• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • জাপানের বিস্তৃত এলাকা জুড়ে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাষ

    জাপানের আবহাওয়া কর্মকর্তারা বলেছেন, শনিবার দেশের প্রশান্ত মহাসাগরের তীরবর্তী বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহকারে প্রবল বৃষ্টিপাত হতে পারে এবং তার ফলে কাদাধ্বসের ঝুঁকি বৃদ্ধি পাওয়ার আশংকা আছে।

    আবহাওয়া এজেন্সি জানায়, উষ্ণ এবং আর্দ্র বাতাসের বলয় নিম্ন চাপের সঙ্গে মিলে, প্রধানত দেশের পশ্চিমাংশে অস্থিতিশীল বায়ুমণ্ডলীয় পরিস্থিতির সৃষ্টি করেছে।

    কিয়ুশুর দক্ষিণাঞ্চলে শুক্রবার সকালে প্রবল বৃষ্টি হয়। বেলা ১১টা পর্যন্ত এক ঘন্টায় কাগোশিমা জেলার তারুমিযু শহরে প্রায় ৩১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

    কর্মকর্তারা এই বলে সতর্ক ক’রে দেন যে, উষ্ণ এবং আর্দ্র বাতাসের বলয়ের প্রভাবে পশ্চিম জাপান ও মধ্য জাপানের তোকাই অঞ্চলের কিছু কিছু জায়গায় শনিবার দুপুর পর্যন্ত ঘন্টাপ্রতি ৫০ মিলিমিটারেরও বেশি পরিমাণের ভারী বৃষ্টিপাত হতে পারে।

    কর্মকর্তারা এই বলেও সতর্ক করে দিয়েছেন যে কিয়ুশু, তোকাই এবং কান্তো-কোশিন অঞ্চলে চলতি সপ্তাহে আরও আগে প্রবল বৃষ্টিপাতের ফলে এসব জায়গায় কাদাধ্বস নামার আশংকা আছে।

    নদী ফুলেফেঁপে ওঠায় নিচু এলাকায় বন্যা দেখা দেওয়া, বজ্রপাত এবং টর্নেডো সহ প্রবল বাতাস সম্পর্কে স্থানীয় লোকজনকে সতর্ক থাকতেও আহ্বান জানিয়েছেন আবহাওয়া কর্মকর্তারা।

    জাপানে কোভিড-১৯ টীকার মানবদেহে পরীক্ষা শুরু হল

    জাপানের একটি জৈব ওষুধপ্রস্তুতকারক স্টার্টআপ কোম্পানি জানিয়েছে যে করোনাভাইরাস প্রতিষেধক টীকা প্রস্তুতের লক্ষ্যে তারা দেশে প্রথমবারের মত মানবদেহে পরীক্ষা চালানো শুরু করেছে।

    ওসাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের প্রতিষ্ঠিত কোম্পানি আনগেস, মঙ্গলবার এই ঘোষণা দেয়।

    ওসাকা সিটি ইউনিভার্সিটি হাসপাতালে ৩০ জন স্বাস্থ্যবান প্রাপ্তবয়স্কদের শরীরে এই ডিএনএ টীকা পরীক্ষা করে দেখা হবে।

    ভাইরাসের বর্হিভাগে পাওয়া যাওয়া স্পাইক প্রোটিনের ডিএনএ রয়েছে এই প্রতিষেধক টীকায়। ইঞ্জেকশনের মাধ্যমে এই টীকা মানবদেহে প্রবেশ করানোর পর, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা সংক্রমণ রোধে সাহায্যকারী এন্টিবডি তৈরি করতে সক্ষম হবে বলে কোম্পানির ধারণা।

    পরীক্ষায় অংশগ্রহণকারীদের শরীরে জীবাণু প্রতিরোধক এন্টিবডি দেখা দেয় কিনা তা নির্ধারণের জন্য দুই সপ্তাহ ব্যবধানে দুটি ইঞ্জেকশন তাদেরকে দেয়া হবে।

    পনেরো জনের শরীরে ওষুধের মাত্রা বেশি রাখা হবে এবং বাকীদের ক্ষেত্রে এই মাত্রা কম পরিমাণে রাখা হবে যাতে করে ফলাফলের পার্থক্য তুলনা করে দেখা যায়।

    মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং অন্যান্য কয়েকটি দেশে করোনাভাইরাসের প্রতিষেধক টীকা উন্নয়নের লক্ষ্যে ইতিমধ্যেই মানবদেহে পরীক্ষা শুরু হয়ে গেছে।

    এই বছরের শেষ নাগাদ মানবদেহে ওষুধ পরীক্ষা করে দেখার পরবর্তী পর্যায়ে উন্নীত হওয়ার লক্ষ্য নিয়ে কোম্পানি এগোচ্ছে।

    জরুরি অবস্থা শেষ হওয়ার পর টোকিওতে করোনাভাইরাসের সর্বোচ্চ হিসাব

    টোকিও মেট্রোপলিটন সরকারের কর্মকর্তারা বলছেন জাপানের রাজধানীতে বুধবার করোনাভাইরাসের ৬৭টি নতুন সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।

    এটা হচ্ছে মে মাসের ২৫ তারিখে জরুরি অবস্থা তুলে নেয়ার পর থেকে সর্বোচ্চ দৈনিক হিসাব।

    নতুন সংক্রমণের সংখ্যা টানা ছয়দিন ধরে ৫০ ছাড়িয়ে যায় এবং গত রবিবার ৬০টিতে পৌঁছায়।

    টোকিওতে এখন পর্যন্ত মোট ৬,২৯২টি সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।

    সামনে আরো ভয়াবহ দিন আসছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

    করোনা মহামারিতে বিশ্বব্যাপী মৃত্যু পাঁচ লাখ ছাড়িয়ে যাওয়ার পর আবারো সতর্ক করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

    তারা বলছে, এই মহামারি শেষ হওয়ার কোনো লক্ষণই নেই। এমনকি শেষ হওয়ার ধারেকাছেও দেখা যাচ্ছে না। এতে করে সামনে আরো ভয়াবহ দিন আসছে।

    সোমবার এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সে এ বিষয়ে সতর্ক করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস।

    তিনি বলেন, ‘আমরা সকলেই চাই, এটা যেন শেষ হয়ে যায়। আমরা সকলেই আমাদের জীবন নিয়ে চলতে চাই। তবে কঠিন বাস্তবতা হলো এটি শেষ হয়ে যাওয়ার ধারেকাছেও নেই।’

    তিনি জানান, করোনা ভাইরাসে সংক্রমণের সংখ্যা এখন এক কোটির উপরে রয়েছে।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক বলেন, ‘ছয় মাস আগে, আমরা কেউই ভাবতে পারি নাই যে, কীভাবে বিশ্ব এবং আমাদের জীবনকে এই ভাইরাস অশান্তিতে ফেলে দেবে। আসলে বিশ্বব্যাপী এই মহামারিটি সংক্রমণের গতি আরো বাড়িয়ে চলেছে।’

    তিনি বলেন, ‘আমরা সকলেই এখনো এক সঙ্গে করোনার বিরুদ্ধে মোকাবেলা করে যাচ্ছি। আমরা ইতোমধ্যে অনেককে হারিয়েছি। তবে আশা হারাতে পারি না।’

    তেদরোস জানান, ছয় মাস আগে চীনে উৎপত্তি হয় এই ভাইরাসের। এর পরের সপ্তাহে উৎপত্তিস্থলে গবেষক দল পাঠায় বিশ্ব সংস্থা সংস্থা।

    ভাইরাস নিয়ন্ত্রণে দক্ষিণ কোরিয়ার উদাহরণ টেনে তিনি বলেন, ‘বিশ্বজুড়ে যখন কোভিড-১৯ এর ভ্যাকসিন এবং চিকিত্সা খুঁজে বের করার জন্য দৌড়ঝাঁপ হচ্ছে, তখন দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো প্রমাণ করেছে যে এগুলো ছাড়াও ভাইরাস সফলভাবে নিয়ন্ত্রণ করা যায়।

    টোকিওতে টানা ৫ দিন ধরে নতুন সংক্রমণের সংখ্যা ৫০’এর বেশি

    টোকিওতে পর পর ৫ দিন ধরে নতুন সংক্রমণের সংখ্যা ৫০’এর উপরে আছে।
    টোকিও’র কর্মকর্তারা বলছেন, মঙ্গলবার জাপানের রাজধানীতে ৫৪টি নতুন করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। এর মাধ্যমে টোকিওতে মোট সংক্রমণ ৬ হাজার ২শ ২৫শে উন্নীত হয়েছে।

    এর আগে সোমবার জাপানের পৌরসভা এবং স্বাস্থ্য কর্মকর্তারা জাপান জুড়ে ১শ ১০টি নতুন করোনাভাইরাস সংক্রমণের ঘটনা নিশ্চিত করেন।

    ইয়োকোহামা বন্দরে কোয়ারেন্টাইন এর অধীনে থাকা ডায়মন্ড প্রিন্সেস প্রমোদতরীর ৭শ ১২টি সংক্রমণ’সহ গতরাত পর্যন্ত মোট নিশ্চিত সংক্রমণের সংখ্যা ১৯ হাজার ৩শ ৪৩’এ পৌঁছায়।

    জেলাওয়ারী হিসেবে ৬ হাজারেরও বেশি সংক্রমণ নিয়ে টোকিও তালিকার শীর্ষে আছে।

    সূর্যের ১০ বছর ‘বয়স’ বৃদ্ধি এক ঘণ্টায় দেখল নাসা

    সূর্য নিয়ে আমাদের কৌতূহলের অন্ত নেই। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা আমাদের কৌতূহল কিছুটা হলেও মেটানোর জন্য সূর্যকে একদম কাছ থেকে দেখার সুযোগ করে দিয়েছে একটি ভিডিওর মাধ্যমে। মাত্র ১ ঘণ্টায় দেখা যাচ্ছে ১০ বছরে সূর্যের ‘বয়স’ বৃদ্ধি কীভাবে প্রভাব ফেলেছে এই নক্ষত্রটির ওপর।

    ‘ফাস্ট ফরোয়ার্ড’ করে প্রতি সেকেন্ডে সূর্যের ২৪ ঘণ্টা বা ১ দিনের ঘূর্ণন দেখানো হয়েছে ফোরকে রেজ্যুলেশনের এই ভিডিওতে। নাসার সোলার ডাইনামিক্স অবজারভেটরি (এসডিও) স্যাটেলাইট ২০১০ সালের ২ জুন থেকে ২০২০ সালের ১ জুন পর্যন্ত মহাকাশ থেকে ‘ননস্টপ’ মোডে বা বিরতিহীনভাবে সূর্যের ছবি তুলে গেছে।

    নাসা সেখান থেকে ৪ কোটি ২৫ লাখ ছবি পরপর সাজিয়ে ভিডিওতে রূপান্তর করে বিশ্ববাসীকে দেখার সুযোগ করে দিয়েছে সূর্যের সেই অনন্য রূপ।

    বিজ্ঞানীরা বলেছেন, এই ছবি সূর্যকে নিয়ে গবেষণায় আরেক ধাপ অগ্রগতি এনে দিবে। তারা বলেছেন ১১ বছরের চক্রে সূর্যের ম্যাগনেটিক ফিল্ডের মেরু পরিবর্তন হয়। ভিডিওটি নাসার একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ করার ৪৮ ঘণ্টার মধ্যেই ৮ লাখের বেশি দর্শক এটি দেখেছে। শত শত বিস্মিত দর্শক নানা মন্তব্য করেছে সূর্যের এই অসাধারণ ভিডিওটি দেখে। এমন বিরল সুযোগ করে দেওয়ার জন্য তারা নাসাকে ধন্যবাদ জানিয়েছে এবং আরো গ্রহ, উপগ্রহ, নক্ষত্রের এমন ছবি দেখানোর অনুরোধ করেছে। ডেইলি মেইল।

    ২০১৩ সাল থেকেই সংক্রমিত হওয়া শুরু করে করোনা!

    প্রাণঘাতী করোনা ভাইরাসের আঘাতে পুরো বিশ্ব জর্জরিত। ধারণা করা হয়, গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়েছে এই ভাইরাস। আবার মার্কিন বিজ্ঞানীরা দাবি করেন যে, অক্টোবর থেকেই এই ভাইরাস চীনে ছড়াতে শুরু করেছিল। তবে এবার কানাডার বিজ্ঞানীদের দাবি, ২০১৩ সাল থেকেই সংক্রমণ শুরু হয় করোনা ভাইরাসের। যা চরিত্র বদলে ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে উঠেছে।

    সম্প্রতি কানাডার ক্যালগারি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক দাবি করেন, ২০১৩ সাল থেকেই মানব শরীরে সংক্রমিত হতে শুরু করেছিল করোনা ভাইরাস । তবে কানাডার বিজ্ঞানীদের মতে, বিশ্বজুড়ে মহামারি সৃষ্টিকারী করোনার সঙ্গে ওই ভাইরাসের যথেষ্ট চরিত্রগত পার্থক্য রয়েছে।

    বিজ্ঞানীরা জানান, তাদের গবেষণালব্ধ বিষয়ের তথ্যগুলো এখনো বিশদভাবে বিশ্লেষণ বা পর্যালোচনা করা হয়নি। বিজ্ঞানীদের মতে, করোনা ভাইরাসের গঠন তার সংক্রামকতার নির্ধারক নাও হতে পারে। তাদের বিশ্বাস, করোনার অন্যান্য কিছু পরিবর্তন অবশ্যই ঘটেছে যা মানুষের মধ্যে সংক্রমণের মাত্রা বা ভয়াবহতাকে বহুগুণ বাড়িয়ে তুলেছে।

    বিশ্বে এ পর্যন্ত এক কোটিরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন প্রায় ৫ লাখের মতো মানুষ। জি নিউজ।

    Untitled Post

    Posted by admin on June 28
    Posted in Uncategorized 

    ভ্রমণের জন্য উন্মুক্ত হলো ইউরোপ

    ভ্রমণের জন্য উন্মুক্ত হচ্ছে ইউরোপিয় ইউনিয়নের (ইইউ) সীমানা। আগামী ১ জুলাই থেকে ৫৪টি দেশের নাগরিকরা সেনজেনভুক্ত দেশগুলোতে প্রবেশ করতে পারবেন। ইউরোপিয় ইউনিয়নের মুক্ত পাসপোর্ট এলাকা সেনজেন অঞ্চল হিসেবে পরিচিত। বেশিরভাগ ইউরোপিয় দেশ এই তালিকায় অন্তর্ভূক্ত। এর সদস্য দেশের নাগরিকেরা সেনজেন এলাকায় মুক্তভাবে ভ্রমণ করতে পারেন। অর্থাৎ এই এলাকায় কোনো সীমানা নিয়ন্ত্রণ নেই।

    ইইউ কর্মকর্তারা বলেছেন, আগামী ১ জুলাই থেকে নতুন আদেশ কার্যকর হবে। তারা জানিয়েছেন, মহামারী সংক্রান্ত পরিস্থিতি ও প্রতিটি দেশে করোনা ভাইরাস প্রতিরোধে ভ্রমণের সময় নিয়ন্ত্রণ ব্যবস্থায় দক্ষতা রয়েছে কিনা তা অনুসারে দেশের তালিকা আপডেট করা হবে। তবে এরই মধ্যে যে দেশগুলোর নাগরিকদের ইউরোপে ভ্রমণের অনুমতি দেয়া হয়েছে তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে।

    তালিকার মধ্যে রয়েছে, আলবেনিয়া, আলজেরিয়া, এ্যান্ডোরা, অ্যাঙ্গোলা, অস্ট্রেলিয়া, বাহামাস, ভুটান, বসনিয়া ও হার্জেগোভিনা, কানাডা, চীন, কোস্টারিকা, কুবা, ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া, ডোমিনিকা, মিশর, ইথিওপিয়া, জর্জিয়া, গায়ানা, ভারত, ইন্দোনেশিয়া, জ্যামাইকা, জাপান, কাজাকস্থান, কসোভো, লেবানন, মরিশাস, মোনাকো, মঙ্গোলিয়া, মন্টিনিগ্রো, মরক্কো, মোজাম্বিক, মায়ানমার, নামিবিয়া, নিউজিল্যান্ড, নিক্যার্যাগুয়া, পালাউ, প্যারাগুয়ে, রুয়ান্ডা, সেন্ট লুসিয়া, সার্বিয়া, দক্ষিণ কোরিয়া, তাজিকস্থান, থাইল্যান্ড, তিউনিসিয়া, তুরস্ক, তুর্কমেনিয়া, উগান্ডা, ইউক্রেইন, উরুগুয়ে, উজবেকিস্তান, ভ্যাটিকান সিটি, ভেনেজুয়েলা, ভিয়েতনাম

    জাম্বিয়া।

    ইউরোপীয় কমিশন (ইসি) গত ১১ জুন একটি আবেদনে ১৫ জুন থেকে সেনজেন সীমানা উন্মুক্ত করে দেয়ার সুপারিশ করেছিল। যাতে ইউরোপিয়রা মহামারীর পূর্ব অবস্থার মত এই অঞ্চলে নির্বিঘ্নে ভ্রমণ করতে পারে।

    ইসির ওই সুপারিশে সদস্য দেশগুলোর মত তৃতীয় রাষ্ট্রের নাগরিকদেরও ১ জুলাই থেকে ধীরে ধীরে ইউরোপে প্রবেশের সুযোগ দেয়ার কথা বলা হয়ে ছিল। সূত্র : গালফ নিউজ

    Untitled Post

    Posted by admin on June 28
    Posted in Uncategorized 

    যুক্তরাষ্ট্রে যে কারণে হুহু করে বাড়ছে সংক্রমণ

    যুক্তরাষ্ট্রে বিভিন্ন রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার পর কর্মকর্তাদের মধ্যে এ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

    সংক্রামক রোগ বিষয়ক প্রধান ড. অ্যান্থনি ফাউচি বলেছেন, এ বিষয়ে দেশটির বড় ধরনের সমস্যা রয়েছে।

    সম্প্রতি হঠাত্ করেই ১৬টি রাজ্যে সংক্রমণের হার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ার পর হোয়াইট হাউজে করোনা ভাইরাস সংক্রান্ত টাস্ক ফোর্সের ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। এদিকে ভারতে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে গেছে। খবর বিবিসির

    শুক্রবার সারা দেশে এই ভাইরাসে আক্রান্ত হিসেবে ৪০ হাজারেরও বেশি লোককে শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবারেও সংখ্যাটা এর কাছাকাছিই ছিল।

    জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় বলছে, শুক্রবার মোট ৪০ হাজার ১৭৩ জন আক্রান্ত। যা আগের দিনের চেয়ে সামান্য বেশি এবং নতুন রেকর্ড। যুক্তরাষ্ট্রেই বিশ্বের যে কোনো দেশের তুলনায় সবচেয়ে বেশি সংখ্যক মানুষ এই ভাইরাসে মারা গেছেন ও আক্রান্ত হয়েছেন। সারা দেশে ২৪ লাখ মানুষ আক্রান্ত এবং মারা গেছে অন্তত এক লাখ ২৫ হাজার।

    লকডাউন শিথিলে বাড়ছে সংক্রমণ!

    হোয়াইট হাউজ টাস্ক ফোর্স উপসর্গ না থাকলেও তরুণদেরও পরীক্ষা করার ওপর জোর দিয়েছে। বিশেষ করে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোতে করোনা ভাইরাসের সংক্রমণ হুট করে বেড়ে গেছে। টেক্সাস, ফ্লোরিডা এবং অ্যারিজোনা রাজ্যে এই বৃদ্ধির কারণে দোকান-পাট অফিস আদালত খুলে দেওয়ার পরিকল্পনা স্থগিত করা হয়েছে। নতুন করে আরোপ করা হয়েছে আরো কিছু বিধি-নিষেধ।

    টাস্ক ফোর্সের সমন্বয়কারী ড. ডেবোরা বির্ক্স পরীক্ষা করাতে এগিয়ে আসায় তরুণদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, আগে তাদের বলতাম বাড়িতে থাকতে, এখন আমরা তাদের পরীক্ষা করাতে বলছি। সংক্রমণের সব হিসাব নিকাশ তুলে ধরে ড. ফাউচি বলেন, কিছু কিছু ক্ষেত্রে আমরা বড় ধরনের সমস্যায় পড়েছি।

    দেশের একটি এলাকায় যা হচ্ছে চূড়ান্তভাবে অন্য এলাকাতেও তার প্রভাব পড়তে পারে। তিনি মনে করেন, কোথাও কোথাও লকডাউন একটু আগেই শিথিল করে দেওয়ায় সে সব জায়গায় সংক্রমণ বেড়ে গেছে।

    তিনি বলেন, লোকজন অন্যদের আক্রান্ত করছে এবং আপনি হয়তো এমন এক জনকে আক্রান্ত করতে পারেন যার স্বাস্থ্য নাজুক অবস্থায়। তিনি বলেন, সবার যেমন নিজের ব্যাপারে দায়িত্ব রয়েছে, তেমনি দায়িত্ব আছে সামাজিকভাবেও। আমরা যদি এই মহামারির অবসান ঘটাতে চাই তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমরাও এই প্রক্রিয়ার একটি অংশ। তার মতে এর বিস্তার ঠেকানো না হলে যে সব জায়গায় উন্নতি হয়েছে সেখানেও তার প্রভাব পড়বে। কিন্তু ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স লকডাউন শিথিল করার সঙ্গে করোনা ভাইরাসের বিস্তার লাভের ধারণাকে প্রত্যাখ্যান করেছেন।

    টোকিওতে স্টারবাক্সের ইশারা-ভাষার দোকান চালু

    মূলত শ্রবণ প্রতিবন্ধী কর্মী নিয়ে টোকিওতে একটি শাখা খুলেছে স্টারবাক্স। ইশারা ভাষা, কলম বা শব্দকে অক্ষরে রূপান্তরিত করার একটি এপ্লিকেশন থাকা ট্যাবলেট ব্যবহার করে ক্রেতারা ক্রয়াদেশ দিচ্ছেন।

    বৈশ্বিক এই কফি চেইন শপের জাপানি শাখা আজ কুনিতাচি শহরে এই দোকানের উদ্বোধন করে। এর ২৫ জন কর্মীর মধ্যে ১৯ জনই শ্রবণ প্রতিবন্ধী।

    ইশারা ভাষা শেখানোর জন্য দোকানটির দেয়ালে পোস্টার লাগানো আছে।

    স্টারবাক্স অবশ্য ইতিমধ্যেই অন্যান্য দেশে এরকম দোকান পরিচালনা করে থাকে। জাপানের শ্রবণ প্রতিবন্ধী কর্মীরা সাম্প্রতিক এই দোকানের প্রস্তাব করেন।

    করোনাভাইরাসের সংক্রমণ রোধে দোকানটি ক্রেতাদের প্রবেশ টিকিট নেয়া বাধ্যতামূলক করেছে। এটি আপাতত শুধুমাত্র টেইক আউট বা দোকান থেকে বাইরে নেয়ার ক্রয়াদেশ গ্রহণ করছে।

    স্টারবাক্স কফি জাপান বলছে, কোম্পানিটি প্রত্যাশা করে যে এই কর্মীরা শ্রবণ প্রতিবন্ধী শিশুদের উৎসাহিত করার পাশাপাশি তাদের মধ্যে সাহসের সঞ্চার করবেন।

    লবণপানি দিয়ে করোনা চিকিৎসা

    করোনা ভাইরাস থেকে বাঁচতে আধুনিক চিকিৎসার বাইরে অনেকেই দাবি করছেন ঘরোয়া নানা কৌশলে সুস্থ হয়ে উঠেছেন তারা। করোনা ভাইরাস নিয়ে জনমনে আতঙ্ক যত বাড়ছে এই ধরনের নানা চিকিৎসা পদ্ধতির কথা সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে তত বেশি ছড়িয়ে পড়ছে। লবণ পানি দিয়ে গাল গরালেও করোনা ভাইরাস নির্মূল করা সম্ভব—এমন দাবিও করছেন করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে ওঠা রোগীদের কেউ কেউ। তবে বিষয়টিকে এবার পরীক্ষার মাধ্যমে জানার চেষ্টা করছেন ব্রিটেনের এক দল গবেষক। লবণ পানি করোনা ভাইরাসের বিরুদ্ধে কার্যকরী কি না তা নিয়ে গবেষণা করছেন ইউনিভার্সিটি অব এডিনবার্গের বিশেষজ্ঞরা।

    গবেষকরা বলছেন, লবণ পানি দিয়ে গাল গরাল করলে ঠান্ডা-কাশির লক্ষণ থাকলে ভালো কাজ করে। শরীর আরো বেশি খারাপ হওয়া থেকে বাঁচাতে পারে লবণ পানি দিয়ে গাল গরাল পদ্ধতি। তবে এখন তারা দেখার চেষ্টা করছেন, করোনা ভাইরাসে আক্রান্ত এবং মৃদু লক্ষণ থাকা রোগীদের ক্ষেত্রে এই পদ্ধতি ঠিকমতো কাজ করে কি না। এ লক্ষ্যে ইউনিভার্সিটি অব এডিনবার্গের বিশেষজ্ঞরা এই গবেষণার জন্য কিছু মানুষকে অন্তর্ভুক্ত করছেন। লবণ পানি দিয়ে গাল গরাল করলে তা শরীরের ভাইরাস প্রতিরোধী ক্ষমতাকে বৃদ্ধি করার চেষ্টা করে কি না মূলত সেটাই দেখতে চান তারা।

    করোনা ভাইরাসের সঠিক চিকিতৎসা পদ্ধতিতে এখনো অনেকটা অন্ধকারে রয়েছেন বিজ্ঞানীরা। যাদের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে যাদের জন্য কিছু দিন আগে স্টেরয়েডধর্মী ডেক্সামেথাসন প্রয়োগে ভালো ফল পাওয়ার কথা বলেছেন চিকিৎসা বিজ্ঞানীরা। এছাড়া ইবোলা থেকে বাঁচতে ব্যবহৃত ওষুধ রেমডিসিভির ব্যবহারের কথাও বলছেন। এই বাইরে মৃদু লক্ষণ থাকা রোগীদের জন্য উপসর্গ ভিত্তিক কিছু ওষুধ ব্যবহারের পরামর্শ দিচ্ছেন চিকিতৎকরা। তাই করোনা ভাইরাসের বিরুদ্ধে ভূমিকা রাখতে পারে এমন সব পদ্ধতির দিকেই মনোযোগ দিচ্ছেন গবেষকরা। মূলত গত বছর ইএলভিআইএস ট্রায়ালে ঠান্ডা-কাশির ক্ষেত্রে লবণ পানি দিয়ে গাল গরাল করার ফলাফল ইতিবাচক হওয়ার কারণেই এখন তারা করোনা ভাইরাসের ক্ষেত্রেও কোনো ভালো খবর পাওয়া যায় কি না সেটা নিয়ে এই গবেষণা করছেন।

    ফুসফুসকেন্দ্রিক সমস্যার কারণে সাধারণত ঠান্ডা, কাশির মতো লক্ষণ দেখা দেয়। আর করোনা ভাইরাস যেহেতু ফুসফুসের ওপর আক্রমণ করে এবং লবণ পানি ঠান্ডা-কাশির ক্ষেত্রে ভালো ফলাফল দিয়েছে। এ কারণেই এখন তারা এর মধ্যে কোনো যোগসূত্র পাওয়া যায় কি না সেটা জানতে এই গবেষণা করছেন। এডিনবার্গের এই গবেষকরা মনে করেন, লবণ পানি দিয়ে গাল গরাল করলে তা শরীরকে প্রাকৃতিক উপায়ে ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে শক্তি যোগায়। তাদের মতে, লবণে হয়তো টক্সিক প্রভাব রয়েছে যা ভাইরাসের বিরুদ্ধেও কাজ করতে পারে।

    এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের উশার ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আজিজ শেখ বলেন, আমরা এখন লবণ পানি দিয়ে গাল গরালের সঙ্গে করোনা ভাইরাসের কোনো সম্পর্ক আছে কি না তা জানার চেষ্টা করছি। এর জন্য করোনা পজিটিভ রোগী এবং সন্দেহজনক করোনা রোগীদের ওপর এই পদ্ধতি প্রয়োগ করে দেখা হবে। যদি এটি কার্যকরী প্রমাণিত হয় তাহলে তা করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে একটি সহজ ও ভালো উপায় হবে।-ডেইলি মেইল

    বিলম্বিত আসিয়ান শীর্ষ বৈঠক ভিডিও সম্মেলনের মাধ্যমে শুরু

    দক্ষিণ-পূর্ব এশীয় জাতি সংস্থা আসিয়ান’এর ১০টি সদস্য দেশের নেতারা ভিডিও সম্মেলনের মাধ্যমে একটি শীর্ষ বৈঠক শুরু করেছে্ন।
    করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর কারণে দু’মাসেরও বেশি বৈঠকটি স্থগিত ছিল।

    নেতারা আসিয়ান অর্থনীতির উপর এই মহামারীর মারাত্মক প্রভাব নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।

    অন্য একটি আলোচ্য বিষয় সম্ভবত দক্ষিণ চীন সাগর যেখানে বেইজিং এবং কয়েকটি আসিয়ান সদস্য দেশ ভূখণ্ডগত দাবী নিয়ে বিবাদে জড়িত রয়েছে।

    দক্ষিণ চীন সাগরে সামরিকীকরণ এবং অন্যান্য কর্মকাণ্ড এগিয়ে নেয়ার উপর জোর দিচ্ছে চীন, অন্যদিকে অন্যান্য দেশগুলো করোনাভাইরাস সামাল দিতে ব্যস্ত রয়েছে।

    বেইজিং এপ্রিলে জানায়, এই অঞ্চলে তারা দু’টি নতুন প্রশাসনিক এলাকা স্থাপন করেছে। মার্কিন একটি গবেষণা প্রতিষ্ঠান, কৌশলগত ও আন্তর্জাতিক সমীক্ষা কেন্দ্র জানাচ্ছে চীনা একটি জাহাজ এপ্রিল মাসের শেষ নাগাদ মালয়েশিয়া’র একান্ত অর্থনৈতিক এলাকায় জরিপ চালানো শুরু করে।

    এই শীর্ষ বৈঠকের চেয়ারম্যান, ভিয়েতনাম দক্ষিণ চীন সাগরের বিভিন্ন এলাকা নিয়ে বেইজিং’এর সাথে ভূখণ্ডগত বিরোধে জড়িত থাকা বিভিন্ন পক্ষের মধ্যে একটি। তারা এই শীর্ষ বৈঠকের মাধ্যমে চীনকে নিবৃত্ত রাখার আশা করছে।

    কম্বোডিয়া সহ কিছু কিছু আসিয়ান দেশ চীনের সাথে সম্পর্ককে গুরুত্ব দিচ্ছে। ভূখণ্ডগত সমস্যা নিয়ে আসিয়ান নেতারা একটি শক্তিশালী অবস্থান গ্রহণে রাজি হতে সক্ষম হবেন কিনা সেদিকে এখন সবার নজর কেন্দ্রীভূত রয়েছে।

    আগামী সপ্তাহে ১ কোটি ছাড়াবে করোনা আক্রান্তের সংখ্যা

    বিশ্বে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এমন পরিস্থিতিতে আগামী সপ্তাহেই করোনা আক্রান্তের সংখ্যা এক কোটি ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

    এই বিষয়ে একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইয়েসুস বলেন, আমরা আশঙ্কা করছি আগামী সপ্তাহে করোনা আক্রান্তের মোট সংখ্যা এক কোটি ছাড়িয়ে যাবে।

    এছাড়াও সংবাদ সম্মেলনে বিশ্বজুড়ে অক্সিজেন ঘাটতির বিষয়টি নিয়েও সতর্ক করে দেন টেড্রোস আধানম ঘেব্রেইয়েসুস । এই বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, বর্তমানে সরবরাহের চেয়ে অক্সিজেনে চাহিদা বেশি। আর এই অক্সিজেনের যোগান দিতে গিয়ে হিমশিম খাচ্ছে অনেক দেশ।

    ওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯৫ লাখ ১০ হাজার ১৬১ জন। মারা গেছেন ৪ লাখ ৮৩ হাজার ৮২১ জন।

    করোনাভাইরাসের ৪৮টি নতুন সংক্রমণের খবর দিয়েছে টোকিও

    টোকিও মেট্রোপলিটন সরকারের কর্মকর্তারা বলছেন রাজধানীতে বৃহস্পতিবার করোনাভাইরাসের ৪৮টি নতুন সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।

    টোকিওতে পরীক্ষায় পজিটিভ প্রমাণিত হওয়া লোকজনের সংখ্যা এখন ৫,৯৪৩ জনে দাঁড়িয়েছে।

    বুধবার টোকিও ৫৫টি নতুন ঘটনার কথা জানিয়েছিল, যা হচ্ছে ২৫ মে জরুরি অবস্থা তুলে নেয়ার পর থেকে সর্বোচ্চ দৈনিক সংখ্যা।

    বিতর্কিত এলাকার নামবদল নিয়ে চীন-জাপান উত্তেজনা

    পূর্ব চীন সাগরের কয়েকটি দ্বীপকে চীন ও জাপান নিজেদের মনে করে। জাপানিরা এই দ্বীপগুলোকে সেনকাকু বলে ডাকে। আর চীনাদের কাছে এগুলো পরিচিত তিয়াওইউ নামে। জাপানের ইশিগাকি শহরের একটি প্রশাসনিক অঞ্চল হচ্ছে টোনোশিরো। সেনকাকু দ্বীপগুলো এই অঞ্চলের অন্তর্গত।

    তাই সম্প্রতি এই অঞ্চলটির নাম পরিবর্তন করে টোনোশিরো সেনকাকু করা হয়েছে। পহেলা অক্টোবর থেকে এই নাম ব্যবহার শুরু হবে। কিন্তু এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত মেনে নিতে পারছে না চীন।

    চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, এই বিল চীনের সার্বভৌমত্বের প্রতি বড় চ্যালেঞ্জ যা অবৈধ। এই দ্বীপ যে চীনের অন্তর্গত তিয়াওইউ দ্বীপ, সে বিষয়ে কোনো বদল এই বিলের ফলে হবে না।

    মন্ত্রণালয়ের পক্ষে ঝাও লিঝিয়ান বলেন, চীন তার সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে অবিচল। এ বিষয়ে জাপানের কাছে নালিশও জানিয়েছে তারা। এদিকে সেনকাকু দ্বীপের আরেক দাবিদার তাইওয়ানও জাপানের নামবদলের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। -ডয়চেভেলে