|
Community Events
Aug 1712বদলী হজ্বের মাসায়েল মাওলানা মুহাম্মাদ ইমদাদুল্লাহadmin August 12 ![]() ![]() Aug 1712১৭ দেশের ডিমে বিষাক্ত পদার্থের সন্ধান ইউরোপেরই ১৫ দেশadmin August 12 ১৭ দেশের ডিমে বিষাক্ত পদার্থের সন্ধান: ইউরোপেরই ১৫ দেশ
ইউরোপীয় কমিশন জানিয়েছে, ইউরোপের ১৫টি দেশ এবং হংকং ও সুইজারল্যান্ডের ডিমে বিষাক্ত পদার্থ পাওয়া গেছে। ডিমে ক্ষতিকর রাসায়নিক পদার্থ ফিপ্রোনিল থাকার বিষয়টি চলতি মাসেই জানান বেলজিয়ামের কর্মকর্তারা। গত জুনেই তারা বিষয়টি জানতে পারলেও গোপন রাখেন। কমিশন জানিয়েছে, আগামী ২৬ সেপ্টেম্বর এ বিষয়ে বৈঠক করা হবে। তবে একে অপরের ওপর দোষ না চাপানোর আহবান জানিয়েছেন কমিশনের খাদ্য নিরাপত্তা বিভাগের প্রধান। খবর বিবিসি
বেলজিয়ামের কর্মকর্তারা স্বীকার করেছিলেন, নেদারল্যান্ডসের ফার্ম থেকে পাঠানো ডিমে বিষ থাকতে পার
Read More **-------------**------------** Aug 179স্বর্ণ ব্যবহারে ক্যান্সার চিকিৎসাadmin August 9 স্বর্ণ ব্যবহারে ক্যান্সার চিকিৎসাস্বর্ণের ক্ষুদ্র কণা ব্যবহার করে ক্যান্সারের চিকিৎসায় বিপুল অগ্রগতি আনা সম্ভব বলে দাবি করেছেন চিকিৎসা বিজ্ঞানের গবেষকরা। স্কটল্যান্ডের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের এক দল বিজ্ঞানী দাবি করেছেন, স্বর্ণ ক্যান্সারের ওষুধের কার্যকারিতা বৃদ্ধি এবং কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়া কমাতে সহায়ক ভূমিকা রাখতে সক্ষম হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে একটি জেব্রাফিশের ওপর এ সংক্রান্ত পরীক্ষানিরীক্ষা চালিয়ে বিষয়টি সম্পর্কে সুনিশ্চিত ধারণা পেয়েছেন বিজ্ঞানীরা। তবে এখনও মানবদেহে এর প্রভাব বিচার করে দেখা হয়নি। বিজ্ঞানীরা বলছেন, রোগীর দেহে স্বর্ণ ব্যবহারের আগে আরও অনেক কাজ বাকী। স্বর্ণ একটি নিরাপদ রাসায়নিক উপাদান। ক্ষুদ্র ক্ষুদ্র স্বর্ণের টুকরাগুলো মূলত ‘গোল্ড ন্যানোপার্টিকেল’ নামেRead More **-------------**------------** Aug 179হজ্ব বিষয়ক ভুল-ভ্রান্তিadmin August 9
হজ্বই একমাত্র ইবাদত, যার নিয়ত করার সময়ই আল্লাহ তাআলার নিকট সহজতা ও কবুলের দুআ করা হয়। অন্যান্য ইবাদত থেকে হজ্বের আমলটি যে কঠিন তা এ থেকেই স্পষ্ট। হজ্বের সঠিক মাসআলার জ্ঞান যেমন জরুরি, তেমনি তা আদায়ের কৌশল এবং পূর্ব অভিজ্ঞতার আলোকে করণীয় বিষয়গুলোর প্রতি পূর্ণ খেয়াল রাখাও জরুরি। হজ্বে যে সকল ভুল হতে দেখা যায় তা সাধারণত উদাসীনতার কারণেই হয়ে থাকে। তাই নিম্নে সচরাচর ঘটে থাকে এমন কিছু ভুল উল্লেখ করা হচ্ছে। যেন হাজ্বীগণ এ সকল ভুল-ভ্রান্তি- থেকে বেঁচে সুষ্ঠুরূপে হজ্ব আদায়ে সক্ষম হন। আল্লাহ তাআলা তাওফীক দান করুন।
ইহরামের দুই রাকাত নামাযের জন্য ইহরাম বিলম্বিত করাইহরাম বাঁধার আগে দুই রাকাত নামায পড়ার নিয়ম আছে। তাই অনRead More **-------------**------------** Aug 177‘আজব’ সুপার কম্পিউটার বানাচ্ছে জাপান!admin August 7 ‘আজব’ সুপার কম্পিউটার বানাচ্ছে জাপান! যুক্তরাষ্ট্রের তৈরী ‘কোরি’ নামের সুপার কম্পিউটারের ক্ষমতা ১৪ পেটাফ্লপস। অর্থাত্ এটি প্রতি সেকেন্ডে ১৪ মিলিয়ন বিলিয়ন (১ মিলিয়ন সমান ১০ লক্ষ আর ১ বিলিয়ন সমান ১০০ কোটি) হিসাব করতে পারে। একটি কম্পিউটারের এই ক্ষমতার কথা শুনে অনেকের চোখ কপালে উঠেছিল। এর বাইরে যুক্তরাষ্ট্রের তৈরী ‘সেকোইয়া’ এবং ‘টাইটান’ নামের আরো দুটি সুপার কম্পিউটারের ক্ষমতা যথাক্রমে ১৭ এবং ১৮ পেটাফ্লপস। অনেকের ধারণা ছিল, সুপার কম্পিউটারের এই ক্ষমতাকে ছাপিয়ে যাওয়া অন্য কোনো দেশের পক্ষে সম্ভব হবে না।
কিন্তু চীন সেই ‘অসম্ভবকে’ সম্ভব করে ছেড়েছিল। দেশটির বিজ্ঞানীরা তিয়ানহি-২ নামের একটি সুপার কম্পিউটার তৈরী ক
**-------------**------------** Aug 177হিরোশিমা দিবসে পরমাণুমুক্ত বিশ্ব গড়ার আহ্বানadmin August 7 হিরোশিমা দিবসে পরমাণুমুক্ত বিশ্ব গড়ার আহ্বান বিশ্বের ইতিহাসের অন্যতম কলঙ্কজনক ঘটনার আজ ৭২তম বার্ষিকী। ১৯৪৫ সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা শহরে আণবিক বোমা হামলা চালায়।
ইতিহাসের প্রথম পারমাণবিক হামলায় প্রায় দেড় লক্ষ মানুষ নিহত হয় যাদের সিংহভাগ ছিলেন বেসামরিক মানুষ। হিরোশিমার পিস মেমোরিয়াল পার্কে শহরটির মেয়র বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ও পরমাণু বোমা মুক্ত বিশ্ব গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। অনুষ্ঠানে ৫০ হাজারের বেশি লোক অংশ নেয়। এদের মধ্যে ওই হামলায় যারা বেঁচে গিয়েছিলেন তারাও রয়েছেন। এছাড়াও শান্তি কর্মী, নিহতদের পরিবারের সদস্য এবং বিশ্বের প্রায় ৮০টি দেশ ও অঞ্চলের মানুষ এতে যোগ দেয়।
নগরীর মেয়র কাজুমি মাৎসুই সেখানে উপস্থিত মানুষের সামনে শান্তির ঘোষণা
Read More **-------------**------------** Aug 175হার্ভার্ডের ৩৮০ বছরের ইতিহাসে এই প্রথম সংখ্যালঘু হতে যাচ্ছে শ্বেতাঙ্গরাadmin August 5 হার্ভার্ডের ৩৮০ বছরের ইতিহাসে এই প্রথম সংখ্যালঘু হতে যাচ্ছে শ্বেতাঙ্গরা বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ৩৮০ বছরের ইতিহাসে এই প্রথম সংখ্যালঘু হতে চলেছে শ্বেতাঙ্গ শিক্ষার্থীরা। তাদের আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা এক পরিসংখ্যান বলছে, এই বিশ্ববিদ্যালয়ে পরের শিক্ষাবর্ষে যারা ভর্তি হতে চলেছেন, তাদের অর্ধেকেরও বেশী হবেন অশ্বেতাঙ্গ। সেখানে দেখা যাচ্ছে, ৫০.৮ শতাংশ নতুন ছাত্র বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায় থেকে আসছে। গত বছর এই হার ছিল ৪৭.৩ শতাংশ। পরিসংখ্যানে আরো দেখা যাচ্ছে, নতুন শিক্ষার্থীদের ২২.২ শতাংশ এশিয়ান-আমেরিকান। এরপর রয়েছে আফ্রিকান-আমেরিকান ১৪.৬ শতাংশ, হিস্পানিক বা ল্যাটিনো ১১.৬ শতাংশ এবং
Read More **-------------**------------** Aug 174সেরা তিনে চোখ মুশফিকের ‘অস্ট্রেলিয়াকে হারানো অসম্ভব কিছু নয়’২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই নতুনভাবে আবির্ভূত বাংলাদেশ দল। ওয়ানডে ফরম্যাটে হয়ে উঠে ক্রিকেটের অন্যতম পরাশক্তি। বর্তমানে যেকোন দলই বাংলাদেশের বিপক্ষে চ্যালেঞ্জ নিয়েই মাঠে নামে। ওয়ানডে ক্রিকেটে টাইগারদের ধারাবাহিক পারফরম্যান্সের ফলাফল স্বরূপ অর্জন করে ক্যরিয়ারের সেরা ওয়ানডে র্যাংকিং। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে র্যাংকিংয়ে ছয়ে উঠে আসে বাংলাদেশ দল। তবে সেই স্থান বেশিদিন দখলে থাকে নি। ওয়ানডের পাশাপাশি টেস্ট ক্রিকেটেও করছে ধারাবাহিক পারফরম্যান্স। অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের মিশ্রণে দারুন কম্বিনিশন গড়েছে বাংলাদেশ। মুশফিকের মতে ধারাবাহিক পারফর্ম করতে পারলে ওয়ানডে র্যাংকিংয়ে সেরা তিনে উঠা অসম্ভব কRead More **-------------**------------** Aug 174জাপানে নতুন প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীর নাম ঘোষণা
![]() জানা গেছে, সাবেক প্রতিরক্ষা প্রধান ইতসুনোরি ওনোদেরাকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ফিরিয়ে আনা হচ্ছে। গত সপ্তাহে আবের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র তোমোমি ইনাদা এই পদ থেকে দুর্নীতির কেলেঙ্কারি মাথায় নিয়ে পদত্যা
Read More **-------------**------------** Aug 171‘পুতিন বিশ্বের শীর্ষ ধনী’admin August 1 ‘পুতিন বিশ্বের শীর্ষ ধনী’ গত সপ্তাহে বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় কিছু সময়ের জন্য মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসকে ছাড়িয়ে যান আমাজনের প্রধান নির্বাহী জেফ বেজোস। এ নিয়ে ব্যাপক আলোচনা হয়। কিন্তু বাস্তবে বিশ্বের শীর্ষ ধনী হতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বিল গেটস এবং জেফ বেজোসের প্রত্যেকের সম্পদের পরিমাণ কম বেশি ৯০ বিলিয়ন ডলার। তবে মার্কিন প্রতিষ্ঠান হার্মিটেজ ক্যাপিটাল ম্যানেজমেন্ট এর প্রধান নির্বাহী বিল ব্রাউডার জানিয়েছেন, বিল গেটস এবং জেফ বেজোস-এই দুইজনের সমন্বিত সম্পদের চেয়েও বেশি সম্পদ আছে প্রেসিডেন্ট পুতিনের।
বিল ব্রাউডার জানিয়েছেন, তার ধারণা পুতিনের সম্পদের পরিমাণ ২০০ বিলিয়ন ডলার। গত বৃহস্পতিবার মার্কিন সিনেট জুডিশিয়ারি কমিটির কাছে ব্রাউডার এই দাবি করেন। পুতিনের ব্যক্তি
Read More **-------------**------------** Aug 171খালেদা জিয়ার উপদেষ্টা হারুণার রশিদ খান মুন্নুর ইন্তেকালবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি হারুণার রশিদ খান মুন্নু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ মঙ্গলবার ভোরে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গিলন্ড এলাকার নিজ বাড়িতে তার মৃত্যু হয়। মৃত্যুকালে হারুণার রশিদ খান মুন্নুর বয়স হয়েছিল ৮৮ বছর। মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক আব্দুল আউয়াল এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মুন্নু দীর্ঘদিন ধরে শ্বাস-প্রশ্বাসজনিত জটিলতা ও নিউরো সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি। শিল্পপতি হারুণার রশিদ খান মুন্নু মৃত্যুকালে স্ত্রী হুরুন্নাহার মুন্নু, দুই মেয়ে আফরোজা খান রিতা, ফিরোজা মাহমুদসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আব্দুল আউয়াল বলেন, হারুণার রশিদ খানRead More **-------------**------------** Jul 1729হজ্জ্বঃ হাদীস ও আছারের আলোকে ফাতাওয়া বিভাগ, মারকাযুদ্ দাওয়াহ আলইসলামিয়া – ঢাকাadmin July 29 হজ্জ্বঃ হাদীস ও আছারের আলোকে
হজ্ব তিন প্রকার : তামাত্তু, কিরান ও ইফরাদ।
মক্কার বাইরে অবস্থানকারী ব্যক্তিরা উপরোক্ত যেকোনো প্রকার হজ্ব করতে পারেন। এতে তাদের ফরয হজ্ব আদায় হবে। তবে উপরোক্ত তিন প্রকার হজ্বের মধ্যে সর্বোত্তম হল হজ্বে কিরান, এরপর হজ্বে তামাত্তু, এরপর হজ্বে ইফরাদ। নিচে প্রতিটির পরিচয় ও জরুরি মাসাইল উল্লেখ করা হল।
এক. কিরানমীকাত অতিক্রমের পূর্বে উমরা ও হজ্বের ইহরাম বেঁধে একই ইহরামে উমরাহ ও হজ্ব উভয়টি আদায় করা। প্রথমে মক্কা মুকাররামা পৌঁছে উমরা করা অতঃপর এই ইহরাম দ্বারা হজ্বের সময়ে হজ্ব করা এবং কুরবানী দেওয়া।দুই. তামাত্তু হজ্বহজ্বের মাসসমূহে মীকাত থেকে শুধু উমরার নিয়তে ইহরাম বাঁধা এবং মক্কা মুকাররামায় পৌঁছে উমরার কাজ সম্পন্ন করার পর চুল কেটেRead More **-------------**------------** Jul 1729পদত্যাগ করলেন জাপানের পররাষ্ট্রমন্ত্রীadmin July 29 পদত্যাগ করলেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে আবির্ভূত হওয়ার আগেই পদত্যাগ করলেন দেশটির বর্তমান পররাষ্ট্রমন্ত্রী তোমোমি ইনাডা। ব্রিটিশ বার্তা সংস্থা- বিবিসির খবরে এর নিশ্চয়তা পাওয়া গেছে।
বিবিসি জানাচ্ছে, দেশটির ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শিনজো আবের বেশ ঘনিষ্ঠ এই নারী বিতর্কিত শান্তিরক্ষা স্থাপনার তথ্য ফাঁসের অভিযোগে পদত্যাগ করেছেন। যদিও জাতীয়তাবাদী এই নারী নেত্রীকে শিনজো আবের কর্মকাণ্ডকে ছড়িয়ে দেয়ার মূল কাণ্ডারি বলে অভিহিত করা হতো।
![]() Jul 1726বাংলাদেশের বাইরে আরেক ‘বাংলাদেশ’admin July 26 বাংলাদেশের বাইরে আরেক ‘বাংলাদেশ’ বাংলাদেশের বাইরে আরেকটি ‘বাংলাদেশ’ আছে। আর সেই বাংলাদেশের লোকজনও ‘বাংলাদেশি’ হিসেবে পরিচিত। অবিশ্বাস্য শোনালেও ঘটনাটি সত্যি। দ্বিতীয় এই বাংলাদেশের অবস্থান আর্মেনিয়াতে। দেশটির রাজধানী ইয়েরেভানের একটি শহরতলী এটি। জায়গাটির নাম কেন বাংলাদেশ হলো তা নিয়ে নানারকম মত আছে। ইয়েরেভানের মধ্যে অন্যতম জনবহুল এবং জনপ্রিয় এলাকা এই বাংলাদেশ। এরা ‘বাংলাদেশি’ নামে পরিচিত হলেও আসলে এরা আর্মেনীয়। মজার ব্যাপার হচ্ছে, এখানকার মানুষ জানে যে বাংলাদেশ নামে একটি দেশ আছে এবং তারাও ‘বাংলাদেশি’। তবুও নিজেদের ‘বাংলাদেশি’ হিসেবে পরিচয় দিতে তারা গর্ববোধ করে। এদের নিজস্ব আইন, সংস্কৃতি এবং ঐতিহ্য আছে। এখানে আছে বড় বড় দোকানপাট, কারখানা, অফিস এবং পার্ক। এখানকার মানুষ খুব অতিথিপরায়ন, দয়ালু, কর্মঠ এবং সত্।
এই
**-------------**------------** Jul 1726৫৭ ধারা বিতর্কতথ্যপ্রযুক্তি আইন মামলায় ১৬ সাংবাদিক আসামি৫৭ ধারার অপরাধ স্পষ্ট করা হবে -আইনমন্ত্রী আনিসুল হক : এ আইন ব্যাপকহারে অপব্যবহার হচ্ছে -ব্যারিস্টার শফিক আহমেদ : বাকস্বাধীনতার জন্য হুমকিস্বরূপ -এড. খন্দকার মাহবুব হোসেন : ওই ধারার অপপ্রয়োগ বন্ধ হোক -মনজুরুল আহসান বুলবুল : মত প্রকাশের স্বাধীনতা হনন -ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া মালেক মল্লিক : ‘আইনের জন্য মানুষ না মানুষের জন্য আইন’ প্রশ্নটি সর্বত্রই উঠেছে। তথ্যপ্রযুক্তি আইন-২০১৩-এর ৫৭ ধারার জন্য মিডিয়া; নাকি মিডিয়া নিয়ন্ত্রণের জন্য বিতর্কিত এই ধারা? সংবিধানের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক ধারাটি অপব্যবহারের অভিযোগ উঠেছে। সংবিধানে ৩৯ অনুচ্ছেদে দেশের সব নাগরিকের চিন্তা ও বিবেকের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি কতিপয় শর্ত সাপেক্ষে নাগরিকের বাকস্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চRead More **-------------**------------** |
Bangla DailiesWeekliesResourcesEntertainmentSports Links |