টিকার বড় সরবরাহের নিয়ন্ত্রণ ধনী দেশগুলোর হাতে- অক্সফাম
Read More
**-------------**------------**
|
Community Events
Sep 2019টিকার বড় সরবরাহের নিয়ন্ত্রণ ধনী দেশগুলোর হাতে- অক্সফামadmin September 19 টিকার বড় সরবরাহের নিয়ন্ত্রণ ধনী দেশগুলোর হাতে- অক্সফাম
একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থা অক্সফাম বলছে, ধনী দেশগুলোর একটি ছোট গোষ্ঠী ইতিমধ্যেই করোনাভাইরাস টিকার ভবিষ্যৎ বৈশ্বিক সরবরাহের অর্ধেক কিনে নিয়েছে।
দাতব্য সংস্থাটি একটি বিশ্লেষক সংস্থার সংগৃহীত উপাত্ত ব্যবহার করে বর্তমানে পরীক্ষার শেষ পর্যায়ে থাকা পাঁচটি প্রতিদ্বন্দ্বী টিকার উৎপাদক এবং ওষুধ কোম্পানিগুলোর সাথে ইতিমধ্যে সম্পন্ন হওয়া চুক্তি বিশ্লেষণ করে দেখেছে।
অক্সফাম বলছে, যদি পাঁচটি টিকার সবগুলোই সফল হয়, তবে ৫৯০ কোটি ডোজের চাইতে বেশি টিকার সরবরাহ নিশ্চিত হবে। আর প্রত্যেকে দুটি করে টিকা নিলে এটি ২শ ৯০ কোটি মানুষের জন্য যথেষ্ট।
গবেষণায় এটি দেখা যাচ্ছে যে ৫শ ৩০ কোটি ডোজের জন্য চুক্তি সম্পন্ন হয়েছে এবং এর মধ্যে ২শ ৭০ কোটি বা ৫১ শতাং
Read More **-------------**------------** Sep 2019টিকার বড় সরবরাহের নিয়ন্ত্রণ ধনী দেশগুলোর হাতে- অক্সফামadmin September 19 টিকার বড় সরবরাহের নিয়ন্ত্রণ ধনী দেশগুলোর হাতে- অক্সফাম
একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থা অক্সফাম বলছে, ধনী দেশগুলোর একটি ছোট গোষ্ঠী ইতিমধ্যেই করোনাভাইরাস টিকার ভবিষ্যৎ বৈশ্বিক সরবরাহের অর্ধেক কিনে নিয়েছে।
দাতব্য সংস্থাটি একটি বিশ্লেষক সংস্থার সংগৃহীত উপাত্ত ব্যবহার করে বর্তমানে পরীক্ষার শেষ পর্যায়ে থাকা পাঁচটি প্রতিদ্বন্দ্বী টিকার উৎপাদক এবং ওষুধ কোম্পানিগুলোর সাথে ইতিমধ্যে সম্পন্ন হওয়া চুক্তি বিশ্লেষণ করে দেখেছে।
অক্সফাম বলছে, যদি পাঁচটি টিকার সবগুলোই সফল হয়, তবে ৫৯০ কোটি ডোজের চাইতে বেশি টিকার সরবরাহ নিশ্চিত হবে। আর প্রত্যেকে দুটি করে টিকা নিলে এটি ২শ ৯০ কোটি মানুষের জন্য যথেষ্ট।
গবেষণায় এটি দেখা যাচ্ছে যে ৫শ ৩০ কোটি ডোজের জন্য চুক্তি সম্পন্ন হয়েছে এবং এর মধ্যে ২শ ৭০ কোটি বা ৫১ শতাং
Read More **-------------**------------** Sep 2018বিশ্বব্যাপী করোনাভাইরাসে সংক্রমণের ঘটনা ৩ কোটি ছাড়িয়ে গেছেadmin September 18 বিশ্বব্যাপী করোনাভাইরাসে সংক্রমণের ঘটনা ৩ কোটি ছাড়িয়ে গেছে
যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয় জানিয়েছে যে, সারা বিশ্বে নিশ্চিতভাবে করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ৩ কোটি ছাড়িয়ে গেছে। তারা এও জানাচ্ছে, মোট মৃতের সংখ্যা ১০ লক্ষের কাছাকাছি।
বিশ্ববিদ্যালয়টি তাদের প্রতিবেদনে জানায়, আন্তর্জাতিক মান সময় বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা পর্যন্ত সারা বিশ্বে সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩ হাজার ৩৭৮-এ। তারা এও জানায়, মোট মৃতের সংখ্যা হচ্ছে ৯ লক্ষ ৪২ হাজার ৯৮৯।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও জানাচ্ছে, উত্তর ও দক্ষিণ আমেরিকায় নতুন করে সংক্রমণের সংখ্যা কমছে। তবে তারা এও জানাচ্ছে, এশিয়া এবং ইউরোপে নতুন আক্রান্তের সংখ্যা বাড়ছে।
ডব্লিউএইচও আরও জানাচ্ছে, ইন্দোনেশিয়ায় সম্প্রতি দৈনিক নতুন স
Read More **-------------**------------** Sep 2018সিঙ্গাপুরের জন্য জাপান প্রবেশের বিধিনিষেধ শিথিল করা হয়েছেadmin September 18 সিঙ্গাপুরের জন্য জাপান প্রবেশের বিধিনিষেধ শিথিল করা হয়েছে
জাপান সরকার সিঙ্গাপুর থেকে লোকজনের এদেশে আসার ওপর বিধিনিষেধ শিথিল করেছে। শুক্রবার থেকে কার্যকর হওয়া এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হোল দু দেশের মধ্যে ব্যবসায়ীদের স্বল্পমেয়াদী সফর আবার স্বাভাবিক করে তোলা।
যেসব দেশ ও ভূখণ্ডে করোনাভাইরাস মহামারী অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে এসে গিয়েছে, সেখান থেকে লোকজনের জাপানে আসার ওপর বিধিনিষেধ শিথিল করার ব্যাপারে সরকারি নীতির সাথে সঙ্গতি রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
জাপান ইতোমধ্যে তাইওয়ান এবং ভিয়েতনাম সহ ৬টি দেশ থেকে কর্মীরা সমেত, দীর্ঘ মেয়াদী ভিসা যাদের আছে তাদের জন্য জাপানে প্রবেশের বিধিনিষেধ শিথিল করেছে।
সর্বসাম্প্রতিক পদক্ষেপের মধ্যে দিয়ে জাপান এই প্রথম এমন ব্যক্তিদের জন্য জাপান প্রবেশের বিধি
Read More **-------------**------------** Sep 2016শুক্রগ্রহে ফসফিন গ্যাসের উপস্থিতি জীবনের ইঙ্গিতবাহী হতে পারেadmin September 16 শুক্রগ্রহে ফসফিন গ্যাসের উপস্থিতি জীবনের ইঙ্গিতবাহী হতে পারে
আন্তর্জাতিক একটি গবেষণা দল জানিয়েছে যে তারা শুক্রগ্রহের মেঘের মধ্যে ফসফিন গ্যাস শনাক্ত করেছে যা এই গ্রহে জীবনের উপস্থিতির সম্ভাব্য সংকেত হতে পারে।
বৃটেন’এর কার্ডিফ বিশ্ববিদ্যালয়, জাপানের কিয়োতো সানগিয়ো বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা তাদের লব্ধ তথ্য বৃটেনের বিজ্ঞান জার্নাল নেচার অ্যাস্ট্রোনমি’তে সোমবার প্রকাশ করেন।
দলটি রেডিও দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করে শুক্রগ্রহের পৃষ্ঠের প্রায় ৬০ কিলোমিটার উপরে হাইড্রোজেন ও ফসফরাস অণুর মাধ্যমে গঠিত এই গ্যাস সামান্য পরিমাণে শনাক্ত করে।
কিছু কিছু গ্রহের উপরে একটি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ফসফিন গ্যাস তৈরি হয়, তবে পৃথিবীতে এই গ্যাস অনুজীবের মাধ্যমে তৈরি হয়।
Read More **-------------**------------** Sep 2016বৈশ্বিক উন্নয়নকে ২০ বছর পিছিয়ে দিয়েছে করোনা’admin September 16 বৈশ্বিক উন্নয়নকে ২০ বছর পিছিয়ে দিয়েছে করোনা'প্রাণঘাতী করোনা ভাইরাস বৈশ্বিক উন্নয়নকে দুই দশক পিছিয়ে দিয়েছে । বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রকাশিত একটি বার্ষিক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, করোনার কারণে কোটি কোটি মানুষ চরম দারিদ্রতা, রোগ এবং বৈষম্যে ভুগছেন। যা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় প্রভাব ফেলেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা ও বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস বলেন, আশা করছি ২০২১ সালের শুরুতেই কার্যকর ভ্যাকসিন পাওয়া যাবে। কার্যকর ভ্যাকসিন বের হলে গরীব দেশগুলো যাতে সহজে সেটির ওপরও গুরুত্বারোপ করেছেন বিল গেটস।Read More **-------------**------------** Sep 2014জাপানের প্রধানমন্ত্রী হচ্ছেন কৃষকের ছেলে ইয়োশিহিদে সুগাadmin September 14 জাপানের প্রধানমন্ত্রী হচ্ছেন কৃষকের ছেলে ইয়োশিহিদে সুগাজাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ইয়োশিহিদে সুগা। ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির ভোটে সোমবার তিনি দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন।বুধবার আনুষ্ঠানিকভাবে ইয়োশিহিদে সুগা প্রধানমন্ত্রী হবেন বলে খবর প্রকাশ করেছে দ্যা গার্ডিয়ান।
মোট ৫৩৪ ভোটের মধ্যে ইয়োশিহিদে সুগা পেয়েছেন ৩৭৭। তার প্রতিদ্বন্দ্বী নীতি-নির্ধারক পরিষদের চেয়ারম্যান প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী ফুমিদো কিশিদা পেয়েছেন ৮৯ ভোট। আর সাবেক প্রতিরক্ষামন্ত্রী শিগেরু ইশিবা পেয়েছেন ৬৮ ভোট।
উত্তর জাপানের গ্রামাঞ্চলের একজন স্ট্রবেরি কৃষকের ঘরে জন্ম নিয়েছিলেন ইয়োশিহিদে সুগা। মেধা আর পরিশ্রমে তি
Read More **-------------**------------** Sep 2014এলডিপি সভাপতি নির্বাচিত হয়েছেন সুগা ইয়োশিহিদেadmin September 14 এলডিপি সভাপতি নির্বাচিত হয়েছেন সুগা ইয়োশিহিদে
জাপানের প্রধান ক্ষমতাসীন দল নিজেদের নতুন নেতা হিসেবে চিফ ক্যাবিনেট সেক্রেটারি সুগা ইয়োশিহিদেকে নির্বাচিত করেছে।
৭১ বছর বয়সী এই রাজনীতিবিদের প্রধানমন্ত্রী আবে শিনযোর উত্তরসূরি হওয়াটা মূলত নিশ্চিত। উল্লেখ্য, স্বাস্থ্যগত সমস্যা সামাল দেয়ার জন্য আবে গতমাসে নিজের পদত্যাগের অভিপ্রায় ঘোষণা করেন।
৫শ ৩৫টি ভোটের মধ্যে ৩শ ৭৭টি পেয়ে সুগা তার অপর দুই প্রতিদ্বন্দ্বী এলডিপির সাবেক মহাসচিব ইশিবা শিগেরু এবং দলের বর্তমান নীতি বিষয়ক প্রধান কিশিদা ফুমিওকে পরাজিত করেন।
সরকারের শীর্ষ এই মুখপাত্র কাজের ক্ষেত্রে তার প্রধান অগ্রাধিকারগুলোকে সনাক্ত করেছেন। তিনি একটি অধিক কার্যকর সরকারের জন্য প্রশাসনিক সংস্কারকে এগিয়ে নিতে চান।
এছাড়া, লোকজনকে একে অপরকে সহায়
Read More **-------------**------------** Sep 2011টোকিওতে নতুন করে ১৮৭টি করোনাভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছেadmin September 11 টোকিওতে নতুন করে ১৮৭টি করোনাভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে
টোকিও মহানগর কর্তৃপক্ষ জানিয়েছে যে, শুক্রবার বিকাল ৩টা পর্যন্ত রাজধানীতে নতুন করে ১৮৭টি করোনাভাইরাসে আক্রান্তের খবর নিশ্চিত করা হয়েছে।
এটি পর পর চতুর্থদিন টোকিও’তে দৈনিক আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়ে যাওয়ার ঘটনা।
রাজধানীতে এখন মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৬৩১-এ।
গুরুতর উপসর্গ থাকা রোগীর সংখ্যা হচ্ছে মোট ২৪ জন যা বৃহস্পতিবার থেকে ১ জন বেশি।
Read More **-------------**------------** Sep 2011এলডিপি’র নেতৃত্বের প্রতিযোগিতায় সুগা এগিয়ে রয়েছেনadmin September 11 এলডিপি’র নেতৃত্বের প্রতিযোগিতায় সুগা এগিয়ে রয়েছেন
এনএইচকে জানতে পেরেছে যে, জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি সুগা ইয়োশিহিদে বিদায়ী প্রধানমন্ত্রী আবে শিনযো’র উত্তরসূরী হিসেবে প্রধান ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি’র নতুন নেতায় পরিণত হওয়ার প্রতিযোগিতায় এগিয়ে রয়েছেন।
বিজয়ী ব্যক্তির দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টি নির্ধারিত হয়ে আছে। চিফ ক্যাবিনেট সেক্রেটারি সুগা দলীয় নেতৃত্বের জন্য এলডিপি’র সাবেক মহাসচিব ইশিবা শিগেরু এবং এলডিপি’র নীতি বিষয়ক প্রধান কিশিদা ফুমিও’র সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিজয়ী নির্বাচনের জন্য ৫৩৫টি ভোটের ব্যবস্থা রয়েছে। দলীয় আইনপ্রণেতারা ৩৯৪টি ভোট দেবেন। অবশিষ্ট ভোট আসবে দলের ৪৭টি জেলার প্রতিনিধিত্বকারী স্থানীয় শাখাগুলো থেকে যাদে
Read More **-------------**------------** Sep 2010করোনাভাইরাস সতর্কতা একধাপ নামিয়ে এনেছে টোকিওadmin September 10 করোনাভাইরাস সতর্কতা একধাপ নামিয়ে এনেছে টোকিও
প্রায় দু’মাস ধরে চার মাত্রার সতর্কতা পরিমাপকের সর্বোচ্চ মাত্রায় ধরে রাখার পর টোকিও নতুন সংক্রমণের সাপ্তাহিক হিসাব পড়ে যাওয়ার জবাবে করোনাভাইরাস সতর্কতা একধাপ নিচে নামিয়ে এনেছে।
টোকিও মেট্রোপলিটন সরকার বৃহস্পতিবার পরিস্থিতি পর্যালোচনা করে দেখার জন্য জনস্বাস্থ্য ও সংক্রামক রোগ বিশেষজ্ঞদের সাথে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করে।
টোকিও চিকিৎসক সমিতির ভাইস চেয়ারম্যান ইনোকুচি মাসাতাকা ব্যাখ্যা দিয়েছেন যে গত এক সপ্তাহে নতুন সংক্রমণের গড় সংখ্যা পূর্ববর্তী সপ্তাহের ১৮৩টি থেকে ১৪৯টিতে নেমে এসেছে।
তবে ইনোকুচি সতর্ক করে দেন যে হ্রাসের হার মাঝামাঝি ধরনের এবং পরিস্থিতির উপর অব্যাহত নজর রেখে যাওয়া দরকার।
তিনি বলেছেন নতুন সংক্রমণের সংখ্যা স
Read More **-------------**------------** Sep 208পরবর্তী মহামারির জন্য আরো ভালোভাবে তৈরি হতে হবে: হুadmin September 8 পরবর্তী মহামারির জন্য আরো ভালোভাবে তৈরি হতে হবে: হুবিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস অ্যাধানম গেব্রিয়াসুস বলেছেন, করোনাই শেষ মহামারি নয়। পরবর্তী মহামারির জন্য বিশ্বকে আরো ভালোভাবে তৈরি হতে হবে । সোমবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে এমনটি বলেন গেব্রিয়াসুস। সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, মহামারি পৃথিবীর নানা দেশেরই অঙ্গ। ফলে একথা নিশ্চিত করে বলা যায়, এটাই শেষ মহামারি নয়। তবে পরবর্তী মহামারি যখন আসবে, তখন আজকের থেকে অনেক বেশি প্রস্তুত থাকবে পুরো বিশ্ব। কারণ এই মহামারি বড়ো শিক্ষা দিয়ে গিয়েছে বিশ্ববাসীকে। একইসঙ্গে তিনি বলেন, এই মহামারি থেকে শিক্ষা নিয়ে প্রতিটি দেশের সরকার যেন জনস্বাস্থ্য খাতে খরচ বাড়ায় আরও। তাহলে এই লড়াই লড়তে ভবিষ্যতে অনেকটাই সুবিধা হRead More **-------------**------------** Sep 208এলডিপি’র সভাপতি নির্বাচনের প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে শুরুadmin September 8 এলডিপি’র সভাপতি নির্বাচনের প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে শুরু
জাপানের প্রধান ক্ষমতাসীন দলের পরবর্তী নেতা বেছে নেয়ার জন্য প্রচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপির সভাপতি হবার প্রত্যাশায় তিনজন প্রার্থী তাদের বক্তব্য তুলে ধরছেন। বিজয়ী ব্যক্তির দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবার বিষয়টি নির্ধারিত হয়ে আছে।
স্বাস্থ্যগত কারণে আবে শিনযো পদত্যাগের পরিকল্পনা ঘোষণার পর এই প্রতিযোগিতা শুরু হয়।
এলডিপির সাবেক মহাসচিব ইশিবা শিগেরু, চিফ ক্যাবিনেট সেক্রেটারি সুগা ইয়োশিহিদে এবং এলডিপির নীতি বিষয়ক প্রধান কিশিদা ফুমিও নেতৃত্বের এই লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন।
এই প্রতিযোগিতার মুখ্য বিষয়গুলো হচ্ছে আবে প্রশাসনের নীতিসমূহ এগিয়ে নেয়া হবে কিনা বা হলে তার উপায় কি হবে, কর
Read More **-------------**------------** Sep 207জাপানে করোনাভাইরাস মহামারীর কারণে প্রায় ৫শ কোম্পানি দেউলিয়াadmin September 7 জাপানে করোনাভাইরাস মহামারীর কারণে প্রায় ৫শ কোম্পানি দেউলিয়া
জাপানি বাণিজ্য নিয়ে এক সমীক্ষায় দেখা গেছে যে, করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর কারণে ফেব্রুয়ারি মাসে প্রথম একটি কোম্পানির দেউলিয়া হয়ে যাওয়ার পর থেকে এই সংখ্যা প্রায় ৫০০’তে গিয়ে পৌঁছেছে।
এ সংক্রান্ত গবেষণা নিয়ে কাজ করা কোম্পানি তেইকোকু ডাটাব্যাংক জানায়, গত শুক্রবার পর্যন্ত এই সংখ্যা ৪৮৯-এ গিয়ে পৌঁছায়। এই সংখ্যার মধ্যে সেইসব কোম্পানি অন্তর্ভুক্ত রয়েছে যেগুলো দেউলিয়া সুরক্ষার জন্য আবেদন করেছে বা পরিচালনা বন্ধ হয়ে পড়ার পর বৈধ তরলীকরণ প্রক্রিয়া শুরু করেছে।
এর মধ্যে অধিকাংশই হচ্ছে রেস্তোরাঁ খাতের। এর পরে রয়েছে আবাসিক স্থাপনাগুলো এবং পোষাকের খুচরা বিক্রেতারা।
পৃথকভাবে টোকিও শোকো রিসার্চ ক্ষুদ্র এবং মাঝারি আকারের ব্যবসা নিয়ে জুলাই
Read More **-------------**------------** Sep 207তাইফুন হাইশেনের প্রভাবে তীব্র বাতাস এবং ভারী বৃষ্টিতে জাপানে ব্যাপক ক্ষয়ক্ষতিadmin September 7 তাইফুন হাইশেনের প্রভাবে তীব্র বাতাস এবং ভারী বৃষ্টিতে জাপানে ব্যাপক ক্ষয়ক্ষতি
তাইফুন হাইশেন জাপানের দক্ষিণ-পশ্চিমের দ্বীপ কিউশু অতিক্রম করে গেলেও দেশটির কর্তৃপক্ষসমূহ লোকজনকে সতর্কতা বজায় রাখার আহ্বান জানাচ্ছে।
ঝড়টি জাপানের কিউশু এবং চুগোকু অঞ্চলে জোরালো হাওয়া এবং ভারী বৃষ্টি বয়ে আনে। এটির কারণে দেশের অন্যান্য বেশকিছু অঞ্চলেও ভারী বৃষ্টিপাত ঘটে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষসমূহ ভূমিধ্বস, নদীর পানি ফুলে ওঠা এবং নিম্নাঞ্চলে প্লাবনের ব্যাপারে সতর্ক করে দিচ্ছে।
কিউশু’তে অন্ততপক্ষে ৪৬ ব্যক্তি আহত হয়েছেন। মিয়াযাকি জেলার কর্তৃপক্ষসমূহ বলছে, একটি ভূমিধ্বসের কারণে কয়েকটি দালান অদূরের নদীগর্ভে ভেসে যাওয়ার কারণে চার ব্যক্তি নিখোঁজ রয়েছেন।
কিছু খামারও ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। নাগাসাকি জেলায় দমকা
Read More **-------------**------------** |
Bangla DailiesWeekliesResourcesEntertainmentSports Links |