Community Events
bnp

উদ্বাস্তুর নামে চাকুরির সন্ধানকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে জাপান

গত বছরের শেষের দিক থেকে অভিবাসন আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে জাপান অভিযান শুরু করেছে, প্রকৃত উদ্বাস্তুর বদলে অনেকেই শরণার্থী হওয়ার আবেদন করেন এবং তা প্রক্রিয়াধীন থাকার সময় কাজের সন্ধান করে থাকেন বলে বিচার মন্ত্রণালয় জানিয়েছে। টোকিও এবং নাগোয়া'র অভিবাসন কর্মকর্তারা বলেছেন তারা এ পর্যন্ত ৩৪১ জন বিদেশী নাগরিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন, এর মধ্যে ভিসার মেয়াদোত্তীর্ণরাও রয়েছেন। ৯৪ জন আশ্রয় প্রার্থীর ৮০ জন তাদের আবেদন প্রত্যাহার করে নিয়েছেন অথবা শরণার্থী আবেদন প্রত্যাখ্যাত হওয়ার পর তার বিরুদ্ধে আপিল করেছেন। "৯৪ জনের বেশির ভাগেরই (যারা শরণার্থী হওয়ার আবেদন করেছিলেন) লক্ষ্য ছিলো কাজ খোঁজা" মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। ২০১০ থেকে
Read More


**-------------**------------**




খালেদা জিয়ার দ্রুত মুক্তি নিয়ে বিএনপিতে সংশয়

এখনও হাইকোর্টে পৌঁছায়নি মামলার নথিপত্র ** দীর্ঘদিন কারারুদ্ধ করে রাখতে চায় সরকার : ফখরুল ** নিজের আইনজীবীদের ভুলের কারণেই খালেদা জিয়া জেলে আছেন : আইনমন্ত্রী ** বিএনপির আইনজীবীরা ‘ব্যর্থতার’ দায় রাষ্ট্রপক্ষের ওপর চাপাতে চাইছে : এটর্নী জেনারেল
খালেদা জিয়ার দ্রুত মুক্তি নিয়ে বিএনপিতে সংশয়
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সহসা কারামুক্তি পাবেন কি-না তা নিয়ে দলের নেতা-কর্মীরা পড়েছেন সংশয়ের আবর্তে। তিনি গত ২১ দিন কারাগারে থাকলেও জামিন ও মুক্তি নিয়ে কোন ’সুসংবাদ’ নেই। জামিন প্রশ্নে হাইকোর্টে শুনানি শেষ হলেও বেগ
Read More


**-------------**------------**

রাষ্ট্রক্ষমতা দীর্ঘ করতে নীল নকশা করছে আওয়ামী লীগ -রিজভী

রাষ্ট্রক্ষমতা দীর্ঘ মেয়াদে ভোগ করতে আওয়ামী লীগ নীল নকশা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনকে মিথ্যা ও জাল নথির মাধ্যমে সাজানো মামলায় কারাগারে পাঠানো সেই নীল নকশারই অংশ। বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে প্রেরণ এবং তারেক রহমানকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় সাজা ঘোষণাসহ বিএনপি’র লাখ লাখ নেতাকর্মীকে বানোয়াট মামলায় জড়ানো, শান্তিপূর্ণ কর্মসূচিতে আইন শৃঙ্খলা বাহিনীর ন্যাক্কারজনক হামলা এবং বিএনপিসহ বিরোধী দলগুলোকে সুযোগ না দিয়ে নিজেরা আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারি খরচে নির্বাচনী প্রচারণা চালানো ইত্যাদি কর্মকাÐ প্রমান করে বিএনপি নয় বরং আওয়ামী লীগই ক্ষমতা ধরে রা
Read More


**-------------**------------**

জাপানের অলিম্পিক দলের কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি

পিয়ংচাং অলিম্পিকে অংশগ্রহণ করা জাপানের প্রতিনিধি দলটিকে আজ টোকিওতে একটি অনুষ্ঠানের মাধ্যমে বিলুপ্ত ঘোষণা করা হয়। জাপানের ক্রীড়াবিদ এবং কর্মকর্তাদের এই প্রতিনিধি দলটি রেকর্ড সংখ্যক ১৩টি পদক জয় শেষে গতকাল দেশে ফিরে আসে। জাপানের অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট ৎসুনেকাযু তাকেদা ক্রীড়াবিদদের প্রশংসা করে বলেন, অলিম্পিকে অংশগ্রহণকালীন তাদের সততা এবং প্রতিযোগিতাপূর্ণ মনোভাব সাহস উদ্রেকের পাশাপাশি বিশ্ব জুড়ে ক্রীড়ানুরাগীদের হৃদয়ে গভীর দাগ কেটেছে। তিনি বলেন, জাপানের ফলাফল প্রত্যাশা পূরণ করেছে। এছাড়া এসময় মি: তাকেদা এই প্রত্যাশাও ব্যক্ত করেন যে ২০২০ সালের টোকিও অলিম্পিক গেমসেও জাপানের ক্রীড়াবিদরা শক্তিশালী ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করবেন
Read More


**-------------**------------**

রেকর্ড সংখ্যক পদক নিয়ে জাপানি খেলোয়াড়দের প্রত্যাবর্তন

জাপানি অলিম্পিক দল সোমবার পিয়ংচাং থেকে দেশে ফিরেছে। জাপানি খেলোয়াড়রা মোট ১৩টি পদক জিতেছেন। শীতকালীন গেমস থেকে কোন জাপানি দলের এটাই সর্বোচ্চ অর্জন। খেলোয়াড় ও কর্মকর্তাদের অভিবাদন জানাতে একদল সমর্থক টোকিও'র পূর্বে নারিতায় সমবেত হন। স্পিড স্কেটার নাও কোদারিয়া এবং ফিগার স্কেটার ইয়ুযুরু হানিয়ুসহ দলের সদস্যরা পদক পরে লোবিতে পৌঁছালে ভক্তরা উল্লাসে করতালি দেন। দলনেতা ইয়াসুও সাইতো, কোদারিয়া, হানিয়ু এবং অন্যান্য পদক জয়ীকে গ্রুপের পক্ষ থেকে পুষ্পস্তবক প্রদান করা হয়।
Read More


**-------------**------------**

জাপানের ওকিনাওয়ায় এয়ারএশিয়ার বিমানের জরুরি অবতরণ

জাপানের ওকিনাওয়ার নাহা বিমানবন্দরে সোমবার মালয়েশিয়ান এয়ার এশিয়ার একটি এক্স বিমান জরুরি অবতরণ করেছে। ইঞ্জিন বিকলের কারণে বিমানটি জরুরি অবতরণে বাধ্য হয়।
পরিবহণ মন্ত্রণালয় একথা জানিয়ে বলেছে, কুয়ালালামপুরগামী বিমানটিতে ৩৭৯ আরোহী ছিল। এই ঘটনায় কেউ আহত হয়নি। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
পরিবহণ মন্ত্রণালয়ের স্থানীয় কার্যালয় জানিয়েছে, স্থানীয় সময় রাত সোয়া ২টার দিকে বিমানটির ডানপাশের ইঞ্জিনে সমস্যা দেখা দেয়ায় চালক তা বন্ধ করে জরুরি অবতরণ করে।
মন্ত্রণালয় আরো জানায়, বিমানটি স্থানীয় সময় রাত ৩টার দিকে নাহা বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি টোকিওর হানেদা বিমানবন্দর থেকে রওয়ানা হয়েছিল।

Read More


**-------------**------------**

কৃত্রিম বুদ্ধিমত্তা কি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে

বদলে যাচ্ছে পৃথিবী। কৃত্রিম বুদ্ধিমত্তা দখল করে নিচ্ছে অনেক কিছু। ড্রোন পরিণত হতে পারে ক্ষেপণাস্ত্রে, ভুয়া ভিডিও দিয়ে বিভ্রান্ত করা হতে পারে জনমত, হতে পারে হ্যাকিং’র মতো ঘটনাও। এ সবই হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে, যদি সেটা চলে যায় ভুল জায়গা বা খারাপ মানুষের হাতে। ড্রোন কিম্বা রোবট দিয়ে সুনির্দিষ্ট ব্যক্তি কিম্বা এলাকায় চালানো হতে পারে সন্ত্রাসী হামলা, চালকবিহীন গাড়ি ছিনতাই করে   সেটিকে নিক্ষিপ্ত করা হতে পারে দুর্ঘটনায়।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্ষেপে এআই’র ওপর একটি প্রতিবেদনে এই আশঙ্কা প্রকাশ করছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞরা। তারা হুঁশিয়ার করে দিয়ে বলছেন, এই প্রযুক্তি যদি ভ্রষ্ট-নীতির কোনো রাষ্ট্র, যারা আন্তর্জাতিক আইন কা
Read More


**-------------**------------**

উত্তর কোরিয়া নিয়ে শীর্ষ মার্কিন সামরিক কর্মকর্তার সঙ্গে ওনোদেরার আলোচনা

জাপানের প্রতিরক্ষামন্ত্রী ইৎসুনোরি ওনোদেরা শীর্ষ মার্কিন সামরিক কর্মকর্তার সঙ্গে উত্তর কোরিয়া বিষয় নিয়ে আলোচনা করেছেন। দুই কোরিয়া পুনর্মিলনের মেজাজে রয়েছে এমন এক সময় তারা উত্তরের ওপর চাপ অব্যাহত রাখার অঙ্গীকার করেন। ওনোদেরা সোমবার টোকিওতে সফররত মার্কিন সেনা প্রধান জেনারেল মার্ক মিলের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি পিয়ংচাং শীতকালীন অলম্পিক চলাকালে উত্তর কোরিয়ার কথিত মায়াবি কটু আচরণের প্রসঙ্গ উত্থাপন করেন। ওনোদেরা বলেন, পরমাণু ও ক্ষেপণাস্ত্র উন্নয়নে নিজ অবস্থান আদৌ পরিবর্তন করে নাই উত্তর কোরিয়া। তিনি বলেন, উত্তরের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রাখতে জাপান, মার্কিন যুক্তরাস্ট্র, ও দক্ষিণ কোরিয়ার সহযোগিতা গুরুত্বপূর্ণ। মিলে শান্তিপূর্ণভাবে এই
Read More


**-------------**------------**

জাপান সাগর আকাশে রাশিয়ান যুদ্ধবিমানের টহল

রাশিয়ার দু’টি যুদ্ধবিমানকে জাপান সাগর আকাশে টহল দিতে দেখা গেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বুধবার স্থানীয় সংবাদমাধ্যম একথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
মন্ত্রণালয় জানায়, তু-৯৫এমএস নামের দু’টি যুদ্ধবিমান জাপান সাগর ও প্রশান্ত মহাসাগরের পশ্চিমাংশের আকাশে টহল দেয়।
তারা জানায়, বিমান দু’টি জাপানের এফ-৪, এফ-১৫ ও এফ-১৬ যুদ্ধবিমানের কঠোর নজরদারির মধ্যে ছিল।
তারা আরো জানায়, নিরপেক্ষ জলসীমার ওপর আকাশ ব্যবহারের আন্তর্জাতিক আইন মেনেই এ টহল পরিচালনা করা হয়। বাসস।

Read More


**-------------**------------**

ক্যান্সার রুখবে দাগি কলা!

কলা খাওয়া তো ভাল, কিন্তু কেমন কলা কিনবেন বলুন তো? আপনার উত্তর নিশ্চয় দাগহীন, টাটকা কলা। তা হলে আজ থেকেই আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে নিন। এবার থেকে বাজারে গিয়ে বেছে বেছে দাগযুক্ত কলা কিনুন।
কারণ বিশেষজ্ঞদের মতে, দাগি কলাই নাকি বেশি উপকারী। এগুলো ক্যান্সার রোধ করতে বিশেষভাবে সাহায্য করে। কলা যত দাগি হবে তার নাকি ততই পুষ্টিগুণ। কিছু কিছু কলার খোসায় আঁচিলের মতো কালো কালো গোটা ও দাগ সৃষ্টি হয়। ‘দাগি’ বলতে এই কলা বুঝানো হচ্ছে। ‘চেহারা’ সুন্দর না হওয়ায় এই কলাগুলো সাধারণত আমরা এড়িয়ে চলি।
লন্ডনের এক বিশ্ববিদ্যালয়ে গবেষণা করে এই তথ্য জানিয়েছিলেন একদল বিজ্ঞানী। তারা জানান, কলার খোসার উপরে
Read More


**-------------**------------**

উত্তর কোরিয়া নিয়ে শীর্ষ মার্কিন সামরিক কর্মকর্তার সঙ্গে ওনোদেরার আলোচনা

জাপানের প্রতিরক্ষামন্ত্রী ইৎসুনোরি ওনোদেরা শীর্ষ মার্কিন সামরিক কর্মকর্তার সঙ্গে উত্তর কোরিয়া বিষয় নিয়ে আলোচনা করেছেন। দুই কোরিয়া পুনর্মিলনের মেজাজে রয়েছে এমন এক সময় তারা উত্তরের ওপর চাপ অব্যাহত রাখার অঙ্গীকার করেন। ওনোদেরা সোমবার টোকিওতে সফররত মার্কিন সেনা প্রধান জেনারেল মার্ক মিলের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি পিয়ংচাং শীতকালীন অলম্পিক চলাকালে উত্তর কোরিয়ার কথিত মায়াবি কটু আচরণের প্রসঙ্গ উত্থাপন করেন। ওনোদেরা বলেন, পরমাণু ও ক্ষেপণাস্ত্র উন্নয়নে নিজ অবস্থান আদৌ পরিবর্তন করে নাই উত্তর কোরিয়া। তিনি বলেন, উত্তরের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রাখতে জাপান, মার্কিন যুক্তরাস্ট্র, ও দক্ষিণ কোরিয়ার সহযোগিতা গুরুত্বপূর্ণ। মিলে শান্তিপূর্ণভাবে এই
Read More


**-------------**------------**

আবারো বিয়ে করলেন ইমরান খান

পাকিস্তানের রাজনীতিবিদ ও সাবেক প্লেবয় ক্রিকেটার ইমরান খান তৃতীয়বারের মতো বিয়ের পিঁিড়তে বসলেন। কনে তার আধ্যাত্মিক গুরু। ইমরান খানের তাহরিকে ইনসাফ পার্টি (পিটিআই)-টুইটারে একথা জানিয়েছে। পিটিআই’র পক্ষ থেকে টুইটারে বলা হয়, লাহোরে রোববার ৬৫ বছর বয়সী ইমরান এক ঘরোয়া অনুষ্ঠানের মধ্যদিয়ে বুশরা ওয়াত্তোকে বিয়ে করেন। এতে বর-কনের আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। টুইটারে পোস্ট করা বিয়ের ছবিতে কনেকে লম্বা অবগুণ্ঠনে দেখা যায়। এক সময় আন্তর্জাতিক অঙ্গনের বিশিষ্ট নারীদের সঙ্গে সম্পর্কে জড়ানো ইমরান এখন প্রায়ই আধ্যাত্মিক গুরুদের সান্নিধ্যে যাওয়া-আসা করেন। পিটিআই এর মুখপাত্র ফাওয়াদ চৌধুরী বল
Read More


**-------------**------------**

ফজরের জামাত চলা অবস্থায় সুন্নত পড়া

পাঁচ ওয়াক্ত নামাযের গুরুত্ব ও ফযীলত অসীম। এই নামাযের একটি বিধান হচ্ছে জামাতের সাথে আদায় করা। এটা ওয়াজিব। হাদীসে জামাতের প্রতি সবিশেষ উদ্বুদ্ধ করা হয়েছে এবং তাতে অবহেলার ব্যাপারে কঠোর সতর্ক করা হয়েছে। এক হাদীসে আছে, জামাতের নামায একাকী নামাযের চেয়ে সাতাশ গুণ বেশি মর্যাদা রাখে। -সহীহ বুখারী, হাদীস ৬৪৫; সহীহ মুসলিম, হাদীস ৬৫০ অন্য হাদীসে আছে, কোনো এক নামাযে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু লোককে পেলেন না। বললেন, আমার ইচ্ছে হয়, কাউকে কাঠ-খড়ি আনতে বলি। তারপর আযান দিতে বলি। তারপর কাউকে নামায পড়াতে বলি। অতপর যারা জামাতে আসে না আমি তাদের কাছে যাই এবং কাঠ-খড়ি জ্বালিয়ে তাদেরসহ বাড়িঘর পুড়িয়ে দেই। -সহীহ বুখারী, হাদীস ৬৪৪; সহীহ মুসলিম, হাদীস ৬৫১ তার মধ্যে এশা ও
Read More


**-------------**------------**

‘আদালত সিদ্ধান্ত দিলে খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন’

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, চলমান অবস্থায় খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না। তবে তিনি যদি আপিল করেন এবং আদালত যদি তাকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত দেন তবে সেক্ষেত্রে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন। তিনি আরও বলেন, আমি প্রত্যাশা করছি খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন।
আজ সোমবার দুপুরে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সিইসি।
তিনি বলেন, বিএনপি নির্বাচনে অংশ নেবে বলে নির্বাচন কমিশনের প্রত্যাশা, না করলে এ বিষয়ে কমিশনের কিছু করার নেই।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খাল
Read More


**-------------**------------**

জাপানের পররাষ্ট্রমন্ত্রী উত্তর কোরিয়ার সঙ্গে যোগাযোগ স্থাপনের বিষয় প্রত্যাখ্যান করেননি

জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারোও কোওনো, আলোচনা আরম্ভ করার লক্ষ্যে উত্তর কোরিয়াকে অবশ্যই পরমাণু মুক্ত করা হবে এমন বার্তা প্রেরণের ইচ্ছা থাকলে দেশটির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ স্থাপনের বিষয়টি প্রত্যাখ্যান করেননি। মিঃ কোওনো, বর্তমানে জার্মানিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অংশ গ্রহণ করছেন। তিনি বলেন যে, বর্তমান পর্যায়ে উত্তর কোরিয়ার সঙ্গে কোন অর্থবহ আলোচনা অনুষ্ঠান সম্ভব না হওয়ার বিষয়ে জাপান, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া একমত পোষণ করে। তিনি, উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচী পরিত্যাগ করার প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেন। তবে মিঃ কোওনো, পরমাণু মুক্ত করণের জন্য প্রস্তুতি নিয়ে আলোচনার টেবিলে আসার আহ্বান জানানো হলে উ
Read More


**-------------**------------**

  • Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links