টোকিওতে করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা ১শ ১০ ছাড়িয়ে গেছে

টোকিও মহানগর সরকারের ঘনিষ্ঠ সূত্রগুলো এনএইচকেকে, আজ করোনাভাইরাসে নতুন সংক্রমণের সংখ্যা ১শ ১৮টি বলে জানিয়েছে।

উল্লেখ্য, এই প্রথমবারের মত একদিনে জাপানের রাজধানীতে সংক্রমণের সংখ্যা ১শ ছাড়াল। এখন টোকিওর মোট সংক্রমণের সংখ্যা ৮শ ৯১তে পৌঁছেছে।

টোকিও মহানগরের কর্মকর্তারা, পরপর ২য় সপ্তাহের মত সপ্তাহান্তে অনাবশ্যক ভাবে বাড়ির বাইরে যাওয়া পরিহার করতে লোকজনের প্রতি জোর আহ্বান জানান। তবে তাঁরা, দৈনন্দিন প্রয়োজনীয় কেনাকাটা বা চিকিৎসকের কাছে যাওয়া পরিহার করতে লোকজনদের অনুরোধ জানান নি।

মহানগরের কর্মকর্তারা, সংক্রমণের উৎস অজানা থাকা লোকজনের সংখ্যা উর্ধ্বমুখি রয়েছে বলে উল্লেখ করেন। আবার তরুণ লোকজনের মধ্যেও সংক্রমণ প্রতীয়মান হচ্ছে।

তাঁরা, বাড়ির বাইরে যাওয়া অত্যাবশ্যক কিনা সেবিষয় নিজেরাই বিবেচনা করতে নগরবাসীদের প্রতি আহ্বান জানান।

কর্মকর্তারা, শহরের বিনোদন এবং প্রমোদ এলাকাগুলোতে বেশ কয়েকটি গুচ্ছ সংক্রমণের ঘটনা নিশ্চিত করায় রাতের বেলা বাড়ির বাইরে যাওয়া পরিহার করতেও লোকজনের প্রতি আহ্বান জানান।

তাঁরা, করোনাভাইরাসের সংক্রমণ বিস্তৃত হওয়া প্রতিরোধ করতে বদ্ধ জায়গা, জনবহুল এলাকা এবং ঘনিষ্ঠ যোগাযোগ পরিহার করতে লোকজনদের সতর্ক করে দেন।