তাইফুন গোনি রোববার জাপানে আঘাত হানছে
অত্যন্ত শক্তিশালী মৌসুমের ১৫নং তাইফুন গোনি রোববার ওকিনাওয়া'তে আঘাত হানা শুরু করবে। আবহাওয়া বিভাগ জানিয়েছে শনিবার বিকেলের পর থেকেই এর প্রভাব জাপানের দক্ষিণের প্রিফেকচারের উপর দেখা যায়। সমুদ্র এ সময় উত্তাল ছিলো। এর সাথে যোগ হয়েছে মৌসুমের ১৬ নং তাইফুন আৎসুমি।
আবহাওয়া বিভাগ জানিয়েছে ১৫নং তাইফুনটি ঘন্টায় ১০ কিলোমিটার বেগে উত্তর দিকে অগ্রসর হচ্ছিলো।
তাইফুন কেন্দ্রে বাতাসের চাপ ৯৪৫ হেক্টোপ্যাসকেল। তাইফুন কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘন্টায় ১৬২ কিলোমিটার। কেন্দ্র থেকে ১৩০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বাতাসের গতি ঘন্টায় ২১৬ কিলোমিটার।
তাইফুনটি উত্তরমুখী হয়ে অগ্রসর হয়ে রোববার ওকিনাওয়া উপদ্বীপে পৌঁছুবে, এরপর কাগোশিম
Read More
**-------------**------------**