জাপান জুড়ে তীব্র দাবদাহ অব্যাহত
Read More
**-------------**------------**
|
Community Events
Aug 199জাপান জুড়ে তীব্র দাবদাহ অব্যাহতadmin August 9 জাপান জুড়ে তীব্র দাবদাহ অব্যাহত
জাপানের কান্তো অঞ্চলের কিছু অংশে তাপমাত্রা প্রায় ৩৯ ডিগ্রী সেলসিয়াস ওঠার মধ্যে দিয়ে আজ জাপানের বেশিরভাগ অংশেই পারদ বেশ উঁচু অবস্থানে ছিল।
এই অঞ্চলের অনেক স্থানেই আবহাওয়া চলতি বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ ছিল।
গুনমা জেলার মায়েবাশি এবং ইসেসাকি শহরে তাপমাত্রা ৩৮.৯ ডিগ্রী এবং তোচিগি জেলার সানো শহরে ৩৮.৭ ডিগ্রী পর্যন্ত ওঠে।
আগামীকাল আরও গরম আবহাওয়ার পূর্বাভাষ দেয়া হয়েছে।
জাপানের আবহাওয়া এজেন্সি বলছে, গতকাল পর্যন্ত গত দু'সপ্তাহে দিনের গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল দেশজুড়ে যে কোন বছরের গড় তাপমাত্রা হতে ১.৫ থেকে ৩ ডিগ্রী সেলসিয়াস বেশি।
Read More **-------------**------------** Aug 197গত সপ্তাহে জাপান জুড়ে ১৮ হাজারেরও বেশি ব্যক্তি হিটস্ট্রোকে আক্রান্ত
জাপানের অগ্নি এবং দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সির কর্মকর্তারা বলছেন, গত রবিবার শেষ হওয়া সপ্তাহটিতে অতি উচ্চ তাপমাত্রা অব্যাহত থাকার কারণে হিটস্ট্রোকে আক্রান্ত হওয়ায় দেশজুড়ে ১৮ হাজারেরও বেশি ব্যক্তিকে হাসপাতালে নেয়া হয়েছে।
এজেন্সি জানাচ্ছে যে গতমাসের ২৯ তারিখ থেকে চলতি মাসের ৪ তারিখ পর্যন্ত ১৮ হাজার ৩শ ৪৭ ব্যক্তি হিটস্ট্রোকে আক্রান্ত হন। এটি এর পূর্ববর্তী সপ্তাহের তুলনায় তিনগুণেরও বেশি। আক্রান্তদের মধ্যে প্রায় ১০ হাজার ব্যক্তির বয়স ৬৫ বা তার চাইতে বেশি।
এজেন্সি কর্মকর্তারা বলছেন, আক্রান্তদের মধ্যে ৫৭ জনের মৃত্যু ঘটেছে এবং ৭শ ২৯ জন মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ায় দীর্ঘসময় ধরে তাদের হাসপাতালে অবস্থানের প্রয়োজন হয়।
কর্মকর্তারা আরও বলছেন যে
Read More **-------------**------------** Aug 197আণবিক বোমা হামলার ৭৪ বছর পূর্তিতে হিরোশিমায় স্মারক অনুষ্ঠানের আয়োজন
জাপানের শহর হিরোশিমায় বিশ্বের প্রথমবারের মত আণবিক বোমা হামলার ৭৪তম বার্ষিকী উদযাপিত হয়েছে।
আজ হিরোশিমা শান্তি স্মৃতি উদ্যানে সকাল ৮টায় এক স্মারক অনুষ্ঠান শুরু হয়। জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে ও ৯২টি দেশের প্রতিনিধি'সহ প্রায় ৫০ হাজার লোক এতে অংশ নেন।
সেখানকার একটি স্মৃতিস্তম্ভে ৩ লক্ষ ১৯ হাজার ৮৬ জন নিহত ব্যক্তির নামের একটি তালিকা স্থাপন করা হয়েছে। ঐ তালিকায় গত ১২ মাসে নিহতদের নামও অন্তর্ভুক্ত আছে।
স্মারক অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা আজ সকাল ৮টা ১৫ মিনিটে অর্থাৎ ১৯৪৫ সালের ৬ই আগস্ট আণবিক বোমা ফেলার মুহূর্তটিতে এক মৌন প্রার্থনায় মিলিত হন।
উল্লেখ্য, একটি পরমাণু অস্ত্র মুক্ত বিশ্ব অর্জনের সম্ভাবনা নিয়ে ক্রমবর্ধমান অনিশ
Read More **-------------**------------** Aug 196নারী ব্রিটিশ ওপেন জিতে নিলেন ২০ বছর বয়সী জাপানি খেলোয়াড় শিবুনো
জাপানের লড়াকু গলফার হিনাকো শিবুনো নির্দিষ্ট সীমার চাইতে ১৮ টি শট কম খেলে নারী বিভাগে ব্রিটিশ ওপেন জিতে নিয়েছেন। ২০ বছর বয়সী শিবুনো গলফে এমন সম্মানজনক পদক জিতে নেয়া দ্বিতীয় জাপানি এবং ৪২ বছরের মধ্যে প্রথম।
এটি ছিল তার প্রথম বিদেশী প্রতিযোগীতায় অংশগ্রহণ। তিনি এই মৌসুমে দেশে দুটি ট্যুর প্রতিযোগিতাও জিতে নিয়েছেন।
চূড়ান্ত রাউন্ডে যাওয়ার সময় তিনি রোববার পারের চেয়ে ১৪ শট কম খেলেছেন এবং রানার আপের চেয়ে দুই শট এগিয়ে থেকে শীর্ষে ছিলেন।
সামনের নয়টি হোলের ক্ষেত্রে তিনি তৃতীয় স্থানে চলে গেলেও দশম, বারতম, তেরতম এবং পনেরতম হোলের ক্ষেত্রে এগিয়ে থাকা লিজেটে সালাসের সাথে একই অবস্থানে থাকেন। সালাসকে হারাতে শিবুনো পুনরায় এক শটে আঠারতম হোলে বল ফেল
Read More **-------------**------------** Aug 193হজ্বের মওসুম : আল্লাহর হুকুমের সামনে যেন সমর্পিত হইadmin August 3 হজ্বের মওসুম : আল্লাহর হুকুমের সামনে যেন সমর্পিত হইশাওয়াল মাসের আগমনের মাধ্যমে ‘আশহুরে হজ্ব’ বা হজ্বের মাসসমূহের সূচনা হয়েছে। কুরআন মাজীদে ইরশাদ হয়েছে- ‘اَلْحَجُّ اَشْهُرٌ مَّعْلُوْمٰتٌ’ ‘হজ্ব হচ্ছে নির্দিষ্ট মাস কয়েক।’ অর্থাৎ এই মাসগুলো হজ্বের মওসুম। এই সময় হজ্বের ইহরাম করা যায়। আর হজ্বের নির্ধারিত কাজসমূহ সম্পন্ন হয় যিলহজ্বের সেই দিনগুলোতে। হজ্ব ইসলামের অন্যতম রোকন। হাদীস শরীফে তাওহীদ ও রিসালাতের সাক্ষ্যদান তথা ঈমানের পর যে চার ফরয ইবাদতকে ইসলামের ভিত্তি বলা হয়েছে হজ্ব তার অন্যতম। কাজেই হজ্বের গুরুত্ব উপলব্ধি করা প্রয়োজন। কুরআন মাজীদে সামর্থ্যবানদের উপর হজ্ব ফরয হওয়ার বিধান এসেছে খুবই তাকীদের সাথে । ইরশাদ হয়েছে- وَ لِلهِ عَلَی النَّاسِ حِجُّ الْبَیْتِ مَنِ اسْتَطَاعَ اِلَیْهِ سَبِیْلًا، وَ مَنْ كَفَرَ فَاِنَّ اللهَ غَنِیٌ عَنِ الْعٰلَمِیْنَ. মানুষের মধ্যে যারRead More **-------------**------------** Aug 193জাপানে তাপদাহে ৭ জনের মৃত্যুadmin August 3 জাপানে তাপদাহে ৭ জনের মৃত্যু
জাপানে প্রচণ্ড তাপদাহে ৫টি জেলায় মৃত্যের সংখ্যা দাঁড়িয়েছে ন্যূনতম ৭ জনে।
মৃত ব্যক্তিদের মধ্যে ৩ জন উত্তরের জেলা হোক্কাইদো'র। এই জেলাটিতে দেশের অন্যান্য অংশের চেয়ে সাধারণত শীতল আবহাওয়া বিরাজ করে।
এই ৩ জনের মধ্যে ৬০-এর কোঠার এক পুরুষকে মিকাসা শহরে মধ্যরাতের পর পরই তার বিছানায় অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে তাকে তাপদাহে মৃত বলে হাসপাতাল কর্তৃপক্ষ ঘোষণা করে।
নোবোরিবেৎসু শহরের ৬০-এর কোঠার এক নারীকে খুব সকালের দিকে পরিবারের অন্য এক সদস্য টয়লেটে অজ্ঞান অবস্থায় খুঁজে পান। যে ডাক্তার তার মৃত্যু নিশ্চিত করেন তিনি জানান, তার শরীরের তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে। তাদের ধারণা তিনি তাপদাহে মৃত্যুবরণ করেন।
বিহোরো শহরে, ৮০-এর কোঠ
Read More **-------------**------------** Aug 192জাপানের কাছ থেকে ৫ গুণ খরচ চায় যুক্তরাষ্ট্রadmin August 2 জাপানের কাছ থেকে ৫ গুণ খরচ চায় যুক্তরাষ্ট্রজাপানে যেসব মার্কিন সেনা মোতায়েন রয়েছে, তাদের জন্য টোকিওকে পাঁচগুণ খরচ বাড়ানোর চাপ দিচ্ছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন যে, মার্কিন সেনাদের পেছনে জাপান যথেষ্ট পরিমাণ অর্থ ব্যয় করছে না। ফলে মার্কিন সেনারা এক রকমের অন্যায্য ভার বহন করছে। জাপানের সঙ্গে কয়েক দশক আগে সই হওয়া সামরিক চুক্তিকেও অন্যায্য বলে মন্তব্য করেন ট্রাম্প। গত মাসে তিনি জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবেকে চুক্তিটি সংশোধন করার প্রস্তাব দেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, দেখুন- যদি কেউ জাপানে হামলা চালায় তা হলে আমরা তার বিরুদ্ধে যুদ্ধ করব কিন্তু আমাদের ওপর কেউ আক্রমণ করলে জাপান যুদ্ধ করবে না- এটি অন্যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মসমর্পণ করার পর টোকিও এবং ওয়াশিংটনের মধ্যে একটি সামরিRead More **-------------**------------** Aug 192শেষ বেলায় টোকিও শেয়ার বাজারে সীমিত মূল্য বৃদ্ধির প্রবণতা
আজ দিনের শুরুতে টোকিও শেয়ার বাজারে দরপতন ঘটলেও শেষ পর্যন্ত দর কিছুটা বৃদ্ধি পেয়ে লেনদেন শেষ হয়।
২শ ২৫টি নির্বাচিত শেয়ারের নিক্কেই গড় সূচক গতকালের শেষ বেলার মূল্য থেকে ১৯ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ২১ হাজার ৫শ ৪০ পয়েন্টে দিন শেষ করে।
বাজারের ক্রীড়নকরা বলছে, বাজার খোলার অব্যবহিত পরে ঐ সূচক ২শ পয়েন্টেরও বেশি নেমে গেলেও ইয়েনের অবস্থান দুর্বল হওয়ার মাঝে বিনিয়োগকারীরা পুনরায় শেয়ার কেন নেন।
তাদের ভাষ্যানুযায়ী, দশ বছরের মধ্যে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হারের প্রথম হ্রাস মার্কিন অর্থনীতি এবং আর্থিক নীতিতে কি প্রভাব রাখে, তার উপর লক্ষ্য রেখে অনেক বিনিয়োগকারীই আজ বাজারে বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক বা দ্বিধান্বিত অবস্থানে ছিল।
Read More **-------------**------------** Jul 1931তীব্র গরমে প্রাণ গেলো ১১ জাপানিরadmin July 31 তীব্র গরমে প্রাণ গেলো ১১ জাপানিরতীব্র দাবদাহের জেরে জাপানে মারা গেলেন ১১ জন। এছাড়া অসুস্থ ৫,৬৬৪ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার জাপান সরকার প্রকাশিত বিবৃতিতে এই তথ্য জানা গিয়েছে। বর্ষার পরে জাপানের বেশির ভাগ এলাকায় তাপমাত্রা হু হু করে বাড়ছে। মাত্র এক সপ্তাহের মধ্যে গরমে কাহিল হয়ে হাসপাতালে রোগীর ভিড় উল্লেখযোগ্য হারে বেড়েছে। তাঁদের মধ্যে ১১৯ জনের শারীরিক পরিস্থিতি এমনই যে, তিন সপ্তাহের আগে তাঁদের সুস্থ হওয়ার সম্ভাবনা নেই। দাবদাহে নিহত ১১ জনের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মৃত্যু দেখা দিয়েছে আইচি প্রিফেকচারে। এখানে গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯২ জন। এছাড়া, ওসাকা ও টোকিও প্রিফেকচারে অসুস্থ হয়ে পড়েছেন যথাক্রমে ৩৮৮ ও ২৯৯ জন। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী সRead More **-------------**------------** Jul 1931জাপানে গত এক সপ্তাহে ৫ হাজারেরও বেশি লোক তাপদাহে আক্রান্ত
জাপান জুড়ে প্রচণ্ড উষ্ণ আবহাওয়ার কারণে রবিবার পর্যন্ত এক সপ্তাহে সারা দেশ থেকে ৫ হাজার ৬০০ জনেরও বেশি লোককে তাপদাহে আক্রান্ত হওয়ার দরুন হাসপাতালে নিয়ে যাওয়া হয় যা এর আগের এক সপ্তাহ থেকে প্রায় তিন গুণ বেশি।
অগ্নি ও দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সি জানায়, ৫ হাজার ৬৬৪ জন রোগীর মধ্যে ২ হাজার ৯৭৮ জনের বয়স ৬৫ বা তার চেয়ে বেশি এবং ১১ জন নিহত হন।
কর্মকর্তারা বলছেন, ১ হাজার ৯৯৩ জন রোগী বাড়িতে এবং ৯৫৭ জন রাস্তায় অসুস্থ হয়ে পড়েন।
গত সপ্তাহে জাপানের অনেক অংশে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যায়।
আবহাওয়া কর্মকর্তারা সতর্ক করছেন যে, তাপ তরঙ্গ আগামী এক সপ্তাহ বা তার থেকেও বেশি দিন দীর্ঘস্থায়ী হতে পারে। কর্মকর্তারা তাপদাহের বিরুদ্ধে পূর্ব সতর্কতাম
Read More **-------------**------------** Jul 1930কণ্ঠ হারাল মিনি মাউসadmin July 30 কণ্ঠ হারাল মিনি মাউসRead More **-------------**------------** Jul 1930হাকাতা ও বুসানের মধ্যে চলবে নতুন উচ্চ গতিসম্পন্ন ফেরিজাপানের দক্ষিণাঞ্চলীয় বন্দর হাকাতা এবং দক্ষিণ কোরীয় শহর বুসানের মধ্যে নতুন একটি উচ্চ গতিসম্পন্ন ফেরি ২০২০ টোকিও অলিম্পিক শুরু হওয়ার ঠিক আগ দিয়ে এর কার্যক্রম আরম্ভ করবে।
সোমবার জেআর কিউশু গ্রুপ ঘোষণা দেয় যে 'কুইন বিটল' নামের ফেরিটি আগামী বছরের ১৫ই জুলাই থেকে পরিসেবা কার্যক্রম শুরু করবে।
নৌযানটির মোট ধারণক্ষমতা পাঁচশো ২ জন যাত্রী, যা বর্তমানে ব্যবহৃত বিটল ফেরির তুলনায় ২.৬ গুণ বেশি। ফেরিটিতে একটি বিজনেস ক্লাস অঞ্চল, শুল্কমুক্ত দোকান এবং ক্যান্টিন রয়েছে।
এছাড়াও, হুইল চেয়ার ব্যবহারকারীদের জন্য ঢালু পথ ও লিফট, শিশুদের জন্য একটি কক্ষ এবং ব্রেস্ট ফিডিংয়ে জন্য নির্দিষ্ট স্থানসহ অন্যান্য সুযোগসুবিধা রয়েছে।
ঐতিহ
Read More **-------------**------------** Jul 1929৩ দিনের সফরে ঢাকা আসছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রীজাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে আবারো বাংলাদেশের ভোট চায় জাপান। এর বিপরীতে বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বিনিয়োগ এবং রোহিঙ্গা ইস্যুতে জাপানের কাছে সরব সমর্থন চায় বাংলাদেশ। এসব বিষয়ে আলোচনা করতে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো আজ সোমবার বাংলাদেশ সফরে আসছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের আমন্ত্রণে ৩ দিনের সফরে কক্সবাজারের একাধিক শিবিরে আশ্রয় নেয়া মিয়ানমারের নাগরিক রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে আলাপ করবেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী। কূটনৈতিক সূত্রে জানা গেছে, আগামী ২০২৩-২০২৪ মেয়াদে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদের ভোটে জাপানের অংশ নেওয়ার ঘোষণা অনেক আগেই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রীRead More **-------------**------------** Jul 1929জাপানের ফুকুশিমায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত শেষ বন্দরটি আবার চালু
উত্তর জাপানের ফুকুশিমা জেলার ২০১১ সালের দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০টি মৎস্য বন্দরের মধ্যে শেষটি বর্তমানে আবার চালু করা হয়েছে।
পুনরুদ্ধার কর্মকাণ্ড শেষ হয়ে যাওয়ার পরে ৮ বছর ৪ মাসের মধ্যে প্রথম শুক্রবার তোমিকা বন্দর আবার চালু করা হয়।
২০১১ সালের ১১ই মার্চের শক্তিশালী ভূমিকম্পের পরে ২০ মিটারেরও বেশি উঁচু এক ৎসুনামিতে বন্দরটি ধ্বংসপ্রাপ্ত হয় এবং এখানে নোঙ্গর করা অধিকাংশ নৌকা ভেসে যায়। কাছের ফুকুশিমা দাইইচি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের দুর্ঘটনা সম্বন্ধে নিশ্চিত হওয়ার পরে এলাকাটি একটি প্রবেশ নিষেধ স্থান হিসেবেও চিহ্নিত হয়।
২ বছর আগে প্রবেশ নিষেধ এলাকার আদেশ তুলে নেয়ার পরে এই বন্দরের পুনরুদ্ধার কাজ শুরু হয়।
শুক্রবারের এক অনুষ্ঠানে, দুর
Read More **-------------**------------** Jul 1928জাপান, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরীয় আইনপ্রনেতাদের বৈঠক
গতকাল জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার আইনপ্রনেতারা ওয়াশিংটনে এক বার্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। জাপান এবং দক্ষিণ কোরীয় রাজনীতিবিদরা, উভয় দেশের মধ্যকার উত্তেজনা প্রশমনের লক্ষ্যে তাদের সরকারদের প্রতি আহ্বান জানানোর জন্য কাজ করতে মতৈক্যে পৌঁছান।
১৭ জন আইনপ্রনেতা এবং অন্যান্যরা, প্রায় ৩ ঘণ্টা ব্যাপী বৈঠকে অংশ গ্রহণ করেন। যুদ্ধ কালীন শ্রম সমস্যা এবং জাপানের রপ্তানি নিয়ন্ত্রণ নিয়ে জাপান ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার ক্রম বর্ধমান উত্তেজনা আলোচ্য সূচীর প্রধান বিষয় ছিল।
দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদল জানায়, দক্ষিণ কোরিয়ার বাজারে রপ্তানির জন্য জাপানের আরও কঠোর পরীক্ষা নিরীক্ষা, যুদ্ধ কালীন শ্রম সমস্যা সম্পর্কিত বিরোধের প্রতিশোধমূলক প
Read More **-------------**------------** |
Bangla DailiesWeekliesResourcesEntertainmentSports Links |