আজ জাপানের সম্রাট নারুহিতোর অভিষেক অনুষ্ঠিত
Read More
**-------------**------------**
|
Community Events
Oct 1923আজ জাপানের সম্রাট নারুহিতোর অভিষেক অনুষ্ঠিতadmin October 23 আজ জাপানের সম্রাট নারুহিতোর অভিষেক অনুষ্ঠিত জাপানের নেতৃবৃন্দ এবং সারা বিশ্ব থেকে আসা বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে জাপানের সম্রাট নারুহিতো'র সিংহাসনে আরোহণ উদযাপনের প্রধান অনুষ্ঠানটি টোকিও'তে সম্রাটের প্রাসাদে অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুর ১টায় "সোকুইরেই-সেইদেন-নো-গি" নামক অনুষ্ঠানটি শুরু হয়।
বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ এবং ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোভিন্দ'সহ প্রায় ২ হাজার ব্যক্তির সম্মুখে "তাকামিকুরা" নামক সম্রাটের সিংহাসনের পর্দাসমূহ সরে গেলে একটি ঐতিহ্যবাহী পোশাকে সম্রাট নারুহিতো'কে দেখা যায়।
অন্যদিকে, একটি আনুষ্ঠানিক কিমোনো পরিহিত সম্রাজ্ঞী মাসাকো অবস্থান করছিলেন "মিচোদাই" নামক অপেক্ষাকৃত ছোট একটি স্থাপনায়।
প্রথায় প
Read More **-------------**------------** Oct 1921মক্কায় বিশ্বের সবচেয়ে উঁচু ঝুলন্ত মসজিদের নির্মাণ চলছেadmin October 21 মক্কায় বিশ্বের সবচেয়ে উঁচু ঝুলন্ত মসজিদের নির্মাণ চলছে
সউদী আরবের পবিত্র নগরী মক্কা মুকাররমায় নির্মিত হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু ঝুলন্ত মসজিদ। ইতিমধ্যেই ১৬১ মিটার উচ্চতা সম্পন্ন এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছে।
গতকাল শনিবার (১২ অক্টোবর) মক্কা-রিয়েল এস্টেট বোর্ডের পরিচালক আনাস সালেহ সাইরাফি এ প্রসঙ্গে সাংবাদিকদের জানান, পবিত্র হারাম শরিফের সন্নিকটে নির্মাণাধীন ঝুলন্ত এই মসজিদের উচ্চতা ১৬১ মিটার। স্থাপনাটি এমনভাবে নির্মাণ করা হবে- যেখানে দাঁড়িয়ে সরাসরি হারাম শরিফে অনুষ্ঠিত পাঁচ ওয়াক্ত নামাজের জামাতের দৃশ্য সরাসরি প্রত্যক্ষ করা যাবে এবং হারাম শরিফের সঙ্গে এখানে ডিজিটাল সাউন্ড সিস্টেমরও ব্যবস্থা করা হবে।
আনাস সালেহ সাইরাফি আরও জানান, ঝুলন্ত মসজিদটির আয়তন হবে ৪০০ বর্গমিটার। যেখানে অনায়াসে দুই শতাধিক ম
Read More **-------------**------------** Oct 1921তাইফুন হাগিবিসের কারণে জাপানের কৃষি খাতে এপর্যন্ত ক্ষতির পরিমাণ ৫ হাজার ৭শ কোটি ইয়েনadmin October 21 তাইফুন হাগিবিসের কারণে জাপানের কৃষি খাতে এপর্যন্ত ক্ষতির পরিমাণ ৫ হাজার ৭শ কোটি ইয়েন
জাপান সরকার বলছে, তাইফুন হাগিবিসের কারণে দেশের কৃষি, বনাঞ্চল এবং মৎস্য শিল্প খাতে ক্ষয়ক্ষতির পরিমাণ ৫ হাজার ৭শ কোটি ইয়েন বা প্রায় ৫২ কোটি ৭০ লক্ষ ডলারে পৌঁছেছে।
কৃষি, বন এবং মৎস্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, মূলত, গতকাল দুপুর পর্যন্ত জাপানের ৩৫টি জেলা থেকে পাঠানো ক্ষয়ক্ষতির হিসেবের উপর ভিত্তি করে এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে।
গুদাম এবং নালার মত কৃষি স্থাপনাগুলোর ক্ষতি হয়েছে প্রায় ২২ কোটি ৪০ লক্ষ ডলার। এছাড়া, চাল, আপেল এবং অন্যান্য কৃষিজাত পণ্যের ক্ষতি হয়েছে প্রায় ৫ কোটি ৭০ লক্ষ ডলার।
ভূমিধ্বসে ধ্বংস হওয়া বনের রাস্তা সংশ্লিষ্ট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৯ কোটি ৫০ লক্ষ ডলার।
তবে, তাইফুনের কারণে নদীর প্
Read More **-------------**------------** Oct 1920মহাশূন্যে নারী নভোচারী দলের প্রথম পদচারণাadmin October 20 মহাশূন্যে নারী নভোচারী দলের প্রথম পদচারণা
স্পেসওয়াক বা মহাশুন্যে পদচারণায় প্রথম ‘নারী দল’ পাঠিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। শুক্রবার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের (আইএসএস) পাওয়ার নেটওয়ার্কের একটি ভাঙা অংশ ঠিক করেন তারা। প্রথমবারের মতো পুরুষ ক্রুমেট ছাড়া আইএসএসের বাইরে পা রাখলেন নারী মহাকাশচারীরা। এর আগে কোনো নারী মহাকাশচারী স্পেসওয়াকে গেলেও সঙ্গে ছিলেন পুরুষ সহকর্মী। সর্বশেষ ইতিহাস গড়া এই দুই নারী হচ্ছেন ক্রিস্টিনা কোচ ও জেসিকা মীর।
ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী শুক্রবার সকাল সাতটা ৩৮ মিনিটে এই ইতিহাস সৃষ্টি হয় বলে নাসা জানায়। সংস্থাটির তথ্য অনুযায়ী, ক্রিস্টিনা প্রথমে আইএসএসের বাইরে পা রাখেন। এর কিছুক্ষণ পরই পা বাড়ান তার ক্রুমেট জেসিকা। উল্লেখ্য, এর
Read More **-------------**------------** Oct 1919জাপানের রাজতন্ত্রের ভবিষ্যৎ কান্ডারী ১৩ বছরের কিশোর!admin October 19 জাপানের রাজতন্ত্রের ভবিষ্যৎ কান্ডারী ১৩ বছরের কিশোর!
বর্তমানে ১৩ বছরের কিশোর হিসাহিতোর ওপরই জাপানের রাজতন্ত্রের ভবিষ্যৎ নির্ভর করছে। জাপানের প্রথা অনুযায়ী, কেবল রাজপরিবারের পুরুষ সদস্যরাই সিংহাসনে বসার অধিকারী হন।
১৯৬৫ সালের পর থেকে জাপানের রাজবংশে কোনো ছেলে জন্মায়নি। জাপানের বর্তমান সম্রাট নারুহিতোর বিয়ের আট বছর তার স্ত্রীর কন্যাসন্তান জন্ম দেন।
এতে রক্ষণশীলদের কপালে চিন্তার ভাঁজ পড়েছিল, কীভাবে দেশের প্রাচীন প্রথা রক্ষা করা যাবে। আর প্রধানমন্ত্রী শিনজো আবেও চান না এই নিয়ম বদলে যাক।
চলতি বছরই জাপানের সম্রাট হয়েছেন প্রিন্স নারুহিতো। তার বয়স ৫৯। নারুহিতোর বাবা সম্রাট আকিহিতো সিংহাসন ত্যাগ করার পর গত ১ মে তিনি সম্রাট হন। আগামী ২২ অক্টোবর তিনি আন্তর্জাতিক মহলের কাছে সম্রাট হওয়ার কথা ঘোষ
Read More **-------------**------------** Oct 1919বাড়ী পরিষ্কার করার সময় সতর্কতা অবলম্বনের বিষয়াদিadmin October 19 বাড়ী পরিষ্কার করার সময় সতর্কতা অবলম্বনের বিষয়াদি
টাইফুন হাগিবিসের বয়ে নিয়ে আসা প্রবল বৃষ্টিপাতের ফলে নদীর পানি প্লাবিত হয়ে সমগ্র জাপানের বিপুল সংখ্যক বাড়িঘর পানিতে প্লাবিত হয়ে গেছে। আজকের প্রতিবেদনে আমরা, বাড়ির পানি সরাতে এবং বাড়িঘর পরিষ্কার করার সময় সতর্কতা অবলম্বনের বিষয়াদির উপর আলোকপাত করব।
প্রথমত, সুরক্ষামুলক পোশাক পরিধানের বিষয়ে সতর্ক থাকতে হবে। এসময় বাতাসে বিভিন্ন ধরণের জীবাণু থাকার সম্ভাবনা থাকায় জীবাণুগুলোকে মাথার চুল থেকে দূরে রাখতে মাথায় একটি টুপি দেয়া উচিত হবে। চোখের সুরক্ষার জন্য রোদ চশমা বা সাধারণ চশমা প্রয়োজনীয়। মুখোশ দিয়ে নিজের মুখ ঢেকে রাখতে হবে। দেহের ত্বকের কোনও অংশই যা
Read More **-------------**------------** Oct 1918জাপান চাঁদের কক্ষপথের মহাশূন্য কেন্দ্র প্রকল্পে অংশগ্রহণ করবে
জাপানে জানিয়েছে যে, তারা চাঁদের চারিদিকের এক কক্ষপথে একটি মহাশূন্য স্টেশন স্থাপনের যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এক প্রকল্পে অংশ নেবে।
সরকার শুক্রবার জাতীয় মহাশূন্য নীতিমালা সংক্রান্ত কৌশলগত সদরদপ্তরে আয়োজিত এক বৈঠকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে। বৈঠকে প্রধানমন্ত্রী শিনযো আবে এবং মন্ত্রিপরিষদের মন্ত্রীরা উপস্থিত ছিলেন।
তারা একমত হন যে, জাপানের এই অংশগ্রহণ মহাশূন্যের শান্তিপূর্ণ ব্যবহার এবং প্রযুক্তির মাধ্যমে দেশের আন্তর্জাতিক ভাবমূর্তিকে সম্প্রসারিত করে জাপান-যুক্তরাষ্ট্র সহযোগিতায় অবদান রাখবে।
Read More **-------------**------------** Oct 1918জাপানে শিশু আত্মহত্যার হার ৩০ বছরের মধ্যে সর্বোচ্চadmin October 18 জাপানে শিশু আত্মহত্যার হার ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ
জাপানের শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এ বছর মার্চ মাস পর্যন্ত ৩শো ৩২ জন স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেছে। ১৯৮৮ সালে এ সংক্রান্ত রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে এই সংখ্যাটি হচ্ছে সর্বোচ্চ।
মন্ত্রণালয় সারা জাপানের প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে জরিপ চালায়। আত্মহত্যার সংখ্যা পূর্ববর্তী বছরের চেয়ে ৮২টি বৃদ্ধি পেয়েছে।
আত্মহত্যাকারী শিক্ষার্থীদের মধ্যে ২শো ২৭ জন হচ্ছে উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষার্থী, ১শো জন নিম্ন মাধ্যমিকের এবং ৫টি শিশু প্রাথমিক স্কুলের শিক্ষার্থী।
জাপানে মার্চ মাস পর্যন্ত আত্মহত্যার মোট সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২০ হাজারে। এটি রেকর্ড সংখ্যার চেয়ে ৪০ শতাংশ কম এবং শিশু আত্মহত্যার সংখ্যা বৃদ্ধির বিপরীত।
জরিপ
Read More **-------------**------------** Oct 1917ঘূর্ণিঝড় : জাপানে রাজকীয় প্যারেড স্থগিতadmin October 17 ঘূর্ণিঝড় : জাপানে রাজকীয় প্যারেড স্থগিতজাপানে শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাতে প্রায় ৮০ জন নিহত হওয়ার পর দেশটির নতুন সম্রাটের সিংহাসন আরোহণ পালনের প্রধান রাজকীয় (ইমপেরিয়াল) প্যারেড স্থগিত করেছে টোকিও। বৃহস্পতিবার স্থানীয় সংবাদমাধ্যম একথা জানায়। খবর এএফপির। জাপানের জাতীয় সম্প্রচার কেন্দ্র এনএইচকে জানায়, সম্রাট নারুহিতোর সিংহাসন আরোহণ উপলক্ষে ধারাবাহিক অনুষ্ঠানের মধ্যে আগামী ২২ অক্টোবর এ প্যারেড অনুষ্ঠিত হতো। শক্তিশালী ঘূর্ণিঝড়ে হতাহতের কারণে প্যারেড স্থগিত করা হয়েছে।
প্রসঙ্গত, জাপানে শক্তিশালী ঘূর্ণিঝড় হাগিবিসের আঘাতে কমপক্ষে ৮০ জন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো অনেকে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হাগিবিস ঝড়ক
**-------------**------------** Oct 1917হাগিবিসের পরের করণীয় ও নিষেধাজ্ঞাadmin October 17 হাগিবিসের পরের করণীয় ও নিষেধাজ্ঞা
সামুদ্রিক ঝড় তাইফুন হাগিবিসের নিয়ে আসা মুষল বর্ষণ জাপানের পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চল জুড়ে নদীগুলোতে যথেষ্ট সংখ্যক বাড়িঘর তলিয়ে দেয়ার মত বন্যা নিয়ে আসার কারণ হয়ে দাঁড়ায়। আমাদের নতুন ধারাবাহিক "হাগিবিসের পরের করণীয় ও নিষেধাজ্ঞা"য় বন্যার পানি নিয়ে কি করতে নেই সেই তথ্য আমরা আপনাদের সাথে ভাগাভাগি করে নেব।
শুরুতে এবং সর্বাগ্রে বলতে হয় বাড়ির চারপাশে জমা হওয়া বন্যার পানির উপর দিয়ে কখনও হেঁটে যাবেন না। কেননা কর্দমাক্ত পানিতে চোখের আড়ালে থেকে যাওয়া ঢাকনা নেই সেরকম কোন ম্যানহোল, নালা, উঁচু নিচু ফসলের মাঠ কিংবা অন্য কোন সম্ভাব্য বিপজ্জনক জায়গায় আপনার পা হয়তো প
Read More **-------------**------------** Oct 1916ইতিহাসে ভুলে যাওয়া প্রথম মুসলিম নোবেল বিজয়ীadmin October 16 পশ্চিমে পাড়ি জমানোর আগে একটু ভাবুন : কুবরুস সফর : কিছু শিক্ষা
[বয়ান : ১০ যিলকদ ১৪৪০ হি. মোতাবেক ১৪ জুলাই ২০১৯ ঈ. রবিবার, সাপ্তাহিক ইছলাহী মজলিস- জামে মসজিদ, দারুল উলূম করাচী।]
(পূর্ব প্রকাশিতের পর)
কুবরুস দ্বীপে
এরপর মাল্টা থেকে আমাদের সফর হয়েছে কুবরুস (সাইপ্রাস) দ্বীপে। এটা ইউরোপে অবস্থিত একটি বড় দ্বীপ।
এর বিজয়ের সাথে জড়িয়ে আছে বড় বিস্ময়কর ইতিহাস এবং তা বড় শিক্ষণীয়ও বটে।
ঘটনা হল, হযরত উসমান রা.-এর খেলাফতের যামানা ছিল। তৎকালীন শামের গভর্নর ছিলেন হযরত মুআবিয়া রা.। মুজাহিদ বাহিনীর প্রতি হযরত ওমর রা.-এর নির্দেশ ছিল- তোমরা এমন কোথাও অভিযানে যাবে না যেখানে আমার এবং তোমাদের মাঝে সমুদ্র প্রতিবন্ধক হয়। কেননা সে সময় সমুদ্রযাত্রা খুবই খতরনাক ছিল। জাহাজগুলো পাল তুলে চলত। বাতাস সেগুলোকে ভাসি
Read More **-------------**------------** Oct 1916তাইফুন হাগিবিসে নিহতের সংখ্যা ৭৫ জনে উন্নীতadmin October 16 তাইফুন হাগিবিসে নিহতের সংখ্যা ৭৫ জনে উন্নীত
কমপক্ষে ৭৫ ব্যক্তির মৃত্যু ও আরও ৩৪৫ জনকে আহত করা তাইফুন হাগিবিসের চলমান ক্ষয়ক্ষতি সামাল দিতে জাপানের বিভিন্ন কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। উদ্ধার কর্মীরা এখনও নিখোঁজ দশজনের সন্ধান অব্যাহত রাখার মুখে জরুরি ত্রাণ কর্মীরা পরিস্থিতি সামাল দিতে সংগ্রাম করতে হওয়া লোকজনের জন্য খাদ্য ও অন্যান্য সরবরাহ পৌঁছে দেয়ার চেষ্টা করছেন।
মিয়াগি জেলায় দুর্যোগে আটকা পড়ে যাওয়া লোকজন আবর্জনায় বার্তা লিখে সাহায্যের জন্য কর্মকর্তাদের প্রতি আবেদন জানান।
বন্যার পানিতে বিচ্ছিন্ন হয়ে পড়া এলাকাগুলোতে প্রবেশ করার জন্য কিছু উদ্ধারকারী দল হেলিকপ্টার ব্যবহার করছে।
তাইফুন দমকা হাওয়া ও ভারী বৃষ্টিপাত নিয়ে এসে সারা দেশ জুড়ে বিভিন্ন নদীর ৭৯টি বাঁধ ভেঙ্গে দেয়।
এন এইচ কে জা
Read More **-------------**------------** Oct 1915হাগিবিসকে একটি “মারাত্মক দুর্যোগ” হিসেবে ঘোষণা দেয়ার পরিকল্পনা করছেন জাপানের প্রধানমন্ত্রীadmin October 15 হাগিবিসকে একটি "মারাত্মক দুর্যোগ" হিসেবে ঘোষণা দেয়ার পরিকল্পনা করছেন জাপানের প্রধানমন্ত্রী
জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে বলেছেন, দুর্গত অঞ্চলগুলোর পুনর্গঠন কাজে রাষ্ট্রীয় ভর্তুকি বৃদ্ধির জন্য তার সরকার তাইফুন হাগিবিসকে একটি "মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ" হিসেবে চিহ্নিত করার পরিকল্পনা করছে।
আজ জাপানের সংসদের উচ্চ-কক্ষের বাজেট কমিটির একটি অধিবেশনে আবে বক্তব্য রাখেন। আইন-প্রণেতারা তাইফুনে নিহতদের স্মরণে এক মিনিটের নীরবতা পালন করেন।
আবে বলেন, এছাড়া, তার সরকার ৩শ ১৫টি পৌরসভাকে "মারাত্মক দুর্যোগ" বিধির আওতায় আনার সম্ভাবনা যাচাই করে দেখছে যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো কোনরকম আর্থিক উদ্বেগ ছাড়াই জরুরি মেরামত কাজ পরিচালনা করতে পারে।
প্রধানমন্ত্রী এটি স্বীকার করে নিয়েছেন যে লোকজনের নিত্যকা
Read More **-------------**------------** Oct 1915তাইফুন হাগিবিসে মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছেadmin October 15 তাইফুন হাগিবিসে মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে
গত সপ্তাহান্তে তাইফুন হাগিবিস জাপান জুড়ে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাওয়ার পর জরুরি উদ্ধার কর্মীরা এখনও পর্যন্ত অনেক নিখোঁজ লোকের অবস্থান নির্ধারণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
কর্তৃপক্ষ বলছে, মৃতের সংখ্যা এখন ৭২ ছুঁয়েছে এবং ১৪ ব্যক্তি এখনও নিখোঁজ রয়েছেন। প্রায় ২শ ২০ ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে।
তাইফুন শক্তিশালী হাওয়া এবং ভারী বৃষ্টিপাত বয়ে আনায় প্রায় ২শ নদীর পানি কূল ছাপিয়ে যায়। প্রায় ৫০টি নদী তীরের বাঁধ ভেঙ্গে যাওয়ায় বিস্তৃত এলাকা জুড়ে বন্যার সৃষ্টি হয়।
ভারী বৃষ্টিপাতের কারণে দেশজুড়ে প্রায় ১শ ৪০টি ভূমিধ্বসের ঘটনাও ঘটে।
Read More **-------------**------------** Oct 1914হাগিবিসে লন্ডভন্ড জাপান মৃতের সংখ্যা বাড়ছেইadmin October 14 হাগিবিসে লন্ডভন্ড জাপান মৃতের সংখ্যা বাড়ছেই
জাপানে সবচেয়ে শক্তিশালী টাইফুন হাগিবিসের আঘাতে মৃতের সংখ্যা বাড়ছেই। শক্তিশালী ওই ঘূর্ণিঝড়ের আঘাতে কানাগাওয়া, টোচিগি, গানমা, মিয়াগি, সাইতামা, ফুকুসিমা, ইওয়াতে, চিবা, শিজুকা এবং ইবারাকি এলাকায় এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত কয়েক দশকের মধ্যে সৃষ্ট বৃহৎ ঘূর্ণিঝড়ে ১৬ জন নিখোঁজ রয়েছে, এছাড়া আহত হয়েছে আরও ১৬৬ জন। জাপানের কেন্দ্রীয় অঞ্চল, পূর্বাঞ্চল এবং উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা ও ভূমিধস আঘাত হেনেছে। সেখানে উদ্ধার অভিযান চলছে। দেশজুড়ে ২৭ হাজার প্রতিরক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
প্রধানমন্ত্রী
Read More **-------------**------------** |
Bangla DailiesWeekliesResourcesEntertainmentSports Links |