ভূমিকম্প সম্ভাবনা মানচিত্রে গোটা জাপানই ভূমিকম্পের ঝুঁকিতে
দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় উপকূল ভূমিকম্পের বড় ধরনের ঝুঁকির মধ্যে মধ্যে রয়েছে, এগুলো এতোটাই ঝুঁকির মধ্যে রয়েছে যে বড় বড় ভবনও ধসে পড়তে পারে যদিও প্রায় গোটা জাপানই ভূমিকম্পের ঝুঁকির মধ্যে রয়েছে। আগামী ৩০ বছরের মধ্যেই বড় ধরনের ভূমিকম্প আঘাত হানতে পারে।
ভূমিকম্প গবেষণা উন্নয়ন সদর দপ্তর এপ্রিলের ২৭ তারিখ ২০১৭ সালের জাতীয় ভূকম্পীয় বিপদ মানচিত্র প্রকাশ করে।
কানতো, তোকাই, কিনকি এবং শিকোকু অঞ্চলের প্রশান্ত মহাসাগর উপকূলীয় কোনো কোনো শহরে আগামী তিন দশকের মধ্যে ০ থেকে ৭ মাত্রার জাপানি স্কেলে ৬ বা তারও বেশি মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার সম্ভাবনা রয়েছে।
ভূমিকম্প গবেষণা কমিটির চেয়ারম্যান নাওশি হিরাতা বলেন, উচ্চ ঝুঁকি এলাকার বাইরেও যে সব মানুষ রয়েছেন
Read More
**-------------**------------**