• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • ইডেন টেস্ট উদ্বোধন করতে কলকাতায় প্রধানমন্ত্রী

    বাংলাদেশ ভারতের মধ্যে দিবা-রাত্রির টেস্ট খেলাকে কেন্দ্র করে কলকাতা সেজেছে নতুন সাজে। সেই টেস্ট উদ্বোধন করতে একদিনের সফরে কলকাতায় গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট আজ শুক্রবার সকাল ১০টা ৫ মিনিটে কলকাতার উদ্দেশে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর ছেড়ে যায়। বেলা ১টা ৩০ মিনিটে খেলা শুরুর কথা রয়েছে।

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ঐতিহাসিক ডে-নাইট টেস্ট ম্যাচ দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। আজ থেকে ২৬শে নভেম্বর পর্যন্ত কলকাতায় এ খেলা অনুষ্ঠিত হবে।
    কলকাতা পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে একটি মোটর শোভাযাত্রা সহকারে বিমানবন্দর থেকে কলকাতার হোটেল তাজ বেঙ্গলে নিয়ে যাওয়া হবে। স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় ইডেন গার্ডেনে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে সঙ্গে নিয়ে বেল বাজিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার টেস্ট ম্যাচের উদ্বোধন করবেন।

    জাপানের বিরুদ্ধে কঠোর বাণিজ্য পদক্ষেপ চাইছেন যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা

    জাপান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বিস্তৃত একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার পরবর্তী পর্যায়ের প্রস্তুতি নিতে থাকার মুখে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিশেষজ্ঞরা বলছেন ওয়াশিংটনের উচিৎ হবে কঠোর পদক্ষেপ নিয়ে চাপ দিয়ে যাওয়া।

    জাপান ও যুক্তরাষ্ট্র বর্ধিত আলোচনার পর অক্টোবর মাসে প্রাথমিক একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে।

    মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে গতকাল চুক্তি নিয়ে একটি শুনানি অনুষ্ঠিত হয়েছে।

    মোটরগাড়ি শ্রমিক সংগঠন ইউনাইটেড অটো ওয়ার্কার্স ইউনিয়নের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা চুক্তির সমালোচনা করে বলেছেন, তিনি যেটাকে রপ্তানি এগিয়ে নিতে মুদ্রা বিনিময় হারকে জাপানের উদ্দেশ্য সাধনে কাজে লাগানো আখ্যায়িত করেছেন, চুক্তি তার সমাধান দিচ্ছে না।

    যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ের সাবেক একজন আলোচকও বলেছেন, কর্মকর্তাদের উচিৎ হবে জাপানের খামার বাজার আরও উন্মুক্ত করার চেষ্টা চালানো। যুক্তরাষ্ট্রের মাখন ও চালের উপর শুল্ক হ্রাসের আহ্বান তিনি জানান।

    দুই দেশ সার্বিক চুক্তি নিয়ে আলোচনা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

    বিশ্লেষকরা বলছেন ২০২০ সালের নির্বাচন এগিয়ে আসতে থাকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়তো তাঁর অবস্থান শক্ত করে নিতে কঠোর পদক্ষেপ প্রত্যাশার চেষ্টা করতে পারেন।

    জাপানের সাথে অমীমাংসিত বিষয়াবলী নিয়ে দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদে আলোচনা

    জাপানের সাথে অমীমাংসিত বিষয়াবলী নিয়ে আলোচনা করার জন্য দক্ষিণ কোরিয়া জাতীয় নিরাপত্তা পরিষদের একটি বৈঠক ডেকেছে।

    আজকের সেই বৈঠক জাপানের সাথে গোয়েন্দা তথ্য ভাগাভাগি করে নেয়ার চুক্তির মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার দু’দিন আগে অনুষ্ঠিত হয়। সামরিক তথ্যাবলীর সাধারণ চুক্তি বা জি-সোমিয়ার মেয়াদ দক্ষিণ কোরিয়া ও জাপান উভয়ে নবায়ন করে নিতে সম্মত না হলে শনিবার উত্তীর্ণ হয়ে যাবে।

    দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় বলেছে জাতীয় নিরাপত্তা কার্যালয়ের প্রধান চুং উই-ইয়ং বৈঠকটি ডেকেছেন।

    তবে দক্ষিণ কোরিয়া জি-সোমিয়া চুক্তিতে থাকবে কিনা সেই প্রশ্নে বৈঠকে কোন ধরনের বিতর্ক হয়, প্রেসিডেন্টের কার্যালয় তা জানায় নি।

    প্রেসিডেন্টের কার্যালয় বলছে, জাপানের সাথে অমীমাংসিত বিষয়াবলীর নিষ্পত্তি করে নেয়ায় দক্ষিণ কোরিয়ার সরকারের চালানো কূটনৈতিক প্রচেষ্টা সমূহ বৈঠক পরীক্ষা করে দেখেছে।

    অংশগ্রহণকারীরা নিশ্চিত করেছেন যে দক্ষিণ কোরিয়া সংশ্লিষ্ট দেশগুলোর সাথে আলোচনা চালিয়ে যাবে। এছাড়া বিভিন্ন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার পদক্ষেপ নিয়েও তারা আলোচনা করেছেন।

    থাইল্যান্ড-লাওস সীমান্তে ৬.১ মাত্রার ভূমিকম্প

    ৬.১ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আজ সকালে থাইল্যান্ড ও লাওসের মধ্যেকার সীমান্তবর্তী এলাকায় আঘাত হেনেছে। কিছু ভবনের ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে।

    যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বিভাগ বলছে, ভূমিকম্প থাইল্যান্ডের সীমান্তের কাছে লাওসের উত্তর-পশ্চিমের পাহাড়ি এলাকায় আঘাত হানে।

    ভূতাত্ত্বিক জরিপ বিভাগ অনুমান করছে কম্পনের গভীরতার কেন্দ্র ছিল ভূগর্ভের প্রায় ১০ কিলোমিটার নিচে।

    থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় প্রদেশ নাআনে একটি প্রাথমিক স্কুলের ছাদ আংশিকভাবে ধ্বসে পড়েছে। এছাড়া দেয়ালেও ফাটল দেখা গেছে। থাইল্যান্ডের দুর্যোগ কর্তৃপক্ষ বলছে এই পর্যায়ে কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

    উত্তর লাওসের সিয়াবুরিতে একটি বিদ্যুৎ কেন্দ্রের একদিকের দেয়াল আংশিকভাবে ধ্বসে পড়ে।

    থাইল্যান্ড ও লাওসের বিস্তৃত এলাকা জুড়ে কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে ২১-তলা একটি ভবনের ছাদে ঝুলানো বাতি প্রায় এক মিনিট ধরে দোদুল্যমান ছিল।

    ইতিপূর্বে সর্বোচ্চ মেয়াদে কাজ করা জাপানি প্রধানমন্ত্রীর সমকক্ষ হয়েছেন শিনযো আবে

    জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবের ক্ষমতার সর্বমোট মেয়াদ একশ বছরেরও বেশি আগে তারো কাতসুরার স্থাপন করা দেশের প্রধানমন্ত্রী হিসেবে সবচেয়ে দীর্ঘ মেয়াদে দায়িত্ব পালনের রেকর্ডের সমান হয়েছে।

    সর্বমোট ২ হাজার ৮শ ৮৬দিন দায়িত্বে থেকে আজ আবে এই মাইলফলক অর্জন করেন।

    চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিহিদে সুগা আবের এই কৃতিত্বের জন্য দায়িত্ব পালনকালে তার অর্জনগুলোর ভূমিকার কথা উল্লেখ করেন।

    জাপান সরকারের এই শীর্ষ মুখপাত্র বলেন, আবে অর্থনীতিকে প্রাধান্য দিয়ে আর্থিক, রাজস্ব এবং আঞ্চলিক পুনরুজ্জীবন কর্মসূচি সমূহ বাস্তবায়ন করেছেন।

    ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতা হিসেবে আবের মেয়াদ ২০২১ সালের সেপ্টেম্বর মাসে শেষ হবে।

    তিনি সাংবিধানিক পরিবর্তন, অর্থনৈতিক পুনরুজ্জীবন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির সংস্কারে কাজ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

    ইতিপূর্বে সর্বোচ্চ মেয়াদে কাজ করা জাপানি প্রধানমন্ত্রীর সমকক্ষ হয়েছেন শিনযো আবে

    জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবের ক্ষমতার সর্বমোট মেয়াদ একশ বছরেরও বেশি আগে তারো কাতসুরার স্থাপন করা দেশের প্রধানমন্ত্রী হিসেবে সবচেয়ে দীর্ঘ মেয়াদে দায়িত্ব পালনের রেকর্ডের সমান হয়েছে।

    সর্বমোট ২ হাজার ৮শ ৮৬দিন দায়িত্বে থেকে আজ আবে এই মাইলফলক অর্জন করেন।

    চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিহিদে সুগা আবের এই কৃতিত্বের জন্য দায়িত্ব পালনকালে তার অর্জনগুলোর ভূমিকার কথা উল্লেখ করেন।

    জাপান সরকারের এই শীর্ষ মুখপাত্র বলেন, আবে অর্থনীতিকে প্রাধান্য দিয়ে আর্থিক, রাজস্ব এবং আঞ্চলিক পুনরুজ্জীবন কর্মসূচি সমূহ বাস্তবায়ন করেছেন।

    ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতা হিসেবে আবের মেয়াদ ২০২১ সালের সেপ্টেম্বর মাসে শেষ হবে।

    তিনি সাংবিধানিক পরিবর্তন, অর্থনৈতিক পুনরুজ্জীবন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির সংস্কারে কাজ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

    মহাশূন্যের চিনি হয়তো পৃথিবীতে প্রাণের বিকাশ ঘটিয়ে থাকতে পারে

    জাপানি গবেষকরা জানিয়েছেন যে, উল্কাপিণ্ডের মধ্যে আটকে থাকা চিনি তারা খুঁজে পেয়েছেন।

    তোহোকু বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ইয়োশিহিরো ফুরুকাওয়া’র নেতৃত্বাধীন একটি দল অস্ট্রেলিয়া থেকে পাওয়া একটি সহ তিনটি উল্কাপিণ্ডের টুকরো বিশ্লেষণ করে।

    গবেষকরা বলছেন, তারা এই উদ্দেশ্যে উদ্ভাবন করা একটি পদ্ধতি ব্যবহার করে দু’টি উল্কাপিণ্ডের টুকরোর মধ্যে রাইবোজ এবং অন্য ধরনের চিনি শনাক্ত করতে সফল হন।

    রাইবোজ হচ্ছে আর,এন,এ,-র একটি উপাদান। আর এই আর,এন,এ, হচ্ছে ডি,এন,এ, থেকে নির্দেশ বহন করা অণুর এক চেইন।

    গবেষকরা এও বলছেন, তারা এর কার্বন আইসোটোপের অনুপাত থেকে এটা নিশ্চিত করেন যে, এই চিনির উৎস হচ্ছে মহাশূন্য।

    দলটির ধারণা, এই চিনি উল্কাপিণ্ডগুলোর মূল গ্রহাণুতে রাসায়নিকভাবে ৪০০ কোটি বছরেরও বেশি আগে গঠিত হয়েছিল।

    বিজ্ঞানীরা এর আগে মহাশূন্যে সাধারণ অ্যামিনো এসিড শনাক্ত করেছেন, তবে চিনি কখনও শনাক্ত করেননি।

    ফুরুকাওয়া বলছেন, এইসব উল্কাপিণ্ডের বহন করা রাইবোজ হয়তো পৃথিবীতে জীবন সৃষ্টিতে সাহায্য করে থাকতে পারে।

    ৯ বছর বয়সেই স্নাতক!

    Posted by admin on November 18
    Posted in Uncategorized 

    ৯ বছর বয়সেই স্নাতক!

    মাত্র নয় বছর বয়সে স্নাতক সম্পন্ন করতে যাচ্ছে বেলজিয়ামের বিস্ময় বালক লরেন্ট সিমনস। চলতি বছরের ডিসেম্বরে নেদারল্যান্ডের এডিনহোভেন ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক শেষ করার কথা রয়েছে সিমনসের। যদি তাই হয় তাহলে সিমনসই হবে বিশ্বের সর্বকনিষ্ঠ গ্র্যাজুয়েট।

    ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, অধিকাংশ মানুষের আইকিউ যেখানে ৯০ থেকে ১১০ এর মধ্যে সেখানে সিমনসের আইকিউ ১৪৫। হাই স্কুলের সিলেবাস শেষ করতে তার লেগেছিল মাত্র আঠারো মাস!

    সিমনস যে আর আট-দশটা শিশুর চেয়ে ভিন্ন তা প্রথম বুঝতে পারে তার দাদ-দাদী। তবে তার বাবা-মা তা কানে তুলেননি। পরে স্কুলের শিক্ষকদের কথায় বিশ্বাস করেন যে তাদের সন্তান অমিত প্রতিভাধর।

    তারপর থেকে সিমনসকে তারা চলতে দিয়েছেন নিজের মতো করে। ডাক্তার বাবা ছেলেকে নিজের মতো একজন ডাক্তার রূপে দেখতে চাননি। ছেলের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি আগ্রহ দেখে তাকে সে বিষয়েই পড়তে দিয়েছেন। যার ফলাফল ছেলের এই অভাবনীয় সাফল্য।

    সিমনস সিএনএনকে বলেন, তার পরবর্তী পরিকল্পনা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর পিএইচডি ডিগ্রি নেওয়া এবং পাশাপাশি মেডিসিনে স্নাতক সম্পন্ন করা। সিমনস স্বপ্ন দেখে একদিন সে কৃত্রিম হৃদযন্ত্র তৈরি করবে, আবিষ্কার করবে নতুন নতুন সব জিনিস।

    সিমনসের প্রতিভার খবর ছড়িয়ে পড়েছে চারদিকে। বিশ্বের নামী বিশ্ববিদ্যালয়গুলো ইতোমধ্যে তার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।

    এর আগে সবচেয়ে কম বয়সে স্নাতক শেষ করেছিল আমেরিকার মিকেল কারনে। মাত্র দশ বছর বয়সে ইউনিভার্সিটি অব আলাবামা থেকে স্নাতক শেষ করেছিল সে।

    জাপানি অভিনেত্রী এরিকা সাওয়াজিরির অবৈধ মাদক ব্যবহারের স্বীকারোক্তি

    তদন্তের ঘনিষ্ঠ সূত্রগুলো, জাপানী অভিনেত্রী এরিকা সাওয়াজিরি মাঝেমাঝে অবৈধ মাদক ব্যবহারের বিষয় স্বীকার করেন বলে জানিয়েছে।

    পুলিশ, কৃত্রিম মাদক এমডিএমএসহ অবৈধ বস্তু রাখার সন্দেহে গ্রেফতার করার একদিন পর আজ সাওয়াজিরিকে সরকারী কৌঁসুলির দপ্তরে প্রেরণ করে।

    সূত্রগুলো জানায় যে, ৩৩ বছর বয়সী অভিনেত্রী টোকিওর একটি এপার্টমেন্টে পাওয়া মাদকগুলো তাঁর নিজের বলে স্বীকার করেন।

    তদন্তকারীরা, এসকল মাদক কিভাবে পেয়েছেন সে বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদের পরিকল্পনা করছে।

    পেরুতে জাপানী বিশ্ববিদ্যালয়ের নাসকা লাইন আবিস্কার

    নাসকা লাইন’ সম্পর্কে গবেষণায় নিয়োজিত একটি জাপানী বিশ্ববিদ্যালয়ের গবেষণা দল, পেরুতে আরও ১৪৩টি জিও গ্লাইফস বা ভূপৃষ্ঠে আঁকা নকশা আবিষ্কার করেছে।

    অধ্যাপক মাসাতো সাকাইএর নেতৃত্বাধীন ইয়ামাগাতা বিশ্ববিদ্যালয়ের এই গবেষণা দল, গতকাল একথা ঘোষণা করে।

    দলটি গত গ্রীষ্মকাল পর্যন্ত তিন বছর, সরু রাস্তাগুলি বরাবর এসব নাসকা লাইন খুঁজে বেড়াচ্ছিল।

    এসব নাসকা লাইনে মানুষ, পাখি এবং বিড়ালের মত চতুষ্পদ বিশিষ্ট জন্তুর নকশা দেখা যায়। এগুলোর আকার, ৫ থেকে ১শ মিটার পর্যন্ত বিস্তৃত হয়। এগুলো, খ্রিষ্ট পূর্ব ১শ থেকে ৩শ শতাব্দীর মধ্যে তৈরি করা হয় বলে মনে করা হয়।

    গবেষকরা বলেন যে, তাঁরা তথ্য বিশ্লেষণের জন্য একটি তথ্য প্রযুক্তি কোম্পানির উদ্ভাবিত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করেন।

    তাঁদের বিশ্লেষণে, মাথায় তিনটি সাজ সম্বলিত মানব আকারের জিনিষগুলো আবিষ্কার করা হয়। তাঁরা বলেন যে, জিও গ্লাইফস আবিষ্কারের ক্ষেত্রে এই প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেয়া হয়।

    সাকাই বলেন যে, এ ধরনের গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তা যে অতি কার্যকরী তা’ তাঁরা জানতে পারেন। তিনি বলেন যে, তাঁরা একটি নাসকা লাইন মানচিত্র তৈরি করতে চান এবং এই সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সহায়তা করার পাশাপাশি এসব নাসকা লাইন কেন সৃষ্টি করা হয়েছিল তা’ বিশ্লেষণ করবেন।

    ইনিংস পরাজয়ের পথে বাংলাদেশ

    ইন্দোর টেস্টের দ্বিতীয় দিন শেষে ৩৪৩ রানের লিড নিয়ে ফিরেছিলো স্বাগতিক ব্যাটসম্যানরা। হাতে ছিলো তখনো ৬ উইকেট। সেই অবস্থায় সকাল সকাল ইনিংস ঘোষণার সিদ্ধান্ত নেন বিরাট কোহলি। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আরেকদফা হোঁচট খেয়েছেন সফরকারীরা। ৪৪ রানেই হারিয়েছে টপ অর্ডারের চার ব্যাটসম্যানকে। ইনিংস পরাজয় এড়াতে এখনো প্রয়োজন ২৯৯ রান। যা মুশফিক-মুমিনুলদের জন্য দুঃসাধ্য, অলীক কল্পনায় বটে।

    দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ভারতের সংগ্রহ ছিলো ৪৯৩ রান। সেই অবস্থায় স্বাগতিকদের সবচেয়ে সফল ব্যাটসম্যান ডাবল সেঞ্চুরিয়ান মায়াঙ্ক আগারওয়াল বলছিলেন, বাংলাদেশকে আরো যত বেশি চাপে ফেলা যায়, সেই চেষ্টা করবেন তারা।

    তবে চাপ বাড়ানোর জন্য নতুন করে আর কোনো রানের প্রয়োজন মনে করেননি বিরাট কোহলি। উল্টো বাংলাদেশকে ব্যাটে পাঠিয়ে চাপে ফেলে দিয়েছেন স্বাগতিক অধিনায়ক। সকালের পিচে উমেশ যাদব, ইশান্ত শর্মা ও মোহাম্মদ শামিদের বলে প্রতিরোধই গড়তে পারেননি সফরকারী ব্যাটসম্যানরা।

    এর আগে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে গুঁটিয়ে যায় সফরকারী বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন মুশফিকুর রহিম।

    হোক্কাইদোতে তুষার ঝড় নিয়ে সতর্ক থাকার আহ্বান

    জাপানের আবহাওয়া কর্মকর্তারা সতর্ক করে দিয়েছেন যে ভারী একটি তুষার ঝড় হোক্কাইদো এবং উত্তর জাপানের অন্যান্য অংশে আজ বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত পরিবহন ব্যবস্থা ব্যাহত করতে পারে।

    কর্মকর্তারা বলছেন ঘনীভূত হতে থাকা একটি নিম্নচাপ ব্যবস্থা এবং শীতল বাতাসের একটি ঘনায়িত ভর হোক্কাইদোর মূলত জাপান সাগরের দিকের অংশে তুষার ঝঞ্ঝা নিয়ে আসতে পারে।

    তারা বলছেন একটি অগ্রভাগ সাথে নিয়ে নিম্নচাপ ব্যবস্থা হোক্কাইদোর উত্তরের দিকে অগ্রসর হচ্ছে। উত্তর জাপানে জাপান সাগরের উপকূল এলাকায় বাতাসের বেগ বৃদ্ধি পাচ্ছে।

    বাতাসের সর্বোচ্চ গতিবেগ হোক্কাইদোতে ঘণ্টায় ৯০ কিলোমিটার তোহোকুতে ঘণ্টায় ৮২ কিলোমিটার এবং হোকুরিকুতে ঘণ্টায় ৭২ কিলোমিটার পর্যন্ত পৌঁছুতে পারে।

    কর্মকর্তারা বলছেন দমকা হাওয়া ঘণ্টায় সর্বোচ্চ ১০৮ থেকে ১২৬ কিলোমিটার গতিবেগে আঘাত হানতে পারে।

    হোক্কাইদোতে ৭ মিটার পর্যন্ত এবং তোহোকু ও হোকুরিকুতে ৬ মিটার পর্যন্ত উঁচু ঢেউয়ের পূর্বাভাস দেয়া হয়েছে।

    কর্মকর্তারা আরও বলছেন শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় হোক্কাইদোতে ৪০ সেন্টিমিটার পর্যন্ত এবং তোহোকুতে ২০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত প্রত্যাশা করা হচ্ছে।

    তারা বলছেন শনিবার সকাল পর্যন্ত পরবর্তী চব্বিশ ২৪ ঘণ্টায় হোক্কাইদোতে অতিরিক্ত ৫০ থেকে ৭০ সেন্টিমিটার তুষারপাত হতে পারে।

    নেতৃত্বে আসছেন জয়!

    Posted by admin on November 14
    Posted in Uncategorized 

    নেতৃত্বে আসছেন জয়!

    সরাসরি রাজনীতিতে না এসেও দেশের তরুণদের স্বপ্নের প্রতীক হয়ে উঠেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভাড বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করা জয় ডিজিটাল বাংলাদেশ গড়তে অভাবনীয় ভূমিকা রেখেছেন। তাঁকে নিয়ে আগামীর স্বপ্ন দেখেন দেশের লাখ লাখ শিক্ষিত তরুণ-তরুণী।

    আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল হচ্ছে আগামী ২০-২১ ডিসেম্বর। এর এক মাস আগে গত ১১ নভেম্বর রংপুরের পীরগঞ্জ উপজেলা শাখা কমিটিতে তাকে প্রাথমিক সদস্য করা হয়েছে। উপজেলা কমিটিতে সদস্য করার পর সজীব ওয়াজেদ জয়কে নিয়ে সর্বত্রই আলোচনা তিনি কী রাজনীতিতে নামছেন? এবার কাউন্সিলে কি দলের গুরুত্বপূর্ণ কোনো পদ আসছেন? আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের নেতারা চাচ্ছেন সজীব ওয়াজেদ রাজনীতিতে আসুক। দলটির অঙ্গ সংগঠন যুবলীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগের নেতাকর্মীরা অনেক দিন থেকে জয়ের নেতৃত্বেই আগামীর স্বপ্ন দেখছেন। কিন্তু সজীব ওয়াজেদ জয় রাজনীতিতে না এসেও প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। জানতে চাইলে আওয়ামী লীগের সিনিয়র নেতারা এ নিয়ে প্রকাশ্যে কথা বলতে না চাইলেও তারা বলছেন, জয় রাজনীতিতে এলে আওয়ামী লীগের আগামীর নেতৃত্বের সঙ্কট কেটে যাবে। দুর্নীতিবিরোধী শুদ্ধি অভিযানের পর দলকে পরিচ্ছন্ন এবং ক্লিন ইমেজের নেতাদের সমন্বয়ে এগিয়ে নেয়া সহজ হবে। দেশে বর্তমানে রাজনীতির দুটি ধারা দৃশ্যমান হলেও প্রকৃতপক্ষে বাংলাদেশে যে গণতান্ত্রিক ধারা বহমান তা বঙ্গবন্ধুর পরিবারকে কেন্দ্র করেই আবর্তিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁরই যোগ্য উত্তরসুরি হিসেবে সজীব ওয়াজেদ জয়; এই তৃতীয় প্রজন্মের নতুন নেতৃত্বের প্রতি নেতাকর্মীদের আকর্ষণ এখন কেন্দ্রীভূত।

    ’৭৫ সালে বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যার পর আওয়ামী লীগ এবং বাংলাদেশে নেতৃত্বের বিরাট শূন্যতার সৃষ্টি হয়েছিল। এ সময় দলটিতে নানা ধারা উপধারার সৃষ্টি হয়। ’৮১ সালে দেশে ফিরে এসে শেখ হাসিনা দলের হাল ধরে আওয়ামী লীগকে পুনর্গঠন করেন। ২১ বছর পর ’৯৬ সালে দলকে তিনি আবার ক্ষমতায় নিয়ে আসেন। শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন সুযোগ্য নেতৃত্বের কারণে এটা সম্ভব হয়েছে। সজীব ওয়াজেদ জয়ের মধ্যেও নানা এবং মায়ের ছায়া আর্বতৃত হচ্ছে। আগামীতে সজীব ওয়াজেদ জয়ের মধ্যেও সেই সম্ভাবনা দেখছেন আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী। সরাসরি রাজনীতি না করেও দেশের বিপুল সংখ্যক তরুণ-তরুণীর নেতা হিসেবে ইতোমধ্যে আবির্ভূত হয়ে জয় গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন।

    আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে তারা প্রত্যাশা করছেন প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগের আসন্ন ২১তম জাতীয় সম্মেলনের মাধ্যমে দলের নেতৃত্বে আসুক। শেখ হাসিনা সভাপতি এবং জয় দলের যে কোনো গুরুত্বপূর্ণ পদে আসুক এটাই সবার প্রত্যাশা। এ নিয়ে দল ও দলের বাইরে বেশ আলোচনা চলছে। বিগত ২০১৬ সালে দলের ২০তম জাতীয় সম্মেলনের সময়ও সজীব ওয়াজেদ জয়ের রাজনীতিতে নামা নিয়ে ব্যাপক আলোচনা ছিল।

    সজীব ওয়াজেদ জয়কে রংপুরের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য করা হয়েছে। উপমহাদেশের রাজনৈতিক পরিবারের ইতিহাস থেকে জানা যায়, ভারতের কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী সরাসরি কংগ্রেসের সাধারণ সম্পাদক হয়েছিলেন। এর আগে রাহুল গান্ধীর বাবা রাজীব গান্ধীও সরাসরি কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। এছাড়া পাকিস্তানে ‘পাকিস্তান পিপলস পার্টির’ সভাপতি বিলাওয়াল ভুট্টোও ২০০৭ সালে মা বেনজির ভুট্টোর মারা যাওয়ার পর সরাসরি দলের সভাপতি নির্বাচিত হয়েছেন। এদিকে বাংলাদেশেও তারেক রহমান প্রথমে বিএনপির বগুড়া জেলার গাবতলী উপজেলার সদস্য, তারপর কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-মহাসচিব, পরে ভাইস চেয়ারম্যান থেকে এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

    রাজনৈতিক পরিবারের ইতিহাস ও ঐতিহ্য অনুসারে সজীব ওয়াজেদ জয়ও আওয়ামী লীগের শীর্ষ পদে আসবেন বলেই দলের নেতাকর্মীদের প্রত্যাশা। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময়োপযোগী ও যথাযত সিদ্ধান্ত নেবেন এবং তার সিদ্ধান্ত দলের সবাই স্বাগত জানাবেন।

    আওয়ামী লীগ নেতাদের মতে, উপমহাদেশের অন্যান্য রাজনৈতিক পরিবার ও তাদের উত্তরসূরীদের চাইতে সজীব ওয়াজেদ জয়ের অবস্থান সম্পূর্ণ ভিন্ন। রাহুল গান্ধী বা বিলাওয়াল ভুট্টো দুইজনই পারিবারিক উত্তরসূরী হিসেবে দলের পদ পেয়েছেন কিন্তু সজীব ওয়াজেদ জয় পারিবারিক উত্তরসূরী হলেও নিজ গুণে তিনি গুণান্বিত। জয় যেভাবে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন এবং দিচ্ছেন তা অন্যদের মাঝে দেখা যায়নি। ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা তিনি। তার নিজের প্রচেষ্টায় দেশের আইটি সেক্টর যেভাবে এগিয়েছে তা অতুলনীয় এবং অভাবনীয়। বাংলাদেশ এখন স্যাটেলাইটের মালিক। এর পুরো অবদান সজীব ওয়াজেদ জয়ের।
    আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ ইনকিলাবকে বলেন, বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়কে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য করে রংপুরের পীরগঞ্জ আওয়ামী লীগের নেতৃবৃন্দ একটি যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছেন। আমরা প্রত্যেকেই যার যার জন্মস্থানের কমিটির সদস্য। এরপর অন্য দায়িত্বে রয়েছি। ডিজিটাল বাংলাদেশের কর্ণধার সজীব ওয়াজেদ জয় আগামীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বে আসবেন বলে আমরা আশাবাদী। আওয়ামী লীগ ও দেশের জনগণ জয়ের নেতৃত্বকে স্বাগত জানাবেন।

    আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জি. আব্দুস সবুর ইনকিলাবকে বলেন, সজীব ওয়াজেদ জয় নিজ গুণে গুনান্বিত। বর্তমানে বাংলাদেশ আইটি সেক্টর, স্যাটেলাইট উৎক্ষেপণসহ বিভিন্নভাবে যে অগ্রগতি করেছে তার স্বপ্নদ্রষ্টা আইটি বিশেষজ্ঞ সজীব ওয়াজেদ জয়। জয়কে আমরা সকলেই স্বাগত জানাই; তার নেতৃত্বে আওয়ামী লীগ আরো শক্তিশালী হবে এবং দেশের অগ্রগতি আরো ত্বরান্বিত হবে বলে বিশ্বাস করি।

    অক্টোবার মাসে জাপানের উৎপাদক মূল্য সূচক হ্রাস পেয়েছে

    ব্যাংক অব জাপান বা বিওজে অক্টোবার মাস থেকে ভোগ্য পণ্যের উপর কর বৃদ্ধির কী ধরনের প্রভাব মূল্যের উপর পড়েছে সে বিষয়ে প্রথমবারের মত আভাস দিয়েছে। সংখ্যাগুলো দেখে মনে হচ্ছে যে করবৃদ্ধির উর্ধ্বমুখী প্রভাব সত্ত্বেও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো বিভিন্ন কারণের জন্য সার্বিক ঋণ কম পরিমাণে পরিশোধ করছে।

    উৎপাদক মূল্য সূচক কারখানায় পণ্য সামগ্রীর মূল্য পরিমাপ করে থাকে। অক্টোবার মাসে এক বছর আগের তুলনায় এই সূচকের মূল্য শূন্য দশমিক চার শতাংশ হ্রাস পেয়েছে। পরপর পাঁচ মাস ধরে সূচকের মূল্য হ্রাস পাচ্ছে।

    তবে বিওজের কর্মকর্তারা বলেন যে করের পরিমাণ বৃদ্ধি করা না হলে এই সংখ্যা আরও ১ দশমিক ৯ শতাংশ কম হত। এর থেকে আভাস পাওয়া যাচ্ছে যে কর বৃদ্ধি আসলেই তাৎপর্যপূর্ণ উর্ধ্বমুখী প্রভাব ফেলেছে।

    সার্বিক নেতিবাচক ফলাফলের কারণ হল অপরিশোধিত তেলের চাহিদা হ্রাস। মার্কিন-চীন বাণিজ্য সংঘাতের কারণে চীনের প্রবৃদ্ধি মন্থর হয়ে পড়ায় এই চাহিদা হ্রাস পায়।

    ব্যাংক অব জাপানের কর্মকর্তারা বলছেন আগামী মাসগুলোতেও তাঁরা যত্ন সহকারে কর বৃদ্ধির প্রভাবের উপর নজর রাখবেন।

    জাপান জুড়ে তাণ্ডব সৃষ্টিকারী তাইফুন হাগিবিস আঘাত হানার ১ মাস

    জাপানের অনেক অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করা তাইফুন হাগিবিস আঘাত হানার এক মাস পূর্ণ হয়েছে। কয়েক দশকে দেশে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড়গুলোর মধ্যে অন্যতম এই ঝড়ে ৯১ জনের মৃত্যুর পাশাপাশি ৪ ব্যক্তি এখনও নিখোঁজ রয়েছেন।

    সোমবার ভূমি ও অবকাঠামো মন্ত্রণালয়ের কর্মকর্তারা হাগিবিসের ক্ষয়ক্ষতির ব্যাপ্তি হালনাগাদ করে নিয়েছেন।
    প্রায় ৩শ নদী তীর উপচে প্রবাহিত হয় এবং অন্ততপক্ষে ২৫ হাজার হেক্টর ভূমি প্লাবিত হয়।
    পূর্ব ও উত্তর জাপানে নদী তীরের অনেক বাঁধও ভেঙ্গে যায়।

    কর্মকর্তারা ৮শ ৮০টিরও বেশি ভূমিধ্বস এবং কাদা-স্রোতের ঘটনা নিশ্চিত করেছেন যা ১৯৮২ সাল থেকে রাখা রেকর্ডের সর্বোচ্চ সংখ্যা।

    সরকারের পরবর্তী পদক্ষেপগুলোর মধ্যে নিজেদের দুর্যোগ প্রতিরোধ নীতির পুনর্বিবেচনাও অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া, সাম্প্রতিক ক্ষয়ক্ষতির উপর ভিত্তি করে কর্মকর্তারা চলমান অবকাঠামো পদক্ষেপগুলোও পুনরায় যাচাই করে দেখবেন।