• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • বিশ্বরেকর্ড গড়ে ফিরলেন রোহিত

    আইসিসি বিশ্বকাপ ২০১৯

    আগের দুই ম্যাচে সেঞ্চুরি তুলে ছুঁয়ে ফেলেছিলেন, আজ ছাড়িয়ে গেলেন বিরাট কোহলির টানা তিন ওয়ানডের রেকর্ডটি। তবে রোহিত শর্মার কীর্তিটি যে আরো বড়!

    এবারের আসরে এই নিয়ে পাঁচটি তিন অঙ্ক ছোঁয়া ইনিংস খেললেন ভারতীয় ওপেনার। বিশ্বকাপের এক আসরে যে এটিই বিশ্বরেকর্ড!

    এর আগে ২০১৫ সালে চারটি শতক নিয়ে এতদিন শীর্ষস্থানটি দখলে রেখেছিলেন শ্রীলঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারা।

    আরেক ওপেনার লোকেশ রাহুলও এগিয়ে যাচ্ছেন তিন অঙ্কের দিকে, অপরাজিত আছেন ৮২ রানে। দু’জনের ১৮৯ রানের জুটি বিচ্ছিন্ন হয়েছে রোহিতের (১০৩) বিদায়ে। তবে ভারত ঠিকই এগিয়ে যাচ্ছে জয়ের দিকে।

    ৩২ ওভার শেষে ঐ এক উইকেট হারানো বিরাট কোহলির দলের সংগ্রহ ১৯৬। জিততে হলে ১৮ ওভারে ভারতের প্রয়োজন মাত্র ৭০!

    ভারতের দুর্দান্ত শুরু

    লক্ষ্য তাড়ায় ব্যট করতে নেমে দুর্দান্ত শুরু করেছেন ভারতের দুই ওপেনার রোহিত ও রাহুল। ম্যাচের অষ্টম ওভারেই দলীয় পঞ্চাশ রান পূর্ণ করে এই দুই ব্যাটসম্যান। রোহিত ৪৩ রানে ও রাহুল ৩৩ রানে অপরাজিত আছেন।

    দলীয় সংগ্রহ ১৩ ওভারে বিনা উইকেটে ৭৭ রান।

    ভারতকে ২৬৫ রানের লক্ষ্য দিল শ্রীলঙ্কা

    শুরুতে ধারাবাহিক উইকেট হারানোর পর ম্যাথুসের সেঞ্চুরি ও থিরিমান্নের হাফ সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ২৬৪ রান তুলেছে শ্রীলঙ্কা। শীর্ষে যাওয়ার আশা টিকিয়ে রাখতে ২৬৫ রান করতে হবে ভারতকে।

    সংক্ষিপ্ত স্কোর:

    শ্রীলঙ্কা: ২৬৪/৭ (৫০ ওভার)(করুনারত্নে ১০, কুশল ১৮, ফার্নান্দো ২০, মেন্ডিস ৩, ম্যাথুস ১১৩, থিরিমান্নে ৫৩, ধনাঞ্জয়া ২৯*, পেরেরা ২, উদানা ১*; ভুবেনেশ্বর ৭৩/১, বুমরাহ ৩৭/৩, পান্ডিয়া ৫০/১, জাদেজা ৪০/১, কুলদিপ ৫৮/১)

    সেঞ্চুরি পূর্ণ করলেন ম্যাথুস

    দলের দু:সময়ে ত্রাতা হিসেবে আবির্ভাব হলো ম্যাথুসের। ১১৪ বলে এবারের আসরের প্রথম শতক তুলে নিলেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। ম্যাথুস ১০৫ রানে ও ধনাঞ্জয়া ২০ রানে অপরাজিত আছেন।

    দলীয় সংগ্রহ ৪৬ ওভারে ৫ উইকেটে ২৪০ রান।

    জুটি ভাঙলেন কুলদিপ

    ম্যাথুস-থিরিমান্নের ১২৪ রানের জুটি ভেঙে দিলেন কুলদিপ। ব্যক্তিগত ৫৩ রানে জাদেজার ক্যাচে পরিনত করে থিরিমান্নেকে ফেরান তিনি। ম্যাথুস ৭০ রানে ও ধনাঞ্জয়া ৩ রানে খেলছেন।

    দলীয় সংগ্রহ ৩৮ ওভারে ৫ উইকেটে ১৮২ রান।

    ম্যাথুস-থিরিমান্নের ব্যাটে এগোচ্ছে শ্রীলঙ্কা

    ফার্নান্দোর বিদায়ে চাপে পড়েছিলো লঙ্কানরা। সেই চাপ ধীরে ধীরে কেটে গেছে ম্যাথুস-থিরিমান্নের শতরানের জুটিতে। ম্যাথুস ৫৭ রানে ও থিরিমান্নে ৪৭ রানে অপরাজিত আছেন।

    দলীয় সংগ্রহ ৩৫ ওভারে ৪ উইকেটে ১৫৯ রান।

    ফিরে গেলেন ফার্নান্দোও

    একের পর এক উইকেট পতণের পর পান্ডিয়ার স্লোয়ারে ফিরে গেলেন ফার্নান্দোও। আউট হওয়ার আগে তিনি ২০ রান করেন। ম্যাথুস ২ রানে ও থিরিমান্নে ০ রানে খেলছেন।

    দলীয় সংগ্রহ ১২ ওভারে ৪ উইকেটে ৫৫ রান।

    প্রথম ওভারেই মেন্ডিসকে ফেরালেন জাদেজা

    বিশ্বকাপে এবারের আসরে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে প্রথম ওভারেই মেন্ডিসকে স্ট্যাম্পিংয়ের মাধ্যমে আউট করেন জাদেজা। মাত্র ৩ রান করেই ফেরেন তিনি। ফার্নান্দো ২০ রানে ও ম্যাথুস ১ রানে খেলছেন।

    দলীয় সংগ্রহ ১১ ওভারে ৩ উইকেটে ৫৪ রান।

    বুমরাহের দ্বিতীয় শিকার কুশল

    করুনারত্নের পর এবার আরেক ওপেনার কুশলকেও ধোনির হিাতে তুলে দিলেন বুমরাহ। ফেরার আগে তিনি ১৪ বলে ১৮ রান করেন। ফার্নান্দো ১৮ রানে ও মেন্ডিস ১ রানে অপরাজিত আছেন।

    দরীয় সংগ্রহ ৮ ওভারে ২ উইকেটে ৪৯ রান।

    করুনারত্নেকে ফেরালেন বুমরাহ

    ইনিংসের চতুর্থ ওভারেই ১০ রান করা করুনারত্নেকে ধোনির গ্লাভসে পুরে বিদায় করেন বুমরাহ। কুশল ৭ রানে ও ফার্নান্দো ০ রানে অপরাজিত আছেন।

    দলীয় সংগ্রহ ৪ ওভারে ১ উইকেটে ১৭ রান।

    টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

    টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্তে নিয়েছেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে। ভরতীয় অধিনায় বিরাট কোহলিও টসে জিতলে ব্যাটিং নিতেন বলে জানিয়েছেন। লঙ্কান দলে পরিকবর্ত আছেন একটি। থিসারা পেরেরা দলে ফিরেছেন। অন্যদিকে ভারতীয় দলে চাহাল ও শামির পরিবর্তে খেলছেন কুলদিপ ও জাদেজা।

    শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা (উইকেটরক্ষক), আভিঙ্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো মেন্ডিস, লাহিরু থিরিমান্নে, ধনাঞ্জয়া ডি সিলভা, ইসুরু উদানা, লাসিথ মালিঙ্গা, কাসুন রাজিথা, থিসারা পেরেরা।

    ভারত একাদশ: রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), ঋশভ পান্ত, মহেন্দ্র ধোনি (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক, হান্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, ভুবেনেশ্বর কুমার, কুলদিপ যাদব, জসপ্রিত বুমরাহ।

    শীর্ষে যাওয়ার লড়াইয়ের ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা

    বিশ্বকাপের ৪৪তম ম্যাচে শীর্ষে যাওয়ার লড়াইয়ে ভারত খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। লিডসে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। লঙ্কানদের বিপক্ষে এই ম্যাচ জিতলে ভারত চলে যাবে পয়েন্ট তালিকার শীর্ষস্থানে। অবশ্য তাদের প্রার্থনা করতে হবে দিনের অন্য ম্যাচে অস্ট্রেলিয়ার হারের। অন্যদিকে লঙ্কানরা ইতিমধ্যেই শেষচারের আশা হারিয়ে ফেলেছে।

    পরিসংখ্যান:

    ভারত-শ্রীলঙ্কা মুখোমুখি লড়াইয়ে ভারত এগিয়ে থাকলেও বিশ্বকাপের মহারণে এগিয়ে আছে শ্রীলঙ্কা।

    ওয়ানডেতে:

    ম্যাচ: ১৫৮

    ভারত জয়ী: ৯০

    শ্রীলঙ্কা জয়ী: ৫৬

    টাই: ১

    পরিত্যক্ত: ১১

    বিশ্বকাপে:

    ম্যাচ: ৮

    শ্রীলঙ্কা জয়ী: ৪

    ভারত জয়ী: ৩

    পরিত্যক্ত: ১

    জাপানের প্রাচীন সমাধি টিলাকে সাংস্কৃতিক ঐতিহ্যের অনুমোদন দিয়েছে ইউনেস্কো

    জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোর একটি কমিটি পশ্চিম জাপানের ওসাকা জেলার কয়েকটি প্রাচীন সমাধি টিলাকে বিশ্ব সাংস্কৃতিক স্থান হিসেবে নথিবদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

    আযেরবাইজানের রাজধানী বাকুতে আজ জাতিসংঘের সাংস্কৃতিক সংস্থার বিশ্ব ঐতিহ্য কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

    ইউনেস্কোতে জাপানের রাষ্ট্রদূত তাকিও ইয়ামাদা এবং ওসাকার গভর্নর হিরোফুমি ইয়োশিমুরা সিদ্ধান্তে আনন্দ প্রকাশ করা দর্শকদের মধ্যে উপস্থিত ছিলেন।

    সাকাই, হাবিকিনো ও ফুজিদেরা শহর জুড়ে বিস্তৃত ৪৯টি টিলা নিয়ে গড়ে উঠা গুচ্ছবদ্ধ সেই মোযু-ফুরুইচি সমাধিস্তুপ চতুর্থ শতকের শেষ দিকে এবং পঞ্চম শতকে তৈরি করা হয়।

    এগুলোর মধ্যে চাবি ঢোকানোর ছিদ্র আকারের একটি সমাধিকে সম্রাট পরিবারের ব্যবস্থাপনা এজেন্সি সম্রাট নিন্তোকুর জাঁকজমকপূর্ণ সমাধি হিসেবে গণ্য করে।

    আনুষ্ঠানিকভাবে দাইসেন কোফুন নামের সেই বিশেষ সমাধি হচ্ছে জাপানে চাবি ঢোকানোর ছিদ্র আকারের সবচেয়ে বড় সমাধি।

    বিশেষজ্ঞরা বলছেন সেইসব সমাধিস্তুপ অতীত যুগের উচ্চ মানের প্রকৌশল প্রযুক্তির প্রতিনিধিত্ব করায় জাপানে প্রচলিত ঐতিহাসিক আচরণ সম্পর্কে বুঝতে পারার গুরুত্বপূর্ণ ধারণা এগুলো দিয়ে থাকে।

    জাপানে এখন চারটি বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্য স্থান ছাড়া আরও ১৯টি বিশ্ব ঐতিহ্য স্থান রয়েছে।

    বাণিজ্যিকভাবে ধরা তিমির মাংস এখন জাপানের বাজারে

    উত্তর জাপানের বন্দর শহর কুশিরো’তে বাণিজ্যিক শিকার শুরুর পর ধরা পড়া প্রথম তিমির মাংস বিক্রি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।

    ৩১ বছর পর গত সোমবার জাপান বাণিজ্যিকভাবে তিমি শিকার শুরু করে। কুশিরো থেকে শিকারের উদ্দেশ্যে রওয়ানা দেয়া অনেকগুলো ছোট জাহাজের একটি বহর দু’টি মিনক তিমি নিয়ে বন্দরে ফিরে এসেছে।
    কুশিরোর বিভিন্ন দোকানে আজ তিমির মাংস বিক্রি শুরু হয়। এছাড়া, পর্যটকদের কাছে জনপ্রিয় একটি বাজারেও এটি পাওয়া যাচ্ছে।
    ইয়াবে মামোরু নামক একজন মাছ বিক্রেতা বলেন, তিমির মাংসের দাম এখন আগের তুলনায় বেশি হলেও কুশিরো’র অধিবাসীদের তিমি মাছ খাওয়ার সুদীর্ঘ ইতিহাস থাকায় অচিরেই তা আরও যৌক্তিক পর্যায়ে নেমে আসবে বলে তিনি মনে করেন।

    জাপানের কিয়ুশু অঞ্চলে ভারী বর্ষণে ঘটা ভূমিধ্বসে ২ ব্যক্তি নিহত

    দক্ষিণ-পশ্চিম জাপানের কিয়ুশু দ্বীপে কাদা-ধ্বস এবং বন্যার পর দু’জন নিহত এবং অন্ততপক্ষে, পাঁচ ব্যক্তি আহত হয়েছেন।

    গত শুক্রবার থেকে কিছু কিছু এলাকায় ১ হাজার মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এটি পুরো জুলাই মাসে স্বাভাবিকভাবে প্রত্যাশিত পরিমাণ থেকে দ্বিগুণ।

    আজ এক পর্যায়ে প্রায় ৮ লক্ষ লোকের জন্য নিরাপদ স্থানে সরে যাওয়ার আদেশ জারি করা হলেও বিকেল ৫টা ৪৫ মিনিটে প্রায় ৫ লক্ষ ৯৫ হাজার ব্যক্তির ক্ষেত্রে এই আদেশ তুলে নেয় কাগোশিমা শহর কর্তৃপক্ষ। এছাড়া, কানোইয়া শহরও সন্ধ্যা ৭টায় প্রায় ১ লক্ষ অধিবাসীর জন্য এই আদেশ প্রত্যাহার করে নেয়।

    কর্তৃপক্ষ বলছে, একটি কাদা-ধ্বসে নিজ বাড়ি ধ্বংস হওয়ায় কাগোশিমা শহরে একজন বৃদ্ধ নারীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। কর্তৃপক্ষের ভাষ্যানুযায়ী, ঐ নারী বাড়িতে একা বাস করতেন।

    উল্লেখ্য, গত সোমবার অনুরূপ এক দুর্ঘটনায় আরও এক নারী নিহত হন। কর্তৃপক্ষের মতে, ঐ জেলায় এ পর্যন্ত ত্রিশের অধিক ভূমিধ্বসের ঘটনা ঘটেছে

    বিশ্ব ঐতিহ্যের তালিকা থেকে বাদ পড়তে পারে সুন্দরবন

    ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বাংলাদেশের সুন্দরবনকে “বিপন্ন বিশ্ব ঐতিহ্য” হিসাবে ঘোষণা করেছে। এতে ভবিষ্যতে সুন্দরবন বিশ্ব ঐতিহ্যের তালিকা থেকে বাদ পড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।

    রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র ও অন্যান্য উন্নয়ন প্রকল্পগুলি চালু হওয়ার প্রেক্ষিতে সুন্দরবনের সুরক্ষার জন্য গৃহীত ব্যবস্থা নিয়ে ইউনেস্কো অসন্তুষ্ট। এ অবস্থায় সম্প্রতি নতুন এ ঘোষণাটি এলো।

    সুন্দরবনকে সম্ভাব্য পরিবেশগত বিপদ থেকে রক্ষা করার জন্য সংশোধনমূলক পদক্ষেপের তালিকা প্রস্তুত করতে বাংলাদেশে প্রতিনিধিদের আমন্ত্রণ জানাতে সরকারকে অনুরোধও করেছিলো ইউনেস্কো।

    ১৯৯৯ সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসাবে তালিকাভুক্ত করে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কেন্দ্র। সংস্থাটি শুরু থেকেই রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিরোধিতা করে আসছে।

    যদিও সরকার সবসময় দাবি করেছিল যে, রামপাল সুন্দরবনকে বিপদাপন্ন করবে না। কিন্তু এ বক্তব্যে ইউনেস্কো কখনও বিশ্বাস করেনি।

    এ ইস্যুতে আলোচনার জন্য ২০১৭ সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির ৪১ তম বৈঠকে বাংলাদেশের একটি সরকারি প্রতিনিধিদল উপস্থিত ছিলেন। তবে ইউনেস্কো বলছে, ঐ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সুন্দরবন রক্ষায় কাজ করছে না বাংলাদেশ।

    জাপানের অনেকগুলো অংশে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা

    জাপানের আবহাওয়া কর্মকর্তারা, অব্যাহত প্রবল বৃষ্টিপাতের ফলে ভূমিধ্বস, নিম্নাঞ্চলগুলোতে বন্যা সৃষ্টির পাশাপাশি সারাদেশে আকস্মিক দমকা বাতাস বয়ে যেতে পারে বলে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছেন।

    আবহাওয়া সংস্থা, দীর্ঘায়ীত হওয়া মৌসুমি বৃষ্টির সম্মুখভাগ দিয়ে উষ্ণ ও আদ্র বাতাস প্রবেশ করে পূর্ব ও পশ্চিম জাপানের বায়ুমণ্ডলীয় পরিবেশকে অস্থিতিশীল করে তুলছে বলে জানায়।

    মৌসুমি বায়ু রেখা আরও সক্রিয় হয়ে চলায় আজ রাত থেকে আগামীকাল দুপুর পর্যন্ত কিউশুসহ পশ্চিম জাপানের অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    আবহাওয়া কর্মকর্তারা, বায়ু রেখাটি চলতি সপ্তাহের মাঝামাঝি নাগাদ পর্যন্ত প্রধানত পশ্চিম জাপানে অব্যাহত বৃষ্টি বয়ে নিয়ে আসবে বলে উল্লেখ করেন।

    আফ্রিকায় জাপানী বিনিয়োগ টিক্যাডের আলোচনা

    জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে, চলতি বছর টোকিওতে অনুষ্ঠিতব্য আফ্রিকা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন বা টিক্যাডের বৈঠকে জাপানের বিনিয়োগ সম্প্রসারিত করার বিষয়ে আলোচনা করার ইচ্ছা ব্যক্ত করেছেন।

    আজ আবে, ওসাকায় চলমান জি ২০ শীর্ষ বৈঠকের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

    আবে, চলতি বছরের টিক্যাডের বৈঠকে জাপান এবং আফ্রিকার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের উপর আলোকপাত করা হবে বলে উল্লেখ করেন। এবছর অগাস্ট মাসে, টোকিওর অদূরে অবস্থিত ইয়োকোহামায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

    আবে, সম্মেলনটি সফল করতে দক্ষিণ আফ্রিকার সহযোগিতার জন্য রামাফোসার প্রতি আহ্বান জানান।

    জবাবে রামাফোসা, জাপানী কোম্পানিগুলোর কাছ থেকে আরও বেশী বিনিয়োগের আশাবাদ প্রকাশ করে তাঁর দেশের সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।

    দুই নেতা, বিশ্বের সমুদ্রগুলোতে প্লাস্টিক বর্জ্যের সমস্যা নিয়েও আলোচনা করেন। আবে, এইধরনের বর্জ্য হ্রাসে সহায়তা করতে জাতিসংঘের মাধ্যমে আগামী তিন বছরে দক্ষিণ আফ্রিকাকে প্রায় ২০ লাখ ডলার প্রদান করতে জাপানের প্রস্তুতির বিষয় উল্লেখ করেন।

    আবে, প্লাস্টিকের পরিবর্তে বিকল্প সামগ্রী প্রবর্তন এবং পুনঃ প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তির উন্নয়নের জন্য দক্ষিণ আফ্রিকাকে এই সহায়তা প্রদান করা হবে বলে উল্লেখ করেন।

    ওসাকায় ট্রাম্প-জিনপিং বাণিজ্য বৈঠক শনিবার

    জাপানের বাণিজ্যিক শহর ওসাকায় আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী জি-২০ সম্মেলন। বৈশ্বিক অর্থনৈতিক সংকট মোকাবিলায় এ সম্মেলনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিশেষ করে চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধের বিষয়টিই এখানে বেশি গুরুত্ব পাচ্ছে। এদিকে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে আগামীকাল শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বহুল আকাঙ্ক্ষিত বাণিজ্য আলোচনা হবে। স্থানীয় সময় বেলা ১১.৩০টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। হোয়াইট হাউসের এক মুখপাত্র একথা জানিয়েছেন।

    চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই বাণিজ্য আলোচনাকে ঘিরে সারাবিশ্বের নজর এখন জি-২০ সম্মেলনের দিকে। কেননা দুই দেশের মধ্যে এ নিয়ে জল অনেকটা গড়িয়েছে। বৈরিতার অনেকটা পথ তৈরি হয়েছে। তাই বিশ্লেষকরা আশা করছেন, দুই নেতার এই আলোচনার মধ্য দিয়ে তাদের মধ্যে বাণিজ্য নিয়ে যে বিরোধ রয়েছে তা অনেকটা দূরীভূত হবে। মূলত চীন থেকে আমদানি করা ভোগ্যপণ্যসহ অন্যান্য পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় দুই দেশের মধ্যে বিরাজমান বাণিজ্য বিরোধ মেটানোই এই দ্বিপাক্ষিক বৈঠকের মূল উদ্দেশ। তবে চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য বিরোধই যে শুধু জি-২০ সম্মেলনে আলোচনা হবে তা নয়, এর সঙ্গে আরো অনেক বিষয়েই আলোচনা হবে।

    মার্কিন প্রেসিডেন্ট তার এবারের জাপান সফরে নয়টি দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এর মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠকটি হবে শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টায়, ট্রাম্পের সঙ্গে জি-২০ সম্মেলনে যাওয়া হোয়াইট হাউসের মুখপাত্র হোগান গিডলি সাংবাদিকদের এমনটিই জানিয়েছেন। একই দিন ট্রাম্প বৈঠকে বসবেন জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে। এ দুই নেতা এরপর আরেকটি বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে। ট্রাম্প পরে মোদির সঙ্গেও একান্তে আলোচনা করবেন।

    ব্রাজিলের কট্টর ডানপন্থি প্রেসিডেন্ট জাইর বোলসোনেরোর সঙ্গেও শুক্রবার ট্রাম্পের বৈঠক হওয়ার কথা বলে গিডলি জানিয়েছেন।

    এবারের শীর্ষ সম্মেলনে জোটভুক্ত ১৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরে আরো ৮টি দেশ এবং ৯টি বহুজাতিক সংস্থাসহ মোট ৩৭টি দেশ ও সংস্থাকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বলে জি-২০ সম্মেলনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এ সম্মেলনে সভাপতিত্ব করবেন। সম্মেলনে বিশ্ব অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগ, উদ্ভাবন, পরিবেশ ও শক্তি, শ্রমবাজার, নারীর ক্ষমতায়ন, উন্নয়ন এবং স্বাস্থ্য আলোচ্য বিষয় হিসেবে থাকবে।

    জাপানের প্রধানমন্ত্রীর ডিজিটাল অর্থনৈতিক আইন নিয়ে আলোচনার প্রস্তাব

    ওসাকায় আয়োজিত জি-টোয়েন্টি’র শীর্ষ সম্মেলনে, জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে ডিজিটাল অর্থনীতি সংক্রান্ত আইন নিয়ে আলোচনা করার জন্য একটি নতুন আন্তর্জাতিক কাঠামো প্রণয়নের প্রস্তাব দিয়েছেন। জাপান সরকার একে “ওসাকা ট্র্যাক” বলে অভিহিত করে।

    বিশ্বনেতারা এ বিষয়ে তাদের অবস্থান অনুধাবনের উদ্দেশ্যে শুক্রবার এই পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য বৈঠক করেন। আবে চলতি বছরের গোড়ার দিকে দাভোস’এর বিশ্ব অর্থনৈতিক ফোরামে প্রথমবারের মত তার এই ধারণা উত্থাপন করেন।

    আবে উপাত্ত প্রবাহের উপর থেকে নিয়ন্ত্রণ শিথিল করার জন্য জি-টোয়েন্টি’র অন্যান্য নেতাদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, “এই দ্রুত অগ্রসরমান ডিজিটালকরণের ব্যাপক সম্ভাবনাকে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করার জন্য, এই প্রবণতাকে সামাল দেয়ার মত আন্তর্জাতিক আইন অপরিহার্য”।

    আবে আরও বলেন, “বিশেষ করে, উপাত্ত প্রবাহ এবং ই-কমার্সের জন্য আইন প্রণয়ন করা দরকার যা হবে ডিজিটাল যুগের চালিকাশক্তি”।

    ক্রমবর্ধমান আন্ত:সংযুক্ত ডিজিটাল যুগের নতুন জ্বালানিকে উপাত্ত বলে অভিহিত করা যেতে পারে। প্রতি মিনিটে বিশাল পরিমাণের তথ্য সৃষ্টি হচ্ছে। উপাত্ত আবার আন্ত:সীমান্ত লেনদেনেরও চাবিকাঠি যা কিনা আন্তর্জাতিক বাণিজ্যের একটি মূলভিত্তিতে পরিণত হয়েছে।

    তবে, উপাত্ত নিয়ন্ত্রণ এবং সংরক্ষণবাদ সারা বিশ্বে বহুল আলোচিত একটি বিষয়।

    চীন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে তাদের তথ্য দেশের অভ্যন্তরের সার্ভারে মজুদ করতে বাধ্য করে এবং উপাত্ত বাইরে পাঠানোর উপর নিয়ন্ত্রণও আরোপ করে।

    সুইস ব্যাংকে বেড়েছে বাংলাদেশিদের টাকা

    সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানতের পরিমাণ আবারো বেড়েছে। ২০১৮ সালে বাংলাদেশিদের মোট সঞ্চয়ের পরিমাণ দাঁড়িয়েছে পাঁচ হাজার ৩৭৩ কোটি টাকা। জমাকৃত এ টাকার পরিমাণ দেশের কমপক্ষে ১২টি বেসরকারি ব্যাংকের পরিশোধিত মূলধনের সমান।

    ২০১৭ সালে এর পরিমাণ ছিল চার হাজার ১৩৯ কোটি টাকা। এ হিসাবে বছরে এক হাজার ২৩৪ কোটি টাকা বেড়েছে। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের (এসএনবি) ‘ব্যাংকস ইন সুইজারল্যান্ড’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

    সুইস কেন্দ্রীয় ব্যাংকের ঘোষণা অনুযায়ী, নাগরিকত্ব গোপন রেখেছে- এমন বাংলাদেশিদের জমা রাখা অর্থ এই হিসাবের মধ্য রাখা হয়নি। এছাড়া গচ্ছিত সোনা কিংবা মূল্যবান সামগ্রীর আর্থিক হিসাবও বাইরে রাখা হয়েছে।

    পরিসংখ্যান অনুযায়ী, ২০১৬ সাল পর্যন্ত টানা ছয় বছর সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বাড়ে। ২০১৭ সালে খানিকটা কমলেও ২০১৮ সালে এসে তা আবারো বেড়েছে।

    অপরদিকে সুইস ব্যাংকে বিশ্বের অন্যান্য কয়েকটি দেশের আমানতও বেড়েছে। এতে এ বছরও বিশ্বে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। তবে সুইস ব্যাংকে সারা বিশ্বের আমানত রাখা কমেছে। আগামী বছরে ২০১৯ সালের রিপোর্ট প্রকাশিত হবে।

    মৌসুমি ঝড়ের প্রভাবে জাপান জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

    জাপানের দক্ষিণের দ্বীপ কিয়ুশুর পূর্ব উপকূলের অদূরের একটি মৌসুমি নিম্নচাপ মৌসুমি ঝড়ে উন্নীত হওয়ায় সেটি দেশের বেশিরভাগ অঞ্চলের উপর ভারী বৃষ্টিপাতের সৃষ্টি করতে পারে।

    জাপানের আবহাওয়া এজেন্সি বলছে, দেশজুড়ে বিস্তৃত একটি আবহাওয়া পরিস্থিতির দিকে উষ্ণ, আর্দ্র বায়ু ধাবিত হওয়ায় দেশের পশ্চিম অংশের কানসাই অঞ্চলের উপর বৃষ্টি-মেঘের সৃষ্টি হয়েছে।

    জাপান সাগরের অদূরের আরেকটি নিম্নচাপ ব্যবস্থা’সহ এই আবহাওয়া পরিস্থিতি আগামী কয়েক ঘণ্টায় আরও উত্তরের দিকে অগ্রসর হবে বলে প্রত্যাশা করা হচ্ছে যা একটি বিস্তৃত এলাকা জুড়ে আবহাওয়ার অবস্থাকে অস্থিতিশীল করে তুলবে। আজ সন্ধ্যা পর্যন্ত পশ্চিম জাপানে এবং আগামীকাল পুরো দিন উত্তরপূর্ব ও পূর্ব জাপানে বৃষ্টির পাশাপাশি স্থানীয়ভাবে বজ্র-বৃষ্টিও হতে পারে।

    ভারত জয়ের স্বপ্ন নিয়ে ফ্রান্সে সাকিব

    প্রাথমিক পর্বের শেষ তিনটি ম্যাচ বাংলাদেশের জন্য একরকম ছিল নক আউট ম্যাচ। তার প্রথমটি জেতা হয়েছে। গতপরশু সাউদাম্পটনে আফগানিস্তানকে ৬২ রানে হারিয়ে বাংলাদেশ উঠে এসেছে পয়েন্ট তালিকার পাঁচে। ম্যাচে ব্যাটে-বলে উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান। তার রেকর্ডে রাঙা এক জয়ে রঙিন হয়েছে বাংলাদেশের সেমির স্বপ্নও। বিশ্বসেরা অলরাউন্ডার তাকিয়ে পরের ম্যাচের দিকে। আগামী ২ জুলাই, বার্মিংহামে। যেখানে অপেক্ষায় টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ভারত।

    ভারতের বিপক্ষে বাংলাদেশের পরের ম্যাচের আগে প্রায় সপ্তাহখানেকের বিরতি। টানা ম্যাচ খেলা ও ভ্রমণের ধকল কাটিয়ে ওঠার সুযোগ দিতে তাই ক্রিকেটারদের আগামী ২৯ জুন পর্যন্ত ছুটি দেওয়া হয়েছে। এই ছুটিতে পরিবারসমেত ফ্রান্সে গেছেন ফর্মের তুঙ্গে থাকা তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ফ্রান্স হয়ে সুইজারল্যান্ডে যাওয়ার কথা রয়েছে বিশ্বসেরা অলরাউন্ডারের। তবে যাবার আগে শুনিয়ে গেলেন আশার কথাও।
    ৭ ম্যাচে পয়েন্ট ৭ নিয়ে তালিকার পাঁচে বাংলাদেশ। পরের দুই ম্যাচের একটি জিতলেও অন্যান্য ম্যাচের সমীকরণ মিলিয়ে সেমি-ফাইনালে খেলা সম্ভব। তবে দুটি ম্যাচ জিতলে সম্ভাবনা খানিকটা উজ্জ্বল হবে। সাকিব তাকিয়ে সেই সম্ভাবনার দিকে। তবে বাংলাদেশ এগোতে চায় প্রতিটি ম্যাচ ধরে। ব্যাটে-বলে টুর্নামেন্টের সবচেয়ে ভারসাম্যপূর্ণ দলগুলির একটি ভারত। তবে নিজেদের সেরাটা দিলে জয় খুবই সম্ভব, বিশ্বাস সাকিবের, ‘ভারতের বিপক্ষে খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাচ আসছে। তারা শীর্ষ দলগুলির একটি, তাদের লক্ষ্য শিরোপা জয়। আমাদের কাজটি সহজ হবে না। তবে সর্বোচ্চ চেষ্টা করব আমরা। অভিজ্ঞতা সাহায্য করে বটে, তবে অভিজ্ঞতাই শেষ কথা নয়। ভারতকে হারাতে হলে নিজেদের সেরাটা খেলতে হবে আমাদের। তাদের এমন সব ক্রিকেটার আছেন, যারা একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। যেটা বললাম, নিজেদের সেরাটা দিতে হবে আমাদের এবং আমাদের সামর্থ্য আছে জয়ের।’

    ছুটি কাজে লাগাতে যার যার মতো পরিকল্পনা করছেন দলের বাকি সদস্যরাও। টাইগার দলনেতা মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন আর আবু জায়েদ রাহী এখনই দলের বাকিদের সঙ্গে বার্মিংহামে যাচ্ছেন না। বাংলাদেশের পরের ম্যাচ সেখানেই। এই ছুটির মাঝে বাংলাদেশ দলের কোনো অফিসিয়াল অনুশীলন সেশন নেই। তার আগে ক্রিকেটাররা নিজেদের মতো করে ঐচ্ছিক অনুশীলন সারবেন। এরপর আগামী ৩০ জুন শুরু হবে ভারত ম্যাচের জন্য আনুষ্ঠানিক প্রস্তুতি।

    বাংলাদেশের হাতে থাকা দুটি ম্যাচই এখন নক-আউটে রূপ নিয়েছে। বিশ্বকাপের সেমিফাইনাল স্বপ্ন বাঁচিয়ে রাখতে ভারত ও পাকিস্তানের বিপক্ষে সেরা ফল করার কোনো বিকল্প নেই। আগামী ২ জুলাই বার্মিংহামের এজবাস্টনে বিরাট কোহলিদের মুখোমুখি হবে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে গ্রæপ পর্বের শেষ ম্যাচ ৫ জুলাই

    জাপানে যৌন অপরাধের বিরুদ্ধে কঠোরতর আইনের আহবান ভুক্তভোগীদের

    জাপানে যৌন অপরাধীদের বিরুদ্ধে আইনের ধারা আরও কঠোর করার জন্য প্রচারণা চালাচ্ছেন যৌন সহিংসতার ভুক্তভোগী এবং তাদের সমর্থকেরা।

    আজ আইন মন্ত্রণালয়ে যাওয়া তিনটি গ্রুপের প্রতিনিধিরা ৪৫ হাজারেরও বেশি লোকের স্বাক্ষরকৃত একটি আবেদন জমা দেন।

    উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে মধ্য জাপানের নাগোইয়া জেলা আদালতের ওকাযাকি শাখার দেয়া এক রায়ের পর এই প্রচার কার্যক্রমের সূচনা ঘটে।
    ঐ রায়ের মাধ্যমে নিজের কন্যাকে যৌন নিপীড়ন করা এক পুরুষ ব্যক্তিকে আদালত খালাস দেয়। এতে উল্লেখ করা হয় যে তিনি তার কন্যার সম্মতি না নিয়েই যৌন সম্পর্কে মিলিত হন। তবে, ঐ ব্যক্তি যে কন্যার প্রতিরোধ অক্ষমতার সুযোগ নিয়েছিলেন, বাদীর আইনজীবীর এরকম যুক্তি বাতিল করে দেয়া হয় রায়ে।

    আইনি ধারার আওতায়, যৌন সহিংসতার ভুক্তভোগীদের অবশ্যই এটি প্রমাণ করতে হয় যে তারা প্রতিরোধ করতে সমর্থ হননি এবং আক্রমণকারী সে পরিস্থিতির সুযোগ নিয়েছিল।

    আজ দাখিল করা আবেদনটিতে এটি উল্লেখ করা হয় যে বিভিন্ন দেশের আইনি ধারায় সম্মতি বিহীন যৌন সম্পর্ককে শাস্তির আওতায় আনা হয়েছে। অপরাধীদের শাস্তি দেয়ার জন্য সম্মতির অভাবকেই একমাত্র আবশ্যকতা বলে জাপানি আইনের ধারায় অন্তর্ভুক্ত করার জন্য সংশ্লিষ্ট আবেদনে বলা হয়েছে।

    জাপানের ভূমিকম্প দুর্গত ইয়ামাগাতা জেলায় স্বেচ্ছাসেবীরা ধ্বংসাবশেষ সরাতে সাহায্য করছেন

    গত মঙ্গলবার উত্তর জাপান উপকূলে একটি ৬.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর আজ ইয়ামাগাতা জেলায় ভূমিকম্পের ধ্বংসাবশেষ সরাতে সহায়তা করেন স্বেচ্ছাসেবকরা।

    জাপানি ভূমিকম্প পরিমাপকের ০ থেকে ৭ মাত্রার মধ্যে মাইনাস-৬ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা ৎসুরুওকা শহরে বাড়ি-ঘরের ছাদের উপর থেকে অনেক টাইলস ভূমিতে পড়ে যায়। ৎসুরুওকা, ইওয়াতে জেলা এবং টোকিওর ১৪ জন স্বেচ্ছাসেবী আজ তিনটি নির্দিষ্ট স্থানে এসব ধ্বংসাবশেষ সরানো এবং আলাদা করতে সাহায্য করেন।

    বয়স চল্লিশের কোঠায় থাকা একজন স্বেচ্ছাসেবী বলেন যে তার নিজ শহরও একটি বড় ধরণের ভূমিকম্পে আক্রান্ত হবার কারণে তিনি কিছু একটা করতে চান। একজন নগর কর্মকর্তা বলেন, ধ্বংসাবশেষ সরানোর কাজে তাদের অনেক লোকের প্রয়োজন রয়েছে এবং এক্ষেত্রে, স্বেচ্ছাসেবীরা চমৎকার কাজ করছেন।

    ২০২০ অলিম্পিকের বাঁছাই পর্বে খেলার লক্ষ্য নির্ধারণ ৩৭ জন শরণার্থীর: আইওসি

    আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইওসি ৩৭ জন শরণার্থীর একটি তালিকা প্রকাশ করেছে যাদেরকে অলিম্পিক বৃত্তি প্রদান করা হচ্ছে এবং কমিটি আশা করছে, আগামী বছরের টোকিও গেমসে তারা খেলার যোগ্যতা অর্জন করবেন।

    আইওসি’র প্রেসিডেন্ট থমাস বাক বৃহস্পতিবার সুইস শহর লজান’এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, শরণার্থীদের এই গ্রুপ ২০১৬ সালে রিও ডে জানেইরো’র ১০ সদস্যের দলের চেয়ে বড় হবে।

    তিনি এও বলেন, রিও গেমসে অংশগ্রহণ করা ১০ জন সহ এই ৩৭ জন খেলোয়াড়কে অলিম্পিক বৃত্তি প্রদান করা হচ্ছে। এদের মধ্যে সিরিয়া ও আফগানিস্তানের শরণার্থীরাও রয়েছেন।

    তারা আন্তর্জাতিক মানদণ্ড পূরণের জন্য বড় বড় প্রতিযোগিতায় অংশগ্রহণের পরে আগামী বছরের জুন মাসের বাঁছাই পর্বের খেলায় যোগ্যতা অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছেন।