২০১৯ সালের জি২০ শীর্ষ সম্মেলন ওসাকায় ২৮ জুন শুরু
জাপান সরকার ওসাকায় অনুষ্ঠিত হতে যাওয়া আগামী বছরের গ্রুপ অব ২০ শীর্ষ সম্মেলনের সময়সূচী স্থির করেছে এবং জাপানে সংশ্লিষ্ট মন্ত্রী পর্যায়ের বৈঠকগুলোর স্থান নির্ধারণ করেছে। চীফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিহিদে সুগা সোমবার ঘোষণা দেন যে ২-দিনব্যাপী জি২০ শীর্ষ সম্মেলন আগামী বছর ২৮শে জুন ওসাকায় শুরু হবে। এটা হবে জাপানে অনুষ্ঠিত প্রথম জি২০ শীর্ষ সম্মেলন। জি২০ মন্ত্রী পর্যায়ের বৈঠকের জন্য সরকার ৮ টি মিউনিসিপিলিটি নির্বাচন করেছে। উত্তর থেকে দক্ষিণ-পশ্চিম দিকে মিউনিসিপিলিটিগুলোর দিকে নজর দেওয়া যাক: পর্যটন মন্ত্রীদের বৈঠকস্থল হবে হোক্কাইদোর কুচ্চান শহর; ইবারাকি জেলার সুকুবা শহরে অনুষ্ঠিত হবে বাণিজ্য এবং ডিজিটাল অর্থনৈতিক মন্ত্রীদের বৈঠক; নিইগাতা শহরে অনুষ্ঠিত হবে কৃষিRead More
**-------------**------------**