বিশ্বরেকর্ড গড়ে ফিরলেন রোহিত
আইসিসি বিশ্বকাপ ২০১৯
Read More
**-------------**------------**
|
Community Events
Jul 197বিশ্বরেকর্ড গড়ে ফিরলেন রোহিতআইসিসি বিশ্বকাপ ২০১৯Read More **-------------**------------** Jul 197জাপানের প্রাচীন সমাধি টিলাকে সাংস্কৃতিক ঐতিহ্যের অনুমোদন দিয়েছে ইউনেস্কো
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোর একটি কমিটি পশ্চিম জাপানের ওসাকা জেলার কয়েকটি প্রাচীন সমাধি টিলাকে বিশ্ব সাংস্কৃতিক স্থান হিসেবে নথিবদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
আযেরবাইজানের রাজধানী বাকুতে আজ জাতিসংঘের সাংস্কৃতিক সংস্থার বিশ্ব ঐতিহ্য কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।
ইউনেস্কোতে জাপানের রাষ্ট্রদূত তাকিও ইয়ামাদা এবং ওসাকার গভর্নর হিরোফুমি ইয়োশিমুরা সিদ্ধান্তে আনন্দ প্রকাশ করা দর্শকদের মধ্যে উপস্থিত ছিলেন।
সাকাই, হাবিকিনো ও ফুজিদেরা শহর জুড়ে বিস্তৃত ৪৯টি টিলা নিয়ে গড়ে উঠা গুচ্ছবদ্ধ সেই মোযু-ফুরুইচি সমাধিস্তুপ চতুর্থ শতকের শেষ দিকে এবং পঞ্চম শতকে তৈরি করা হয়।
এগুলোর মধ্যে চাবি ঢোকা
Read More **-------------**------------** Jul 194বাণিজ্যিকভাবে ধরা তিমির মাংস এখন জাপানের বাজারে
উত্তর জাপানের বন্দর শহর কুশিরো'তে বাণিজ্যিক শিকার শুরুর পর ধরা পড়া প্রথম তিমির মাংস বিক্রি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।
৩১ বছর পর গত সোমবার জাপান বাণিজ্যিকভাবে তিমি শিকার শুরু করে। কুশিরো থেকে শিকারের উদ্দেশ্যে রওয়ানা দেয়া অনেকগুলো ছোট জাহাজের একটি বহর দু'টি মিনক তিমি নিয়ে বন্দরে ফিরে এসেছে।
কুশিরোর বিভিন্ন দোকানে আজ তিমির মাংস বিক্রি শুরু হয়। এছাড়া, পর্যটকদের কাছে জনপ্রিয় একটি বাজারেও এটি পাওয়া যাচ্ছে।
ইয়াবে মামোরু নামক একজন মাছ বিক্রেতা বলেন, তিমির মাংসের দাম এখন আগের তুলনায় বেশি হলেও কুশিরো'র অধিবাসীদের তিমি মাছ খাওয়ার সুদীর্ঘ ইতিহাস থাকায় অচিরেই তা আরও যৌক্তিক পর্যায়ে নেমে আসবে বলে তিনি মনে করেন।
Read More **-------------**------------** Jul 194জাপানের কিয়ুশু অঞ্চলে ভারী বর্ষণে ঘটা ভূমিধ্বসে ২ ব্যক্তি নিহতদক্ষিণ-পশ্চিম জাপানের কিয়ুশু দ্বীপে কাদা-ধ্বস এবং বন্যার পর দু'জন নিহত এবং অন্ততপক্ষে, পাঁচ ব্যক্তি আহত হয়েছেন। গত শুক্রবার থেকে কিছু কিছু এলাকায় ১ হাজার মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এটি পুরো জুলাই মাসে স্বাভাবিকভাবে প্রত্যাশিত পরিমাণ থেকে দ্বিগুণ। আজ এক পর্যায়ে প্রায় ৮ লক্ষ লোকের জন্য নিরাপদ স্থানে সরে যাওয়ার আদেশ জারি করা হলেও বিকেল ৫টা ৪৫ মিনিটে প্রায় ৫ লক্ষ ৯৫ হাজার ব্যক্তির ক্ষেত্রে এই আদেশ তুলে নেয় কাগোশিমা শহর কর্তৃপক্ষ। এছাড়া, কানোইয়া শহরও সন্ধ্যা ৭টায় প্রায় ১ লক্ষ অধিবাসীর জন্য এই আদেশ প্রত্যাহার করে নেয়। কর্তৃপক্ষ বলছে, একটি কাদা-ধ্বসে নিজ বাড়ি ধ্বংস হওয়ায় কাগোশিমা শহরে একজন বৃদ্ধ নারীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। কর্তৃপক্ষের ভাষ্যাRead More **-------------**------------** Jul 191বিশ্ব ঐতিহ্যের তালিকা থেকে বাদ পড়তে পারে সুন্দরবনইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বাংলাদেশের সুন্দরবনকে "বিপন্ন বিশ্ব ঐতিহ্য" হিসাবে ঘোষণা করেছে। এতে ভবিষ্যতে সুন্দরবন বিশ্ব ঐতিহ্যের তালিকা থেকে বাদ পড়তে পারে আশঙ্কা করা হচ্ছে। রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র ও অন্যান্য উন্নয়ন প্রকল্পগুলি চালু হওয়ার প্রেক্ষিতে সুন্দরবনের সুরক্ষার জন্য গৃহীত ব্যবস্থা নিয়ে ইউনেস্কো অসন্তুষ্ট। এ অবস্থায় সম্প্রতি নতুন এ ঘোষণাটি এলো। সুন্দরবনকে সম্ভাব্য পরিবেশগত বিপদ থেকে রক্ষা করার জন্য সংশোধনমূলক পদক্ষেপের তালিকা প্রস্তুত করতে বাংলাদেশে প্রতিনিধিদের আমন্ত্রণ জানাতে সরকারকে অনুরোধও করেছিলো ইউনেস্কো। ১৯৯৯ সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসাবে তালিকাভুক্ত করে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কRead More **-------------**------------** Jul 191জাপানের অনেকগুলো অংশে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা
জাপানের আবহাওয়া কর্মকর্তারা, অব্যাহত প্রবল বৃষ্টিপাতের ফলে ভূমিধ্বস, নিম্নাঞ্চলগুলোতে বন্যা সৃষ্টির পাশাপাশি সারাদেশে আকস্মিক দমকা বাতাস বয়ে যেতে পারে বলে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছেন।
আবহাওয়া সংস্থা, দীর্ঘায়ীত হওয়া মৌসুমি বৃষ্টির সম্মুখভাগ দিয়ে উষ্ণ ও আদ্র বাতাস প্রবেশ করে পূর্ব ও পশ্চিম জাপানের বায়ুমণ্ডলীয় পরিবেশকে অস্থিতিশীল করে তুলছে বলে জানায়।
মৌসুমি বায়ু রেখা আরও সক্রিয় হয়ে চলায় আজ রাত থেকে আগামীকাল দুপুর পর্যন্ত কিউশুসহ পশ্চিম জাপানের অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আবহাওয়া কর্মকর্তারা, বায়ু রেখাটি চলতি সপ্তাহের মাঝামাঝি নাগাদ পর্যন্ত প্রধানত পশ্চিম জাপানে অব্যাহত বৃষ্টি বয়ে নিয়ে আসব
Read More **-------------**------------** Jun 1930আফ্রিকায় জাপানী বিনিয়োগ টিক্যাডের আলোচনাadmin June 30 আফ্রিকায় জাপানী বিনিয়োগ টিক্যাডের আলোচনা
জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে, চলতি বছর টোকিওতে অনুষ্ঠিতব্য আফ্রিকা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন বা টিক্যাডের বৈঠকে জাপানের বিনিয়োগ সম্প্রসারিত করার বিষয়ে আলোচনা করার ইচ্ছা ব্যক্ত করেছেন।
আজ আবে, ওসাকায় চলমান জি ২০ শীর্ষ বৈঠকের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে এক বৈঠকে মিলিত হন।
আবে, চলতি বছরের টিক্যাডের বৈঠকে জাপান এবং আফ্রিকার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের উপর আলোকপাত করা হবে বলে উল্লেখ করেন। এবছর অগাস্ট মাসে, টোকিওর অদূরে অবস্থিত ইয়োকোহামায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
আবে, সম্মেলনটি সফল করতে দক্ষিণ আফ্রিকার সহযোগিতার জন্য রামাফোসার প্রতি আহ্বান জানান।
জবাবে রামাফোসা, জাপানী কোম্পানিগুলোর কাছ থেকে আরও বেশী বিনিয়োগের
Read More **-------------**------------** Jun 1929ওসাকায় ট্রাম্প-জিনপিং বাণিজ্য বৈঠক শনিবারadmin June 29 ওসাকায় ট্রাম্প-জিনপিং বাণিজ্য বৈঠক শনিবারজাপানের বাণিজ্যিক শহর ওসাকায় আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী জি-২০ সম্মেলন। বৈশ্বিক অর্থনৈতিক সংকট মোকাবিলায় এ সম্মেলনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিশেষ করে চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধের বিষয়টিই এখানে বেশি গুরুত্ব পাচ্ছে। এদিকে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে আগামীকাল শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বহুল আকাঙ্ক্ষিত বাণিজ্য আলোচনা হবে। স্থানীয় সময় বেলা ১১.৩০টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। হোয়াইট হাউসের এক মুখপাত্র একথা জানিয়েছেন। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই বাণিজ্য আলোচনাকে ঘিরে সারাবিশ্বের নজর এখন জি-২০ সম্মেলনের দিকে। কেননা দুই দেশের মধ্যে এ নিয়ে জল অনেকটা গড়িয়েছে। বৈরিতার অনRead More **-------------**------------** Jun 1929জাপানের প্রধানমন্ত্রীর ডিজিটাল অর্থনৈতিক আইন নিয়ে আলোচনার প্রস্তাব
ওসাকায় আয়োজিত জি-টোয়েন্টি'র শীর্ষ সম্মেলনে, জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে ডিজিটাল অর্থনীতি সংক্রান্ত আইন নিয়ে আলোচনা করার জন্য একটি নতুন আন্তর্জাতিক কাঠামো প্রণয়নের প্রস্তাব দিয়েছেন। জাপান সরকার একে "ওসাকা ট্র্যাক" বলে অভিহিত করে।
বিশ্বনেতারা এ বিষয়ে তাদের অবস্থান অনুধাবনের উদ্দেশ্যে শুক্রবার এই পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য বৈঠক করেন। আবে চলতি বছরের গোড়ার দিকে দাভোস'এর বিশ্ব অর্থনৈতিক ফোরামে প্রথমবারের মত তার এই ধারণা উত্থাপন করেন।
আবে উপাত্ত প্রবাহের উপর থেকে নিয়ন্ত্রণ শিথিল করার জন্য জি-টোয়েন্টি'র অন্যান্য নেতাদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, "এই দ্রুত অগ্রসরমান ডিজিটালকরণের ব্যাপক সম্ভাবনাকে সর্বোচ্চ পর্যায়ে উন
Read More **-------------**------------** Jun 1928সুইস ব্যাংকে বেড়েছে বাংলাদেশিদের টাকাadmin June 28 সুইস ব্যাংকে বেড়েছে বাংলাদেশিদের টাকাসুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানতের পরিমাণ আবারো বেড়েছে। ২০১৮ সালে বাংলাদেশিদের মোট সঞ্চয়ের পরিমাণ দাঁড়িয়েছে পাঁচ হাজার ৩৭৩ কোটি টাকা। জমাকৃত এ টাকার পরিমাণ দেশের কমপক্ষে ১২টি বেসরকারি ব্যাংকের পরিশোধিত মূলধনের সমান। ২০১৭ সালে এর পরিমাণ ছিল চার হাজার ১৩৯ কোটি টাকা। এ হিসাবে বছরে এক হাজার ২৩৪ কোটি টাকা বেড়েছে। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের (এসএনবি) ‘ব্যাংকস ইন সুইজারল্যান্ড’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়। সুইস কেন্দ্রীয় ব্যাংকের ঘোষণা অনুযায়ী, নাগরিকত্ব গোপন রেখেছে- এমন বাংলাদেশিদের জমা রাখা অর্থ এই হিসাবের মধ্য রাখা হয়নি। এছাড়া গচ্ছিত সোনা কিংবা মূল্যবান সামগ্রীর আর্থিক হিসাবও বRead More **-------------**------------** Jun 1928মৌসুমি ঝড়ের প্রভাবে জাপান জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা
জাপানের দক্ষিণের দ্বীপ কিয়ুশুর পূর্ব উপকূলের অদূরের একটি মৌসুমি নিম্নচাপ মৌসুমি ঝড়ে উন্নীত হওয়ায় সেটি দেশের বেশিরভাগ অঞ্চলের উপর ভারী বৃষ্টিপাতের সৃষ্টি করতে পারে।
জাপানের আবহাওয়া এজেন্সি বলছে, দেশজুড়ে বিস্তৃত একটি আবহাওয়া পরিস্থিতির দিকে উষ্ণ, আর্দ্র বায়ু ধাবিত হওয়ায় দেশের পশ্চিম অংশের কানসাই অঞ্চলের উপর বৃষ্টি-মেঘের সৃষ্টি হয়েছে।
জাপান সাগরের অদূরের আরেকটি নিম্নচাপ ব্যবস্থা'সহ এই আবহাওয়া পরিস্থিতি আগামী কয়েক ঘণ্টায় আরও উত্তরের দিকে অগ্রসর হবে বলে প্রত্যাশা করা হচ্ছে যা একটি বিস্তৃত এলাকা জুড়ে আবহাওয়ার অবস্থাকে অস্থিতিশীল করে তুলবে। আজ সন্ধ্যা পর্যন্ত পশ্চিম জাপানে এবং আগামীকাল পুরো দিন উত্তরপূর্ব ও পূর্ব জাপানে বৃষ্টির পাশাপাশি
Read More **-------------**------------** Jun 1926ভারত জয়ের স্বপ্ন নিয়ে ফ্রান্সে সাকিবadmin June 26 ভারত জয়ের স্বপ্ন নিয়ে ফ্রান্সে সাকিবRead More **-------------**------------** Jun 1926জাপানে যৌন অপরাধের বিরুদ্ধে কঠোরতর আইনের আহবান ভুক্তভোগীদেরজাপানে যৌন অপরাধীদের বিরুদ্ধে আইনের ধারা আরও কঠোর করার জন্য প্রচারণা চালাচ্ছেন যৌন সহিংসতার ভুক্তভোগী এবং তাদের সমর্থকেরা। আজ আইন মন্ত্রণালয়ে যাওয়া তিনটি গ্রুপের প্রতিনিধিরা ৪৫ হাজারেরও বেশি লোকের স্বাক্ষরকৃত একটি আবেদন জমা দেন। উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে মধ্য জাপানের নাগোইয়া জেলা আদালতের ওকাযাকি শাখার দেয়া এক রায়ের পর এই প্রচার কার্যক্রমের সূচনা ঘটে। ঐ রায়ের মাধ্যমে নিজের কন্যাকে যৌন নিপীড়ন করা এক পুরুষ ব্যক্তিকে আদালত খালাস দেয়। এতে উল্লেখ করা হয় যে তিনি তার কন্যার সম্মতি না নিয়েই যৌন সম্পর্কে মিলিত হন। তবে, ঐ ব্যক্তি যে কন্যার প্রতিরোধ অক্ষমতার সুযোগ নিয়েছিলেন, বাদীর আইনজীবীর এরকম যুক্তি বাতিল করে দেয়া হয় রায়ে। আইনি ধারার আওতায়, যRead More **-------------**------------** Jun 1924জাপানের ভূমিকম্প দুর্গত ইয়ামাগাতা জেলায় স্বেচ্ছাসেবীরা ধ্বংসাবশেষ সরাতে সাহায্য করছেনadmin June 24 জাপানের ভূমিকম্প দুর্গত ইয়ামাগাতা জেলায় স্বেচ্ছাসেবীরা ধ্বংসাবশেষ সরাতে সাহায্য করছেন
গত মঙ্গলবার উত্তর জাপান উপকূলে একটি ৬.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর আজ ইয়ামাগাতা জেলায় ভূমিকম্পের ধ্বংসাবশেষ সরাতে সহায়তা করেন স্বেচ্ছাসেবকরা।
জাপানি ভূমিকম্প পরিমাপকের ০ থেকে ৭ মাত্রার মধ্যে মাইনাস-৬ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা ৎসুরুওকা শহরে বাড়ি-ঘরের ছাদের উপর থেকে অনেক টাইলস ভূমিতে পড়ে যায়। ৎসুরুওকা, ইওয়াতে জেলা এবং টোকিওর ১৪ জন স্বেচ্ছাসেবী আজ তিনটি নির্দিষ্ট স্থানে এসব ধ্বংসাবশেষ সরানো এবং আলাদা করতে সাহায্য করেন।
বয়স চল্লিশের কোঠায় থাকা একজন স্বেচ্ছাসেবী বলেন যে তার নিজ শহরও একটি বড় ধরণের ভূমিকম্পে আক্রান্ত হবার কারণে তিনি কিছু একটা করতে চান। একজন নগর কর্মকর্তা বলেন, ধ্বংসাবশেষ সরানোর কাজে তাদের
Read More **-------------**------------** Jun 1923২০২০ অলিম্পিকের বাঁছাই পর্বে খেলার লক্ষ্য নির্ধারণ ৩৭ জন শরণার্থীর: আইওসিadmin June 23 ২০২০ অলিম্পিকের বাঁছাই পর্বে খেলার লক্ষ্য নির্ধারণ ৩৭ জন শরণার্থীর: আইওসি
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইওসি ৩৭ জন শরণার্থীর একটি তালিকা প্রকাশ করেছে যাদেরকে অলিম্পিক বৃত্তি প্রদান করা হচ্ছে এবং কমিটি আশা করছে, আগামী বছরের টোকিও গেমসে তারা খেলার যোগ্যতা অর্জন করবেন।
আইওসি'র প্রেসিডেন্ট থমাস বাক বৃহস্পতিবার সুইস শহর লজান'এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, শরণার্থীদের এই গ্রুপ ২০১৬ সালে রিও ডে জানেইরো'র ১০ সদস্যের দলের চেয়ে বড় হবে।
তিনি এও বলেন, রিও গেমসে অংশগ্রহণ করা ১০ জন সহ এই ৩৭ জন খেলোয়াড়কে অলিম্পিক বৃত্তি প্রদান করা হচ্ছে। এদের মধ্যে সিরিয়া ও আফগানিস্তানের শরণার্থীরাও রয়েছেন।
তারা আন্তর্জাতিক মানদণ্ড পূরণের জন্য বড় বড় প্রতিযোগিতায় অংশগ্রহণের পরে আগামী বছরের জুন মাসের বাঁছাই পর্বের খেলায় যোগ
Read More **-------------**------------** |
Bangla DailiesWeekliesResourcesEntertainmentSports Links |