• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • জাপানে ক্যাসিনো কেলেঙ্কারিতে এমপি গ্রেফতার

    জাপানে একটি ক্যাসিনো কোম্পানির কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির এর সংসদ সদস্যকে (এমপি) গ্রেফতার করেছে পুলিশ। সুকাসা আকিমতো নামের ওই সংসদ সদস্যের বিরুদ্ধে ক্যাসিনো স্থাপনে আগ্রহী একটি কোম্পানির কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে বলে টোকিও’র প্রসিকিউটরের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স

    প্রসিকিউটররা জানান, আকিমতোর বিরুদ্ধে ওই কোম্পানির কাছ থেকে অন্তত ৪ মিলিয়ন ইয়েন (অন্তত ২৭ লাখ টাকা) মূল্যের আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে ।

    এই ঘটনায় জড়িত সন্দেহে জড়িত সন্দেহে ক্ষমতাসীন দলের আরেক এমপির অফিস তল্লাসি করেছে পুলিশ। আকিমতো কোন প্রতিষ্ঠানের কাছ থেকে ঘুষ নিয়েছিলেন সে তথ্য প্রকাশ করা হয়নি। তবে এ ঘটনায় জড়িত সন্দেহে ওই কোম্পানির তিন জন কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

    এদিকে গ্রেফতার হওয়ার আগে ঘুষ কেলেঙ্কারির ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করে টুইট বার্তায় আকিমতো লিখেন, ‘আমি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নই।’

    আকিমতো জাপানে ক্যাসিনো প্রতিষ্ঠার ব্যাপারে প্রচার কাজে নিয়োজিত মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছিলেন। ধারণা করা হচ্ছে, নিজ দলের সংসদ সদস্যের এমন কেলেঙ্কারির ঘটনায় জনরোষের মুখে পড়তে যাচ্ছে শিন জো অ্যাবে সরকার।

    উৎকোচ গ্রহণের সন্দেহে জাপানের আইন প্রণেতা গ্রেফতার

    টোকিওর কৌঁসুলিরা সমন্বিত একটি অবকাশ কেন্দ্র প্রকল্পে বিনিয়োগের প্রত্যাশা করা চীনের একটি কোম্পানির কাছ থেকে উৎকোচ গ্রহণের সন্দেহে একজন আইন প্রণেতাকে গ্রেফতার করেছেন একসময় যিনি ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে ছিলেন।

    উৎকোচ গ্রহণের ঘটনার সময় ৎসুকাসা আকিমোতো প্রতিমন্ত্রী হিসাবে সেরকম প্রকল্পের দায়িত্বে ছিলেন। সূত্রসমূহ বলছে ৫০০ ডট কম কোম্পানির কাছ থেকে তিনি হয়তো নগদ অর্থ পেয়ে থাকবেন।

    দিনের শুরুতে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলার পর কৌঁসুলিরা আজ আকিমোতোকে গ্রেফতার করেন। অবৈধভাবে নগদ অর্থ জাপানে নিয়ে আসার জন্য অভিযুক্ত চীনা কোম্পানির একজন উপদেষ্টা সহ আরও তিনজনকেও তারা গ্রেফতার করেছেন।

    জাপান, দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

    মার্কিন যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়ার মধ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তার জাপানি প্রতিপক্ষ তোশিমিৎসু মোতেগির সাথে আলোচনার প্রস্তুতি নিচ্ছেন।

    ওয়াশিংটনে কূটনৈতিক সূত্রগুলো জানায় সম্ভবত মধ্য জানুয়ারিতে পশ্চিম উপকূলের কোন মার্কিন শহরে বৈঠকের পরিকল্পনা চলছে।

    আশা করা হচ্ছে পম্পেও এবং মোতেগি উত্তর কোরিয়ার পরিস্থিতি এবং দেশটির পরমানুমুক্তকরণে অগ্রগতি আনতে কিভাবে সহায়তা করা যায় তা নিয়ে আলোচনা করবেন।

    পরমাণুমুক্তকরণের আলোচনার অচলাবস্থা দূর করতে এই বছরের শেষের মধ্যে ছাড় দেয়ার জন্য মার্কিন সরকারের প্রতি পিয়ংইয়াং আহবান জানাচ্ছে। উত্তর কোরিয়া এককভাবে সময়সীমা নির্ধারণ করেছে।

    পিয়ংইয়াং নতুন এক উত্তেজনার ইঙ্গিত দিয়েছে যা দীর্ঘ পাল্লার ব্যালাস্টিক ক্ষেপনাস্ত্রের সাথে যুক্ত বলে বিশ্বাস করা হচ্ছে।

    সূত্রগুলো জানায় মধ্য জানুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্র সফরের জন্য দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ক্যাং কিয়াং-ওহা তার সময়সূচীর পরিবর্তন করছেন।

    যদি একই সময়ে মোতেগি এবং ক্যাং মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণ করেন তবে পাঁচ মাসের মধ্যে সম্ভবত প্রথমবারের মত যুক্তরাষ্ট্র, জাপান এবং দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রীদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে।

    নতুন নাগরিকত্ব আইনের পক্ষে যুক্তি তুলে ধরলেন মোদী

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি নতুন নাগরিকত্ব আইনের পক্ষে তার যুক্তি তুলি ধরেছেন এবং ব্যাপক প্রতিবাদ বিক্ষোভের জন্য বিরোধী দলকে দায়ী করেছেন।

    চলতি মাসের শুরুতে সংসদে পাশ হওয়া সংশোধিত নাগরিকত্ব বিলে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা অভিবাসীদের ভারতীয় নাগরিকত্ব দেয়ার বিধান রাখা হয়েছে। তবে মুসলমানদের এর বাইরে রাখা হয়েছে।

    সমালোচকরা বলছেন, এই আইনে মুসলমানদের বিরুদ্ধে বৈষম্য করা হয়েছে এবং বিক্ষোভ সারা দেশে ছড়িয়ে পড়েছে।

    স্থানীয় গণমাধ্যম জানায়, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২০ জনেরও বেশি নিহত হয়েছে এবং কয়েক হাজার লোককে আটক করা হয়েছে।

    রাজধানী নতুন দিল্লীতে এক বক্তৃতায় মোদী বিরোধী দলগুলোর প্রতি অভিযোগ করে বলেন, নতুন আইনে ভারতের মুসলমানদের নাগরিকত্ব বাতিল করা হবে এমন মিথ্যা গুজব ছড়িয়ে তারা বিক্ষোভে উস্কানি দিচ্ছে। ভারতের জনসংখ্যার প্রায় ২০ শতাংশই হল মুসলমান।

    প্রধানমন্ত্রী মোদী বলছেন, ভারতে বসবাস করা মুসলমানদের ক্ষেত্রে এই আইন কোন প্রভাব ফেলবে না। সমালোচকরা বলছেন, নাগরিকত্ব আইনের এই সংশোধন মোদীর হিন্দু জাতীয়তাবাদী নীতিসমূহকে এগিয়ে নেয়ার প্রচেষ্টার একটি অংশ।

    উত্তর কোরিয়া নিয়ে সহযোগিতা অব্যাহত রাখতে সম্মত জাপানের প্রধানমন্ত্রী ও মার্কিন প্রেসিডেন্ট

    পিয়াংইয়াং এর বৃদ্ধি পাওয়া উস্কানিমূলক অবস্থানের মাঝে উত্তর কোরিয়াকে সামাল দিতে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও জাপানের নেতৃবৃন্দ।

    জাপানের স্থানীয় সময় শনিবার রাতে প্রধানমন্ত্রী শিনযো আবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে টেলিফোনে প্রায় ৯০ মিনিট কথা বলেন। ট্রাম্পের অনুরোধে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়।

    এতে, দুই নেতা উত্তর কোরিয়া নিয়ে সাম্প্রতিক তথ্য বিশ্লেষণ করে দেশটিকে সামাল দেয়ার পরিকল্পনাসমূহ ঘনিষ্ঠভাবে সমন্বয় করে নিতে অধিকাংশ সময় ব্যয় করেন।

    পরমাণু চুক্তি নিয়ে মার্কিন ছাড়ের জন্য নিজেদের নির্ধারণ করে দেয়া বছর শেষের সর্বশেষ সময়সীমার আগে কিছুদিন ধরে পিয়াংইয়াং সক্রিয়ভাবে উস্কানিমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

    আবে উত্তর কোরিয়ার বিপজ্জনক উস্কানির সমালোচনা করে ট্রাম্পকে বলেন, উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের শুরু করা একটি প্রক্রিয়াকে পরিপূর্ণ সমর্থন করা তিনি অব্যাহত রেখেছেন।

    জ্বলছে ভারত: একদিনেই নিহত ৯, গ্রেফতার ৩ হাজার

    নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে জ্বলছে পুরো ভারত। বিক্ষোভ ছড়িয়ে পরেছে দেশটির বিভিন্ন রাজ্যুজুড়ে। এই আইনের বিরুদ্ধে ও জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর পুলিশের ‘নির্যাতনের’ প্রতিবাদে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে। শুধু শুক্রবারের বিক্ষোভে দেশটির উত্তর প্রদেশে ৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে। এছাড়া রাজ্যজুড়ে ৩ হাজার ব্যক্তিকে আটক করেছে দেশটির পুলিশ।

    উত্তর প্রদেশের ডিরেক্টর জেনারেল পুলিশ ওপি সিং বলেছেন, নিহতদের কেউ পুলিশের গুলিতে মারা যায় নি। তিনি আরো বলেন, আমরা একটি গুলিও চালাই নি।

    আরেক পুলিশ অফিসার বলেন, যদি গুলি ছোঁড়ার ঘটনা ঘটে তা বিক্ষোভকারীদের পক্ষ থেকেই কেউ তা চালিয়েছে।

    হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, শুক্রবারের বিক্ষোভে মেরুতে ৩ জন, বিজোনরে ২ জন, বারাণসী, ফিরোজবাদ, সম্ভাল এবং কানপুর এক জন করে বিক্ষোভকারী নিহত হয়েছে।

    এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরপ্রদেশের ১৩ টি জেলায় শুক্রবারের নামাজের পর বিক্ষোভকারীরা রাস্তায় নামে। এসময় হাজার হাজার বিক্ষোভ কারী নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে রাস্তায় স্লোগান দিতে থাকে।

    খবরে বলা হয়েছে, বিক্ষোভকারীরা পাথর ছুঁড়লে, তাদের ওপর টিয়ার গ্যাস ও লাঠি চার্জ চালায় পুলিশ।

    দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, উত্তরপ্রদেশ পুলিশ প্রায় ৩৫০ জনের বেশী জনকে গ্রেফতার করেছে। এছাড়া পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত থেকে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে সমগ্র উত্তর প্রদেশ থেকে প্রায় ৩ হাজার জনকে গ্রেফতার করা হয়েছে।

    এই মুহূর্তে সমগ্র রাজ্য জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এছাড়াও উত্তর প্রদেশের ১৫ টি জেলাতে বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা।

    উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যজুড়ে সহিংসতার ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। এছাড়াও তিনি সকল মানুষকে শান্ত থাকতে আবেদন করেছেন।

    নাগরিকত্ব আইনের প্রতিবাদে গত কয়েক দিন থেকেই উত্তাল ভারত। এমন পরিস্থিতি ভারতের উত্তরপূর্ব রাজ্যগুলিতে ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স। বিবিসি, এনডিটিভি।

    সাপ্পোরো ২০৩০ শীতকালীন অলিম্পিকের আয়োজক হতে আগ্রহী

    জাপানের উত্তরাঞ্চলীয় শহর সাপ্পোরো, আনুষ্ঠানিকভাবে ২০৩০ শীতকালীন অলিম্পিক ও প্যারালিম্পিক ক্রীড়ানুষ্ঠানের আয়োজক হওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

    গতকাল শহরটি, নিজেদের আগ্রহ প্রকাশ করে জাপান অলিম্পিক ও প্যারালিম্পিক কমিটির কাছে আনুষ্ঠানিক দলিলপত্র হস্তান্তর করে। গতমাসে শহরটি, মৌখিকভাবে কমিটিকে ২০৩০ সালের ক্রীড়ানুষ্ঠান আয়োজনের ইচ্ছা সম্পর্কে অবহিত করে।

    জেওসি, এখন পর্যন্ত অন্য কোন শহর ২০৩০ অলিম্পিক ও প্যারালিম্পিক ক্রীড়ানুষ্ঠান আয়োজনের আগ্রহ প্রকাশ করেনি বলে জানায়।

    জাপানের মন্ত্রিপরিষদের নতুন পুনর্গঠন পরিকল্পনা অনুমোদন

    জাপানের মন্ত্রিপরিষদ ২০১১ সালের ভূমিকম্প ও ৎসুনামির পাশাপাশি ফুকুশিমা পরমাণু দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকার পুনর্গঠনের জন্য একটি নতুন পরিকল্পনা অনুমোদন করেছে।

    মন্ত্রিপরিষদ শুক্রবার এই নীতিমালা অনুমোদন করে। বর্তমান পুনর্গঠন পরিকল্পনার মেয়াদ ২০২১ সালের মার্চ মাসে শেষ হয়ে যাবে।

    নতুন পরিকল্পনায় বলা হচ্ছে, পুনর্গঠন এজেন্সির কর্মকাণ্ড ১০ বছর বাড়িয়ে ২০৩১ সাল পর্যন্ত করা হবে।

    এতে এও বলা হচ্ছে, ইওয়াতে ও মিইয়াগি জেলার পুনর্গঠন ব্যুরোগুলো দুর্যোগ সংক্রান্ত সমস্যা বেশি থাকা উপকূলীয় এলাকায় স্থানান্তরিত করা হবে।

    ভূমিকম্প ও ৎসুনামিতে ক্ষতিগ্রস্ত এলাকার জন্য এই পরিকল্পনায় বলা হচ্ছে, সরকার ২০২৬ সাল পর্যন্ত ৫ বছরের মধ্যে অবশিষ্ট পুনর্গঠনের কাজ সম্পন্ন করার দিকে নজর দেবে।

    এতে এও বলা হচ্ছে, এই নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন না হওয়া দুর্যোগে আক্রান্ত লোকজনের জন্য মানসিক সেবা এবং শিশুদের জন্য শিক্ষা সাহায্য ইত্যাদির মত প্রকল্প কিভাবে পরিচালনা করা হবে তা কর্মকর্তারা বিবেচনা করে দেখবেন। এতে আরও বলা হচ্ছে, সরকার এ প্রকল্পগুলো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেবে।

    পরমাণু দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকায়, সরকার নির্মাণ প্রকল্পগুলো ২০৩১ সাল পর্যন্ত ১০ বছর অব্যাহত রাখবে। সরকার ৫ বছর পর এগুলো মূল্যায়ন করে দেখার পরিকল্পনাও করছে।

    সরকার আগামী বছর সংসদে প্রয়োজনীয় বিলগুলো উত্থাপন করার পরিকল্পনা করছে।

    জাপানের ফুতাবা’য় নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ আংশিকভাবে তুলে নেয়া হতে পারে

    ফুকুশিমা দাইইচি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে ২০১১ সালের মার্চ মাসে ঘটা পরমাণু দুর্ঘটনার পর থেকে এই স্থাপনাটি থাকা শহর থেকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ আংশিকভাবে তুলে নেয়া হতে পারে।

    ফুতাবা শহর হচ্ছে একমাত্র শহর যেখানে দুর্ঘটনার পর থেকে এখনও এই নির্দেশ বলবৎ র‍য়েছে।

    সেখানকার এক বিশেষজ্ঞ প্যানেল জানাচ্ছে, এই শহরের উত্তর-পূর্ব এবং জেআর জোবান লাইনের ফুতাবা স্টেশনের কাছের একটি এলাকার পাশাপাশি এই দুই স্থানের সংযোগকারী সড়কের উপরে তেজস্ক্রিয়তার মাত্রা যথেষ্ট পরিমাণে কমে গেছে।

    সূত্রসমূহ জানাচ্ছে, জাপান সরকার, ফুকুশিমা জেলা এবং এই শহর তিনটি এলাকা থেকে ৪ঠা মার্চ এই নির্দেশ তুলে নেয়ার কথা বিবেচনা করছে। এ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আগামী বৃহস্পতিবার একটি বৈঠকের আয়োজন করা হয়।

    এই নির্দেশ তুলে নেয়ার মধ্য দিয়ে, দুর্ঘটনার এক বছর পর এই জেলার ১১টি পৌরসভায় তেজস্ক্রিয়তার পর্যায়ের উপর ভিত্তি করে নির্ধারণ করা কেবল একটি প্রবেশ নিষেধ এলাকা ছাড়া ৩টি নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার এলাকার সবগুলো থেকেই এই নির্দেশ তুলে নেয়া হবে।

    পরীক্ষার ফলাফল পাল্টে দিতে সার্ভার হ্যাক করার জন্য কিশোর অভিযুক্ত

    জাপানের পুলিশ পরীক্ষার ফলাফল পাল্টে দিতে স্কুলের সার্ভারে অবৈধভাবে প্রবেশের জন্য সন্দেহ হওয়া এক কিশোরকে কৌঁসুলিদের কাছে পাঠিয়েছে।

    পুলিশ বলছে নিইগাতা জেলার নাগাওকা শহরের একটি জুনিয়র হাই স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র তার শিক্ষকের ব্যবহার করা একটি ট্যাবলেট কম্পিউটার থেকে সার্ভারের পাসওয়ার্ড সংগ্রহ করে।

    পুলিশ বলছে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে উপাত্ত বদল করে নিতে একটি স্মার্টফোন এপ্লিকেশন ব্যবহার করা হয়।

    কিশোরের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায় সে বলেছে ভাল ফলাফল দেখিয়ে পরিবারকে সে মুগ্ধ করতে চেয়েছিল।

    উত্তরপূর্ব জাপানে ৫.৫ মাত্রার ভূমিকম্প

    উত্তরপূর্ব জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলের অদূরে একটি ৫.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কোন সুনামির সৃষ্টি না হলেও সাময়িকভাবে একটি ট্রেন লাইনের চলাচল স্থগিত থাকে।

    আজ স্থানীয় সময় বিকেল ৩টা ২১ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। জাপানের সাত মাত্রার ভূমিকম্প পরিমাপকে এটি মাইনাস ৫ এ রেকর্ড করা হয়।

    এই ভূমিকম্পের কেন্দ্র ছিল আওমোরি জেলা উপকূলের অদূরে আনুমানিক ৫০ কিলোমিটার ভূ-অভ্যন্তরে।

    ঐ এলাকায় অবস্থিত একটি পরমাণু স্থাপনায় কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জাপানের আবহাওয়া এজেন্সি সম্ভাব্য আরও ভূমিকম্পের ব্যাপারে সতর্ক করে দিচ্ছে।
    এজেন্সির কর্মকর্তা মাসাকি নাকামুরা বলেন, “শক্তিশালী ভূমিকম্প অনুভূত এলাকাসমূহের অধিবাসীদের আগামী সপ্তাহ বা এর কাছাকাছি সময়ে মাইনাস ৫ মাত্রা পর্যন্ত শক্তিশালী সম্ভাব্য আরেকটি ভূমিকম্প আঘাত হানার ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।”

    কর্মকর্তারা এই বিষয়েও সতর্ক করে দিচ্ছেন যে আজকের ভূমিকম্পটি হয়ত ভূমিধ্বসের ঝুঁকি বৃদ্ধি করেছে।

    ঐ কর্মকর্তা আরও বলেন যে সর্বশেষ ভূমিকম্পটিকে আট বছর আগে আঘাত হানা পূর্ব জাপান মহা-ভূমিকম্পের একটি পরাঘাত বলে মনে করা হচ্ছে।

    ধর্ষণের শিকার নারী সাংবাদিক পেলেন ৩০ হাজার ডলার

    জাপানে চাকরির প্রলোভন দেখিয়ে এক নারী সাংবাদিককে অচেতন করে ধর্ষণের ঘটনায় শুরু হয় #মিটু আন্দোলন। আদালতে সেই মামলার রায়ে ধর্ষণের শিকার নারী ক্ষতিপূরণ হিসেবে পেলেন ৩০ হাজার ডলার।

    বিবিসি জানায়, শিওরি ইতো (৩০) নামের এক নারী সাংবাদিক জাপানের প্রভাবশালী সাংবাদিক নরিয়কি ইয়ামাগুচির (৫৩) বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের খুব ঘনিষ্ঠ বলে পরিচিত নরিয়কি ইয়ামাগুচি।

    আদালতে জানানো হয়, ২০১৫ সালে চাকরির সাক্ষাৎকারের কথা বল ইয়ামাগুচি শিওরি ইতোকে অফিসে ডেকে নেন। পরে ডিনারের কথা বলে একটি হোটেলে নিয়ে যান। সেখানে পানীয়র সঙ্গে কোনো নেশাজাতীয় কিছু মিশিয়ে ইতোকে অচেতন করে হোটেল কক্ষে নিয়ে যান ইয়ামাগুচি। এর পর মাঝরাতে ঘুম ভেঙে ইতো নিজেকে একটি হোটেল কক্ষে আবিষ্কার করেন। এ সময় তার ওপর ইয়ামাগুচি ছিল বলে আদালতকে জানান নারী সাংবাদিক ইতো।

    এ ঘটনাকে কেন্দ্র করে প্রথমবারের মত জাপানের গণমাধ্যম ফুঁসে ওঠে #মিটু আন্দোলনে। কিন্তু পর্যাপ্ত তথ্য প্রমাণের অভাবে আদালত এটিকে ক্রিমিনাল কেস হিসেবে গণ্য না করে সিভিল মামলা হিসেবে গ্রহণ করেছে। অবশ্য মামলায় শেষ পর্যন্ত জয় হয়েছে ইতোর। ৩৩ লাখ ইয়েন (৩০ হাজার ডলার) জরিমানা করা হয়েছে ইয়ামাগুচিকে।

    মামলায় বিজয়ের পর ইতো জানান, ‌’আমি অত্যন্ত খুশি।’

    এদিকে মামলার রায়ের পর এক সংবাদ সম্মেলনে জাপানের শীর্ষ গণমাধ্যম টোকিও ব্রডকাস্টিং সিস্টেমের ওয়াশিংটন ব্যুরো প্রধান ইয়ামাগুচি আরও একবার নিজেকে নির্দোষ দাবি করেন। সেই সঙ্গে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান তিনি।

    জাপানে যৌন হয়রানি বা ধর্ষণের ঘটনা অধিকাংশ ক্ষেত্রে লুকিয়ে যাওয়া হয়। বিষয়টিকে গোপন করার সংস্কৃতি থেকে ইতোর বের হয়ে আসাকে এক নতুন অধ্যায়ের শুরু হিসেবে দেখছেন অনেকে। বিবিসি।

    জাপানের রেকর্ড ১০২ লক্ষ কোটি ইয়েনের খসড়া বাজেট

    জাপান সরকার আগামী অর্থ বছরের জন্য রেকর্ড পরিমাণের একটি খসড়া বাজেট প্রণয়ন করেছে। খরচের একটি বড় দিক হচ্ছে জনসংখ্যার বৃদ্ধ হয়ে আসা। বাজেটের আনুমানিক পরিমাণ হচ্ছে ১০২ লক্ষ ৬০ হাজার কোটি ইয়েন বা প্রায় ৯৩ হাজার ৮০০ কোটি ডলার। মন্ত্রীসভা আগামীকাল খসড়া বাজেট অনুমোদন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

    বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে সর্বকালের সবচেয়ে বেশি পরিমাণ – ৩৫ লক্ষ ৮০ হাজার কোটি ইয়েন বরাদ্দ করা হয়। এই ব্যয়ের মধ্যে বৃদ্ধদের জন্য চিকিৎসা ও অন্যান্য খরচ মেটানো অন্তর্ভুক্ত থাকবে।

    এছাড়া অবৈতনিক স্কুল পূর্ব ও নার্সারি সেবা ও সেই সঙ্গে নিম্ন আয়ের পরিবারের জন্য উচ্চ শিক্ষার খরচের যোগানও এটা দেবে।

    উদ্দীপনা প্যাকেজের জন্য ১ লক্ষ ৮০ হাজার কোটি ইয়েনের কাছাকাছি বরাদের পরিকল্পনা করা হচ্ছে। এসবের মধ্যে দুর্যোগ প্রস্তুতি উন্নত করে নিতে দেশের অবকাঠামো শক্তিশালী করে নেয়া অন্তর্ভুক্ত আছে।

    নতুন প্রযুক্তিও তহবিল আকৃষ্ট করছে। কৃষি ও চিকিৎসা সেবার জন্য স্থানীয়ভাবে ৫জি নেটওয়ার্ক অভিযুজ্য করে নিতে প্রায় ৩৬০ কোটি ইয়েন বরাদ্দ দেয়া হবে।

    যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্য চুক্তির প্রভাব মনিটর করবে জাপান

    জাপান বলছে বিশ্বের প্রধান দু’টি অর্থনীতির মধ্যকার বাণিজ্য চুক্তির প্রথম পর্যায়ের সম্ভাব্য প্রভাবসহ যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য বিরোধের মধ্যে নতুন করে কি ঘটছে সেটা তারা ঘনিষ্ঠভাবে মনিটর করবে।

    চীন বাণিজ্য চুক্তির বিষয়ে ঘোষণা দেয়ার ৩ দিন পর জাপান সরকারের প্রধান মুখপাত্র ইয়োশিহিদে সুগা সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

    চীফ ক্যাবিনেট সেক্রেটারী সুগা বলেন, জাপান সরকার চুক্তিটিকে ইতিবাচক আলোকেই দেখে এবং প্রত্যাশা করে যে ওয়াশিংটন ও বেইজিং আলোচনার মাধ্যমে তাদের বাণিজ্য বিরোধের গঠনমূলক সমাধান করবে।

    জাপানের এনিমে বাজারে রেকর্ড সর্বোচ্চ বিক্রি

    পর পর ষষ্ঠ বারের মত ২০১৮ সালেও জাপানের এনিমে বাজার সর্বোচ্চ রেকর্ড করেছে। বিদেশের বাজারগুলো জাপানের মোটের প্রায় অর্ধেক।

    এসোসিয়েশন অব জাপান এনিমে দেশটির প্রায় দেড়শোটি এনিমে সম্পর্কিত কোম্পানির বিক্রয় মুল্যের ওপর জরিপ চালিয়ে বার্ষিক বাজার নির্ধারণ করেছে।

    প্রতিবেদন অনুযায়ী গতবছর এনিমে শিল্পের বিক্রয় ছিল ১৯ হাজার নয়শ কোটি ডলার, যা তার আগের বছরের চেয়ে ১৭ কোটি ৪০ লক্ষ ডলার বেশি।

    মুভি স্ক্রিনিং এবং গেম বিক্রিসহ বিদেশে বাজারগুলো মোট মূল্যের ৪৬ শতাংশ যা নয়শ তেইশ কোটি ডলারের সমান।

    অনলাইন সরবরাহ ৫৪ কোটি ৪০ লক্ষ মূল্য অতিক্রম করেছে এবং ডিভিডি এবং অন্যান্য ভিডিও প্যাকেজের বিক্রি এক চতুর্থাং কমে ৫৩ কোটি ৭০ লক্ষে পৌঁছেছে।