জাপানে ব্যাংক কর্মীর সংখ্যা হ্রাস
Read More
**-------------**------------**
|
Community Events
Aug 1925জাপানে ব্যাংক কর্মীর সংখ্যা হ্রাসadmin August 25 জাপানে ব্যাংক কর্মীর সংখ্যা হ্রাস
জাপানে, চলতি বছর ৩১শে মার্চ পর্যন্ত গত এক বছরে ব্যাংক কর্মীর সংখ্যা ৩ হাজার ৬২৯ জনের বেশী হ্রাস পেয়েছে। এটি হচ্ছে, ২০০৬ সালের পর থেকে সর্বোচ্চ হ্রাস।
একটি গবেষণা কোম্পানি অনুযায়ী, চলতি বছর মার্চের শেষে সমগ্র জাপানের ৮১টি ব্যাংকের মোট কর্মীর সংখ্যা ২ লাখ ২৩ হাজার ৭৭৮ জন ছিল। এগুলোর মধ্যে ৬২টি বা ৮০ শতাংশ ব্যাংক নিজেদের কর্মী সংখ্যা হ্রাস করেছে।
ডিজিটাল প্রযুক্তি প্রবর্তনের মাধ্যমে ব্যাংকগুলো, দক্ষতার সঙ্গে কর্মকাণ্ড পরিচালনা এবং বিপুল পরিমাণ তথ্য উপাত্তের প্রক্রিয়া স্বয়ংক্রিয় ব্যবস্থায় রূপান্তরিত করে নিতে সক্ষম হচ্ছে।
ইন্টারনেট ব্যাংকিংএর এই যুগে, সরাসরি ব্যাংকে আসা গ্রাহকদের সংখ্যা হ্রাস পেয়ে চলায় ব্যাংকের বিভিন্ন শাখা পুনর্বিন্যাস করে নেয়া ব্যাংকের
Read More **-------------**------------** Aug 1923এশিয়ার অন্যান্য দেশকে সাহায্য করবে জাপান, চীন ও দক্ষিণ কোরিয়া
জাপান, চীন ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা পরিবেশ সংরক্ষণ ও দুর্যোগ ঝুঁকি হ্রাসের মত ক্ষেত্রগুলোতে এশিয়ার অন্যান্য দেশের সাথে সহযোগিতা এগিয়ে নিতে সম্মত হয়েছেন।
জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং দক্ষিণ কোরিয়ার মন্ত্রী কাং গিওন-হোয়া গতকাল বেইজিংয়ে তাঁদের বৈঠকে 'ত্রিপাক্ষিক প্লাস এক্স সহযোগিতা' - এই নামের একটি দলিল প্রস্তুত করেছেন।
এশিয়া এবং এর বাইরে যৌথভাবে অভিন্ন টেকসই উন্নয়ন এগিয়ে নেয়ায় সাহায্য করতে দেশগুলোর ইচ্ছা দলিলে তুলে ধরা হয়।
এতে বলা হয়েছে, "এশিয়ায় প্রচুর সংখ্যক উন্নয়নশীল দেশের উপস্থিতি এবং মারাত্মক রকমের অসম ও অপর্যাপ্ত যে উন্নয়নের মুখোমুখি এশিয়াকে হতে হচ্ছে - সেসব বিষয় বিবেচন
Read More **-------------**------------** Aug 1921প্রসঙ্গ : কুরবানীর গোশত বিতরণadmin August 21 প্রসঙ্গ : কুরবানীর গোশত বিতরণRead More **-------------**------------** Aug 1921টুইটার এবং ফেসবুক হংকং বিষয়ে কিছু একাউন্ট স্থগিত করে রেখেছেমার্কিন সামাজিক মাধ্যম কোম্পানি, টুইটার এবং ফেসবুক জানিয়েছে যে, তারা হংকং'এর চলমান প্রতিবাদ-বিক্ষোভের বিরুদ্ধ মনোভাব প্রকাশ করা কিছু একাউন্ট স্থগিত করে রেখেছে। তারা জানাচ্ছে, তারা এইসব একাউন্টে চীনা কর্তৃপক্ষের সংশ্লিষ্টতা নিশ্চিত করেছে। টুইটার সোমবার জানায়, তারা ৯৩৬টি একাউন্ট স্থগিত করে রেখেছে যেগুলো চীনের মূল ভূখণ্ড থেকে তৈরি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তারা এও জানায়, এইসব একাউন্টে এমন সব বিষয়বস্তু রয়েছে যা হংকং'এর প্রতিবাদ বিক্ষোভের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করছে। টুইটার জানায়, তাদের সমীক্ষায় এইসব একাউন্টে চীনা কর্তৃপক্ষের পদ্ধতিগতভাবে জড়িত থাকার বিষয়টি তারা দেখতে পায়। ফেসবুকও সোমবার জানায়, তারা ৫টি একাউন্ট এবং ৭টি পেজ স্থগিত করে রাখে, এগRead More **-------------**------------** Aug 1919গান শোনাবে রাস্তা!admin August 19 গান শোনাবে রাস্তা!
গাড়ি চালকদের একঘেয়েমি কাটাতে বেশ কয়েকটি ‘মিউজিক্যাল রোড’ তৈরি করেছে জাপান। ২০১৬-র হিসেব বলছে, গোটা দেশে ৩০টিরও বেশি মিউজিক্যাল রোড রয়েছে এখানে। মিউজিক্যাল রোডের স্রষ্টা জাপানের ইঞ্জিনিয়র শিজুয়ো শিনোদা। তার পরিকল্পনাকে কাজে লাগিয়েই দেশের বিভিন্ন প্রান্তে মিউজিক্যাল রোড তৈরি করেছে জাপান।
শব্দ তৈরীর জন্য রাস্তাতেই এক ধরনের প্রযুক্তি ব্যবহার করেছেন ইঞ্জিনিয়াররা। কোথাও স্বল্প ব্যবধানে, কোথাও আবার বেশি ব্যবধানে রাস্তার এ প্রান্ত থেকে ও প্রান্তে সরু চ্যানেল কেটেছেন তারা। গাড়ি যখন ওই চ্যানেলগুলোর উপর দিয়ে যায়, তখন একটা কম্পন তৈরি হয়। আর সেই কম্পনেই সৃষ্টি হয় সুরের। চ্যানেলগুলো এমন ভাবে তৈরি করা হয়েছে যে, সেগুলো কখনও জাপানের লোকগাথা, কখনও জনপ্রিয় গানের সুর সৃষ্টি করে। রাস্তায় যেখ
Read More **-------------**------------** Aug 1919জাপান অলিম্পিকের জন্য ব্যক্তিগত বাড়িতে থাকার ব্যবস্থা করছে
জাপান সরকার, আগামী গ্রীষ্মে অলিম্পিক ও প্যারালিম্পিকের সময় আগত পর্যটকদের জন্য ব্যক্তিগত বাড়িতে থাকার একটি পরিকল্পনা এগিয়ে নিচ্ছে।
পর্যটন সংস্থা, পৌর সরকারগুলো বিশেষ অনুষ্ঠানগুলোর জন্য ব্যক্তিগত বাড়ি ব্যবহারের পরিকল্পনা জোরদারের পদক্ষেপ গ্রহণ করবে বলে আশাবাদ পোষণ করছে।
পরিকল্পনাটিতে, বৃহদাকারের অনুষ্ঠান চলাকালে আবাসস্থলের ঘাটতি থাকা এলাকায় স্বল্প সময়ের জন্য ব্যক্তিগত বাড়ি ভাড়া দেয়ার জন্য নাগরিকদের অনুরোধ জানানোর অনুমোদন দেয়া হয়েছে।
সরকার, ব্যক্তিগত বাড়ি ভাড়ায় দেয়ার সাধারণ ঘটনার তুলনায় এর আবেদন প্রক্রিয়া অপেক্ষাকৃত সহজ বলে জানায়।
সম্প্রতি পর্যটন সংস্থা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়, পরিকল্পনাটির জন্য প্রণীত নির্দেশনা সংশো
Read More **-------------**------------** Aug 1917ক্রোসা ধাবিত হচ্ছে উত্তর জাপানের দিকেadmin August 17 ক্রোসা ধাবিত হচ্ছে উত্তর জাপানের দিকে
গ্রীষ্মমন্ডলীয় ঝড় ক্রোসা বর্তমানে জাপানের উত্তরাঞ্চলের দিকে ধাবিত হওয়ায় শনিবার দেশের ঐ অংশে মুষলধারায় বৃষ্টিপাতের পূর্বাভাস করা হয়েছে।
পশ্চিম জাপানে আঘাত হেনে উত্তরের দিকে এগিয়ে চলা ক্রোসা'র প্রভাবে জাপানের ব্যাপক এলাকা জুড়ে প্রবল বর্ষণে ফুলেফেঁপে উঠছে বহু নদীর জল।
এই ঝড়ে দু'জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত ৪৯জন। গিফু শহরের নাগারা নদীতে পর্যটনে ব্যবহৃত ২০ জন যাত্রী বহন করার মত চারটি প্রমোদতরী ক্ষতিগ্রস্ত হয় এবং ভেসে চলে যায়।
এরপর শুক্রবারের সব পর্যটন ট্যুর স্থগিত করা হয়। উজানে প্রবল বৃষ্টিতে এই নদীর জল উপচে পড়ছে।
জাপানে এখন গ্রীষ্মকালীন ছুটির মরশুমের চূড়ান্ত পর্যায়ে বহু লোক ভ্রমণে বেরিয়েছেন। এই ঝড় আঘাত হানার ফলে মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে পরি
Read More **-------------**------------** Aug 1917কাশ্মীরে ভারতের গৃহীত পদক্ষেপের বিরোধিতায় জাপান প্রবাসী পাকিস্তানীদের সমাবেশadmin August 17 কাশ্মীরে ভারতের গৃহীত পদক্ষেপের বিরোধিতায় জাপান প্রবাসী পাকিস্তানীদের সমাবেশ
ভারত শাসিত কাশ্মীরের স্বায়ত্তশাসনের অধিকার ভারত বাতিল ক'রে দেওয়ার পর এই সিদ্ধান্তের বিরোধিতায় জাপানে প্রায় ৭০ জন প্রবাসী পাকিস্তানী প্রতিবাদ সমাবেশ করেছেন।
বৃহস্পতিবার টোকিওস্থ পাকিস্তানী দূতাবাসে তারা সমবেত হন। ভারত গতসপ্তাহে জম্মু ও কাশ্মীর রাজ্যকে দেওয়া বিশেষ মর্যাদা প্রত্যাহার ক'রে নেয়।
প্রতিবাদকারীরা বলেন ভারত এই পদক্ষেপ নেওয়ার পরে রাজ্যটিতে কারফিউ জারি করা হয়েছে যার ফলে মুসলিম ধর্মাবলম্বী ব্যক্তিদের মসজিদে গিয়ে প্রার্থনা করা সম্ভব হচ্ছে না।
একজন প্রতিবাদকারী বলেন, ইন্টারনেট ও টেলিফোন যোগাযোগ বিচ্ছিন্ন ক'রে দেওয়ার ফলে তিনি ভারত শাসিত কাশ্মীরে তার আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।
আরেক
Read More **-------------**------------** Aug 1916৮০০ পয়েন্ট মূল্য হারিয়েছে ডাও জোন্স শেয়ার সূচকadmin August 16 ৮০০ পয়েন্ট মূল্য হারিয়েছে ডাও জোন্স শেয়ার সূচক
শেয়ার ব্যবসায়ীরা সরকারি বণ্ডের সুদের হারকে মন্দার নতুন এক চিহ্ন হিসেবে ব্যাখ্যা করায় নিউ ইয়র্কে গতকাল শেয়ারের মূল্যে ধ্বস নামে।
ডাও জোন্স শিল্প সূচক ২৫,৪৭৯ পয়েন্টে দিন শেষ করেছে। এই মূল্য হচ্ছে আগের দিনের চাইতে ৮০০ পয়েন্ট কিংবা ৩ শতাংশের বেশি কম। চলতি বছরে এটা ওয়াল স্ট্রিটে সবচেয়ে বড় দরপতন।
দীর্ঘ মেয়াদী সরকারি বণ্ডের থেকে পাওয়া লাভের পরিমাণ হ্রাস পেয়ে স্বল্প মেয়াদী সরকারি বণ্ডের চাইতে সামান্য নিচে অবস্থান করায় এরকম ঘটে।
বাজার বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যেকার সাম্প্রতিক বাণিজ্য সংঘাত এবং হংকংয়ের অস্থিতিশীল পরিস্থিতির মত উপাদানের কারণে বণ্ডের বাজারের দিকে তহবিল ধাবিত হচ্ছে।
Read More **-------------**------------** Aug 1916জাপানের নিইগাতা ও ইয়ামাগাতা’য় দিনেরবেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যায়admin August 16 জাপানের নিইগাতা ও ইয়ামাগাতা'য় দিনেরবেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে
মারাত্মক এক মৌসুমী ঝড়ের বয়ে আনা উষ্ণ বায়ু জাপান সাগরের দিকে মুখ করে থাকা এলাকায় এক তাপ বলয় বয়ে এনেছে। বিশেষ করে হোকুরিকো অঞ্চল ও উত্তর-পূর্ব জাপানে উচ্চ তাপমাত্রা বিরাজ করছে।
নিইগাতা জেলার তাইনাই শহরে, বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে তাপমাত্রা ৪০.৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়, তেরাদোমারি এলাকার নাগাওকা শহরে তাপমাত্রা উঠে যায় ৪০.৬ ডিগ্রী সেলসিয়াসে। সানজো শহরে সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
ইয়ামাগাতা জেলায়, নেযুগাসেকি এলাকার ৎসুরুওকা শহরে তাপমাত্রা উঠে যায় ৪০.৪ ডিগ্রী সেলসিয়াসে এবং ইশিকাওয়া জেলার শিকা শহরের তাপমাত্রা ছিল ৪০.১ ডিগ্রী সেলসিয়াস।
আবহাওয়া এজেন্সি জানাচ্ছে, মারাত্মক এক মৌসুমী ঝ
Read More **-------------**------------** Aug 1913দক্ষিণ কোরিয়ার বিশেষ সুবিধাভোগী দেশের তালিকা থেকে জাপানের নাম প্রত্যাহারadmin August 13 দক্ষিণ কোরিয়ার বিশেষ সুবিধাভোগী দেশের তালিকা থেকে জাপানের নাম প্রত্যাহার
দক্ষিণ কোরিয়া জানিয়েছে যে, তারা অগ্রাধিকারমূলক রপ্তানি প্রক্রিয়ার সুবিধাভোগী দেশের তালিকা থেকে জাপানের নাম প্রত্যাহার করার পরিকল্পনা করেছে।
দক্ষিণ কোরিয়ার বাণিজ্য মন্ত্রী সুং ইউন-মো সোমবার বলেন, মন্ত্রণালয় জাপানকে একটি নতুন অবস্থানে রাখবে যাদের জন্য আরও কঠোর রপ্তানি নিয়ন্ত্রণ প্রযোজ্য হবে।
এই পরিকল্পনার অধীনে, জাপানের নাম স'উলের আস্থাভাজন বাণিজ্য অংশীদারের ২৯টি দেশের তালিকা থেকে বাদ দেয়া হবে।
বিভিন্ন কোম্পানিকে জাপানে পণ্য চালানের জন্য আরও বেশি দলিলাদি পেশ করতে হবে এবং পরীক্ষা-নিরীক্ষার প্রক্রিয়ার সময় দীর্ঘায়িত হবে বলে ধারণা করা হচ্ছে।
সুং বলেন, তা্দের একটি রপ্তানি নিয়ন্ত্রণ কাঠামোর সূচনা করা দরকার, কেননা প
Read More **-------------**------------** Aug 1913২০২০ অলিম্পিক গেমসের উন্মুক্ত পানিতে সাঁতার ইভেন্টের এক পরীক্ষামূলক প্রতিযোগিতা অনুষ্ঠিতadmin August 13 ২০২০ অলিম্পিক গেমসের উন্মুক্ত পানিতে সাঁতার ইভেন্টের এক পরীক্ষামূলক প্রতিযোগিতা অনুষ্ঠিত
২০২০ টোকিও অলিম্পিক গেমসের আয়োজক কমিটি পানির তাপমাত্রা, গুণাগুণ এবং সাধারণ পরিচালনা বিষয়গুলো নিশ্চিত করার জন্য উন্মুক্ত পানিতে সাঁতার ইভেন্টের এক পরীক্ষামূলক প্রতিযোগিতার আয়োজন করেছে।
রোববার টোকিওর উপকূলীয় এলাকার ওদাইবা ম্যারিন পার্কে আয়োজিত অলিম্পিক প্রতিযোগিতার অর্ধেক দূরত্ব ৫ কিলোমিটারের এক কোর্সে সারা বিশ্ব থেকে ৩৪ জন পুরুষ ও নারী সাঁতারু অংশ নেন।
এই ইভেন্টের পুরুষ ও নারী উভয় প্রতিযোগিতাই সকাল ৭টার দিকে শুরু হয়। পুরুষদের প্রতিযোগিতা সকাল ১০টায় শুরু হওয়ার কথা ছিল, তবে পানির তাপমাত্রা আন্তর্জাতিক সাঁতার সমিতি নির্ধারিত সর্বোচ্চ সীমা ৩১ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যাওয়ার এক সম্ভাবনা থেকে খেল
Read More **-------------**------------** Aug 1910তাওয়াফ অবস্থার ভ্রান্তিসমূহ-১ মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়াadmin August 10 তাওয়াফ অবস্থার ভ্রান্তিসমূহ-১মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়াতাওয়াফ করা হজের অন্যতম রুকন। অনেকেই এই তাওয়াফ করার সময় কিছু ভুলভ্রান্তি করে থাকে। এই নিবন্ধে আমরা তাওয়াফ বিষয়ক কিছু ভুল নিয়ে আলোচনা করতে চেষ্টা করব। তাওয়াফে নির্দিষ্ট দোয়াকে জরুরি মনে করা : তাওয়াফের প্রতি চক্করের জন্য ভিন্ন ভিন্ন নির্দিষ্ট দোয়া পড়াকে জরুরি মনে করে। ফলে নির্দিষ্ট ঐ দোয়া শেষ হয়ে গেলে অন্য দোয়া পড়ে না। নির্দিষ্ট দোয়াটি নিজের মুখস্থ না থাকলে অন্যের সাহায্য নেয়। এ ধারণা ভুল। তাওয়াফ অবস্থায় নির্দিষ্ট দোয়া পড়া জরুরি নয়। রুকনে ইয়ামানী ও হাজরে আসওয়াদের মাঝে ‘রাব্বানা আতিনা ফিদ্ দুনিয়া হাসানাহ... ’ এই দোয়া পড়া উত্তম। এটি হাদিস দ্বারা প্রমাণিত। এ ছাড়া পুরো তাওয়াফে মাছূর দোয়া তথা কুরআন-হাদিস বা সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত যে কোনো দোয়াই পড়া যেতRead More **-------------**------------** Aug 1910জাপানের এমিরিটাস সম্রাজ্ঞীর স্তন ক্যানসারের অস্ত্রপচার হবে
জাপানের রাজ পরিবার সংক্রান্ত এজেন্সি জানিয়েছে এমিরিটাস সম্রাজ্ঞী মিচিকো'র অপেক্ষাকৃত প্রাথমিক পর্যায়ের স্তন ক্যানসার ধরা পড়েছে।
তাঁর অস্ত্রপচারের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন এজেন্সির কর্মকর্তারা।
Read More **-------------**------------** Aug 199আসামা পর্বতে অগ্ন্যুৎপাতের পর সতর্কতা বজায় রাখার আহ্বান
মধ্য জাপানের আসামা পর্বতে গতরাতের হালকা অগ্ন্যুৎপাতের পর পর্বত থেকে দূরে থাকার আহ্বান লোকজনের প্রতি জানানো হচ্ছে।
নাগানো ও গুন্মা জেলার মাঝ বরাবর অবস্থিত সেই পাহাড়ে রাত দশটার অল্প পরের অগ্ন্যুৎপাতের পর আবহাওয়া এজেন্সি ৫ মাত্রার সতর্কতা স্কেলে আগ্নেয়গিরির সতর্কতা মাত্রা এক থেকে তিনে উন্নীত করে নিয়েছে। এর পর থেকে নতুন আর কোন অগ্ন্যুৎপাত দেখা যায়নি।
এজেন্সির কর্মকর্তারা বলেছেন জ্বালামুখ থেকে বের হয়ে আসা ধুঁয়া পাহাড়ের ১,৮০০ মিটার উচ্চতায় উঠে যায় এবং বড় আকারের পাথর জ্বালামুখ থেকে ২০০ মিটার পর্যন্ত দূরে উড়ে যায়।
গতকাল রাতের অগ্ন্যুৎপাত জ্বালামুখের নিচে আগ্নেয়গিরি-জনিত কম্পনের সংখ্যা হ্রাস পাওয়ার মুখে ঘটে। গত মাসে দিনে ৫০টির মত কম্পন
Read More **-------------**------------** |
Bangla DailiesWeekliesResourcesEntertainmentSports Links |