• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • আজ টোকিওতে নতুন সংক্রমণের ঘটনা ২৯২টি

    টোকিও মহানগর সরকার, আজ করোনাভাইরাসে ২৯২টি নতুন সংক্রমণের ঘটনা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে।

    উল্লেখ্য, দৈনিক ভিত্তিতে আজ জাপানের রাজধানীতে গত ৪ দিনের মধ্যে এই প্রথমবারের মত নতুন সংক্রমণের সংখ্যা ৩শর নীচে ছিল।

    এপর্যন্ত টোকিওতে করোনাভাইরাসে মোট সংক্রমণের সংখ্যা ১৩ হাজার ৪৫৫টিতে পৌঁছেছে।

    পূর্ণ বয়স্কদের চেয়ে ১০০ গুণ বেশি করোনা বহন করতে পারে শিশুরা!

    পূর্ণ বয়স্কদের চেয়ে পাঁচ বছরের কম একটি শিশু ১০০ গুণ বেশি করোনা বহন করতে পারে। বৃহস্পতিবার জার্নাল জামা পেডিয়াট্রিস্কে প্রকাশিত একটি গবেষণায় এমনটি বলা হয়েছে।

    এর আগের গবেষনাগুলোতে শিশুদের থেকে এই ভাইরাস ছড়াতে পারে সেটির পক্ষে কোনো শক্ত প্রমাণ পাওয়া যায়নি। তবে শিশুরা করোনা বেশি বহন করতে পারায় তাদের থেকে যদি সংক্রমিত হয় তাহলে সেটি আশঙ্কার বিষয়ে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

    এ নিয়ে গবেষণায় বলা হয়, শিশুদের থেকে করোনার সংক্রমণের বিষয়টি নিয়ে পরিষ্কার হতে পারলে এটি জনস্বাস্থ্য গাইডলাইন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    জানা গেছে, ২৩ মার্চ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত আন এন্ড রবার্ট এইচ লুরিয়ে চিল্ড্রেন হসপিটাল এবং নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটি গবেষণার জন্ যুক্তরাষ্ট্রের শিকাগো, ইলিনয়েসের শিশু এবং পূর্ন বয়স্কদের কাছ থেকে নমুনা সংগ্রহ করে।

    গবেষণায় এক মাস থেকে শুরু করে ৬৫ বছর পর্যন্ত করোনা আক্রান্ত রোগী যারা মৃদু অথবা মাঝারি উপসর্গে ভুগছেন তাদের কাছ থেকে নমুনা সংগ্রহ করা হয় । গবেষণায় মোট তিনটি গ্রুপ নিয়ে কাজ করা হয়। এদের মধ্যে পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য একটি গ্রুপ করা হয়। এছাড়া পাঁচ থেকে ১৭ বছর বয়সী এবং ১৮ থেকে ৬৫ বছর বয়সীদের জন্য আলাদা দুটি গ্রুপ করা হয়।

    গবেষণায় দেখ্যা যায়, শিশুরা পূর্ণাঙ্গ বয়স্কদের চেয়ে ১০ থেকে ১০০ গুণ পর্যন্ত বেশি করোনা বহন করতে পারছে। তবে শিশুদের কাছ থেকে এই ভাইরাস ছড়াতে পারে কিনা বিজ্ঞানীরা এই বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি।

     

    করোনাভাইরাসের প্রতিষেধক টিকার মানবদেহে পরীক্ষা করে দেখার তৃতীয় পর্যায়

    মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক জাতীয় স্বাস্থ্য প্রতিষ্ঠান এবং জৈব রাসায়নিক কোম্পানি মডার্না জানিয়েছে যে কোভিড-১৯ এর প্রতিষেধক টিকা প্রস্তুতের কাজে মানবদেহে পরীক্ষা করে দেখার চূড়ান্ত পর্যায়ে তারা প্রবেশ করল। এই টিকা যৌথভাবে তারা তৈরি করছে।

    সোমবার ঐ প্রতিষ্ঠান ঘোষণা করে যে পরীক্ষামূলক ঐ টিকার নিরাপত্তা ও কার্যকারিতা যাচাই করে দেখতে তারা মানবদেহে পরীক্ষা করে দেখার তৃতীয় পর্যায় বা ক্লিনিকাল ট্রায়ালের ফেজ থ্রিতে প্রবেশ করল।

    যুক্তরাষ্ট্রের প্রায় ৯০ টি স্থানে এই পরীক্ষা চালানো হবে এবং এতে প্রায় ৩০ হাজার স্বেচ্ছাসেবী অংশ নিচ্ছেন বলে তারা জানায়।

    ম্যাসাচুসেটস ভিত্তিক মডার্না প্রতিষ্ঠানটি সরকারের কাছ থেকে মোট প্রায় ১০০ কোটি ডলারের আর্থিক সহযোগিতা পেয়েছে।

    কোম্পানি বলছে, বছরে প্রায় ১০০ কোটি ডোজ পর্যন্ত টিকা যাতে দেয়া যায় তারা সেই পরিকল্পনা করছে।

    বিভিন্ন দেশের কোম্পানি ও গবেষণা প্রতিষ্ঠানগুলো করোনাভাইরাসের বিরুদ্ধে প্রতিষেধক টিকা প্রস্তুত করার প্রতিযোগিতায় নেমেছে। ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় নেত্রীস্থানীয় ওষুধ কোম্পানি এসট্রাযেনেকার সাথে মিলে অপর একটি পরীক্ষামূলক টিকা প্রস্তুত করার চেষ্টা করছে। এছাড়া চীনেও টিকা প্রস্তুতের কাজ চলছে। এই দুটি ক্ষেত্রেই বর্তমানে ফেজ থ্রি ক্লিনিকাল ট্রায়াল চালানো হচ্ছে।

    জাপানে প্রথমবারের মত একদিনের করোনাভাইরাস সংক্রমণ ১,০০০ ছাড়িয়ে

    সারা জাপান জুড়ে করোনাভাইরাস সংক্রমণ নিশ্চিত হওয়ার সংখ্যা বুধবার ১১৩১টিতে উন্নীত হয়েছে। এবারই প্রথম একদিনে নতুন সংক্রমণ চিহ্নিত হওয়া ১,০০০ ছাড়িয়ে গেল।

    টোকিওতে আজ ২৫০টি নতুন করোনাভাইরাস সংক্রমণ নিশ্চিত করা হয়। ওসাকায় নিশ্চিত করা হয়েছে ২২১টি নতুন সংক্রমণ।

    পূর্ব ও পশ্চিম জাপানে প্রবল বর্ষণের সম্ভাবনা

    আবহাওয়া কর্মকর্তারা বলছেন, জাপানের উপরে থাকা একটি দীর্ঘায়িত মৌসুমী বৃষ্টিবলয় স্থানীয় বজ্রমেঘের সৃষ্টি করছে যা পশ্চিম ও পূর্ব জাপানের উপর রবিবার পর্যন্ত প্রবল বর্ষণ ঘটাবে। তারা সতর্ক করে দিয়েছেন যে এই ভারী বর্ষণের ফলে ভূমিধ্বস এবং নদীর পানি উপচে পড়তে পারে।

    আবহাওয়া এজেন্সি বলছে, অস্থিতিশীল বায়ুমণ্ডলীয় পরিস্থিতির কারণে কানসাই, তোকাই এবং কান্তো-কোশিন অঞ্চলের উপর শনিবার বৃষ্টিমেঘের সৃষ্টি হয়েছে।

    আবহাওয়া কর্মকর্তারা পশ্চিম ও পূর্ব জাপান জুড়ে রবিবার পর্যন্ত প্রতি ঘন্টায় ৫০ মিলিমিটার বা তার চেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাষ দিয়েছেন। সোমবার সকাল পর্যন্ত আরও বেশি বর্ষণ হবে বলে ধারণা করা হচ্ছে।

    পূর্বাভাষকারীরা ভূমিধ্বস, নদীর পানি উপচে পড়া, নীচু জমি বন্যায় প্লাবিত হওয়ার পাশাপাশি বজ্রপাত ও ঝড়ো হাওয়ার বিষয়ে সতর্ক করে দিয়েছেন। তারা বলছেন, কিছু কিছু স্থানের মাটি দীর্ঘায়িত মৌসুমী বৃষ্টি বলয়ের কারণে সৃষ্ট বর্ষণে সিক্ত থাকায় এমনকি আরও স্বল্প পরিমাণের বৃষ্টি দুর্যোগ ঘটাতে পারে।

    মানুষ আর পুরনো জীবনে ফিরতে পারবে না: ডব্লিউএইচও

    করোনা ভাইরাস বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের জীবনকে ব্যাহত করেছে। পাল্টে দিয়েছে জীবনযাপন পদ্ধতি। কিন্তু মানুষ চাইলেও আর তাদের পুরনো অভ্যাসে ফিরতে পারবে না।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এমনটি জানিয়েছে।

    ডব্লিউএইচও মহাপরিচালক টেদ্রোস আধানম গেব্রেয়াসুস বলেন, ‘মানুষ তার স্বাভাবিক জীবনে ফিরে যেতে চাইছে, কিন্তু আমরা আর পুরনো অভ্যাসে ফিরে যেতে পারবো না।’

    তিনি বলেন, ‘মহামারিটি ইতোমধ্যে আমাদের জীবনযাপনের পদ্ধতি পরিবর্তন করে দিয়েছে। নতুনভাবে আমাদের নিরাপদে বাঁচার উপায় খুঁজে বের করতে হচ্ছে। আমরা যদি নিরাপদে থাকতে চাই তাহলে নতুন অবস্থার সঙ্গে আমাদের খাপ খাওয়াতে হবে।’

    সম্প্রতি লোকেরা রেস্টুরেন্ট, বার ও নাইটক্লাবগুলোতে যাচ্ছে। যেখানে ভাইরাস সংক্রমণের সম্ভাবনা থাকে।

    ডব্লিউএইচও মহাপরিচালক বলেন, ‘আমাদের এটা অবশ্যই মনে রাখা উচিত, বেশিরভাগ মানুষ এখনও ভাইরাসটিতে সংক্রমিত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। আপনি যেখানে বাস করছেন সেখানে সংক্রমণ কম মানে আপনি কিন্তু নিরাপদ নন। তাই আপনাকে সাবধানে থাকতে হবে।’ খবর: ইউএন নিউজ

    স্বামীরা বাড়িতে বসে কাজ করলে গৃহিণীরা চাপে থাকেন: জরিপের ফলাফল

    অনলাইন এক জরিপে দেখা যাচ্ছে যে, করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর মাঝে বাড়িতে বসে স্বামীদের কাজ করা অব্যাহত থাকুক তা জাপানের ৪ জনে ১ জন পূর্ণকালীন গৃহিণীরা চাইছেন না।

    মেইজি ইয়াসুদা গবেষণা ইনস্টিটিউট জুন মাসে ৬ বছর বা তার থেকে ছোট ১ বা ততোধিক সন্তান থাকা ১ হাজার ১০০ জন পুরুষ ও নারীর মধ্যে এক জরিপ চালায়।

    কাজের পরিবেশের কথা জিজ্ঞাসা করা হলে বাড়িতে বসে কাজ করা ৮৯ শতাংশ উত্তরদাতা বলেন, তারা বাড়িতে বসে কাজ করা অব্যাহত রাখতে চান।

    তবে, পূর্ণকালীন গৃহিণীদের ২৫ শতাংশ যাদের স্বামীরা বাড়িতে বসে কাজ করছেন তারা বলেন, তারা চান না টেলিওয়ার্ক বা বাড়িতে বসে কাজ করা অব্যাহত থাকুক।

    কারণ হিসেবে সর্বোচ্চ অনুপাত বা ৩৭ শতাংশ জানান, স্বামীদের বাড়িতে থাকার ফলে পারিবারিক বিরোধের সৃষ্টি হচ্ছে এবং তাদের সন্তানদের উপর এর নেতিবাচক প্রভাব পড়ছে।

    বৈশ্বিক মহামারী চলাকালীন সন্তানদের দেখাশুনা করার বিষয়টিতে পরিবর্তন আসা প্রসঙ্গে ৭০ শতাংশ পুরুষ এবং ৫০ শতাংশ নারী ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তারা বলেন, তারা তাদের সন্তানদের দেখাশুনা আরও সক্রিয়ভাবে করা শুরু করেছেন এবং তারা তাদের সন্তানদের আরও কাছে চলে এসেছেন।

    তবে ৪০ শতাংশ নারী উত্তরদাতা বলেন, সন্তানের প্রতিপালন নিয়ে তারা আরও বেশি করে চাপ অনুভব করছেন।

    গবেষণা ইনস্টিটিউটটি জানায়, বাড়িতে বসে কাজ করার ফলাফল হিসেবে সন্তান প্রতিপালনের উপর ইতিবাচক প্রভাব দেখতে পাওয়া পুরুষ এবং স্বামীদের নিয়ে হতাশায় ভোগা নারীদের মধ্যে মতপার্থক্য বিরাজ করছে।

    Untitled Post

    Posted by admin on July 24
    Posted in Uncategorized 

    স্বামীরা বাড়িতে বসে কাজ করলে গৃহিণীরা চাপে থাকেন: জরিপের ফলাফল

    অনলাইন এক জরিপে দেখা যাচ্ছে যে, করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর মাঝে বাড়িতে বসে স্বামীদের কাজ করা অব্যাহত থাকুক তা জাপানের ৪ জনে ১ জন পূর্ণকালীন গৃহিণীরা চাইছেন না।

    মেইজি ইয়াসুদা গবেষণা ইনস্টিটিউট জুন মাসে ৬ বছর বা তার থেকে ছোট ১ বা ততোধিক সন্তান থাকা ১ হাজার ১০০ জন পুরুষ ও নারীর মধ্যে এক জরিপ চালায়।

    কাজের পরিবেশের কথা জিজ্ঞাসা করা হলে বাড়িতে বসে কাজ করা ৮৯ শতাংশ উত্তরদাতা বলেন, তারা বাড়িতে বসে কাজ করা অব্যাহত রাখতে চান।

    তবে, পূর্ণকালীন গৃহিণীদের ২৫ শতাংশ যাদের স্বামীরা বাড়িতে বসে কাজ করছেন তারা বলেন, তারা চান না টেলিওয়ার্ক বা বাড়িতে বসে কাজ করা অব্যাহত থাকুক।

    কারণ হিসেবে সর্বোচ্চ অনুপাত বা ৩৭ শতাংশ জানান, স্বামীদের বাড়িতে থাকার ফলে পারিবারিক বিরোধের সৃষ্টি হচ্ছে এবং তাদের সন্তানদের উপর এর নেতিবাচক প্রভাব পড়ছে।

    বৈশ্বিক মহামারী চলাকালীন সন্তানদের দেখাশুনা করার বিষয়টিতে পরিবর্তন আসা প্রসঙ্গে ৭০ শতাংশ পুরুষ এবং ৫০ শতাংশ নারী ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তারা বলেন, তারা তাদের সন্তানদের দেখাশুনা আরও সক্রিয়ভাবে করা শুরু করেছেন এবং তারা তাদের সন্তানদের আরও কাছে চলে এসেছেন।

    তবে ৪০ শতাংশ নারী উত্তরদাতা বলেন, সন্তানের প্রতিপালন নিয়ে তারা আরও বেশি করে চাপ অনুভব করছেন।

    গবেষণা ইনস্টিটিউটটি জানায়, বাড়িতে বসে কাজ করার ফলাফল হিসেবে সন্তান প্রতিপালনের উপর ইতিবাচক প্রভাব দেখতে পাওয়া পুরুষ এবং স্বামীদের নিয়ে হতাশায় ভোগা নারীদের মধ্যে মতপার্থক্য বিরাজ করছে।

    ‘২০২১ সালের আগে করোনা ভ্যাকসিনের আশা করবেন না’

    সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি করোনা ভ্যাকসিনের প্রথম ধাপের পরীক্ষায় সাফল্যের পরে বিশ্বজুড়ে প্রাণঘাতী ভাইরাসটি থেকে দ্রুত মুক্তি পাওয়ার একটি আশা জেগে উঠেছে৷ বিশ্বজুড়ে ভ্যাকসিন তৈরির এই প্রক্রিয়ায় খুশি বিশ্ব স্বাস্থ্য সংস্থাও৷ তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ২০২১ সালের আগে করোনার প্রথম ভ্যাকসিনের আশা করা উচিৎ হবে না। ভ্যাকসিন নিয়ে তাড়াহুড়ো করলে হিতে বিপরীত হতে পারে বলেও সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

    বুধবার সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ মাইক রায়ান বলেন, আমরা ভ্যাকসিন তৈরিতে ভাল ভাবেই এগোচ্ছি৷ একাধিক ভ্যাকসিন এখন তৃতীয় পর্যায়ের ট্রায়ালে রয়েছে৷ নিরাপত্তা ও রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানোর নিরিখে কোনওটিই এখনও অসফল হয়নি৷ এটা ভাল দিক৷ বাস্তব বিষয়টি হল, আগামী বছরের প্রথমার্ধ পর্যন্ত অপেক্ষা করতেই হবে ভ্যাকসিনের জন্য৷

    তিনি জানান, ভ্যাকসিন তৈরি ও বণ্টনের ক্ষেত্রে স্বচ্ছ হতে হবে৷ কারণ এটা বিশ্ববাসীর ভালো র জন্য৷ মহামারি ধনী, গরিব ভেদাভেদ করে না৷

    টোকিওতে মঙ্গলবার করোনাভাইরাসের ২শ ৩৭টি নতুন সংক্রমণ

    টোকিও মেট্রোপলিটন সরকারের কর্মকর্তারা বলছেন, মঙ্গলবার করোনাভাইরাসের ২শ ৩৭টি নতুন সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।

    উল্লেখ্য, তিন দিনের মধ্যে এবারই প্রথম নতুন সংক্রমণের দৈনিক গণনা ২শ ছাড়িয়ে গেল।

    এর মাধ্যমে জাপানের রাজধানীতে মোট সংক্রমণের সংখ্যা দাঁড়াল ৯ হাজার ৮শ ১৬’তে।

    এদিকে, সোমবার দু’টি মৃত্যু নিশ্চিত হওয়ায় জাপানে করোনাভাইরাস সংক্রমণে মোট মৃতের সংখ্যা ১ হাজার অতিক্রম করেছে। এই হিসাবে চলতি বছরের শুরুতে রাজধানীর ঠিক বাইরে নোঙ্গর করে রাখা ডায়মন্ড প্রিন্সেস প্রমোদতরীর ১৩টি মৃত্যুও অন্তর্ভুক্ত আছে।

    এনএইচকে’র সংকলিত উপাত্তে দেখা গেছে গত ফেব্রুয়ারি মাসে ১১টি, মার্চে ৬৬টি, এপ্রিলে ৩শ ৯৩টি, মে’তে ৪শ ৪১টি, জুনে ৭৬ এবং সোমবার পর্যন্ত জুলাই মাসে মোট ১৪ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

    সম্প্রতি বড় শহরগুলোতে সংক্রমণের ঘটনা বৃদ্ধি পাওয়ায় গুরুতর উপসর্গ যুক্ত রোগীর সংখ্যা ধীরে ধীরে বেড়ে চলেছে।

    ভাইরাস সংক্রমণের এই পুনরুত্থানের ক্ষেত্রে অনেক রোগীরই বয়স ৩০’এর কোঠায় বা তার চেয়ে কম। তবে, বয়স্ক এবং অপেক্ষাকৃত দুর্বল বা অরক্ষিতরা সংক্রমিত হলে মারাত্মক রোগীর সংখ্যা আরও বাড়তে পারে, জনমনে এমন উদ্বেগ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

    কথা বললেও ছড়াতে পারে করোনা: গবেষণা

    কথা বললেও ছড়াতে পারে প্রাণঘাতী করোনা ভাইরাস। যুক্তরাষ্ট্রে ইউনিভার্সিটি অব নেব্রাস্কার একটি গবেষণায় এমনটি দাবি করা হয়েছে।

    ইউনিভার্সিটি অব নেব্রাস্কার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে বলা হয়, স্বাভাবিক কথা এবং শ্বাসক্রিয়ার মাধ্যমেও দুই মিটারের বেশি দূর পর্যন্ত ছড়াতে পারে করোনা ভাইরাস। তবে গবেষকরা জানিয়েছেন গবেষণাটির পিয়ার রিভিউ এখনো করা হয়নি। এ নিয়ে আরো গবেষণা প্রয়োজন বলেও জানান গবেষকরা।

    জানা গেছে, ইউনিভার্সিটি অব নেব্রাস্কার গবেষকরা পাঁচ জন করোনা রোগী রয়েছেন এমন একটি কক্ষের বায়ু থেকে নমুনা সংগ্রহ করেন। গবেষকরা বলছেন, ওই করোনা রোগীদের থুতু-লালা এবং কাশির মাধ্যমে নির্গত ছোট ছোট জলকণায় করোনা ভাইরাস কয়েক ঘণ্টা বাতাসে ভেসে থাকতে পারে। গবেষক দল ওই করোনা রোগীদের ক্ষুদ্র জলকণা পরীক্ষা করে করোনা ভাইরাসের উপস্থিতি পেয়েছেন বলে জানান।

    এ বিষয়ে ইউনিভার্সিটি অব নেব্রাস্কার মেডিক্যাল সেন্টারের অ্যাসোসিয়েট প্রফেসর জসুয়া সান্টারপিয়া বলেন, ক্ষুদ্র জলকণা থেকেও মানুষ করোনা আক্রান্ত হতে পারে। এমন ধারণাকে এই গবেষণা সমর্থন করে।

    Untitled Post

    Posted by admin on July 21
    Posted in Uncategorized 

    সোমবার টোকিও’তে করোনাভাইরাসের নতুন ১শ ৬৮টি সংক্রমণ ঘটেছে

    টোকিও মেট্রোপলিটন সরকারের কর্মকর্তারা সোমবার করোনাভাইরাসের নতুন ১শ ৬৮টি সংক্রমণের খবর জানিয়েছেন।

    এর মাধ্যমে টানা দু’দিন ধরে রাজধানীতে এই সংখ্যা ২শ’র নিচে থাকল।

    টোকিও’তে এখন মোট নিশ্চিত সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৫শ ৭৯’তে।

    অক্সফোর্ডের টিকার ফল প্রকাশ, কার্যকর ও রোগ প্রতিরোধে সক্ষম

    বহুল প্রতীক্ষিত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করোনা ভাইরাসের ভ্যাকসিন পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।প্রথম ধাপের ফলে ভ্যাকসিনটি কার্যকর ও এটি রোগ প্রতিরোধ বাড়াতে সক্ষম হয়েছে। সোমবার এই পরীক্ষার ফল প্রকাশ করা হয়।বিবিসির খবরে বলা হয়, এক হাজার ৭৭ জনের দেহে অক্সফোর্ডের ভ্যাকসিন ক্যান্ডিডেট প্রয়োগ করা হয়। ফলাফলে দেখা গেছে, ভ্যাকসিনটি অ্যান্টিবডি এবং শ্বেত রক্তকণিকা তৈরি করতে সক্ষম হয়েছে। যা করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে পারে।তবে এই ভ্যাকসিন যে নিরাপদ তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। যা যাচাই করতে আরো পর্যবেক্ষণ চলছে। দ্বিতীয় ধাপের ফলে এটি আরো বেশি কার্যকর ও নিরাপদ হতে পারে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা।যুক্তরাজ্য ইতোমধ্যে এই ভ্যাকসিনের ১০০ মিলিয়ন ডোজ অর্ডার করেছে।রিটিশ ফার্মাসিউটিক্যালস জায়ান্ট অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে যৌথভাবে এই ভ্যাকসিন তৈরি করেছে অক্সফোর্ড।

    Untitled Post

    Posted by admin on July 20
    Posted in Uncategorized 

    আজ টোকিওতে ১৮৮টি নতুন সংক্রমণের ঘটনা

    টোকিও মহানগর সরকারের কর্মকর্তারা, পরপর গত তিনদিন ধরে জাপানের রাজধানীতে করোনাভাইরাসে দৈনিক সংক্রমণের সংখ্যা ২শ ছাড়িয়ে যাওয়ার পর আজ ১৮৮টি নতুন সংক্রমণের ঘটনা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন।

    এরফলে, প্রায় ১ কোটি ৪০ লাখ জনসংখ্যা অধ্যুষিত মহানগরটিতে করোনাভাইরাসে সংক্রমণের মোট সংখ্যা ৯ হাজার ৪১১টিতে পৌঁছেছে।

    Untitled Post

    Posted by admin on July 20
    Posted in Uncategorized 

    হংকংবাসীর সুরক্ষায় জাপানী আইনপ্রণেতাদের পদক্ষেপ

    হংকংএ চীনের জাতীয় নিরাপত্তা আইন প্রবর্তনের ফলে অঞ্চলটির বাসিন্দাদের সুরক্ষার লক্ষ্যে একটি নিরপেক্ষ দল গঠনের প্রস্তুতি নিচ্ছেন জাপানের আইনপ্রণেতারা।

    ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতা এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী নাকাতানি গেন, সংসদের নিম্নকক্ষের সদস্য এবং ডেমোক্রেটিক পার্টি ফর দি পিপলের ইয়ামাও শিওরিসহ অন্যান্যদের অংশগ্রহণের মাধ্যমে আগামী ২৯শে জুলাই গ্রুপটি তৎপরতা আরম্ভ করবে।

    উক্ত দুই নেতা, চীনের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের প্রস্তাবকারী বহুজাতিক রাজনৈতিক নেতাদের একটি গ্রুপে জাপানী প্রতিনিধি হিসেবেও কাজ করেন।

    নতুন গ্রুপটি, হংকংএর নাগরিকদের স্বাধীনতা ও অধিকার সুরক্ষার ইচ্ছা পোষণ করছে।

    গ্রুপটির সদস্যরা, হংকংএর নাগরিকদের ভিসা ছাড়া জাপানে অবস্থানের মেয়াদ বৃদ্ধি এবং কাজের ভিসা পাওয়ার শর্তাবলী শিথিলকরণের জন্য সরকারের প্রতি আহ্বান জানানোর পরিকল্পনা করছে।

    তাঁরা, হংকংএ মানবাধিকার লঙ্ঘনের সম্ভাব্য ঘটনাগুলো সরকার অথবা সংসদের অনুসন্ধান চালানোর অনুমোদন প্রদান করতে সক্ষম একটি আইন প্রণয়নের লক্ষেও কাজ করবেন। আইনটির আওতায়, মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে সংশ্লিষ্ট থাকা ব্যক্তিদের সম্পদ বাজেয়াপ্তের মত নিষেধাজ্ঞা আরোপ করা সম্ভবপর হবে।

    নাকাতানি, গ্রুপটির সদস্যরা দলীয় সীমানা ছাড়িয়ে হংকংএর নাগরিকদের সুরক্ষা এবং বেইজিংএর মানবাধিকার লঙ্ঘন বন্ধ করার লক্ষ্যে কাজ করবে বলে জানান।