• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • ইউরোপের রাজা রোনালদো

    আগের ম্যাচে স্পেনের বিপক্ষে হ্যাটট্রিক করে হাঙ্গেরির ফেরেঙ্ক পুসকাসকে স্পর্শ করেছিলেন। বুধবার মরোক্কোর বিপক্ষে ম্যাচের চতুর্থ মিনিটেই গোল করে পুসকাসকে ছাড়িয়ে বনে যান ইউরোপের সর্বোচ্চ গোলদাতা। তিনি? কে আবারÑ ক্রিশ্চিয়ানো রোনালদো।
    এই একটি গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। অথচ পুরো ম্যাচে পর্তুগালকে ব্যস্ত থাকতে হয় নিজেদের রক্ষণ সামলাতেই। চলতি আসরে তার চতুর্থ ও ম্যাচের একমাত্র গোলে মরোক্কোকে বিদায় করে দিয়েছে রোনালদোর পর্তুগাল। ‘বি’ গ্রæপে নিজেদের প্রথম ম্যাচে ইরানের কাছে একই ব্যবধানে পরাজিত হয় মরোক্কো।
    দেশের হয়ে ১৫২ ম্যাচে এটি ছিল রোনালদোর ৮৫তম গোল। একই সঙ্গে বিশ্বকাপে অধিনায়ক হিসেবে আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনার করা সর্বোচ্চ (৬) গোলের রেকর্ডেও ভাগ বসালেন রিয়াল মাদ্রিদ তারকা। আন্তর্জাতিক ফুটবলে পর্তুগিজ ফরোয়ার্ডের সামনে আছেন কেবল ইরানের আলি দাই। দেশের হয়ে ১৪৯ ম্যাচে অংশ নিয়ে রেকর্ড ১০৯ গোল করেন দাই। হাঙ্গেরি ও স্পেনের হয়ে ৮৫ ম্যাচে ৮৪ গোল করেন সাবেক রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার পুসকাস।
    মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে বলের দখল, সুযোগ তৈরী এমনকি লক্ষ্যে শটও বেশি ছিল মরোক্কোর। কিন্তু বাঁচা-মরার লড়াইয়ে কাঙ্খিত গোলের দেখাই পায়নি আফ্রিকার দলটি। ম্যাচের চতুর্থ মিনিটে হেড থেকে করা রোনালদোর ঐ একমাত্র গোলই ছিল ম্যাচের ভাগ্য নির্ধারক। এরপর আর পাওয়াই যায়নি রোনালদোকে। বাকি ৮৬ মিনিটে মরোক্কোর পোস্টে মাত্র একবারই শট নিতে পারে ইউরো চ্যাম্পিয়নরা। তবে আক্রমণ শানাতে না পারলেও মরোক্কোর মুহুর্মুহূ আক্রমণ ঠেকানোর কৃতিত্ব ফার্নান্ডো সান্তোসের শিষ্যদের দিতেই হয়।
    এর আগে দু’দলের একমাত্র দেখায় ১৯৮৬ বিশ্বকাপে ৩-১ গোলে হেরেছিল পর্তুগাল। এই জয় তাই রোনালদের প্রতিশোধও বলা যেতে পারে। হাফ ছেড়ে বাঁচা এই জয়ে ভালোভাবে আসরে টিকিয়ে পর্তুগাল। গ্রæপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে স্পেনের সঙ্গে ৩-৩ ড্র করে তারা।
    ম্যাচের শুরুটা দারুণ ছিল পর্তুগিজদের। চতুর্থ মিনিটে জোয়াও মৌতিনিওর কর্নার নাগালে পেতে যখন ডি বক্সে সবাই লাফাচ্ছিল, ঠিক তখন সুযোগ সন্ধানী রোনালদো নীচু হয়ে বলের নাগাল নিয়ে দারুণ হেডে তা জালে পাঠিয়ে দেন। চলতি আসরে এটি তার চতুর্থ গোল। রাশিয়ার ড্যানিশ চেরিশেভকে (৩) পেছনে ফেলে এককভাবে এবারের আসরের গোলদাতার তালিকায় শীর্ষে উঠে এলেন ৩৩ বছর বসয়ী স্ট্রাইকার।
    এর খানিক পর আরো একটি সুযোগ পেয়েছিলেন রিয়াল তারকা। কিন্তু তার নীচু শট দ্বিতীয় বার ঘেঁসে বেরিয়ে যায়। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় মরোক্কো। প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ তৈরী করে তারা। কিন্তু আক্রমণের শেষটা ভালো ছিল না। দ্বিতীয়ার্ধের শুরুতে দারুণ দক্ষতায় ইউনেস বেলহান্দার হেড ফিরিয়ে দেন পর্তুগিজ গোলরক্ষক রুই পাত্রিসিও। এরপরও বিচ্ছিন্ন বেশ কয়েক সুযোগ তৈরী করে তারা। কিন্তু করলে কি হবে, কাঙ্খিত সেই গোলের দেখাই যে পায়নি তারা। ম্যাচ শেষে মরোক্কো কোচ হার্ভে রেনার্ড বলেন, ‘২০ বছর পর আমরা বিশ্বকাপে ফিরেছি এবং দেখিয়েছি আমরা ফুটবল খেলতে পারি।’
    রোনালদো অবশ্য ভালো খেলা নয়, গোল পেয়ে ও দলের জয়েই খুশি, ‘আমি খুশি এই কারণে যে আমি গোল করেছি। তবে তার চেয়ে গুরুত্বপূর্ণ আমরা ম্যাচটি জিতেছি। সামনে এগিয়ে যেতে আমাদের ম্যাচ বাই ম্যাচ চিন্তা করতে হবে।’
    তবে জয় পেলেও সান্তোসকে খুব বেশি সন্তুষ্ট মনে হলো না, ‘এটা বিশ্বকাপ। প্রতিটা দলই শক্ত, যেমনটা ছিল মরোক্কো। তবে আমাদের আরো জেগে উঠতে হবে। আমরা ভালো রক্ষণ সামলেছি, ভালো খেলেছি, তবে আমাদের আরো ভালো হওয়া দরকার।’
    আগামী সোমবার ‘বি’ গ্রæপে ইরানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলবে পর্তুগাল। একই দিন স্পেনের প্রতিপক্ষ মরোক্কো।
    পর্তুগাল ১ : ০ মরক্কো

    ম্যারাডোনার রেকর্ডে ভাগ বসালেন রোনালদো

    স্পেনের বিপক্ষে হ্যাটট্রিকের পর মরক্কোর বিপক্ষেও গোল পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আর এই গোলের সুবাদে ছুঁয়ে ফেললেন কিংবদন্তী দিয়েগো ম্যারাডোনার রেকর্ড। অধিনায়ক হিসেবে ছয় গোলের রেকর্ডটা অনেকদিন ধরেই ছিলো আর্জেন্টাইন কিংবদন্তীর দখলে।
    মরক্কোর বিপক্ষে ম্যাচের ৪ মিনিটেই দারুণ এক হেডে এগিয়ে দেন রিয়াল মাদ্রিদ তারকা। কাল পর্যন্ত বিশ্বকাপে ছয়টি গোল করে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার ওপরে ছিলেন ডিয়েগো ম্যারাডোনা।
    স্পেনের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছিল পর্তুগাল। তিনটি গোলই ছিল রোনালদোর।

    ক্লিয়ারেন্স ছাড়াই রানওয়ে’তে ঢুকে পড়লো এএসডিএফ’র যুদ্ধ বিমান

    জাপানের পরিবহন মন্ত্রণালয় বলেছে এয়ার সেলফ ডিফেন্স ফোর্সের দু’টি যুদ্ধ বিমান ওকিনাওয়া’র নাহা বিমানবন্দরে ভুলবশতঃ সক্রিয় রানওয়ে’তে ঢুকে পড়ে, সে সময় একটি যাত্রীবাহী বিমান অবতরণের প্রস্তুতি নিচ্ছিলো।

    পরিবহন নিরাপত্তা কর্মকর্তারা ঘটনার তদন্ত শুরু করেছেন। তারা বলছেন এই ভুল থেকে বড় রকমের দুর্ঘটনাও ঘটতে পারতো।

    মন্ত্রণালয় কর্মকর্তারা বলেছেন বৃহস্পতিবার সন্ধ্যায় দু’টি এফ-১৫ যুদ্ধ বিমান এই ঘটনা ঘটায়।

    এয়ার ট্রাফিক কন্ট্রোলার যুদ্ধ বিমান গুলোকে রানওয়ের বাইরে অবস্থান করার নির্দেশ দেন, কারণ রিউকু এয়ার কমিউটার’র একটি বিমান এ সময় রানওয়ে থেকে ৫ কিলোমিটার দূরে ছিলো।

    জঙ্গী বিমান গুলো অমনোগোগী ভাবে রানওয়েতে প্রবেশ করে, কন্ট্রোলার এ সময় দ্রুত যাত্রীবাহী বিমানের অবতরণ অনুমতি বাতিল করেন। এএসডিএফ বিমান গুলো রানওয়ে থেকে সরে যাওয়া নিশ্চিত করার পর তিনি পুনরায় যাত্রীবাহী বিমানকে অবতরণের অনুমতি দেন।

    রিউকু এয়ার কমিউটার বিমানটি ২ মিনিট পর নিরাপদে অবতরণ করে।

    মন্ত্রণালয় বলেছে এই ঘটনায় সংঘর্ষ অনিবার্য ছিলো না কিন্তু একেবারে খারাপ পরিস্থিতে দুর্ঘটনার সম্ভাবনা ছিলো।

    জাপান পরিবহন মন্ত্রণালয় নিরাপত্তা বোর্ড ৪ পরিদর্শককে বিমানবন্দরে ঘটনা তদন্তে পাঠিয়েছে। এনএইচকে।

    ইতিহাসের কারণে শ্রদ্ধার পাত্র আর্জেন্টিনা

    ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে শেষ সময়ের গোলে হৃদয়ভঙ্গ। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের অতিরিক্ত সময়ে মারিও গোটশের একমাত্র গোলে জার্মানির কাছে হেরে রানার্সআপ হয় লিওনেল মেসির দল। এবারের বিশ্বকাপে বাছাই পর্বটা মোটেও আশানুরূপ ছিল না আর্জেন্টিনার।

    রাশিয়া বিশ্বকাপের টিকেট পাওয়া নিয়েই এক সময় অনিশ্চয়তায় পড়ে গিয়েছিল ডিয়াগো ম্যারাডোনার উত্তরসূরীদের। বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে মেসির জাদুকরী হ্যাটট্রিকে একুয়েডরকে ৩-১ গোলে হারিয়ে সব শঙ্কা কাটিয়ে বিশ্বকাপে উঠে হোর্হে সাম্পাওলির দল। বাছাইপর্বে ধুকলে কি হবে, বিশ্বকাপ ইতিহাসের কারণেই রাশিয়াতে শ্রদ্ধা পাবে বলে বিশ্বাস আর্জেন্টাইন গোলরক্ষক উইলি কাবাইয়েরোর।

    তিনজন ভিন্ন কোচের অধীনে এই পথ পাড়ি দেওয়া দলটিকে বিশ্বকাপের মূল পর্বের টিকিট পেতে অপেক্ষা করতে হয় শেষ ম্যাচ পর্যন্ত। তবে বড় মঞ্চে দলটির ভাল খেলার সুনামের কারণে আর্জেন্টিনা শ্রদ্ধা পাবে বলে মনে করেন চেলসির এই গোলরক্ষক, ‘আমি যখন বিশ্বকাপের গ্রুপ নির্ধারনের ড্র দেখছিলাম তখন আমি জাতীয় দলের বাইরে। চেলসির লকার রুমে আমার নাম উল্লেখ করা হয়নি, তবে গুঞ্জনটা ছিল এমন যে অনেক ভাগ্যের জোরে শেষ ম্যাচে এসে আর্জেন্টিনা কোয়ালিফাই করেছে। তারা ইতিমধ্যে ভিন্নভাবে ভাবতে শুরু করেছে। আর্জেন্টিনার বিগত বিশ্বকাপগুলো, তাদের যে খেলোয়াড় আছে, তারা যেভাবে খেলে এবং যেভাবে প্রতিদ্বন্দ্বিতা করে সেসবের জন্য দলটিকে শ্রদ্ধা করা হয়। সম্ভাব্য লড়াইগুলোতেও তারা আমাদের অনেক সম্মান দেখাবে।’

    মস্কোয় বাংলাদেশ সময় শনিবার সন্ধ্যা ৭টায় আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে সাম্পাওলির দলের রাশিয়া বিশ্বকাপ মিশন। ‘ডি’ গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া।

    Untitled Post

    Posted by admin on June 14
    Posted in Uncategorized 

    মাহে রমযান ও আমাদের ঈদ প্রস্ত্ততি

    হযরত মাওলানা মুফতি তকী উছমানী

    রমযান মাস মহান আল্লাহর অনন্ত রহমত ও বরকতের সেই ঋতুরাজ বসন্তকাল, যাতে বিশ্বচরাচরের মহান স্রষ্টার পক্ষ হতে দয়া ও অনুগ্রহের নানা বাহানা অন্বেষণ করা হয়, যে মাসে ঈমানের দৌলতে ধন্য মুমিনের উপর রহমতের বৃষ্টি মুষলধারায় বর্ষিত হয়। যে মাসে ক্ষমাশীল প্রভূ স্বীয় বান্দাদের পাপ মোচনের লক্ষ্যে সর্বদা ক্ষমার দুয়ার উন্মুক্ত করে দেন। জানি না এ মসে কত অসংখ্য-অগণিত মানুষকে মাগফেরাত করে জান্নাতের অধিবাসী হওয়ার শাহী ফরমান জারি করা হয়।

    মহান আল্লাহর পক্ষ হতে বিচ্ছুরিত আলোকরশ্মি, নূরের স্রোত আমাদের সম্মুখ দিয়ে অতিক্রান্ত হয়, কিন্তু আমরা অজ্ঞতা-অন্ধতার কারণে তার মাহাত্ম ও গুরুত্ব  বুঝি না। ফলে অতি বরকতপূর্ণ দামী মুহূর্তগুলোকে অবজ্ঞা-উপেক্ষা, গাফিলতি ও যাচ্ছেতাইভাবেই নিঃশেষ করে দিতে দ্বিধা বোধ করি না। হাদীসে বর্ণিত-‘ধ্বংস হোক সেই ব্যক্তি যে রমযান মাস পেল তারপরও তার গুণাহ মাফ হল না।’ সবার জন্য ক্ষমার দুয়ার উন্মুক্ত থাকার এই বিশেষ সময়েও যে ব্যক্তি নিজের গুনাহ ক্ষমা করাতে পারে না তবে তার অর্থ হবে এটাই  যে, সে ব্যক্তি নিজেকে খোদার রহমত হতে (নাউযুবিল্লাহ) নিজেকে স্বাধীন ও অমুখাপেক্ষী মনে করে। আর এই বেপরোয়া মানসিকতাই সবচেয়ে বিপদজনক বস্ত্ত, যার ব্যাপারে হযরত জিবরাঈল আ. ধ্বংসের বদদুআ করলেন আর নবীয়ে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমর্থনে আমীন বললেন।

    এই পরিপ্রেক্ষিতে আজকের মজলিসে সেই ধরনের কিছু অন্যায়-অবহেলার বিষয় উল্লেখ করাই উদ্দেশ্য, যা আমরা এই মুবারক মাসেও অব্যাহত রাখি। ভয় লাগে যে, আল্লাহ না করুক এই অবজ্ঞা-অবহেলার কারণে সেই ভয়াবহ হুমকি ও বদদুআর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে না যাই। (আল্লাহ এমন ফয়সালা না করুন)

    রমযান মাসে আমাদের সবচেয়ে ব্যাপক ও সীমাহীন অনৈতিক কর্ম এটাই যে, এই মুবারক মাসে নিজেদের দুনিয়াবি চাহিদা ও খরচের পরিধি সঙ্কুচিত করার পরিবর্তে আরো অধিক মাত্রায় বৃদ্ধি করে দেই। ব্যবসায়ী মহোদয়গণ তো এই মাসকে বিশেষ উপার্জনের মাস ঘোষণা দিয়ে রাত-দিন সেই ধ্যানেই মগ্ন থাকেন। অনেক সময় এই ধ্যান-মগ্নতার কারণে নামাযও ‘কুরবান’হয়ে যায়।

    ‘ঈদের প্রস্ত্ততি’ আমাদের জন্য এখন একটা বড় ধরনের ফিতনা। নিঃসন্দেহে আল্লাহ তাআলা ‘ঈদুল ফিতর’কে মুসলমানদের জন্য আনন্দ-উৎসবের দিন হিসেবে স্বীকৃতি দিয়েছেন। সর্বজনীন বাৎসরিক আনন্দের বিশেষ দিবস হিসেবে মনোনিত করেছেন। এমনকি এ বিষয়টিও শরীয়তে স্বীকৃত ও প্রমাণিত যে, এই দিনে কোনো উত্তম থেকে উত্তম পোশাক কেউ যদি সহজে লাভ করতে পারে সে যেন তা পরিধান করে। কিন্তু বর্তমানে এ উপলক্ষে ‘উত্তম পোশাকের’ অজুহাতে যে অসীম-অগণিত বেহুদা খরচের জোয়ার সৃষ্টি করা হয়, অন্যায়-অপব্যয়ের যে মহা প্লাবণ বইয়ে দেওয়া হয় এবং সেটাকে ঈদের অপরিহার্য অনুষঙ্গ বলে মনে করা হয় তার সঙ্গে দ্বীন ও শরীয়তের কোনো সম্পর্ক নেই।

     

    বর্তমান যুগে এ বিষয়টি ফরয-ওয়াজিব সাব্যস্ত করা হয়, (ঈদ পালনের জন্য) অতি আবশ্যকীয় জরুরি বিষয় মনে করা হয় যে, কোনো ব্যক্তির আর্থিক সচ্ছলতা থাকুক বা না থাকুক কিন্তু সে কোনো না কোনো উপায়ে পরিবারের প্রত্যেক সদস্যের জন্য নিত্য-নতুন ডিজাইন ও ফ্যাশনেবল পরিধেয় সামগ্রীর ব্যবস্থা করবে। ঘরের প্রত্যেক সদস্যের জন্য জুতা-টুপি থেকে শুরু করে প্রতিটি জিনিস নতুন নতুন ক্রয় করবে। শুধু তাই নয় ঈদের প্রকৃত স্বাদ অনুভবের জন্য, ঘরের সাজ-সজ্জা ও শোভাবর্ধনের জন্য নিত্য-নতুন আসবাবপত্র ও আকর্ষণীয় ডিজাইনের ফার্নিচারের ব্যবস্থাও করা হয়। দূর-দূরান্তে অন্যান্য শহরে বসবাসকারী আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের নিকট মূল্যবান গিফট ও দামি ঈদকার্ড প্রেরণ করা হয়। আর এসব কাজ এমন এক তীব্র প্রতিযোগিতামূলক মানসিকতা নিয়ে সম্পন্ন করা হয় যে, কেউ যেন কারো থেকে পিছে পড়ে না যায়। কেউ যেন কারো কাছে কোনো ক্ষেত্রে হেরে না যায়।

    এসবের অনিবার্য পরিণতি এটাই হয় যে, একজন মধ্যম স্তরের উপার্জনক্ষম ব্যক্তির জন্য ‘ঈদের প্রস্ত্ততি’ একটি বাড়তি দুশ্চিন্তা ও আলাদা মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়ায়। এরই ধারাবাহিকতায় যখন সে দেখে যে, হালাল উপার্জনের মাধ্যমে পরিবারের সবার চাহিদা ও আবদার পূরণ করা সম্ভব হচ্ছে না এবং বৈধ টাকা-পয়সা তার জন্য পর্যাপ্ত হচ্ছে না, তখন সে অবৈধ পথের সন্ধান করে। বিভিন্ন পন্থায় অন্যের পকেট মেরে টাকা-পয়সার ব্যবস্থা করে। যা দ্বারা সেই লাগামহীন চাহিদা ও অন্তহীন কুপ্রবৃত্তির পেট ভর্তি করে।

    এসব বাদ দিলেও ‘ঈদের প্রস্ত্ততি’র সবচেয়ে ন্যূনতম ক্ষতি তো এটাই যে, মহামূল্যবান ও বিশেষ করে শেষ দশকের রজনীগুলো-যা একান্ত নীরবে, নিরালা পরিবেশে আল্লাহর নিকট প্রার্থনা ও মুনাজাতের শ্রেষ্ঠতম সময়, খোদার সান্নিধ্য লাভের মোক্ষম সুযোগ ও অনন্য মুহূর্ত, তা বাজারের মধ্যে অতিবাহিত হয়ে যায়।

    এসব আলোচনার উদ্দেশ্য-আল্লাহ না করুন-কাউকে তিরস্কার করা, কারো বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা কিংবা সমালোচনার খাতিরে সমালোচনা করা নয়; বরং অন্তরের দরদ ও সহানুভূতির সাথে নিজেকে সম্পৃক্ত করে এ দাওয়াতী চিন্তা-চেতনা পেশ করা যে, এই অতি গুরুত্বপূর্ণ মাস আল্লাহ তাআলা কোন্ কাজের লক্ষ্যে সৃষ্টি করলেন, কী উদ্দেশ্যে এমন একটি শ্রেষ্ঠ মাস দান করলেন। আর আমরা সেটাকে কোন্ বেহুদা কাজে ব্যয় করি। অনর্থকভাবে সেটাকে বিনষ্ট করি।

    যদি আমাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রদর্শিত পথ, শিক্ষা-দীক্ষা ও তার আদর্শের প্রতি আন্তরিক ভালোবাসা ও অনুরাগ থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর শাফায়াত লাভের তপ্ত বাসনা অন্তরে জাগ্রত থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বদদুআকে সত্যিকারভাবেই বিপদজনক মনে করে ভয় করি তাহলে জামার আঁচলে মুখ ঢেকে আমাদের হিসাব করা উচিত এবং অতীত গাফিলতি হতে খাঁটি মনে তওবা করে এই অঙ্গীকার উচিত যে, এই পবিত্র মাসে সকল গুনাহ থেকে বেঁচে থাকব। একনিষ্ঠ মনে আল্লাহর দিকে ফিরে আসব। রমযানের এই অতি মূল্যবান সময়গুলো আল্লাহর সন্তুষ্টির মধ্যেই ব্যয় করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ অঙ্গীকার পূরণ করার তাওফীক দান করুন। আমীন।

    অনুবাদ : মুহাম্মদ আনছারুল্লাহ হাসান

    এসো হে বিশ্বকাপ

    Posted by admin on June 14
    Posted in Uncategorized 

    এসো হে বিশ্বকাপ

    প্রতি বাংলা বর্ষপঞ্জি ঘুরে একবার করে দেখা দেয় বৈশাখ। সে তুলনায় বিশ্বকাপের জন্য অপেক্ষাটা আরেকটু বেশি। চার বছর পর পর দেখা মেলে একটা বিশ্বকাপের। অবশেষে সেই অপেক্ষার প্রহর ফুরালো। চার বছর ঘুরে আবার দুয়ারে এলো বিশ্বকাপ ফুটবল। আবার বিশ্ব মেতে উঠবে এক ফুটবল উন্মাদনায়। আবার দেশজুড়ে শুরু হবে আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে উন্মাদনা, উড়বে পতাকা, রাস্তাঘাটে দেখা মিলবে নানান ধরনের জার্সি; কারণ শুরু হচ্ছে আজ থেকে বিশ্বকাপ।
    বিশ্বকাপ কেন গ্রেটেস্ট শো অন দ্য আর্থ?
    এ নিয়ে বিতর্ক চলতে পারে। অলিম্পিককেও বলা হয় ‘গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’। কিন্তু ফুটবল বিশ্বকাপ দাবি করে এই নামের যোগ্য অধিকারী তারাই। একটু অবাক লাগে। কারণ, ৩২টা দলকে নিয়ে এই আয়োজন পৃথিবী নামের গ্রহের সেরা আয়োজন কেন হবে! কারণ, এটা কেবল ৩২ দলের এক টুর্নামেন্ট নয়। এটা ২১১টি দেশের এক টুর্নামেন্ট।
    হ্যাঁ, এটাই সত্যি। ফিফার সদস্য সংখ্যা    জাতিসংঘের চেয়েও অনেক বেশি। জাতিসংঘের এখন সদস্য ১৯৩টি দেশ। সেখানে ফিফার সদস্য ২১১টি দল। আর এই ২১১টি দল নিয়েই কয়েক বছর আগে শুরু হয় প্রকৃত বিশ্বকাপ। বাছাইপর্ব নামে খেলা চলতে থাকে। আর যে বিশ্বকাপ আজ থেকে রাশিয়ায় হবে, ফিফার ভাষায় সেটা ‘ফাইনালস’। মানে, বিশ্বকাপ কেবলই এই একমাসের একটা আয়োজন নয়। এটা কয়েক বছর ধরে চলতে থাকা এক উত্সব। এই উত্সবের ভাগীদার আমাদের দেশও, এই উত্সবের ভাগীদার আমি-আপনি সকলে।
    তারপরও একটা প্রশ্ন প্রায়শ শোনা যায়, কেন বিশ্বকাপ নিয়ে এতো মাতামাতি?
    এই প্রশ্নটার এক কথায় জবাব দেওয়া কঠিন। তবে এটা মানতে হবে যে, বিশ্বকাপের মতো আবেগ তৈরি করা আয়োজন দুনিয়ার ইতিহাসে আর আসে না। এটা কেবল মাঠের খেলা নয়। এটা মাঠের বাইরে ও মাঠে হাসি-কান্নার এক বিশাল আয়োজন। বিশ্বকাপের এই মহিমা যে, এটা খেলোয়াড়দেরও ঠেলে দেয় পেশাদার দুনিয়ার ওপরে কোথাও।
    এই বিশ্বকাপ আসরেই দেখা যায় দুই প্রিয় বন্ধু ওয়েইন রুনি ও ক্রিস্টিয়ানো রোনালদো জাতীয় দলের স্বার্থে ‘শত্রু’ হয়ে উঠেছেন। এখানে মানুষ ক্লাবের আজীবনের ইতিহাস ভুলে যায়। কেবলই সামনে থাকে জাতীয় দলের স্বপ্ন। সেই স্বপ্নের জন্য খেলোয়াড়রা ক্যারিয়ারকে বাজি ধরতেও দ্বিধা করেন না। সেই গত বিশ্বকাপের লুই সুয়ারেজের কথা চিন্তা করুন। গোলরক্ষক পরাস্ত; বল ঢুকে যাচ্ছে জালে। নিশ্চিত লালকার্ড ও নিষেধাজ্ঞা জেনেও সুয়ারেজ বল হাত দিয়ে ধরে ফেললেন। এই দৃশ্য বিশ্বকাপ ছাড়া আর কোথায় পাবেন!
    আসলে ফুটবল খেলাটার চরিত্রই এমন।
    এই খেলা খেলতে লাগে না হাজার হাজার টাকার উপকরণ, নেই আইন-কানুনের ভুরি ভুরি খটমটে কথা। আছে কেবল সরল সোজা গোলের উত্সব এবং পাওয়ার আনন্দ ও না পাওয়ার বেদনা। তাই এই খেলা সারা পৃথিবীকে একটা সুতোয় বেঁধে ফেলতে পারে। আর সেই খেলার বিশ্বকাপ যখন, তখন সেই সুতোটা আরও শক্ত হয়ে পৃথিবীর সব মানুষকে আঁটোসাঁটো করে বেঁধে ফেলে।
    ফুটবলারদের জন্য বিশ্বকাপটা আরও গুরুত্বপূর্ণ এই কারণে যে, এখানে তারকা থেকে মহাতারকা হয়ে ওঠার সুযোগ থাকে। বিশ্বকাপই একজন পেলে কিংবা ম্যারাডোনাকে অসাধারণ করে তোলে। একটা বিশ্বকাপের স্পর্শ একজন তারকাকে করে তোলে পূর্ণাঙ্গ।
    লিওনেল মেসির কথা ধরুন। সারাটা ক্যারিয়ার বার্সেলোনায় কাটানো লিওনেল মেসি ক্লাবের হয়ে জেতেননি এমন কিছু নেই। পাঁচবার ফিফা বর্ষসেরা ও পাঁচবার ব্যালন ডি’অর জিতেছেন। বার্সেলোনার হয়ে ৩২টি ট্রফি জিতেছেন। এর মধ্যে আছে ৯টি লা লিগা, চারটি চ্যাম্পিয়নস লিগ, ছয়টি কোপা দেল রে। লা লিগায় ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা তিনি। এ ছাড়াও লা লিগায় এক মৌসুমের সর্বোচ্চ গোলদাতা, ইউরোপে এক মৌসুমে সর্বোচ্চ গোলদাতা, ইউরোপে এক বর্ষপঞ্জিতে সর্বোচ্চ গোলাদাতা; ভুরি ভুরি রেকর্ড তার দখলে। জাতীয় দল আর্জেন্টিনার ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মেসি। জাতীয় দল ও ক্লাবের হয়ে ছয় শতাধিক গোল করেছেন।
    কিন্তু মেসি কী এই সবকিছু নিয়ে তৃপ্ত? মেসি নিজেকে কী ভিনগ্রহের ফুটবলার বলে ভাবতে পারেন? উত্তর-না। কারণ, তার জীবনের সবচেয়ে বড় অতৃপ্তিটা হলো জাতীয় দলের হয়ে কোনো মেজর ট্রফি জিততে পারেননি। যুবদলের হয়ে জিতেছেন, অলিম্পিক জিতেছেন; কিন্তু আর্জেন্টিনা মূল দলের হয়ে কিছু জেতা হয়নি। গত বিশ্বকাপে নিঃশ্বাস ফেলা দূরত্ব থেকে ফিরে এসেছেন। মাঝে অবসরও নিয়ে ফেলেছিলেন। কিন্তু একটা বিশ্বকাপ জিতবেন বলে ফিরে এসেছেন। এই ক’দিন আগেও বলেছেন, একটা বিশ্বকাপের জন্য   ক্লাবের হয়ে জেতা সব শিরোপা ফেরত দিয়ে দিতে পারেন।
    এই বিশ্বকাপ এমনই এক ব্যাপার।
    অবশেষে আমরা সেই বিশ্বকাপের দুয়ারে দাঁড়িয়ে। এই প্রথম রাশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ। ২০১০ সালে তারা এই আয়োজনের স্বত্ব পেয়েছে। সেই থেকে চলছে তোড়জোড়। আজ থেকে শুরু হয়ে আগামী ১৫ জুলাই পর্যন্ত চলবে এই আসর। রাশিয়ার ১১টি শহরের ১২টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ৩২ দলের মোট ৬৪টি ম্যাচ। আর শেষ ম্যাচে বিশ্ব খুঁজে পাবে নতুন চ্যাম্পিয়ন।
    চলুন তাহলে ভেসে পড়া যাক বিশ্বকাপের আনন্দে।

    শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ

    প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ সোমবার। দীর্ঘ প্রায় ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ই জুন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান তিনি। সেনা সমর্থিত ১/১১-এর তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ১৬ই জুলাই গ্রেপ্তার হন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
    এ সময় কারাগারের অভ্যন্তরে শেখ হাসিনা অসুস্থ হয়ে পড়েন। তখন বিদেশে চিকিৎসার জন্য তাকে মুক্তি দেয়ার দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। আওয়ামী লীগসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের ক্রমাগত চাপ, আপসহীন মনোভাব ও অনড় দাবির পরিপ্রেক্ষিতে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়।
    শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে রাজধানীর ইস্কাটন লেডিস ক্লাবে বিকেল সাড়ে ৫ টায় এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন।
    এছাড়াও দিবসটি উপলক্ষে সকাল ১০টায় গুলিস্তান মহানগর নাট্যমঞ্চে এক আলোচনা সভার আয়োজন করেছে আওয়ামী যুব লীগ। সভায় খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।

    রাশিয়া বিশ্বকাপে ৩২ দলের কোচ যারা

    আর মাত্র ৫ দিন পর শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবলের আসর। শিষ্যদের দিয়ে শেষ মুহুর্তের প্রস্তুতি ঝালিয়ে নিতে মাথার ঘাম পায়ে ফেলছেন কোচেরা। ফুটবলে কোচ খুব গুরুত্বপূর্ণ। দলের জয়ের ক্রেডিট যেমন কোচ পেয়ে থাকেন; তেমনই দল হারলে কোচের চাকরি হারানো প্রায় নিশ্চিত হয়ে যায়! এবারের ২১তম ফিফা বিশ্বকাপে আটটি গ্রুপে বিভক্ত হয়ে মোট ৩২টি দল অংশ নেবে। দেখে নেওয়া যাক সেই ৩২টি দলের কোচ হিসেবে কারা আছেন:

    স্তানিসলাভ চেরচেসভ, রাশিয়া

    হুয়ান এন্টোনিও পিজ্জি, সৌদি আরব

    হেক্টর কুপার, মিশর

    অসকার তাবারেজ,উরুগুয়ে

    ফার্নান্দো স্যান্টোস, পর্তুগাল

    জুলেন লোপেতেগুই, স্পেন

    হার্ভে রেনার্ড , মরক্কো

    কার্লোস কুইরোজ, ইরান

    দিদিয়ের দেশ্যম,ফ্রান্স

    বার্ট ফন মারউইক, অস্ট্রেলিয়া

    রিকার্ডো গ্যারেচা, পেরু

    এইজ হারেইদি, ডেনমার্ক

    জর্জ সাম্পাওলি, আর্জেন্টিনা

    হেইমির হলগ্রিমসন, আইসল্যান্ড

    এডাম নাওয়ালকা, পোল্যান্ড

    আলিউ চিজে, সেনেগাল

    জ্লাটকো ডেলিচ, ক্রোয়েশিয়া

    গার্নট রোহর, নাইজেরিয়া

    তিতে, ব্রাজিল

    ভ্লাদিমির পেটকোভিচ, সুইজারল্যান্ড

    অসকার রামিরেজ, কোস্টা রিকা

    ম্লাডেন ক্রাস্টাজিচ, সার্বিয়া

    জোয়াচিম লো, জার্মানি

    হুয়ান কার্লোস ওসোরিও, মেক্সিকো

    জানে এন্ডারসন, সুইডেন

    শিন-তায়ে ইয়ং, দক্ষিণ কোরিয়া

    রবার্তো মার্টিনেজ, বেলজিয়াম

    হার্নান দারিও গোমেজ, পানামা

    নাবিল মালুল, তিউনিশিয়া

    গ্যারেথ সাউথগেট, ইংল্যান্ড

    আকিরা নিশিনো, জাপান

    হোসে পেকারম্যান, কলম্বিয়া

    প্রিয় দলের জন্য দুই কিমি লম্বা পতাকা
    সখীপুরের কুতুবপুর শাপলাপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য জার্মানির সমর্থক আবদুল কদ্দুছ মাখন দুই কিমি লম্বা পতাকা বানিয়েছেন। স্থানীয় সরকারি প্রাথমকি বিদ্যালয় মাঠে প্রদর্শন শেষে শনিবার দুপুরে পতাকাটি তিনি কুতুবপুর-শাপলাপাড়া সড়কের পাশে টানিয়ে দিয়েছেন।
    মাখন সব দলের সমর্থকদের ছাপিয়ে তার প্রিয় দল জার্মানিকে সবার উপরে মেলে ধরতে চান পতাকা দিয়ে। তিনি গত বিশ্বকাপে এক কিমি দীর্ঘ পতাকা প্রদর্শন করেছিলেন। ভালোবাসা থেকেই এমন জার্মানি প্রীতি তার। আবদুল কদ্দুছ মাখন বলেন, ‘কিছু পাওয়ার জন্য নয়, ভালোবাসা থেকেই এই পতাকা তৈরি। আমার স্বপ্ন ২০২২ সালে আরো বড় জার্মান পতাকা প্রদর্শন করব।’
    এদিকে কুতুবপুর এলাকার এবাদত হোসেন নামের অপর এক জার্মান ভক্ত বিশ্বকাপ খেলা দেখানোর জন্য একটি প্রজেক্টর ও একটি ছামিয়ানা দিয়েছেন মাখনকে। স্থানীয় বিকে কলেজের অধ্যক্ষ আবদুর রউফ বলেন, ‘একজন মানুষের ফুটবলের প্রতি যে এতো ভালোবাসা তার প্রমাণ কদ্দুছ মাখন। নিজের টাকায় তিনি যে পতাকা তৈরি করেছেন তা বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে।’

    জাপানে বর্ষার আগমন

    জাপানের আবহাওয়া দপ্তর বুধবার জানিয়েছে যে টোকিও সহ জাপানের বিভিন্ন অংশে বর্ষা শুরু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

    ওসাকাকে অর্ন্তভুক্ত করে কিনকি এলাকা, নাগোইয়াকে অর্ন্তভুক্ত করে তোকাই এলাকা এবং টোকিওকে নিয়ে কানতো কোশিন এলাকায় এই প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে।

    হোকুরিকো এবং তোহোকু অঞ্চল ছাড়া জাপানের বেশিরভাগ এলাকাতে বর্ষা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।উত্তরাঞ্চলের দ্বীপ হোক্কাইদোতে বর্ষা মৌসুমটি নেই।

    এশিয়া কাপে এবার ভারতকে হারাল বাংলাদেশ

    মেয়েদের এশিয়া কাপ টি-টোয়েন্টিতে পাকিস্তানের পর এবার ভারতকে হারিয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে চলমান এই টুর্নামন্টে বুধবার ভারতকে সাত উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।
    প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৪১ রান করে ভারত। জবাবে দুই বল বাকি থাকতেই মাত্র তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাঘিনীরা। ভারতের বিপক্ষে ১০ টি-টোয়েন্টি ও ৪ ওয়ানডে ম্যাচ খেলার পর এবার প্রথম জয় পেল বাংলাদেশ নারী দল।
    বাংলাদেশের মেয়েদের এটিই টি-টোয়েন্টিতে সর্বোচ্চ স্কোর। এর আগে তাদের সর্বোচ্চ রান ছিল কেবল ১৩৭। আর রান তাড়ার দিক থেকে বাংলাদেশের আগের রেকর্ড ছিল মাত্র ৯৫ রানের। তাই আগের সব রেকর্ডই এবার ভেঙে দিয়েছেন ফারজানা-শামীমা-রুমানারা।
    ফারজানা ও রুমানা চতুর্থ উইকেটে ৯৩ রান তুলে অবিচ্ছিন্ন থেকেছেন। টি-টোয়েন্টিতে বাংলাদেশের মেয়েদের এটিই সর্বোচ্চ রানের জুটি। ফারজানা টি-টোয়েন্টিতে মেয়েদের সর্বোচ্চ ৫২ রানের রেকর্ড ইনিংস খেলে অপরাজিত ছিলেন। ৫ চার ও ১ ছক্কায় ৪৬ বলে এই রান করেন তিনি।
    বল হাতে ৩ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে ৩৪ বলে ৬টি চারের মারে ৪২ রানে অপরাজিত থাকেন রুমানা। এছাড়া ওপেনার শামীমা ২৩ বলে ৭ চারে করেন ৩৩ রান।

    জাপানের অর্থমন্ত্রীর এক বছরের বেতন না নেওয়ার ঘোষণা

    জাপানের অর্থমন্ত্রী তারো আসো বলেছেন তিনি তার এক বছরের বেতন নেবেন না এবং দলিল জালিয়াতিতে তার মন্ত্রনালয়ের ভূমিকার দায় নিবেন।

    যে দলিলটি নিয়ে সন্দেহ সেটা হল বিদ্যালয় পরিচালনাকারী মোরিতোমো গাকুয়েনের কাছে রাষ্ট্রীয় জমির বিতর্কিত বিক্রয়ের সাথে সম্পর্কিত।

    মিঃ আসো সোমবার এক সাংবাদিক সম্মেলনে গভীর দুঃখ প্রকাশ করেন।

    তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের প্রশাসনিক দলিল জালিয়াতি করা অথবা সেই জালিয়াতি করা দলিল সংসদে পেশ করা কখনোই উচিত নয়।

    মিঃ আসো আরো বলেন, এটা খুবই দুঃখজনক যে এরকম ঘটনা ঘটেছে এবং কর্মকর্তারা যে পদ্ধতিতে আলোচনার রেকর্ডকৃত দলিল নিয়ে কাজ করেছেন সেটা যথাযথ নয়।

    এরকম কেলেঙ্কারি যাতে আর না ঘটে এবং মন্ত্রণালয়ের উপর জনগণের আস্থা ফিরিয়ে আনতে মিঃ আসো তার পদে বহাল থাকার ইচ্ছাও ব্যক্ত করেন।

    দ্রুত চিকিৎসা না হলে খালেদা জিয়া পঙ্গু-দৃষ্টিহীন হতে পারেন: নজরুল

    বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, কারাবন্দী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। দ্রুত চিকিৎসা করা না হলে তিনি পঙ্গু হয়ে যেতে পারেন, দৃষ্টিহীন হয়ে যেতে পারেন। সরকার চায় তিনি পঙ্গু হয়ে যান, দৃষ্টিহীন হয়ে যান।
    নজরুল ইসলাম বলেন, আমরা রাজনীতি করি। আমরা প্রতিদ্বন্দ্বী হতে পারি। কিন্তু শত্রু তো নই। সরকার যেভাবে খালেদা জিয়ার সঙ্গে আচরণ করছে তা কোনোভাবে আশা করা যায় না। খালেদা জিয়াকে আপনারা ভয় পান বলেই এসব করছেন। কারণ তিনি সবচেয়ে জনপ্রিয় নেত্রী। তাকে মুক্ত করে আনার জন্য আইনি প্রক্রিয়ায় না হলে আমরা অন্য পন্থায় যাবো। আর সে পন্থা হবে শক্তিশালী গণতান্ত্রিক আন্দোলন। আগামী দিনে শক্তিশালী আন্দোলনের ডাক দেয়া হবে।
    সোমবার জাতীয় প্রেসক্লাবে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রমিকদল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সংগঠনের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, শ্রমিকদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম প্রমুখ।
    নজরুল বলেন, আমরা খালেদা জিয়ার মুক্তি চাই। তাকে মুক্ত করার জন্য যা করা প্রয়োজন আমাদের তাই করতে হবে। তার জন্য সর্বোচ্চ যে পর্যায়ে যাওয়া প্রয়োজন সেখানেই যেতে হবে।
    তিনি বলেন, দেশের সবকিছু ধ্বংস করে দিয়েছে সরকার। গণতন্ত্র শেষ, বিচার বিভাগ শেষ, পার্লামেন্ট আগে থেকেই নেই। শেয়ারবাজার, ব্যাংক লুট করেছে। এসবের বিরুদ্ধে বেগম খালেদা জিয়া আন্দোলন করছিলেন বলেই তাকে কারাগারে বন্দী করা হয়েছে। একটি পরিত্যাক্ত কারাগারে বন্দী তিনি। সে কারাগারে আর কোনো কয়েদি নেই। তিনি অসুস্থ। তাকে বিশেষায়িত হাসপাতালে নেয়ার সুপারিশ করেছিলো ডাক্তারেরা। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। চিকিৎসা দেয়া হয়নি।
    নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমাদের শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে হবে। আমরা আইয়ুব খান এবং ইয়াহিয়া খানের পতন ঘটিয়েছি। কিন্তু আজ আমাদের প্রতিপক্ষ শক্তিশালী। যারা ১৯৭৫ সালে গণতন্ত্র হরণ করেছিল এবং ১৯৮২ সালে যারা গণতন্ত্র হরণ করেছিল তারা এক হয়েছে। তাদের পতন ঘটাতে হবে।

    উত্তর কোরিয়া বিষয়ে ট্রাম্পের সঙ্গে কাজ করতে আবের অঙ্গীকার

    জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে, আসন্ন যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়া শীর্ষ বৈঠককে উত্তর কোরিয়া বিষয়ক সমস্যা সমাধানে অগ্রগতি অর্জনের লক্ষ্যে একটি সুযোগ হিসেবে কাজে লাগাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সহযোগিতা করে যাবেন বলে জানিয়েছেন।

    আজ মিঃ আবে, পশ্চিম জাপানের ওৎসু শহরে প্রদত্ত এক বক্তৃতায় উক্ত মন্তব্য করেন।

    এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প, পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগামী ১২ই জুন উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে শীর্ষ বৈঠকে মিলিত হবেন বলে ঘোষণা করেন।

    মিঃ আবে, জাপান কখনোই পরমাণু অস্ত্রধারী উত্তর কোরিয়াকে মেনে নিতে পারে না বলে উল্লেখ করেন। তিনি, উত্তর কোরিয়ার উপর চাপ বৃদ্ধি করার দৃঢ় প্রত্যয় নিয়ে টোকিও আন্তর্জাতিক সম্প্রদায়ের নেতৃত্ব দিয়ে আসছে বলে জানান।

    মিঃ আবে, আগামী বুধবার ওয়াশিংটনে মিঃ ট্রাম্পের সঙ্গে বৈঠকে মিলিত হবেন বলেও জানান।

    তিনি, আসন্ন যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়া শীর্ষ বৈঠককে উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং উত্তর কোরীয় গুপ্তচরদের হাতে জাপানি নাগরিক অপহরণ সমস্যা সমাধানে অগ্রগতি অর্জনের লক্ষ্যে একটি সুযোগ হিসেবে কাজে লাগাতে সম্ভাব্য সবকিছু করার অঙ্গীকার ব্যক্ত করেন।

    ভারতের হিমাচলে জাপানি নারীকে ধর্ষণের অভিযোগ

    ভারতের হিমাচল প্রদেশের কুলু জেলায় জাপানি নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ট্যাক্সি চালকের বিরুদ্ধে। ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, অভিযুক্ত ট্যাক্সি চালককে গ্রেপ্তারর করা হয়েছে। তবে এ ঘটনার পর কুলুর মতো জনপ্রিয় পর্যটনকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নের মুখে পড়েছে।
    হিমাচল প্রদেশের পুলিশের কাছে ৩০ বছরের নির্যাতিতা ওই জাপানি নারীর দাবি, গত ২৯ মে কাজা থেকে মানালিতে এসেছিলেন তিনি। পরের দিন ধর্মশালায় যাওয়ার বাস ধরতে না পারায়, দীপক নামের এক ট্যাক্সি ড্রাইভার তাকে কুলু পর্যন্ত ট্যাক্সিতে নিয়ে গিয়ে বাস ধরিয়ে দেয়ার আশ্বাস দিয়েছিল।
    জাপানি ওই নারী আরো দাবি করেছেন, ট্যাক্সি করে নির্জন এলাকায় নিয়ে গিয়ে দীপক তাকে ধর্ষণ করে। পরে মানালিতে নিয়ে এসে, তাকে ফেলে চম্পট দেয়। অভিযোগের ভিত্তিতে দীপক নামের ওই ট্যাক্সি চালককে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেছে পুলিশ। অভিযুক্তের ডাক্তারি পরীক্ষা করা হয়েছে বলে জানা গেছে। হিন্দুস্তান টাইমস।