• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • টোকিওতে ৪৭ জন নতুন করোনাভাইরাসে সংক্রমিত

    টোকিও মহানগর সরকারের কর্মকর্তারা, আজ রাজধানীতে করোনাভাইরাসে ৪৭টি নতুন সংক্রমণের ঘটনা নিশ্চিত করা হয় বলে জানিয়েছেন।

    উল্লেখ্য, গত ৫ই মে’র পর এই প্রথমবারের মত টোকিওতে একদিনে সংক্রমণের সংখ্যা ৪০ ছাড়িয়ে গেছে।

    সংক্রমণের এই সংখ্যায়, টোকিওর শিনযুকু ওয়ার্ডে অবস্থিত নৈশকালীন বিনোদন এলাকার সঙ্গে সংশ্লিষ্ট ১৮ জন অন্তর্ভুক্ত রয়েছেন।

    এই নিয়ে টোকিওতে নতুন করোনাভাইরাসে সংক্রমণের মোট সংখ্যা ৫ হাজার ৫শ ৪৪টিতে পৌঁছেছে।

    সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম আর নেই

    বাংলাদেশের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সিনিয়র নেতা মোহাম্মদ নাসিম আর নেই। তার ছেলে তানভীর শাকিল জয় বিষয়টি নিশ্চিত করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

    তিনি গত ৫ জুন থেকে কোমায় ছিলেন। গত কয়েকদিন ধরে তার অবস্থা সংকটাপন্ন ছিল। তানভির শাকিল জয় শুক্রবার জানান, তার বাবা আগের মতোই আছেন। অবস্থার কোনো উন্নতি বা পরিবর্তন হয়নি।

    মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম গত ১ জুন জ্বর-কাশিসহ করোনাভাইরাসের লক্ষণ নিয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন। রাতে করোনা পরীক্ষার ফল পজেটিভ আসে। শুক্রবার ভোর সাড়ে ৫টায় মোহাম্মদ নাসিমের ব্রেন স্টোক করেন। কয়েক ঘণ্টায় তার অস্ত্রোপচার সফল হয়। সফল অস্ত্রোপচার হলেও তার মাথার ভেতরে বেশ কিছু রক্ত জমাট বাধা ছিল। স্ট্রোকের পর থেকেই তিনি অচেতন অবস্থায় ভেন্টিলেশন সাপোর্টেই ছিলেন। এরই মধ্যে পরপর দুইবার করোনা পরীক্ষায় নেগেটিভ রেজাল্ট আসলে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়ার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়য়ের পক্ষ থেকে সিঙ্গাপুরের সঙ্গে যোগাযোগ করা হয়।

    মোহাম্মদ নাসিমের জন্ম ১৯৪৮ সালের ২ এপ্রিল সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলায়। তার পিতা শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী এবং মাতা আমেনা মনসুর। তিনি জগন্নাথ কলেজ (বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়) থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পারিবারিক জীবনে মোহাম্মদ নাসিম বিবাহিত এবং তিন সন্তানের জনক। তার স্ত্রীর নাম লায়লা আরজুমান্দ। পারিবারিকভাবেই রাজনৈতিক জীবনে আসা।

    মোহাম্মদ নাসিম বর্তমান সরকারের খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি। তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। এ ছাড়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের মুখপাত্রও তিনি। ২০১৪ সালের নির্বাচনের পর আওয়ামী লীগ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান মোহাম্মদ নাসিম। এর আগে ১৯৯৬-২০০১ সালের আওয়ামী লীগ সরকারের সময় একাধিক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

    বিদেশিদের জন্য টোকিওতে পরামর্শ প্রদানের কেন্দ্র

    বিদেশিদের কর্ম সংক্রান্ত উপদেশ-পরামর্শ দেওয়ার জন্য জাপান সরকার টোকিওতে এমন একটি সহায়তা কেন্দ্র চালু করবে যেখানে এ সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে পরামর্শ পাওয়া যাবে।

    অভিবাসন পরিষেবা এজেন্সি জানায়, শিনজুকু ওয়ার্ডের ইয়োৎসুইয়া নামক এক জায়গায় প্রবাসী বিদেশিদের সহায়তা দানের এই কেন্দ্রটি চালু হবে ৬ই জুলাই থেকে। তবে ২২শে জুন থেকে এই কেন্দ্র কিছু কিছু সেবা দিতে শুরু করবে।

    অভিবাসন এজেন্সি এবং জাপানের আইন বিষয়ক সহায়তা কেন্দ্র সহ সরকারের অধীনস্থ আটটি সংস্থার দপ্তর থাকবে এই কেন্দ্রে।

    এই কেন্দ্রে বিভিন্ন সার্ভিসের মধ্যে বিদেশিদের আইন বিষয়ক পরামর্শ প্রদান অন্তর্ভূক্ত থাকবে।

    স্থানীয় সরকার ও কোম্পানিসমূহকে বিদেশি কর্মী ও বিদেশি শিক্ষার্থী গ্রহণে উৎসাহিত করার জন্য এদের বিভিন্ন তথ্য সরবরাহের কাজটিও করবে এই কেন্দ্র।

    বিচারমন্ত্রী মোরি মাসাকো শুক্রবার সাংবাদিকদের বলেন, প্রবাসী বিদেশিদের সহায়তা প্রদান এবং জাপানে বিদেশিদের আরও ব্যাপক ও কার্যকর উপায়ে স্বাগত জানানোর ক্ষেত্রে এই কেন্দ্র একটি প্রধান ভূমিকা পালন করবে বলে তিনি আশা করছেন।

    বাতিল হতে পারে এবারের হজ

    প্রাণঘাতী করোনা মহামারির কারণে এবারের হজ বাতিল করতে পারে সৌদি সরকার। ১৯৩২ সালে রাজ পরিবারের মাধ্যমে সৌদি রাষ্ট্র প্রতিষ্ঠার পর এবারই প্রথম হজ বাতিল হতে পারে। সৌদি আরবের হজ এবং ওমরাহ মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এমনটি জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস।

    ওই কর্মকর্তা ফিন্যান্সিয়াল টাইমসকে বলেন, খুব সতর্কতার সঙ্গে বিষয়টি নিয়ে ভাবা হচ্ছে এবং বেশ কিছু দিকই বিবেচনায় রয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে এই নিয়ে একটি সিদ্ধান্ত দেয়া হবে। সৌদি সরকারের হজ বিষয়ক কর্মকর্তা আরো জানায় যে , স্বাস্থ্যবিধি মেনে সীমিত সংখ্যক মুসল্লি নিয়ে এবারের হজ আয়োজন করার একটি প্রস্তাব আমাদের কাছে আছে। এছাড়া এবারের হজ বাতিলের প্রস্তাবও উত্থাপিত হয়েছে। দুটি প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে। তবে মুসল্লিদের স্বাস্থ্য এবং নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার পাবে।

    এর আগে সার্স এবং মার্স প্রাদুর্ভাবের সময়েও সৌদিতে হজ অনুষ্ঠিত হয়েছে। তবে এবার বৈশ্বিক করোনা মহামারিতে হজের আয়োজন করা সৌদি সরকারের জন্য একটি কঠিন চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

    বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক মুসলিমের দেশ ইন্দোনেশিয়া আগেই জানিয়েছে তারা এ বছর তাদের নাগরিকদের হজ করতে যাওয়ার অনুমতি দেবে না। এদিকে এবারের হজ পালনে নিষেধাজ্ঞা জারি করেছে মালয়েশিয়া। প্রতিবছর সারাবিশ্বের প্রায় ২৫ লাখ মুসলিম হজ পালন করতে সৌদি আরব যান।

    কয়েকদিন আগে বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এক খবরে প্রকাশিত হয় যে, প্রত্যেক দেশ থেকে যে পরিমাণ হজযাত্রী যাওয়ার কথা অন্যান্য বারের তুলনায় এবার তার ২০ শতাংশ মানুষ আসতে অনুমতি দেয়ার সম্ভাবনা রয়েছে।

    করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির সাথে সাথে ব্যাপক সুরক্ষা ব্যবস্থা নিয়েছে সৌদি আরব। মার্চের শুরুতে বিদেশি নাগরিকদের জন্য মক্কা ও মদিনায় ওমরাহ পালন ও ধর্মীয় সব কর্মকাণ্ড বন্ধের বিরল ঘোষণা দিয়েছিল সৌদি আরব। এর কয়েকদিন পর সৌদি নাগরিক ও বাসিন্দাদের জন্যেও ওমরাহ হজ সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়। মসজিদে নামাজ পড়া এমনকি ঈদের জামাতের ওপরেও বিধিনিষেধ ছিল সৌদিতে। একই সময়ে সকল আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করে দেশটি। সেখানে বিভিন্ন শহরে কারফিউ জারি ছিল।

    হজ এবং ওমরাহ থেকে সৌদি সরকার প্রতি বছর ১২ বিলিয়ন মার্কিন ডলার রাজস্ব আদায় করে । আর এবারের করোনার ভাইরাসের কারণে তেলের দাম কমে যাওয়ার পাশাপাশি যদি হজ বন্ধ হয়ে যায় তাহলে সৌদি আরব অর্থনৈতিক সংকোচনের মুখে পড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

    সৌদি আরবে এখন পর্যন্ত ১ লাখ ১৬ হাজারের বেশি মানুষের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। করোনায় দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে ৮৫৭ জন।

    ২২টি নতুন সংক্রমণ নিশ্চিত হওয়ার পর ভাইরাস সতর্কতা তুলে নিচ্ছে টোকিও

    এনএইচকে জানতে পেরেছে যে বৃহস্পতিবার ২২টি নতুন সংক্রমণ চিহ্নিত হওয়ার পর টোকিও’র মেট্রোপলিটন সরকার করোনাভাইরাস সতর্কতা তুলে নেয়ার দিকে অগ্রসর হচ্ছে।

    টোকিও’র কর্মকর্তারা এখন শুক্রবার থেকে ব্যবসা পরিচালনার উপর নিয়ন্ত্রণ আরও শিথিল করে নেয়ার পরিকল্পনা করছেন।

    মেট্রোপলিটন সরকার সংক্রমণ বৃদ্ধির চিহ্ন দেখা যাওয়ার দৃষ্টান্ত তুলে ধরে চলতি মাসের ২ তারিখে “টোকিও সতর্কতা” জারি করেছিল।

    তবে কর্মকর্তারা বলছেন সাম্প্রতিক সময়ে পরিস্থিতির উন্নতি হচ্ছে। রাজধানীতে আজ ২২টি ঘটনা জানা যাওয়ার পর গত এক সপ্তাহে নিশ্চিত হওয়া নতুন সংক্রমণের গড় হিসাব ২০টির নিচে ছিল।

    এর অর্থ হচ্ছে সতর্কতা তুলে নেয়ার তিনটি শর্তের সবকয়টি পূরণ হওয়া।

    শুক্রবার সতর্কতা তুলে নেয়া এবং নিয়ন্ত্রণ শিথিল দ্বিতীয় ধাপ থেকে তৃতীয় ধাপে এগিয়ে নেয়ার সিদ্ধান্ত গ্রহণের আগে কর্মকর্তারা বিশেষজ্ঞদের মতামত প্রত্যাশার পরিকল্পনা করছেন।

    ঋতুর পরিবর্তন করোনার সংক্রমণে প্রভাব ফেলছে না: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

    ঋতুর পরিবর্তন প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণে কোনো প্রভাব ফেলছে না বলে সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এমনটি জানানো হয়।

    সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ মাইক রায়ান বলেন, আমাদের কাছে খুব অল্প প্রমাণ আছে যে ঋতু পরিবর্তনের কারণে করোনার সংক্রমণ প্রভাবিত হচ্ছে। আমরা এই আশার ওপর নির্ভর করতে পারি না যে ঋতু পরিবর্তন অথবা তাপমাত্রা বাড়লে আমরা এর উত্তর খুঁজে পাবো। এখন আমাদের কাছে এমন কোনো তথ্য নেই যেখান থেকে আমরা বলতে পারবো যে ঋতু পরিবর্তন হলে ভাইরাসটি আরো আক্রমণাত্বকভাবে অথবা আরো দ্রুত ছড়াবে কি না।

    মহামারিটির শুরু হওয়ার প্রথম দিকে অনেক বিশেষজ্ঞই পরামর্শ দিয়েছিলেন যে গরমে করোনার প্রকোপ কমে যেতে পারে। তবে দিন যতই যাচ্ছে সেই ধারণা ততই ফিকে হয়ে যাচ্ছে।

     

    যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়াল

    যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। বুধবার বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।

    রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত পাঁচ সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কম থাকলেও তা আবার বাড়তে শুরু করেছে। কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে হওয়া আন্দোলনের সময় সামাজিক দূরত্ব না মানায় সামনের কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে যারা আন্দোলন করেছেন তাদের সবাইকে করোনা ভাইরাস টেস্ট করার জন্য মার্কিন সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

    স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা যুক্তরাষ্ট্রে গত জানুয়ারিতে হানা দেয় করোনা ভাইরাস। এপ্রিলের ২৮ তারিখে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ১০ লাখে পৌঁছায়। জুনের প্রথম থেকেই যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে ২১ হাজার মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। তবে গত এপ্রিলে দেশটিতে গড়ে ৩০ হাজার মানুষ প্রতিদিন করোনায় আক্রান্ত হয়েছেন।

    যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় ১ লাখ ১২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে বিশ্বে শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র।

    ওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৬২ হাজার ১৬২ জন। মারা গেছেন ১ লাখ ১৫ হাজার ১০ জন।

     

    বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ঢাবি ও বুয়েট

    বিশ্বসেরা এক হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) কর্তৃক প্রকাশিত তালিকায় এ দুটি বিশ্ববিদ্যালয় স্থান করে দেয়। প্রতিবছর বিশ্বের সেরা এক হাজার বিশ্ববিদ্যালয় নিয়ে তালিকা প্রকাশ করে সংস্থাটি। সংস্থাটির প্রকাশিত তালিকাকে বিশ্বের সবচেয়ে গ্রহণযোগ্য র‌্যাঙ্কিংগুলোর একটি বলে মনে করা হয়।

    ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস ২০২১’ শীর্ষক এই র‌্যাঙ্কিংয়ে এবারও ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের অবস্থান ৮০১ থেকে ১০০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে। তালিকার ৫০০-এর পরে থাকা বিশ্ববিদ্যালয়গুলোর সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয় না এই র‌্যাঙ্কিংয়ে। গতবারের জরিপেও একই অবস্থানে ছিল দেশের এই দুটি বিশ্ববিদ্যালয়। এ নিয়ে টানা তৃতীয়বার কিউএস র‌্যাঙ্কিংয়ে ৮০১-১০০০ তম অবস্থানে জায়গা পেল ঢাবি ও বুয়েট। এর আগে ২০১৮ সালে বাংলাদেশ থেকে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় এই র‌্যাঙ্কিংয়ে স্থান পেয়েছিল। ওই বছরের তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ৭০১-৭৫০ মধ্যে। গত দুই বছর তা পিছিয়ে ৮০১-১০০০তম অবস্থানে চলে যায় বিশ্ববিদ্যালয়টি।

    ওই তালিকায় পার্শ্ববর্তী দেশ ভারতের ২১টি ও পাকিস্তানের সাতটি বিশ্ববিদ্যালয় স্থান করে নিয়েছে। সার্কভুক্ত অন্য ৫টি দেশ থেকে কোনও বিশ্ববিদ্যালয় এই তালিকায় স্থান পায়নি। এশিয়া থেকে অন্যদের মধ্যে চীনের ৫১টি, জাপানের ৪১টি, মালয়েশিয়ার ২০টি, সৌদি আরবের ১০টি, ইরানের পাঁচটি, ইসরায়েলের ছয়টি ও সিঙ্গাপুরের তিনটি বিশ্ববিদ্যালয় সেরা এক হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা করে নিয়েছে। ইউরোপ থেকে অন্যদের মধ্যে জার্মানির ৪৫টি, ইতালির ৩৬টি, ফ্রান্সের ২৮টি, নেদারল্যান্ডসের ১৩টি ও ফিনল্যান্ডের ৯টি বিশ্ববিদ্যালয় আছে এই তালিকায়। কিউএসের এই র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে পাঁচটিসহ মোট ১৫১টি বিশ্ববিদ্যালয় রয়েছে যুক্তরাষ্ট্রের। শীর্ষ দশে চারটিসহ যুক্তরাজ্যের মোট ৮৪টি বিশ্ববিদ্যালয় রয়েছে এই তালিকায়।

    এই র‌্যাঙ্কিংয়ে ছয়টি সূচকে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক মান নিরূপণ করা হয়। এগুলো হলো একাডেমিক খ্যাতি (একাডেমিক রেপুটেশন), চাকরির বাজারে সুনাম (অ্যামপ্লয়ার রেপুটেশন), শিক্ষক-শিক্ষার্থী অনুপাত (ফ্যাকাল্টি-স্টুডেন্ট রেশিও), শিক্ষকপ্রতি গবেষণা-উদ্ধৃতি (সাইটেশনস পার ফ্যাকাল্টি), আন্তর্জাতিক শিক্ষক অনুপাত (ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি রেশিও) ও আন্তর্জাতিক শিক্ষার্থী অনুপাত (ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রেশিও)। ছয়টি সূচকের মোট স্কোর ১০০। এর মধ্যে একাডেমিক সুনামে ৪০, চাকরির বাজারে সুনামে ১০, শিক্ষক-শিক্ষার্থী অনুপাতে ২০, শিক্ষকদের গবেষণার উদ্ধৃতিতে ২০ এবং আন্তর্জাতিক শিক্ষক অনুপাত ও আন্তর্জাতিক শিক্ষার্থী অনুপাতে ৫ করে স্কোর থাকে। তালিকায় থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের স্কোর প্রকাশ করেনি কিউএস।

    তালিকায় শূন্যতার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বর্তমানে রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট। তাদের কাছে গবেষণার চাইতে পদের স্বাদটা বেশি উপভোগ্য হয়ে উঠেছে। বিশ্ববিদ্যালয়ে যখন গবেষণার চাইতে পদ গুরুত্ব হয়ে ওঠে তখন বিশ্ববিদ্যালয়ের এগিয়ে যাওয়ার সম্ভাবনা তিরোহিত হয়।’

    গবেষণা কমে যাওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, ‘এখন শিক্ষকরা নিজেদের গবেষণা পড়ে না, কোন সমালোচনা করে না। এতে অন্য একজন শিক্ষক কখনো উৎসাহিত হয় না। এসবের কারণে গবেষণা হার কমে যাচ্ছে।’ এ সময় শিক্ষক নিয়োগে অস্বচ্ছতার কথাও উল্লেখ করেন তিনি।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, যেসকল প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিংয়ে প্রকাশ করে তারা বাণিজ্যিক উদ্দেশ্যে এসব র‌্যাঙ্কিংয়ে নির্ধারণ করে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বাণিজ্যিক র‌্যাঙ্কিংয়ে বিশ্বাস করে না। তিনি দাবি করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আগের চাইতে ভালো করছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ গবেষণার প্রতি আগের চাইতে বেশি আগ্রহী হয়ে উঠেছে। তিনি বলেন, আমাদের শিক্ষকরা এখন বিশ্বের সেরা-সেরা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি আনছেন। সেজন্য টিচিং কোয়ালিটি নিম্নগামী হবার বিষয়টির সঙ্গে একমত হবার কারণ নেই।

    জাপানে চাকরি হারানো লোকজনের ৬০ শতাংশ হলেন অনিয়মিত কর্মীরা

    জাপানের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে যে করোনাভাইরাস মহামারীর কারণে সম্প্রতি চাকরি হারানো লোকজনের মধ্যে প্রায় ৬০ শতাংশ হলেন অনিয়মিত কর্মীরা।

    মন্ত্রণালয় জানাচ্ছে যে গত শুক্রবারে শেষ হওয়া সপ্তাহটিতে ৪ হাজার ২১০ জন চাকরি হারান বা তাদের চুক্তির মেয়াদ শেষ করে দেয়া হয়। এটাও হতে পারে যে এই সংখ্যক লোকের চাকরি হারানোর বিষয়টি আগে থেকেই ধারণা করা হয়েছিল বলে মন্ত্রণালয় জানায়।

    এদের মধ্যে ২ হাজার ৬০০ জন হলেন খণ্ডকালীন এবং অস্থায়ী কর্মী।

    খাদ্য-সেবা শিল্পে চাকরি হারানো লোকজনের মধ্যে প্রায় ৮০ শতাংশ হলেন অনিয়মিত কর্মী এবং এদের সংখ্যা হল ১ হাজার ৩৬০ জন।

    মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত অন্যান্য শিল্পগুলোর মধ্যে আবাসন, উৎপাদন, খুচরা বিক্রি এবং বিনোদন অর্ন্তভুক্ত।

    করোনাভাইরাসের কারণে পরপর দুই সপ্তাহ ধরে চার হাজারের বেশি ব্যক্তি চাকরি হারালো। জানুয়ারি মাস থেকে শুরু করে মোট সংখ্যা প্রায় ২১ হাজারে গিয়ে উন্নীত হয়েছে।

    মন্ত্রণালয় বলছে, চাকরি হারানো লোকজনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে খাদ্য-সেবা শিল্পে।

    ছাঁটাই বন্ধ করতে সরকারী ভর্তুকির জন্য আবেদন জানাতে কোম্পানির মালিকদের প্রতি আহ্বান জানাচ্ছে মন্ত্রণালয়।

    করোনা থেকে বাঁচাতে তৈরি হলো ৭৫ সাইজের জুতা!

    করোনা বিপর্যস্ত দেশের অর্থনীতি চাঙ্গা করতে ‘আনলক-১’ পর্ব শুরু হয়েছে ভারতে। ভারতেই আগেই এই পথে পা বাড়িয়েছে আরও অনেক দেশ। কিন্তু পথে-ঘাটে বেরিয়ে সামাজিক দূরত্ব বজায় রাখবেন কী করে! পা মেপে মেপে কাহাতক চলা সম্ভব!

    কিন্তু অসম্ভবকে সম্ভব না করলে যে বিপদ আরও বাড়বে! তাই এক অভিনব উপায় কাজে লাগিয়ে সমাধান বের করেছেন রোমানিয়ার এক জুতা তৈরির কারিগর। পায়ে পায়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে তিনি বানিয়ে ফেলেছেন প্রায় আড়াই ফুট (২৯.৫৩ ইঞ্চি) লম্বা জুতা! এই জুতা পরে দু’জন মুখোমুখি দাঁড়ালে প্রায় দেড় মিটার দূরত্ব তৈরি হবে। অর্থাৎ, প্রায় ৫৯ ইঞ্চি (প্রায় ৫ ফুট) দূরত্ব তৈরি হবে ওই দু’জনের মধ্যে।

    সাইজ হিসাবে বলতে গেলে এটি ৭৫ নম্বর সাইজের জুতা। পথে-ঘাটে বেরিয়ে সামাজিক দূরত্ব বজায় রাখার একেবারে মোক্ষম দাওয়াই! যিনি এই বিশেষ জুতা বানিয়েছেন তাঁর নাম গ্রেগর লুপ। দেখতে অদ্ভূত হলেও সেখানে নাকি ইতিমধ্যেই এই জুতোর বেশ চাহিদা তৈরি হয়েছে। বিশেষ এই জুতোর নাম দেওয়া হয়েছে ‘সোশ্যাল ডিসটেন্সিং শু’!

     

    কোভিড-১৯ এর টিকা পরিকল্পনা উন্মোচন জাপানের

    করোনাভাইরাস টিকার প্রায়োগিক ব্যবহারের জন্য প্রয়োজনীয় সময় কমিয়ে আনতে একটি পরিকল্পনা প্রণয়ন করেছে জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়।

    এই পরিকল্পনায়, টিকার জন্য গবেষণা ও উন্নয়নের পাশাপাশি একই সময়ে এর উৎপাদনের প্রসারে পুরো প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে চাইছে।

    স্বাস্থ্য মন্ত্রণালয়, চলতি অর্থবছরের প্রস্তাবিত দ্বিতীয় সম্পূরক বাজেটে এই টিকা উন্নয়নের সাথে সংশ্লিষ্ট ইন্সটিটিউটগুলোকে ৫০০০ কোটি ইয়েন বা ৪৫ কোটি ৫০ লক্ষ ডলার ভর্তুকি দেয়ার জন্য নির্ধারণ করেছে।

    মন্ত্রণালয়, এছাড়া বেসরকারি কোম্পানিগুলোকে উৎপাদন স্থাপনায় বিনিয়োগে উৎসাহিত করার জন্য অতিরিক্ত বাজেটে প্রায় ১শ ৩০ কোটি ডলার বরাদ্দ রেখেছে।

    একটি টিকার উন্নয়ন ও এর গণ উৎপাদনে সাধারণত কয়েক বছর লেগে যায়।

    তবে, মন্ত্রণায়ের কর্মকর্তারা বলছেন যে তারা এই সময় যথেষ্ট কমিয়ে আনার প্রত্যাশা করছেন।

    মন্ত্রণালয়ের কর্মকর্তারা ক্ষমতাসীন দলগুলোকে বলেছেন যে, তাঁরা আগামী বছরের প্রথমার্ধে জনগণকে করোনাভাইরাসের টিকা দেয়া শুরুর প্রত্যাশা করছেন।

    সেই লক্ষ্যে কর্মকর্তারা উৎপাদন ব্যবস্থা নির্মাণের পাশাপাশি টিকার অনুমোদন পেতে সহায়তা করার পরিকল্পনা করছেন।

    ধেয়ে আসছে তিন দৈত্যাকার গ্রহাণু

    মাঝেমধ্যেই পৃথিবীর গা ঘেঁষে প্রচণ্ডবেগে বের হয়ে যায় গ্রহাণু। এসব গ্রহাণুর যে কোনো একটির সঙ্গে ধাক্কা লাগলেও টুকরো টুকরো হয়ে যেতে পারত পৃথিবী; ধ্বংস হয়ে যাওয়ার মতো পরিস্থিতি না হলেও অন্তত মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারত। বেশ কিছুদিন পরপর এসব গ্রহাণু পৃথিবীর দিকে ছুটে আসলেও এবার শুধু জুন মাসেই পৃথিবীর দিকে ছুটে আসছে তিন-তিনটি দৈত্যাকার গ্রহাণু।

    মহাকাশবিজ্ঞানীরা জানিয়েছেন, এই গ্রহাণুগুলোর কোনো একটির সঙ্গে পৃথিবীর ধাক্কা লাগলেই মানবসভ্যতার বড়সড়ও ক্ষতির আশঙ্কা রয়েছে। পৃথিবীকে লক্ষ্য করে ছুটে আসা প্রথম গ্রহাণুটি আসছে আজ শনিবার। ভোর ৩টা ২০ মিনিট নাগাদ এটির পৃথিবীকে অতিক্রম করার কথা। ঐ সময় গ্রহাণুটি পৃথিবীর সবচেয়ে কাছাকাছি এসে পৌঁছাবে। পৃথিবী থেকে মাত্র ৫.০৯ মিলিয়ন কিলোমিটার (৫৯ লাখ কিলোমিটার) দূর দিয়ে যাওয়ার কথা এই গ্রহাণুটির। গ্রহাণুটিকে Asteroid 2002 NN4 নামে চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা। এটির ব্যাসার্ধ ৫৭০ মিটার। পাঁচটি ফুটবল মাঠ বা দুবাইয়ের এনটিসার টাওয়ারের জায়গা হবে এই আয়তনের মধ্যে। ঘণ্টায় ৪০ হাজার ১৪০ কিলোমিটার গতিতে ছুটে আসছে এটি।

    পৃথিবীর দিকে ছুটে আসা দ্বিতীয় গ্রহাণুটি পৃথিবীর সবচেয়ে কাছে এসে পৌঁছাবে ঠিক তার ৬০ ঘণ্টা পর। দুই দিন ১২ ঘণ্টা পর ৮ জুন সোমবার বিকাল ৩টা ৪০ মিনিটে গ্রহাণুটি পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসবে। এই গ্রহাণুটিকে Asteroid 2013 XA22 হিসেবে চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা। পৃথিবী থেকে ২.৯৩ মিলিয়ন কিলোমিটার (২৯ লাখ ৩০ হাজার কিলোমিটার) দূর দিয়ে যাবে এই গ্রহাণুটি। এর ব্যাসার্ধ ১৬০ মিটার। ঘণ্টায় ২৪ হাজার ৫০ কিলোমিটার বেগে পৃথিবীর দিকে ছুটে আসছে এটি।

    তৃতীয় গ্রহাণুটি এই মাসের শেষ দিকে পৃথিবীর খুব কাছাকাছি চলে আসবে। ২৪ জুন সকাল ৬টা ৪৪ মিনিটে এটি পৃথিবীর গা ঘেঁষে ছুটে যাবে। বিজ্ঞানীরা এই গ্রহাণুটিকে এক দশক আগে চিহ্নিত করেন। গ্রহাণুটির নাম দেন Asteroid 2010 NY65। পৃথিবী থেকে ৩.৭৬ মিলিয়ন কিলোমিটার (৩৭ লাখ ৬০ হাজার কিলোমিটার) দূর দিয়ে যাওয়ার কথা এই গ্রহাণুটির। এর ব্যাসার্ধ ৩১০ মিটার। পৃথিবীর দিকে ঘণ্টায় ৪৬ হাজার ৪০০ কিলোমিটার বেগে ছুটে আসছে এই গ্রহাণুটি।

    এই গ্রহাণুগুলোর আকার দেখে অনেকেই ভাবতে পারেন পৃথিবীর সঙ্গে সংঘর্ষ হলেও কী এমন ক্ষতি হবে পৃথিবীর? কিন্তু অবাক করার বিষয়—আজ থেকে ৬৬ মিলিয়ন বছর (৬ কোটি ৬০ লাখ) আগে পৃথিবীতে ১০ কিলোমিটার আয়তনের একটি গ্রহাণুর আঘাতে ডাইনোসর যুগের সমাপ্তি হয়েছিল। গ্রহাণুর শক্তিশালী আঘাতে পৃথিবী উপর্যুপরি অগ্নিকাণ্ড, আগ্নেয়গিরি, ভূমিকম্প ও সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগে হারিয়ে গেছে ডাইনোসরসহ তখনকার পৃথিবীর বেশির ভাগ উদ্ভিদ ও প্রাণী।—টাইমস অব ইন্ডিয়া

    বর্ণবাদবিরোধী আন্দোলনে উত্তাল বিশ্ব

    পুলিশ হেফাজতে মার্কিন কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদের যুক্রাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে বর্ণবাদবিরোধী আন্দোলন । পুলিশ হেফাজতে জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদ শনিবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

    কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন, ব্রিসবেনেও বর্ণবাদবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সেখানে আন্দোলনকারীরা অস্ট্রেলিয়ায় পুলিশ হেফাজতে আদিবাসীদের মৃত্যুর বিচারের দাবি করেছেন। এছাড়া ইউরোপের দেশ জার্মানি, ফ্রান্স, স্পেনেও শনিবার বর্ণবাদবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া যুক্তরাজ্যেও করোনা প্রকোপের মধ্যে সামাজিক দূরত্ব না মেনে আন্দোলনকারীরা বর্ণবাদবিরোধী বিক্ষোভে অংশ নেন।

    গত ২৫ মে যুক্তরাষ্ট্রের পুলিশ হেফাজতে মারা যান জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গ যুবক। সেইদিনই পুলিশ তাকে আটক করেছিলো। এরপর হাঁটু দিয়ে জর্জের গলা চেপে ধরেন পুলিশ। এভাবে অন্তত আট মিনিট তাকে মাটিতে চেপে ধরে রাখা হয়।এক প্রত্যক্ষদর্শীর তোলা ভিডিও ফুটেজে দেখা যায়, জর্জ ফ্লয়েড নিঃশ্বাস না নিতে পেরে কাতরাচ্ছেন এবং বারবার একজন শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তাকে বলছেন, ‘আমি নিঃশ্বাস নিতে পারছি না।’ এই ঘটনার ভিডিও ভাইরাল হয় মুহূর্তেই। প্রতিবাদে রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। এই ঘটনায় প্রধান অভিযুক্ত ডেরেক চাওভিনসহ চার পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। পাশপাশি সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক চাওভিনের বিরুদ্ধে হত্যা মামলাও দায়ের করা হয়।

    আরও ১৮টি দেশের নাগরিকদের জাপানে প্রবেশ নিষিদ্ধ

    জাপান, বৈশ্বিক করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় আরও ১৮টি দেশের নাগরিকদের জাপানে প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে।

    জাপানে প্রবেশ নিষেধাজ্ঞা দেশের তালিকায়, কিউবা ও লেবাননসহ এই ১৮টি দেশকে অন্তর্ভুক্ত করা হবে। এরফলে নিষেধাজ্ঞা তালিকায় থাকা দেশের সংখ্যা, যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও রাশিয়ার মত দেশগুলোসহ আগের ১শ ১১টি থেকে বৃদ্ধি পেয়ে ১শ ২৯টিতে উন্নীত হবে।

    গতকাল সাংবাদিকদের কাছে জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসু, সরকার যথাযথ সময়ে সম্প্রসারণের এই পদক্ষেপ বাস্তবায়ন করতে চায় বলে উল্লেখ করেন।

    টোকিও, এসকল দেশ সফর না করতে জাপানী নাগরিকদের পরামর্শ দেয়া সংক্রামক ব্যাধির সতর্কতার মাত্রা ৩এ উন্নীত করার পর উক্ত পরিকল্পনা উন্মুক্ত করা হয়।

    সরকার, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া এবং অপর আরও দুটি দেশের উপর আরোপিত প্রবেশ নিষেধাজ্ঞা শিথিলকরণের বিষয় বিবেচনা করছে।

    মোতেগি, সংক্রমণের মোকাবিলা এবং অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরারম্ভের মধ্যকার ভারসাম্য রক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি, সরকার ভাইরাস পরীক্ষা, কোয়ারেন্টিন বা সঙ্গনিরোধ এবং অন্যান্য সমস্যাদি নিয়ে যথাযথ পদক্ষেপের বিষয় বিবেচনা করছে বলেও জানান।

    মুখের মাস্ক ব্যবহারের পরামর্শ ডব্লিউএইচও’র

    ভাইরাসের বিস্তার ঘটা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা কঠিন, এরকম এলাকাসমূহে মুখের মাস্ক ব্যবহারের পরামর্শ অন্তর্ভুক্ত করে নিজেদের কোভিড-১৯ নির্দেশিকা হালানাগাদ করে নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও।

    উল্লেখ্য, ডব্লিউএইচও ইতিপূর্বে বলেছিল যে স্বাস্থ্যবান মানুষ মুখের মাস্ক ব্যবহার করে যে সংক্রমণ রোধ করতে পারবে, তার স্বপক্ষে কোন প্রমাণ নেই।

    ডব্লিউএইচও’র মহাপরিচালক তেদ্রোস আদহানোম ঘেব্রেইসুস শুক্রবার জেনেভাতে সাংবাদিকদের বলেন যে উদ্ভূত প্রমাণের ভিত্তিতে এই হালানাগাদ করা হয়েছে।

    তিনি বলেন, ডব্লিউএইচও এখন সরকারগুলোকে এমন পরামর্শ দিচ্ছে যে তারা যেন সাধারণ জনগণকে ব্যাপক সংক্রমণ এবং গণপরিবহন বা দোকানের মতে শারীরিক দূরত্ব বজায় রাখা কঠিন হওয়ার মত স্থানগুলোতে মাস্ক পরিধানে উদ্বুদ্ধ করে।

    তবে, তিনি শুধুমাত্র মাস্ক যে লোকজনকে ভাইরাস থেকে সুরক্ষা দিতে পারবে না, সেটিও উল্লেখ করেন এবং শারীরিক দূরত্বের পাশাপাশি হাতের পরিচ্ছন্নতার গুরুত্বের উপর জোর দেন।