প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্ব
Read More
**-------------**------------**
|
Community Events
Oct 193প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বadmin October 3 প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্ব
বিশ্ববিখ্যাত মুসলিম স্কলার ও পাকিস্তানের সুপ্রিম কোর্টের সাবেক বিচারক মুফতি তাকি উসমানি পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন। রয়েল ইসলামিক স্ট্যাট্রেজিক স্টাডিজ সেন্টারের জরিপে এ তথ্য প্রকাশ পেয়েছে।
জর্ডানকেন্দ্রিক রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার প্রতি বছর শীর্ষ ৫০০ প্রভাবশালী মুসলিমদের তালিকা প্রকাশ করে থাকে। ২০২০ সালের তালিকায় প্রথম স্থান দখল করেছেন এ ইসলামি পন্ডিত। গত বছরের তালিকায় তিনি ছিলেন ষষ্ঠ নাম্বারে।
৭৪ বছর বয়সী বরেণ্য এই ব্যক্তিত্ব সামগ্রিক জ্ঞান-অভিজ্ঞানে অগাধ পান্ডিত্য, কর্মখ্যাতি ও পারিবারিক আভিজাত্যের বিবেচনায় তালিকায় স্থান পেয়েছেন। তিনি হাদিস, ইসলামী ফিকহ, তাসাউফ ও অর্থনীতিতে বিশেষজ্ঞ। এ
Read More **-------------**------------** Oct 192জাপানের সরকার বিদেশিদের জন্য কর্ম পরিবেশ উন্নত করবেadmin October 2 জাপানের সরকার বিদেশিদের জন্য কর্ম পরিবেশ উন্নত করবে
জাপানের অভিবাসন এজেন্সি জাপানে বিদেশি কর্মীর সংখ্যা বাড়ানোর উদ্দেশ্যে চালু করা নতুন ধরণের একটি কর্ম-ভিসার প্রচারের জন্য আরও উদ্যোগ নেয়ার পরিকল্পনা করছে। গত ছয় মাসে মাত্র ৩শ ব্যক্তি এই ভিসা পেয়েছেন।
গত এপ্রিল মাসে ক্যাটেগরি-১ নামক এই ভিসা কার্যকর হয়। এটি কারিগরি দক্ষতা সম্পন্ন বিদেশীদের নার্সিং সেবা এবং নির্মাণ'সহ মোট ১৪টি খাতে কাজের অনুমোদন দেয়। সরকারের অনুমিত হিসাব অনুযায়ী চলতি অর্থবছর শেষ হওয়ার পূর্বে সর্বোচ্চ ৪৭ হাজার ব্যক্তি ক্যাটেগরি-১ ভিসায় আবেদন করবেন।
তবে, অভিবাসন পরিষেবা এজেন্সি বলছে যে গতমাসের ২০ তারিখ নাগাদ ২ হাজার ৬২ ব্যক্তি আবেদন করেন এবং তার মধ্যে মাত্র ৩শ জন ঐ ভিসা গ্রহণ করেছেন।
এজেন্সি বলছে, বিদেশি কর্মী গ্রহণের খাতের সং
Read More **-------------**------------** Oct 192জাপানে ভোগ্যপণ্য কর ১০ শতাংশে উন্নীতadmin October 2 জাপানে ভোগ্যপণ্য কর ১০ শতাংশে উন্নীত
জাপানে আজ ভোগ্যপণ্য কর ৮ থেকে ১০ শতাংশে উন্নীত হয়েছে। সরকার বলছে, ক্রমবর্ধমান বিপুল সরকারি ঋণ এবং সামাজিক নিরাপত্তা ব্যয় বহনে সহায়তার জন্য এই বৃদ্ধি আবশ্যক ছিল।
খাদ্য এবং পানীয়ের মত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে এই কর ৮ শতাংশেই বহাল থাকবে। এলকোহল জাতীয় পানীয় এবং বাড়ির বাইরে আহারকৃত খাদ্যপণ্যের উপর এই উচ্চহারের ১০ শতাংশ কর প্রযোজ্য হবে। জাপানে এবারই প্রথম নানা পণ্যের উপর নানান মাত্রার কর আরোপ করা হল।
এদিকে, এই পরিবর্তনের ধাক্কা প্রশমনের পাশাপাশি নগদ-বিহীন বিনিময়ের প্রসার ঘটানোর জন্য একটি পয়েন্ট-ভিত্তিক প্রণোদনা কর্মসূচিও চালু করা হয়েছে। ক্রেডিট কার্ড এবং ইলেক্ট্রনিক মূল্য পরিশোধ পদ্ধতি ব্যবহার করা ভোক্তারা ভবিষ্যতে ছাড় পাবার জন্য আগামী বছরের জুন
Read More **-------------**------------** Sep 1930হাত ধুতে বলায় ‘উন্মাদ’ আখ্যা পেয়েছিলেন যে চিকিৎসকadmin September 30 হাত ধুতে বলায় ‘উন্মাদ’ আখ্যা পেয়েছিলেন যে চিকিৎসকউনিশ শতকের আগেও জীবাণু সম্পর্কে সামগ্রিক কোনও ধারণা ছিল না আর হাসপাতালগুলোকে মনে করা হতো ‘মৃত্যুর ঘর’। তেমনই সময়ে হাঙ্গেরির চিকিৎসক ইগনাজ স্যামেলওয়াইজ প্রথম শনাক্ত করেন যে, পরিচ্ছন্নতা হলো জীবন বাঁচানোর উপায়। কিন্তু এই তথ্য প্রতিষ্ঠা করতে তাকে ব্যাপক মূল্য দিতে হয়েছিল। উনিশ শতকের হাসপাতালগুলি ছিল সংক্রমণের কেন্দ্র এবং অসুস্থ ও মৃত্যুপথযাত্রীদের সেখানে কেবল সেকেলে চিকিৎসাই দেয়া হতো। তখন প্রকৃতপক্ষে বাড়িতে রেখে চিকিৎসা করাটাকেই মনে করা হতো নিরাপদ, হাসপাতালে চিকিৎসাকালীন মৃত্যুর হার তখন বাসাবাড়িতে রেখে চিকিৎসার তুলনায় ছিল তিন থেকে পাঁচগুণ বেশি। হাসপাতালগুলোতে প্রস্রাব, বমি এবং শরীর থেকে নির্গত অন্যান্য তরল সবকিছু মিলে এমন উৎকট গন্ধ তৈরি হতোRead More **-------------**------------** Sep 1930শক্তিশালী ঝড় মিতাগ সাকিশিমা দ্বীপপুঞ্জের দিকে ধেয়ে আসছেadmin September 30 শক্তিশালী ঝড় মিতাগ সাকিশিমা দ্বীপপুঞ্জের দিকে ধেয়ে আসছে
আগামীকাল শক্তিশালী মৌসুমি ঝড় মিতাগ, জাপানের দক্ষিণাঞ্চলীয় জেলা ওকিনাওয়ার সাকিশিমা দ্বীপপুঞ্জের কাছাকাছি পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।
জাপানের আবহাওয়া সংস্থা, আজ সন্ধ্যা ৬টা অনুযায়ী মৌসুমি ঝড় মিতাগ ঘণ্টায় ২০ কিলোমিটার গতিবেগে ফিলিপাইনের পূর্বে সমুদ্রের উপর দিয়ে উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে বলে জানায়।
এই শক্তিশালী মৌসুমি ঝড়ের অভ্যন্তরে বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ১শ ২৬ কিলোমিটার এবং ঝড়ো বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ১শ ৮০ কিলোমিটার।
আগামীকাল সাকিশিমা দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হওয়ার সময় মিতাগ শক্তি সঞ্চয় করার ফলে প্রবল বাতাস এবং উপকূলীয় এলাকাগুলোতে সমুদ্র উত্তাল হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এসময় ঘণ্টায় ১শ ৮ থেকে ২শ ১৬ কিলোমিটার
Read More **-------------**------------** Sep 1929বিদেশীদের ভ্রমনের অনুমোদন দেবে সৌদি আরবadmin September 29 বিদেশীদের ভ্রমনের অনুমোদন দেবে সৌদি আরব
সৌদি আরব, বিদেশী পর্যটকদের জন্য দেশের দুয়ার খুলে দিয়ে প্রায় ৫০টি দেশ ও অঞ্চলের জন্য একটি নতুন ভিসা পরিকল্পনা আরম্ভ করতে যাচ্ছে। এখন ধর্ম ও পর্যটনের মধ্যকার ভারসাম্য বজায় রাখার উপায়ের উপর লোকজনের মনোযোগ নিবদ্ধ রয়েছে।
সৌদি আরব সরকার, গতকাল থেকে জাপান, যুক্তরাষ্ট্র এবং চীনসহ প্রায় ৫০টি দেশ ও অঞ্চলের জন্য ইন্টারনেটের মাধ্যমে ভিসার আবেদন গ্রহণ আরম্ভ করেছে। আবেদনের একই দিন ভিসা প্রদান করা হবে।
সৌদি আরবে, কঠোর ইসলামী বিধান অনুযায়ী প্রশাসন পরিচালিত হয়। দেশটি প্রধানত ব্যবসায়ী কর্মকাণ্ড ছাড়া অন্যান্য বিদেশী নাগরিকদের জন্য দেশটিতে ভ্রমণ সীমিত করে রেখে এসেছে।
সৌদি আরবের যুবরাজ মোহাম্মেদ বিন সালমানের অর্থনৈতিক সংস্কার কর্মকাণ্ডের অংশ হিসেবে সরকার এই প্রথমবা
Read More **-------------**------------** Sep 1928আমাজনের বলিভিয়া অংশে ২৩ লাখ প্রাণী পুড়ে ছাইadmin September 28 আমাজনের বলিভিয়া অংশে ২৩ লাখ প্রাণী পুড়ে ছাইআমাজন বনের শুধু ব্রাজিল অংশই পুড়ছে না। মাইলের পর মাইল পুড়ে ছাই হচ্ছে প্রতিবেশী বলিভিয়ার অংশও। এভাবে গত কয়েক মাসে দেশটির ৪২ লাখ একর বনভ‚মি ধ্বংস হয়ে গেছে। সেই সঙ্গে নিশ্চিহ্ন হয়ে গেছে ওইসব এলাকায় বসবাসকারী বিরল প্রাণী জাগুয়ার, পুমা ও লামাসহ ২০ লাখেরও বেশি পশু-পাখি। বুধবার এসব তথ্য জানিয়েছে বলিভিয়া সরকার। দাবানল নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগের মধ্যে বন রক্ষা চুক্তিতে সই করেছে দক্ষিণ আমেরিকার সাতটি দেশ। দেশগুলো আমাজন নদী অববাহিকা রক্ষায় পদক্ষেপ নিতে সম্মত হয়। দেশগুলোর মিলিত প্রচেষ্টাতেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না আগুন। চলমান দাবানল সীমান্ত অতিক্রম করে বলিভিয়ায়ও ছড়িয়ে পড়েছে। দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলিভিয়ার চিকুইতানিয়া গ্রীষ্মমÐলীয় সাভানা অঞ্চল ও সান্তা ক্রুজ প্রদেশের সুRead More **-------------**------------** Sep 1928টোকিও’র গবেষণাগারে প্রাণঘাতী ভাইরাসadmin September 28 টোকিও'র গবেষণাগারে প্রাণঘাতী ভাইরাস
জাপানের সরকারি স্বাস্থ্য কর্মীরা বলেছেন, তারা আগামী বছরের টোকিও অলিম্পিক ও প্যারালিম্পিক গেমসের প্রাক্কালে সংক্রামক ব্যাধির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ জোরদার করার উপায় খুঁজে দেখার জন্য সম্ভাব্য প্রাণঘাতী ভাইরাস আমদানি করেছেন।
জাতীয় সংক্রামক ব্যাধি ইন্সটিটিউট জানাচ্ছে, ৫টি মারাত্মক ভাইরাসের স্ট্রেইন তাদের মুসাশি-মুরাইয়ামা শহরের শাখা অফিসে এসে পৌঁছেছে। এগুলো বিভিন্ন পরীক্ষায় ব্যবহার করা হবে।
এগুলো হচ্ছে এবোলা, সাউথ আমেরিকান, লাসসা, ক্রিমিন-কঙ্গো এবং মারবার্গ ভাইরাস।
কর্মকর্তারা বলছেন, এইসব ভাইরাস সর্বোচ্চ জৈব-নিরাপত্তা পর্যায় ৪'এর অধীনে একটি গবেষণাগারে রাখা হবে যার অর্থ হচ্ছে এই গবেষণাগার সবচেয়ে বিপজ্জনক ভাইরাস সামাল দিতে সক্ষম।
Read More **-------------**------------** Sep 1927সিলেটের মাহজাবীন নাসায় নিয়োগ পেলেনadmin September 27 সিলেটের মাহজাবীন নাসায় নিয়োগ পেলেন
যুক্তরাষ্ট্রের মিশিগানে বাসিন্দা সিলেটের মেয়ে মাহজাবীন হক যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ পেয়েছেন। তার এ সাফল্যে সিলেট ও যুক্তরাষ্ট্রের মিশিগানে বাঙালি কমিউনিটির মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে।
মাহজাবীন এ বছরই মিশিগান রাজ্যের ওয়েইন স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চতর ডিগ্রি সম্পন্ন করেছেন। তাদের গ্রামের বাড়ি গোলাপগঞ্জ উপজেলার কদমরসুল গ্রামে। তারা সিলেট নগরের কাজীটুলার হক ভবনের স্থায়ী বাসিন্দা।
পেইন্টিং ও ডিজাইনে পারদর্শী মাহজাবীন হক ২০০৯ সালে বাবা-মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। কর্মসূত্রে বাবা সৈয়দ এনামুল হক সিলেটে অবস্থান করলেও সঙ্গে আছেন মা ফেরদৌ
Read More **-------------**------------** Sep 1927জাপানে ২০ হাজার বিদেশি শিশু হয়তো শিক্ষা থেকে বঞ্চিতadmin September 27 জাপানে ২০ হাজার বিদেশি শিশু হয়তো শিক্ষা থেকে বঞ্চিত
জাপানের শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে, এখানে বসবাসরত বেশি হলে ২০ হাজার বিদেশি শিশু স্কুলের শিক্ষা পাচ্ছে না বলে ধারণা করা হচ্ছে।
মন্ত্রণালয় ১ লক্ষ ২৪ হাজার ৪৯টি ৬ থেকে ১৪ বছর বয়সী বিদেশি শিশুকে শনাক্ত করে যারা মে মাসের হিসেব পর্যন্ত সারা দেশের বিভিন্ন মহানগর ও পৌরসভার বাসিন্দা হিসেবে নিবন্ধিত রয়েছে।
নিশ্চিত করা হয়, এদের মধ্যে, ১ হাজার জন কোন রকম প্রাথমিক বিদ্যালয়, জুনিয়র হাইস্কুল বা আন্তর্জাতিক স্কুলে যায়নি।
১৮ হাজার ৬৫৪টি শিশুর শিক্ষাগত অবস্থা অনিশ্চিত রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে, নগর কর্তৃপক্ষের কর্মকর্তারা ফোন করা বা বাড়ি পরিদর্শন বা অন্যান্য পদ্ধতি ব্যবহার করেও তাদের মর্যাদা নিশ্চিত করতে পারেননি। অন্য কিছু ক্ষেত্রে, নির্ধারিত সময়ের মধ
Read More **-------------**------------** Sep 1926সৌরজগতের বাইরে মিলল নতুন ধূমকেতুadmin September 26 সৌরজগতের বাইরে মিলল নতুন ধূমকেতু
দুই বছর পর আবারো একটি মহাজাগতিক ধূমকেতুর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। সদ্য আবিষ্কৃত এই বস্তুটির নাম দেওয়া হয়েছে ধূমকেতু সি/২০১৯ কিউ ৪ (বোরিসভ)। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মাইনর প্লানেট সেন্টার (এমপিসি) এই আবিষ্কারের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। অবশ্য প্রথমে এই ধূমকেতুটির নাম দেওয়া হয়েছিল জিবি ০০২৩৪।
গত ৩০ আগস্ট বাখচিসারাই-এর ক্রিমিয়ান অ্যাস্ট্রোফিজিক্যাল অবজারভেটরি থেকে একজন অপেশাদার জ্যোতির্বিদ প্রথম এটিকে শনাক্ত করেন। তার নাম গেন্নাদি বরিসভ। ওই সময় এটির অবস্থান ছিল সূর্য থেকে প্রায় ৪৫০ মিলিয়ন বা ৪৫ কোটি কিলোমিটার দূরে। মহাজাগতিক বস্তুটির একটি ‘হাইপারবোলিক’ কক্ষপথ রয়েছে। এ কারণেই প্রমাণ হয় এটি আমাদের পরিচিত জগতের বাইরের
Read More **-------------**------------** Sep 1926এক সন্তান নীতি বিপজ্জনক : গবেষকরাadmin September 26 এক সন্তান নীতি বিপজ্জনক : গবেষকরাযৌথ পরিবার আমাদের শহুরে সমাজ থেকে বহুদিন আগেই বিদায় নিয়েছে। 'ছোট পরিবার সুখী পরিবারে'র চেনা গতে এখন 'আমাদের দুজনেরও... দুটি'ও ঠাঁই পাচ্ছে না। তার বদলে ঘরে ঘরে চোখ রাখলে দেখা যায় 'আমাদের দুজনের এক'-এর ছবি। বদলে যাওয়া অর্থনৈতিক ব্যবস্থায় এক সন্তান নীতি কি আপনার সন্তানের জন্য সত্যিই মঙ্গলজনক? বিজ্ঞান কিন্তু সে কথা বলছে না। ভাই বা বোনের সঙ্গে বেড়ে ওঠা একটি শিশুর জীবনে অত্যন্ত আনন্দদায়ক বলে জানাচ্ছে গবেষণা। তার মধ্যেও বিশেষ ভাবে বিজ্ঞানীরা বলছেন বোন থাকার কথা। ছেলে হোক বা মেয়ে, তার যদি একটি বোন থাকে তো সেই জীবনের আনন্দই আলাদা বলে গবেষণায় প্রকাশ। তাই এখনো কন্যা সন্তান জন্ম নিলে যাদের দুঃখের শেষ থাকে না, তারা দেখে নিন যে আপনার মেয়ে আপনাকে কতভাবে সাহায্য করতে পারে। ছোটবেলা থেকে বড় হয়ে উঠRead More **-------------**------------** Sep 1925লেনদেনে পরিচ্ছন্নতা আহমাদুল্লাহ বিন রুহুল আমীনadmin September 25 লেনদেনে পরিচ্ছন্নতা
আলোচ্য শিরোনামটি ইসলামের মুআমালাত অধ্যায়ের সঙ্গে সম্পৃক্ত। মুআমালাত ইসলামের অতি গুরুত্বপূর্ণ অধ্যায়। মাওলানা মনযূর নোমানী রাহ. তাঁর ‘মাআরিফুল হাদীস’ গ্রন্থে এর পরিচয় দিয়েছেন এভাবে- বেচাকেনা, ব্যবসা-বাণিজ্য, ক্ষেত-খামার, শিল্প, দেনা-পাওনা, আমানত, হাদিয়া, দান-ছদকা, ওসিয়ত, শ্রম, ভাড়া, মামলা-মোকাদ্দমা, সাক্ষ্যদান, ওকালতি ইত্যাদির সাথে সম্পৃক্ত বিষয়কে এককথায় ‘মুআমালাত’ বলে।
ইসলামে মুআমালাতের মর্যাদা ও অবস্থান
ইসলামী শরীয়তে সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হচ্ছে ঈমান-আকীদা, যা শুদ্ধ না হলে একজন ব্যক্তি মুসলমানই হতে পারে না। ঈমান-আকীদার পর সবচে গুরুত্বপূর্ণ হল ইবাদত-বন্দেগীর অধ্যায়। এর পরেই মুআমালাত ও মুআশারাতের স্থান। কিন্তু ইসলামী শরীয়তের অধ্যায়গুলোর একটিক
Read More **-------------**------------** Sep 1925জাপানের মৎস্য শিল্পadmin September 25 জাপানের মৎস্য শিল্প
মাছ হচ্ছে জাপানের ঐতিহ্যবাহী খাবার বা ওয়াশোকু। কাঁচা মাছের সাশিমি বা সুশি, এবং রান্না করা, শুষ্ক কিংবা ঝলসানো সামুদ্রিক খাদ্য উৎসব আয়োজনের খাদ্য তালিকার অংশ ছাড়াও হচ্ছে নিয়মিত খাবার।
জাপানের মাছ ধরা এবং মৎস্য চাষ শিল্প দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সামুদ্রিক খাদ্য ভিত্তিক খাদ্য সংস্কৃতি হিসেবে দ্রুত বিস্তৃত হয়। সরকারি এক জরিপে দেখা যায়, ১৯৮৪ সালে বার্ষিক ১ কোটি ২৮ লক্ষ ২০ হাজার টন শিকার নিয়ে সর্বোচ্চে পৌঁছেছিল। তবে এর পর থেকে মৎস্য শিকার কমে এসে ২০১৭ সালে সর্বোচ্চ সীমার এক তৃতীয়াংশে নেমে যায়। জাপানের আশপাশের সমুদ্রে সম্পদ হ্রাস পাওয়ার জন্য জাপান সরকার মাত্রাতিরিক্ত মাছ ধরা এবং বৈশ্বিক উষ্ণতার কারণে সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি পাওয়াকে দায়ী করছে। আমদানি বৃদ্ধি পাওয়ার মধ্যে দিয়ে
Read More **-------------**------------** Sep 1923পানির নিচে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে মৃত্যুadmin September 23 পানির নিচে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে মৃত্যুতানজানিয়ায় ছুটি কাটানোর সময় বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন এক আমেরিকান নাগরিক। খবর বিবিসির। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্টিভ ওয়েবার ও তার মেয়ে বন্ধু কেনেশা অ্যান্টোয়াইন পেম্বা দ্বীপের মান্টা রিসোর্টের একটি অর্ধনিমজ্জিত ক্যাবিনে অবস্থান করছিলেন। ভিডিও ফুটেজে দেখা যায়, ওয়েবার পানির নিচে থেকে তার মেয়ে বন্ধুকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন। ওয়েবার হাতে লেখা একটি প্রস্তাব যখন মিজ অ্যান্টেোয়াইন দিচ্ছিলেন তখন তিনি ক্যাবিনের ভেতর থেকে ঘটনার ভিডিও করছিলেন। ফেসবুক পোস্টে ওয়েবারের মৃত্যুর ঘটনা নিশ্চিত করে অ্যান্টোয়াইন লেখেন যে তিনি 'আর ঐ গভীর পানি থেকে উঠে আসেন নি।' মান্টা রিসোর্টের পক্ষ থেকে বিবিসিকে জানানো হয়েছে ওয়েবার 'বৃহস্পতিRead More **-------------**------------** |
Bangla DailiesWeekliesResourcesEntertainmentSports Links |