফ দা সিটি অ্যাওয়ার্ড প্রত্যাহার করে নেয়। বিবিসি।

    দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি : খালেদা জিয়া

    বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, বিএনপি দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না। শেখ হাসিনার অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না, হতে পারে না। যারা সামান্য স্থানীয় সরকার নির্বাচনেই ভোট চুরি করে জিততে চায় তাদের অধীনে জাতীয় নির্বাচনের মতো বৃহৎ দায়িত্ব কোনওভাবেই নিরপেক্ষ হতে পারে না। নির্বাচনে ইভিএম বাতিল ও সেনা মোতায়েন করতে হবে।
    রবিবার সোহরাওয়ার্দী উদ্যানে দলের সমাবেশে খালেদা জিয়া এ কথা বলেন। আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে খালেদা জিয়া বলেন, এরা ক্ষমতায় থেকে জনগণকে যেমন ভয় পাচ্ছে, তেমনি বিভিন্ন দল বিশেষ করে বিএনপিকে ভয় পায়। যার কারণে আজকের সমাবেশে আসা নেতাকর্মীদের বিভিন্ন জায়গায় বাধা দিয়েছে।
    তিনি বলেন, এরা যে এত ছোট মনের, আজকে তারা দ্বিতীয় দিনের মতো প্রমাণ করে দিয়েছে। এত ছোট মন নিয়ে রাজনীতি করা যায় না। এরা মানুষকে ভয় পায়। এজন্য ৭ নভেম্বর আমাদের জনসভা করতে দেয়নি। আজকে অনুমতি দিয়েছে। কিন্তু জনগণ যেন আসতে না পারে, সেই ব্যবস্থা করেছে। গণপরিবহন বন্ধ করে দিয়েছে। বাইরের জেলার মানুষ যেন না আসতে পারে। রাজধানীর হোটেলগুলোতে অভিযান চালিয়েছে। অনেক নেতাকর্মীকে গ্রেফতার করেছে।
    তিনি আরও বলেন, এমনকি আমিও যেন সমাবেশে আসতে না পারি সেই ব্যবস্থাও করেছে। আমি বাসা থেকে বের হয়ে দেখি রাস্তায় খালি বাস রেখে দিয়েছে। খালেদা জিয়া বলেন, বহুদলীয় গণতন্ত্রে মতপার্থক্য থাকবেই, দেশের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, দেশের বাইরে সরকারের ‘এজেন্সির লোক’ দিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। তিনি বলেন, দেশ দুর্নীতিতে ছেয়ে গেছে দাবি করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, ‌‘প্রতিনিয়ত প্রতি প‌দে প‌দে দুর্নী‌তি। দুদুক প‌ড়ে আছে বিএন‌পির পেছ‌নে। অথচ যারা দুর্নী‌তি কর‌ছে তা‌দের দি‌কে চোখ প‌ড়ে না দুদকের। বাংলা‌দেশ ব্যাংক থে‌কে ৮০০ কো‌টি টাকা কারসা‌জি ক‌রে কারা বিদেশে পাচার করেছে দেশবাসী তা জানে। তবু দুদক চুপ হয়ে আছে।’

    সাবেক এই প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আওয়ামী লীগ যত‌দিন ক্ষমতায় থাক‌বে তত‌দিন দেশে গুম খুন হত্যা চলতেই থাকবে। আমরা রাজনী‌তি‌তে গুনগত প‌রিবর্তন চাই, ঐক্যের রাজনী‌তি কর‌তে চাই।’ এসময় চলমান রো‌হিঙ্গা সমস্যাকে ভোটার‌বিহীন সরকার নয় দেশের জাতীয় সমস্যা বলে উল্লেখ করেন তিনি। আর এই জাতীয় সমস্যা মোকাবিলায় ভোটারবিহীন এই অবৈধ সরকার চুপ থাকলেও জনগণকে সঙ্গে নিয়ে সমাধানের পথে অগ্রসর হওয়ার জন্য বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি জোর আহ্বান জানান খালেদা জিয়া।
    বিকাল সোয়া ৩টার দিকে সমাবেশস্থলে আসেন খালেদা জিয়া। দীর্ঘ ১৯ মাস পরে রাজধানীর কোনো সমাবেশে বক্তব্য দিচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দুপুর ২টার দিকে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। ওলামা দলের কেন্দ্রীয় সভাপতি হাফেজ মাওলানা আবদুল মালেক কোরআন তেলাওয়াত করেন।

    জাপানে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

    জাপানের পার্বত্য এলাকায় বুধবার বেসরকারি একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। জাপানের রাজধানী টোকিও থেকে ১৫০ কিলোমিটার দুরের একটি গ্রামের ব্রিজের ওপর হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
    পরিবহন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, হেলিকপ্টারের চারজন আরোহী ছিলেন। ঘটনাস্থল থেকে তাদের মৃত অবস্থায় পাওয়া গেছে।
    এএস-৩৩২ এল সুপার পুমা হেলিকপ্টারটি পরিচালনা করে টোহো এয়ার সার্ভিস। কোম্পানিটি জানায়, দুর্ঘটনার সময় তাদের চারজন পুরুষ স্টাফ হেলিকপ্টারটিতে ছিলেন।

    বাংলাদেশ প্রধান বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

    প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ শনিবার সকালে সিনহার পদত্যাগপত্র বঙ্গভবনে পৌঁছালে তা গ্রহণ করা হয় বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন।
    এর আগে শুক্রবার স্থানীয় সময় সকাল ১০ টায় সিঙ্গাপুর থেকে কানাডার উদ্দেশে রওনা হওয়ার পূর্বে তিনি পদত্যাগ করেন বলে তার পারিবারিক সূত্রে জানা গিয়েছিল। তবে তাৎক্ষণিকভাবে সরকারি সূত্রগুলো বিষয়টি নিশ্চিত করতে পারেনি।
    অসুস্থতার কারণ দেখিয়ে ১০ নভেম্বর পর্যন্ত ছুটি নিয়ে গত ১৩ অক্টোবর অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন প্রধান বিচারপতি এস কে সিনহা। ঢাকা ত্যাগের পূর্বে এক খোলা চিঠিতে বিচারপতি সিনহা দাবী করেন তিনি অসুস্থ নন। ছুটি শেষে তিনি দেশে ফিরে আসবেন বলেও চিঠিতে উল্লেখ করেন।
    বেশ কিছুদিন সস্ত্রীক অস্ট্রেলিয়ায় তার বড় কন্যার বাসায় অবস্থানের পর গত সোমবার চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। সিঙ্গাপুরের ন্যাশনাল ক্যান্সার ইন্সটিটিউট হাসপাতালে তিনি চারদিন চিকিৎসা নেন। চিকিৎসা শেষে তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু এক অজানা কারণে তিনি দেশে না ফিরে কানাডায় উদ্দেশে সিঙ্গাপুর ত্যাগ করেন। কানাডায় যাওয়ার পূর্বে তিনি পদত্যাগপত্রে সই করেন বলে পারিবারিক সূত্র জানায়।
    উচ্চ আদালতের বিচারপতি অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল ঘোষণা করে গত জুলাই মাসে রায় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বাতিলের পূর্ণাঙ্গ রায়ে রাষ্ট্র, সমাজ, রাজনীতি, নির্বাচন কমিশন, সংসদ ও বিচারব্যবস্থা নিয়ে নানা পর্যবেক্ষণ দেন প্রধান বিচারপতি এস কে সিনহা। রায়ের ওই পর্যবেক্ষণ নিয়ে প্রধান বিচারপতির সমালোচনায় সরব হন সরকার দলীয় মন্ত্রী-নেতারা। এমনকি এসব পর্যবেক্ষণ স্বতঃপ্রণোদিত হয়ে প্রত্যাহারের জন্য প্রধান বিচারপতির প্রতি দাবি জানানো হয়। রায় নিয়ে এই টানাপড়েনের মধ্যেই ১৩ অক্টোবর এক মাসের ছুটিতে যান তিনি। ছুটিতে থাকা অবস্থায় বিদেশে বসে তিনি পদত্যাগ করলেন।
    তার অনুপস্থিতিতে গত এক মাস ধরে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যৈষ্ঠ বিচারক বিচারপতি আবদুল ওয়াহ্‌হাব মিঞা।

    জাপানে জেলহত্যা দিবস পালন

    জাপানের রাজধানী টোকিওতে বাংলাদেশের ইতিহাসের কলঙ্কিত দিন জেলহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার (৬ নভেম্বর) টোকিওর কিতা কু-র তাকিনাগাওয়া বুনকা সেন্টারে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগের জাপান শাখা এই দোয়া ও আলোচনা সভার আয়োজন করে।

    এক মিনিটের নীরবতা পালন ও মোনাজাতের মাধ্যমে জেলহত্যা দিবসের অনুষ্ঠান শুরু হয়। মোনাজাতে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাসহ সকল শহীদের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।
    আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন নাজমুল হোসেন, আবদুল কুদ্দুস, শাহ আলম, মাহবুব হাসান, চৌধুরী সাইফুর রহমান, রায়হান কবির ভূঁইয়া, টি এম ফারুক, মাসুদ আলম, মোল্লা ওয়াহিদ, রায়হান হোসেন, কাজী মাসুদ, আবু রায়হান ও ডা. মো. খলিলুর রহমান প্রমুখ। আমন্ত্রিত হিসেবে প্রবাসী সাংবাদিক ইমদাদুল হক, রাহমান মনি, কাজী ইনসানুল হকসহ অনেক প্রবাসী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে থেকে কয়েকজন বক্তব্যও দেন।

    আলোচকেরামঞ্চে ছিলেন সংগঠনের সভাপতি ছালেহ মোহাম্মদ আরিফ, সাধারণ সম্পাদক খন্দকার আসলাম হীরা ও সহসভাপতি হারুনুর রশিদ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান।
    বক্তারা বলেন, ৩ নভেম্বর বাংলাদেশের ইতিহাসের একটি কলঙ্কিত দিন। এদিন জেলের নিরাপদ আশ্রয়ে নির্মমভাবে হত্যা করা হয় মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে।
    দলীয় নেতারা জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি এখনকার হাইব্রিড আওয়ামী লীগারদের ব্যাপারে দলীয় নেতা-কর্মীদের সজাগ দৃষ্টি রাখতে বলেন। তাঁরা বলেন, ক্ষমতার সুযোগ নিতে দেশে ও জাপানসহ বিভিন্ন দেশে প্রবাসীদের মধ্যে নতুন আওয়ামী লীগার সৃষ্টি হয়েছে। এরা প্রবাস ছেড়ে এখন ঢাকায় হালুয়া রুটির ধান্দায় ব্যস্ত।

    উপস্থিতির একাংশতাঁরা আরও বলেন, দেশকে মর্যাদাবান একটি পরিচয়ে পরিচিত করতে দেশে ও প্রবাসেও আমাদের ভালো ভূমিকা রাখতে হবে। খবর বিজ্ঞপ্তির।