জাপানে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫
Read More
**-------------**------------**
|
Community Events
Sep 189জাপানে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫admin September 9 জাপানে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫ জাপানে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ এ।
স্থানীয় সংবাদমাধ্যম বলছে, ভয়াবহ ভূমিকম্পের পর সেখানে ভূমিধসের সৃষ্টি হয়। এতে চাপা পড়েছে অসংখ্য বাড়িঘর ও মানুষ। সংবাদমাধ্যম 'এনএইচকে' জানায়, এ পর্যন্ত মৃতের সংখ্যা ৩৫। আহত হয়েছেন কমপক্ষে ৬০০ জনের মত। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
নিহতদের বেশিরভাগই উত্তরাঞ্চলের ছোট শহর আতসুমার বাসিন্দা। সেখানে একটি বড় পাহাড় ধসে পড়ে। আতসুমা শহরের এক বাসিন্দা আকিরা মাতসুশিতা যিনি ভূমিধসে তার এক ভাইকে হারান। তিনি বলেন, এ রকম ভূমিধস আমাদের এখানে কখনও হয়নি। আমি আমার নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না।
যারা ভূমিধসে আটকা পড়েছে তাদের বাঁচার সম্ভাবনা খুবই কম। ভূমিকম্প ও ভূমিধসে আট
Read More **-------------**------------** ![]() ![]() Sep 188ভোটের আগে খালেদা জিয়ার মুক্তি নিয়ে সংশয় বিএনপিতেadmin September 8 ভোটের আগে খালেদা জিয়ার মুক্তি নিয়ে সংশয় বিএনপিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবাসের ৮ মাস পূর্ণ হলো আজ। গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়ার পাঁচ বছর কারাদণ্ড দেন। পরে তাকে আদালতের পাশে নাজিমউদ্দিন রোডের ২২৮ বছরের পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। ওই কারাগারে একমাত্র বন্দি হিসেবে আট মাস ধরে জেলে আছেন সাবেক এ প্রধানমন্ত্রী। বর্তমানে বেগম খালেদা জিয়ার আইনজীবী ও নেতারা আশা করছেন আর মাত্র দু’টি মামলায় জামিন পেলে কারাবন্দি বেগম খালেদা জিয়ার মুক্তির আইনগত বাধা অপসারিত হতে পারে। এ পর্যন্ত বেগম জিয়ার বিরুদ্ধে মোট ৩৬টি মামলার মধ্যে ৩৪টিতে জামিন লাভ করেছেন তিনি। এখন কুমিল্লার আদালতে দুইটি মামলায় জামিনের দিকে তাকিয়ে রয়েছেন দলের ন
Read More **-------------**------------** Sep 185জাপানের কোবে শহরের কাছে দ্বিতীয়বারের মত ভূমিতে আঘাত হেনেছে টাইফুন জেবিadmin September 5 জাপানের কোবে শহরের কাছে দ্বিতীয়বারের মত ভূমিতে আঘাত হেনেছে টাইফুন জেবিজাপানের মূল দ্বীপের শিকোকু এবং হোনশু অঞ্চল অতিক্রমের পর টাইফুন জেবি এখন জাপান সাগরের উপর দিয়ে ক্রমশ উত্তরের দিকে অগ্রসর হচ্ছে। জাপানের আবহাওয়া এজেন্সি বলছে, এত বেশি তীব্রতার কোন টাইফুন সর্বশেষ জাপানের ভূমিতে আঘাত হেনেছিল সিকি শতাব্দী আগে। উল্লেখ্য, এখনও পর্যন্ত এই টাইফুনে অন্তত ৩ ব্যক্তি নিহত এবং অন্যান্য আরও ১শ ৪৮ জন আহত হয়েছেন। টাইফুনের কারণে যানবাহন ব্যবস্থা বাধাগ্রস্ত হয়েছে। কিয়োটো, ওসাকা এবং কোবে এলাকায় কিছু রেল চলাচল স্থগিত করা হয়েছে। এছাড়াও, প্রধানত পশ্চিম জাপানে আজকের জন্য নির্ধারিত ৬শ'রও বেশি আভ্যন্তরীণ বিমান-যাত্রা বাতিল করেছে বিমান কোম্পানিগুলো।Read More **-------------**------------** Sep 185দাঁড়িয়ে পানি পান মৃত্যুরও কারণ হতে পারেউবায়দুর রহমান খান নদভীআমেরিকার এক শহরে জনৈক পাকিস্তানি ট্যাক্সি চালক একটি কফি শপে ঢুকলেন। নিজে এক বোতল ঠান্ডা পানি নিয়ে এক পাশে গিয়ে বসে, প্রথমে ছোট ছোট তিন ঢোক তিন নিঃশ্বাসে পান করলেন। এরপর বাকী পানিটুকু শেষ করে যখন লোকটি বের হয়ে যাচ্ছেন, তখন আরেক ভদ্রলোক দৌঁড়ে এসে তার হাত ধরলেন। বললেন, এক্সকিউজ মি, আপনি কি আমাকে ৫ মিনিট সময় দিবেন? আমার কিছু কথা বলার ছিল। ড্রাইভার লোকটি বললেন, বসে বলব না চলতে চলতে বলব। পার্কিংয়ে আমার গাড়ি রাখা আছে। তখন ভদ্রলোক বললেন, চলুন আপনার সাথে যেতে যেতেই কথাগুলো বলা যাক। ভদ্রলোক যা বললেন, তা রীতিমতো বিস্ময়কর। তিনি নিজের পরিচয় দিলেন, আমেরিকার প্রখ্যাত এক বিজ্ঞানী তিনি। ট্যাক্সিতে বসে তিনি পাকিস্তানি এই চালককে প্রশ্ন করলেন, আপনি একটু আগে যেভাবে পানি পান করলেন, এটা কি আপনার অভ্যাস নাRead More **-------------**------------** Sep 183ইভিএম চাপানো হবে নাগণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাজাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার নিয়ে তুমুল বিতর্ক এবং বিরোধিতার মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পৃথিবীর বিভিন্ন দেশেই ইভিএম পদ্ধতিতে ইলেকশন হয়। ইভিএম দেশে নিয়ে আসার পক্ষে আমি সব সময় ছিলাম। এখনও পক্ষেই আছি। তবে এটা ঠিক, এটা একটা প্রাকটিসের ব্যাপার; তাড়াহুড়ার কিছু নেই। ভোটারদের ওপর এটা চাপিয়ে দেয়া যাবে না। নেপালের রাজধানী কাঠমুন্ডুতে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলন থেকে দেশে ফিরে এসে গতকাল গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। যথা সময়েই নির্বাচন হবে জানিয়ে তিনি আরো বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবেই; নির্বাচন ঠেকানোর শক্তি কারো নেই। বিএনপিকে নির্বাচনে আনতে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন না এবং কোনো ধরণের সংলাপে বসার সম্ভাবনাও নাকচ করে দিয়ে তRead More **-------------**------------** Sep 183বিদেশি পর্যটকদের জাপানী বিমান কোম্পানির নতুন সেবাadmin September 3 বিদেশি পর্যটকদের জাপানী বিমান কোম্পানির নতুন সেবাজাপানী বিমান কোম্পানি "অল নিপ্পন এয়ারওয়েজের" পরিচালনা কোম্পানি, এএনএ হোল্ডিংস, বিদেশি পর্যটকদের এক নতুন সেবা প্রদানের ব্যবস্থা শুরু করবে। ভ্রমণ নির্দেশিকা সেবা প্রদানের জন্য এই কোম্পানি, টোকিওর নিকটবর্তী কামাকুরা শহর ভিত্তিক "হাবার" নামক একটি উদ্যোগী কোম্পানির সাথে ব্যবসায়ী সম্পর্ক স্থাপন করেছে। নতুন উদ্যোগী কোম্পানিটি, প্রায় ৪ হাজার ৫শ নিবন্ধিত গাইডের সাথে বিদেশি পর্যটকদের যোগাযোগ স্থাপনের জন্য অনলাইন সেবা প্রদান করে। এসব গাইড, দু'জন একসঙ্গে কাজ করেন। তাঁদের মধ্যে একজন, বিদেশি ভাষার ভার নেন এবং অপর জন হচ্ছেন স্থানীয় বিশেষজ্ঞ। এএনএ চলতি বছরের শেষ নাগাদ, জাপানে আগত যাত্রীদের জন্য যোগাযোগ স্থাপনের সেবা প্রদান শুরু করার পরিকল্পনা করছে। এএনএ'র "ডিজিটাল ডিজাইন লRead More **-------------**------------** Sep 181কুরআন-বর্ণিত ইঞ্জিল ও প্রচলিত ইঞ্জিলমাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক আলহামদু লিল্লাহ, মুসলিমসমাজে ইসলামী আকীদা-বিশ্বাসের শিক্ষা মকতব থেকে শুরু হয়ে যায়। মকতবেই আমাদেরকে ইসলামের মৌলিক আকীদাগুলো একটি সংক্ষিপ্ত বাক্যে শেখানো হয়েছে। আমাদেরকে পড়ানো হয়েছে- آمنت بالله، وملائكته، وكتبه، ورسله، واليوم الآخر، والقدر خيره وشره من الله تعالى، والبعث بعد الموت. আমি ঈমান এনেছি আল্লাহ তাআলার প্রতি। তাঁর ফেরেশতাগণের প্রতি। তাঁর কিতাবসমূহের প্রতি। তাঁর রাসূলগণের প্রতি। আখেরাতের প্রতি। আর একথার প্রতি যে, সকল ভালো-মন্দ আল্লাহর তাআলার পক্ষ থেকে নির্ধারিত। এবং ঈমান এনেছি মৃত্যুর পর পুনরায় জীবিত করার প্রতি। ইসলামী আকীদার বৈশিষ্ট্য এই যে, উম্মতে মুসলিমা আল্লাহ তাআলার বাতলে দেওয়া সকল হককে হক মনে করে। এগুলোর মাঝে কোনোরূপ তারতম্য করে না। তারা বলে- لا نفرق بين أحد من رسله. আমরাRead More **-------------**------------** Sep 181নয়াপল্টনে মানুষের ঢলadmin September 1 নয়াপল্টনে মানুষের ঢলবিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নয়াপল্টনের জনসভায় মানুষের ঢল নেমেছে। দুপুর ২টায় জনসভা শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। দুপুর ১২ টার দিকেই নেতাকর্মীদের উপস্থিতি একদিকে নাইটিঙ্গেল মোড় অন্যদিকে ফকিরাপুল ছাড়িয়ে যায়। এখন জনসভার উপস্থিতি আরামবাগ, ফকিরাপুল, কাকরাইল, বিজয়নগর পর্যন্ত বিস্তৃত হয়ে। ঢাকা এবং ঢাকার আশপাশের জেলা থেকে আসা নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশের দিকে যাচ্ছেন। তবে নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত সকাল থেকেই নেতাকর্মীরা অবস্থান নিয়ে থাকায় ভেতরে প্রবেশ করতে পারছেন না। প্রখর রোদ ও তাপপ্রবাহ উপেক্ষা করে নয়াপল্টনেে অবস্থান নিয়ে নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিRead More **-------------**------------** Aug 1829ভোট জালিয়াতি ও চুরি করতেই সরকার ইভিএম ব্যবহারে ব্যাতিব্যস্ত হয়ে পড়েছে -রিজভীadmin August 29 ভোট জালিয়াতি ও চুরি করতেই সরকার ইভিএম ব্যবহারে ব্যাতিব্যস্ত হয়ে পড়েছে -রিজভীইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট জালিয়াতি ও ভোট চুরির অফুরন্ত সুযোগ থাকবে বলেই বাংলাদেশের অবৈধ সরকার নির্বাচন কমিশনকে দিয়ে জাতীয় নির্বাচনের প্রাক্কালে ইভিএম ব্যবহারে ব্যাতিব্যস্ত হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিভিন্ন গবেষণার ও অনুসন্ধানের রিপোর্ট থেকে এটি সুস্পস্ট যে ইভিএম সহজে হ্যাক করা যায়, চাইলে একমূহুর্তের মধ্যে ইভিএম এর সবগুলো ফলাফল পরিবর্তন করা সম্ভব। ভোটারের সংখ্যা বাড়ানো-কমানো থেকে শুরু করে যে কোন প্রার্থীর প্রাপ্ত ভোটকেও পাল্টে দেয়া যায়। ইভিএম-এ দূর থেকেও ম্যানিপুলেট করা যায়। ইভিএম দিয়ে ভোটারের নাম, বয়স, ঠিকানা, মোবাইল, পরিবার ইত্যাদিসহ যাবতীয় তথ্য একেবারেই পাওয়া যায়। এর অপব্যRead More **-------------**------------** Aug 1829উ. কোরিয়াকে এখনও মারাত্মক হুমকি মনে করছে জাপানadmin August 29 উ. কোরিয়াকে এখনও মারাত্মক হুমকি মনে করছে জাপান
যুক্তরাষ্ট্র ও জাপানের সাথে আলোচনা সত্ত্বেও টোকিও উত্তর কোরিয়াকে এখনও মারাত্মক হুমকি মনে করছে। কোরীয় উপদ্বীপে উত্তেজনা কমার পর মঙ্গলবার প্রথমবারের মতো জাপানের বার্ষিক প্রতিরক্ষা পর্যালোচনায় এ কথা বলা হয়। খবর বার্তা সংস্থা তাসের।
২০১৬ সাল থেকে উত্তর কোরিয়া পরিকল্পিতভাবে তিন দফা পারমাণবিক পরীক্ষা চালায় এবং ৪০টি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে।
জাপানের প্রতিরক্ষা বিষয়ক শ্বেতপত্রে বলা হয়, উত্তর কোরিয়ার এ ধরনের সামরিক কর্মকাণ্ড জাপানের নিরাপত্তার ক্ষেত্রে মারাত্মক হুমকি। এটি আঞ্চলিক ও আন্তর্জাতিক গোষ্ঠীর শান্তি ও নিরাপত্তা চরমভাবে ক্ষতিগ্রস্ত করছে।
Aug 1827বাংলাদেশে অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্রবাংলাদেশে একটি অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। যাতে দেশের জণগণের ইচ্ছার প্রতিফলন ঘটে। যুক্তরাষ্ট্র সময সোমবার ওয়াশিংটনের ফরেন প্রেস সেন্টারে ‘ইউ এস পলিসি ইন দ্য ইন্ডিয়ান ওশান রিজোন’ শীর্ষক এক ব্রিফিংয়ে বাংলাদেশে আসন্ন নির্বাচনসহ চলমান বিভিন্ন ইস্যুতে করা এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের সাউথ এন্ড সেন্ট্রাল এশিয়া বিষয়ক প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিটেন্ট সেক্রেটারি (উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী) এলিস ওয়েলস। এক প্রশ্নের জবাবে শুরুতেই ভারত এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশের কৌশলগত গুরুত্বের সম্ভাবনার দিকগুলো নিয়ে কথা বলেন ডেপুটি অ্যাসিটেন্ট সেক্রেটারি। পাশাপাশি বাংলাদেশের চলমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন-আম
Read More **-------------**------------** Aug 1827কুরআনের হেদায়েত সবার জন্যমাওলানা মুহাম্মাদ আব্দুল মালেকبعد... সংক্ষেপে তিনটি কথা আরয করছি। প্রথম কথা, মসজিদের সাথে আমাদের সম্পর্ক কেবল রমযান কেন্দ্রিক হওয়া উচিত নয়। মসজিদের সাথে আমাদের সম্পর্ক হবে দায়েমী। দুনিয়াতে জান্নাতের নমুনা মসজিদ। দ্বিতীয় কথা, কুরআন মাজীদের সাথে আমাদের সম্পর্ক যেন হয় দায়েমী। একবার একজনকে দেখেছি, তাঁর ভক্তদেরকে বলছেন, তিলাওয়াত করতে না পারলে কুল হুওয়াল্লাহ দুই শ বার পড়েন। এ কথাটা শুনে আমার বড় কষ্ট লেগেছে। সূরা ইখলাস দু শ বার কেন চার শ বার পড়। এক হাজার বার পড়। কিন্তু এটা পুরো কুরআন শেখার বিকল্প কীভাবে হয়? না পড়তে পারলে শিখেন- এ কথা বলতে হবে। মুসলমানকে কুরআন শিখতে হবে। পড়তে পারতে হবে। আমরা রমযানে তারাবীতে কুরআন শুনলাম। কুরআন শুধু শোনা- এটা কোনো মুমিনের শান হতে পারে না। মুমিনকে কুরআন শোRead More **-------------**------------** Aug 1825জাপানে টাইফুনের আঘাতadmin August 25 জাপানে টাইফুনের আঘাতজাপানের ভয়াবহ বন্যার পর শুক্রবার আবার বড় ধরনের সামুদ্রিক ঝড় বা শক্তিশালী টাইফুন আঘাত হেনেছে। সেখানকার যোগাযোগব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। জাপানের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, টাইফুন সিমারন বৃহস্পতিবার রাতে জাপানি দ্বীপপুঞ্জে আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ২০০ কিলোমিটার। গত ৪৮ ঘণ্টায় সেখানে ৬০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায়, মুষলধারে বৃষ্টি ছাড়াও বন্যায় রাস্তা ডুবে গেছে, ঘরবাড়ির অবকাঠামো ভেঙে গেছে। বাতাসে লরি উল্টে গেছে। প্রচন্ড ঝড়ের কারণে এক লাখের বেশি পরিবার বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। ৩০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। বুলেট ট্রেনও সাময়িকভাবে বন্ধ। জাপানের আগুন ও বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তর বলছে, টাইফুনে ১৩ জন আহত। অনেক মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকRead More **-------------**------------** Aug 1825বিএনপি একুশে আগস্টের গ্রেনেড হামলার দায় এড়াতে পারেনাএকুশে আগস্টের গ্রেনেড হামলার ঘটনার দায় বিএনপি এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর তলদেশে বহু লেনবিশিষ্ট সড়ক ট্যানেল নির্মাণকাজ পরিদর্শনে এসে তিনি এ মন্তব্য করেন। শেখ হাসিনাই হামলাকারীদের প্রধান টার্গেট ছিল- উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনা এই কিলিংয়ের টার্গেট ছিল। সারা দেশ জানে বিএনপির সরকার তখন ক্ষমতায়। হাওয়া ভবনের পরিকল্পনায়, ডিজাইনে এটা হয়েছে। এগুলো এখন আর কোনো গোপন বিষয় নয়। আইভি রহমানসহ ২৪ প্রাণের প্রদীপ নিভে গেছে। শেখ হাসিনার ওপর আল্লাহর অশেষ রহমত ছিল বলে বেঁচে গেছেন। এই বর্বর হত্যাকাণ্ডের রায় হতে যাচ্ছে। রায় কী হবে, কারা এতে জRead More **-------------**------------** Aug 1824যে বক্তব্যের কারণে মসজিদুল হারামের ইমাম গ্রেফতার হয়েছেনadmin August 24 যে বক্তব্যের কারণে মসজিদুল হারামের ইমাম গ্রেফতার হয়েছেনমক্কা মসজিদুল হারামের ইমাম ও খতিব শাইখ সালেহ আত তালিব হাফিজুল্লাহকে গ্রেফতার করা হয়েছে। মিডল ইস্ট মনিটর নামের একটি অনলাইনে এই সংবাদ পরিবেশন করা হয়েছে। তবে অন্য কোনো সংবাদ মাধ্যম থেকে এর সত্যতা নিশ্চিত করা যায়নি। যে বক্তব্যটি ইমাম সোশাল মিডিয়ায় দেন সেটি হলো- তোমরা আল্লাহর নাফরমান এবং যারা এই সমাজের মধ্যে অশ্লীলতা ও বেহায়াপনাকে চালু করছে তাদেরকে বয়কট করো। যা আমাদের পূর্বসূরি বড় বড় উলামায়ে কেরামগণ বলে গেছেন। ঐ সমস্ত মানুষদের অনুষ্ঠানকে বর্জন করো যাদের কর্মপদ্ধতি সন্দেহযুক্ত, এবং যারা নারীদেরকে রাস্তায় বের করে এবং ড্রাইভিং লাইসেন্সের অনুমতি দেয়, যারা নারীদেরকে উলঙ্গপনার দিকে আহবান করে, যারা নারী-পুরুষের অবাধে মেলামেশার দিকে উৎসাহিত করে বর্তমান সমাজে ফাসাদ শুরু করেছে, তRead More **-------------**------------** |
Bangla DailiesWeekliesResourcesEntertainmentSports Links |