ভারত যাত্রায় সাকিবের জন্য হাহাকার
‘সে ভুল করেছে, অপরাধ করেনি’
Read More
**-------------**------------**
|
Community Events
Oct 1931ভারত যাত্রায় সাকিবের জন্য হাহাকার‘সে ভুল করেছে, অপরাধ করেনি’
বহু চেষ্টার পর ভারতে একটি পূর্ণঙ্গ সিরিজ পেল বাংলাদেশ। কোথায় থাকবে উৎসবের আমেজ উল্টো বিষাদের ঘেরাটোপে দেশের ক্রিকেট। ১৩ দফা ন্যায্য দাবি নিয়ে আন্দোলন, বিসিবি প্রধানের ‘ষড়যন্ত্র’ তত্ত্ব এবয় সবশেষ সকিব আল হাসানের নিষেধাজ্ঞা। সব মিলিয়ে আকস্মিক ধাক্কায় টালমাটাল বাংলাদেশের ক্রিকেট। ভারতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শুরু হবে ৩ নভেম্বর। টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের নিষিদ্ধ হওয়ার খবর হজম করার ফুরসত পাওয়ার আগেই ভারতের উদ্দেশে রওয়ানা হয়েছে দল। সব ঠিক থাকলে এদিন সাকিবের নেতৃত্বেই দিল্লির বিমানে চড়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু জুয়াড়ির কাছ থেকে একাধিক প্রস্তাব পেয়েও তা গোপন করায় সাজা পেয়ে সাকিব এখন এক বছরের জন্য ক্রিকেটের বাইরে। হুট করে আসা এই ঝড়
Read More **-------------**------------** Oct 1931চীনের জাপানি নাগরিক আটকের প্রতিবাদ করছেন শিক্ষাবিদরাadmin October 31 চীনের জাপানি নাগরিক আটকের প্রতিবাদ করছেন শিক্ষাবিদরা
জাপানের একদল শিক্ষাবিদ তাঁদের একজন সহকর্মীকে সম্প্রতি চীনের আটক করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে ৪০এর ঘরে বয়সের সেই পুরুষকে গত মাসে তিনি বেইজিং সফর করার সময় আটক করা হয়।
হোক্কাইদো বিশ্ববিদ্যালয়ের সেই অধ্যাপক হলেন চীনা ইতিহাসের একজন বিশেষজ্ঞ এবং চীনের সমাজ বিজ্ঞান একাডেমী তাঁকে সেই দেশে আমন্ত্রণ জানিয়েছিল।
ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক সাতোশি আমাকো এবং হোসেই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাসাহারু হিশিদা অন্তর্ভুক্ত থাকা সেই দলটি গতকাল একটি বিবৃতি প্রচার করেছে। বিবৃতিতে আটকের ঘটনাকে বর্ণনাতীত আঘাত হিসেবে উল্লেখ করা হয়।
চীনে ভ্রমণ বাতিল করার খবর ইতিমধ্যে শিক্ষাবিদদের মধ্যে ছড়িয়ে পড়তে থাক
Read More **-------------**------------** Oct 1930সাকিবের ব্যাংক একাউন্ট চেয়েছিল জুয়াড়ি দীপকadmin October 30 সাকিবের ব্যাংক একাউন্ট চেয়েছিল জুয়াড়ি দীপকঅসংখ্যবার সাকিব আল হাসানের সঙ্গে ভারতীয় ক্রিকেট জুয়াড়ি দীপক আগারওয়ালের টেলিফোনে কথোপকথন হয়। হোয়াটস অ্যাপে এই কথোপকথনের পুরোটাই জুড়ে ছিল ম্যাচ পাতানোর প্রসঙ্গ। বিভিন্ন ম্যাচে দলে অমুক খেলোয়াড় খেলবে কিনা-এমন সব প্রশ্ন এবং উত্তর। গত বছরের ২৩ জানুয়ারি ঢাকায় বাংলাদেশ-শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে তিনজাতি সিরিজ চলাকালে দীপক হোয়াটসঅ্যাপ ম্যাসেজে সাকিবের কাছে এই ভাষায় জানতে চান, ‘ব্রো, এই সিরিজে কি কিছু হবে?’ গত বছর আইপিএল চলাকালেও দীপক আগারওয়াল এক ম্যাসেজে সাকিবের কাছে তার ব্যাংক একাউন্ট সম্পর্কে বিস্তারিত জানতে চান। সাকিব সেই প্রশ্নের উত্তরে দীপককে বলেন, ‘আমি তোমার সঙ্গে আগে সাক্ষাত করতে চাই।’ পরে অবশ্য সাকিব আইসিসির কাছে স্বীকার করেন আগারওয়াল তার কাছে এই সিরিজের বিভিন্ন দল সম্পর্কে তার কাRead More **-------------**------------** Oct 1930এমসিসি ক্রিকেট কমিটি থেকে সাকিবের পদত্যাগadmin October 30 এমসিসি ক্রিকেট কমিটি থেকে সাকিবের পদত্যাগআইসিসির নিষেধাজ্ঞার খবর আসার পর মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি থেকে পদত্যাগ করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এমসিসির ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাইক গ্যাটিং বলেছেন, কমিটি থেকে সাকিবকে হারিয়ে আমরা ব্যথিত। বিগত কয়েক বছর তিনি এই কমিটিতে অনেক অবদান রেখেছেন। তবে তার এই সিদ্ধান্ত সঠিক বলেই আমার বিশ্বাস। ২০১৭ সালের অক্টোবরে এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সঙ্গে যুক্ত হন সাকিব। এরপর অস্ট্রেলিয়ার সিডনি ও ভারতের বেঙ্গালুরুতে এই কমিটির দুটি সভায় অংশ নেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এর আগে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) গতকাল মঙ্গলবার দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশের টেস্টRead More **-------------**------------** Oct 1929জাপানের প্রথম জাতিসংঘ হাই কমিশনার সাদাকো ওগাতা’র পরলোকগমনadmin October 29 জাপানের প্রথম জাতিসংঘ হাই কমিশনার সাদাকো ওগাতা'র পরলোকগমন
জাপানের প্রথম জাতিসংঘ শরণার্থী হাই কমিশনার সাদাকো ওগাতা ৯২ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন।
১৯৭৬ সালে জাতিসংঘে জাপানের স্থায়ী মিশনে ওগাতা প্রথম জাপানি নারী মিনিস্টার হিসেবে যোগদান করেন।
প্রথম জাপানি জাতিসংঘ শরণার্থী হাই কমিশনার হিসেবে তিনি ১৯৯১ থেকে ২০০০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। ঝঞ্জা-বিক্ষুব্ধ সেই কালে যুগোস্লাভিয়া এবং সোভিয়েত ইউনিয়নের পতন হয়েছিল যা সেসময় আঞ্চলিক সংঘাতের সূত্রপাত ঘটায়। এছাড়া, রুয়ান্ডার গণহত্যাও সেসময় ঘটেছিল। এক্ষেত্রে, ওগাতার অবস্থান ছিল বিপুল পরিমাণ শরণার্থীর নিজেদের বাড়ি থেকে বিতাড়িত হওয়ার দুর্দশা প্রত্যক্ষভাবে অবলোকনের জন্য নিজে সেখানে গমন করা।
১৯৯০ সালে যখন তুরস্কে অনেক কুর্দিকেই প্রবেশে বাধা দে
Read More **-------------**------------** Oct 1929সাকিব দুই বছরের জন্য নিষিদ্ধadmin October 29 সাকিব দুই বছরের জন্য নিষিদ্ধম্যাচ পাতানোর প্রস্তাব গোপন করায় বাংলাদেশ টেস্ট ও টি-২০ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) । আইসিসির দুর্নীতিবিরোধী কোডের তিনটি আইন লঙ্ঘনের অপরাধ সাকিব মেনে নেওয়ার পর এ শাস্তি দেওয়া হয়েছে তাকে। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আইসিসি। আইসিসি তাদের অফিশিয়াল ওয়েবসাইটে জানিয়েছে, শাস্তির ২ বছরের মধ্যে প্রথম এক বছর কোনো ধরণের ক্রিকেট ম্যাচ খেলতে পারবেন না সাকিব। শাস্তির প্রথম এক বছর আইসিসির কোনো আইন ভঙ্গ না করলে পরের এক বছর তার শাস্তি স্থগিত থাকবে। শাস্তির ২ বছর আইসিসি’র পর্যবেক্ষণে থাকবেন সাকিব। এই সময়ে কোনো আইন ভাঙ্গলে সর্বেোচ্চ শাস্তি অর্থ্যাৎ ৫ বছরের জন্য নিRead More **-------------**------------** Oct 1928আইফোন ৫ ব্যবহারকারীদের অ্যাপলের সতর্কতাadmin October 28 আইফোন ৫ ব্যবহারকারীদের অ্যাপলের সতর্কতাআইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপেল। সতর্কতার অংশ হিসেবে আইফোন ৫ ব্যবহারকারীদের সফটওয়্যার আপেডট করতে বলা হয়েছে। আগামী ৩ নভেম্বরের মধ্যে সফটওয়্যার আপডেট না দিলে ঝামেলায় পড়তে হবে বলে জানিয়েছে অ্যাপল। যদিও আইওএস ১০.৩.৪ সফটওয়্যারটির কথ বলেছেন তারা। ব্যবহার করা যাবে না ইমেইল, অ্যাপ স্টোর ও আইক্লাউড। এমনকি ওয়েব ব্রাউজিং করতেও বাধার সম্মুখীন হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কেউ যদি সফটওয়্যার আপডেট না করেন তবে ম্যানুয়ালি পিসিতে আইফোন ৫-এর গুরুত্বপূর্ণ ফাইলগুলোর ব্যাকআপ রাখতে হবে। তাদের সতর্কতা অনুযায়ী, চতুর্থ প্রজন্মের আইপ্যাড ব্যবহারকারীরাও বিপদে পড়বেন। তবে তারা শুধু জিপিএস ফাংশনালিটিই হারাবেন। বাদবাকি সবকিছু ঠিক থাকবে। অ্যাপল জানিয়েছে, আইওএস ১২ সফটওয়্যারেRead More **-------------**------------** Oct 1928জাপানের চিবা জেলায় উদ্ধার ও পুনঃ নির্মাণ কাজ অব্যাহত আছেadmin October 28 জাপানের চিবা জেলায় উদ্ধার ও পুনঃ নির্মাণ কাজ অব্যাহত আছে
প্রচণ্ড বর্ষণ থেকে বন্যা ও কাদার ধ্বস নামার কারণে টোকিওর পূর্ব দিকে অবস্থিত চিবা জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জাপানে বৃষ্টিপাতের ফলে যে দশজনের মৃত্যু নিশ্চিত করা হয়, এদের মধ্যে নয়জন হচ্ছেন সেই জেলার। উদ্ধার ও পুনঃ নির্মাণ প্রচেষ্টা অব্যাহত আছে।
নিম্ন চাপ থেকে শুরু হওয়া প্রচণ্ড বৃষ্টি গত শুক্রবার জেলার উপর আঘাত হানে। কোন কোন এলাকায় ১২-ঘণ্টা সময়ের মধ্যে পুরো অক্টোবর মাসের গড় বৃষ্টিপাতের চাইতে বেশি বৃষ্টি হয়েছে।
জেলার উনিশটি নদীর পানি উপচে পড়লে রাস্তাঘাট ও আবাসিক এলাকা প্লাবিত হয়। মুষল বর্ষণ একই সাথে ভূমিধ্বস শুরু করে দেয়।
বাড়িঘরের ক্ষয়ক্ষতির বিস্তৃতি সম্পর্কে এখনও পর্যন্ত পরিষ্কার ধারণা না পাওয়া গেলেও তিনটি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে
Read More **-------------**------------** Oct 1926ভোটারদের খাবার পাঠিয়ে পদচ্যুত জাপানি মন্ত্রীadmin October 26 ভোটারদের খাবার পাঠিয়ে পদচ্যুত জাপানি মন্ত্রীনির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার দায়ে শুক্রবার পদচ্যুত হয়েছেন জাপানের বাণিজ্যমন্ত্রী ইশু সুগাওয়ারা। নিজ নির্বাচনী এলাকায় ভোটারদের দামি বাঙ্গি, কমলা, কাঁকড়া, মাছের ডিম ও রাজকীয় জেলি উপহার দিয়েছিলেন তিনি। দেশটির নির্বাচনী আইন অনুযায়ী, রাজনীতিবিদরা তাদের নিজ নির্বাচনী এলাকার ভোটারদের অনুদান বা উপহার পাঠাতে পারবেন না। খবর বিবিসির। জাপানের স্থানীয় সাময়িকী শুকান বুনশুন এক প্রতিবেদনের মাধ্যমে ইশু সুগাওয়ারা তার ভোটারদের কি কি উপহার দিয়েছিলেন, তার একটি তালিকা প্রকাশ করে। একইসঙ্গে উপহার গ্রহণের পর মন্ত্রী বরাবর প্রাপকদের ধন্যবাদজ্ঞাপক চিঠিও প্রকাশ করে পত্রিকাটি। এরপরই স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে তার নির্বাচনী আচরণবিধি ভঙ্গের এই খবর চাউড় হয়। সমবেদনা জানাতে এই মন্ত্রী তার এক সমRead More **-------------**------------** Oct 1926জাপানের পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টিপাতadmin October 26 জাপানের পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টিপাত
নিম্নচাপের ফলে সৃষ্ট প্রবল বৃষ্টিপাতে, পূর্ব ও উত্তর পূর্ব জাপানে বন্যা ও কাদাধ্বসের সৃষ্টি হয়েছে। এতে ১০ জন নিহত এবং এক ব্যক্তি নিখোঁজ হন।
চিবা এবং পার্শবর্তী ইবারাকি জেলার কয়েকটি এলাকায়, ১২ ঘণ্টা সময়ে ২শ মিলিমিটারের বেশী বৃষ্টিপাত হয়। এই পরিমাণ অক্টোবর পুরো মাসের গড়ের চেয়েও বেশী।
চিবা জেলার বেশ কয়েকটি নদী প্লাবিত হয়ে বিভিন্ন সড়ক এবং আবাসিক এলাকা ডুবে যায়। উদ্ধারকর্মীরা, বন্যার পানির জন্য কিছু এলাকায় পৌঁছানো দূর্গম হয়ে পড়েছে বলে জানান।
বিপুল সংখ্যক স্থানীয় অধিবাসী, নিজেদের বাড়ি থেকে কাদাপানি সরানোর দীর্ঘ এবং জটিল কাজ আরম্ভ করেছেন।
Read More **-------------**------------** Oct 1925নিরাপত্তার সব সূচকে ভারতের শহরগুলি পিছিয়ে, প্রথম টোকিওadmin October 25 নিরাপত্তার সব সূচকে ভারতের শহরগুলি পিছিয়ে, প্রথম টোকিওমোট ৫৭টি সূচকের ভিত্তিতে বিশ্বের ৬০টি শহরের তালিকা প্রকাশিত হয়েছে। সেই তালিকায় জাপানের রাজধানী টোকিও আছে প্রথম স্থানে। আর ভালো অবস্থানে নেই ভারতের শহরগুলি।-খবর দ্য ইকনোমিস্ট। সূচকগুলির মধ্যে অন্যতম ডিজিটাল নিরাপত্তা, স্বাস্থ্য নিরাপত্তা, পরিকাঠামোগত নিরাপত্তা এবং ব্যক্তিগত নিরাপত্তা। আধুনিক শহুরে জীবনের জন্য এই দিকগুলি গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। বিভিন্ন নিরাপত্তার দিক দিয়ে জাপানের রাজধানী টোকিও বিশ্বে প্রথম। এরপর আছে যথাক্রমে সিঙ্গাপুর, ওসাকা, আমস্টারডাম ও সিডনি। তালিকায় ৪৫ নম্বর স্থানে আছে ভারতের মুম্বাই। আরও সাত ধাপ পিছিয়ে ৫২ নম্বর স্থানে জায়গা হয়েছে দিল্লির। শেষ স্থানে আছে লাগোস। ডিজিটাল নিরাপত্তার দিক দিয়ে তালিকার শীর্ষে টোকRead More **-------------**------------** Oct 1925তাইফুন হাগিবিসে নিহতের মোট সংখ্যা এখন ৮৬admin October 25 তাইফুন হাগিবিসে নিহতের মোট সংখ্যা এখন ৮৬
এন এইচ কে জানতে পেরেছে যে তাইফুন হাগিবিসে নিহতের সংখ্যা হচ্ছে ৮৬ জন। এছাড়া আট ব্যক্তি এখনও পর্যন্ত নিখোঁজ আছেন। সামুদ্রিক ঝড় চলতি মাসে এর আগে জাপানের উপর আঘাত হানে এবং বিশাল এলাকা বন্যা প্লাবিত করে।
নিহতের সংখ্যা ৩০ জন নিয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফুকুশিমা জেলা, এরপর যথাক্রমে ১৯ ও ১৪ ব্যক্তির প্রাণহানি নিয়ে আছে মিয়াগি ও কানাগাওয়া জেলা।
অগ্নি ও দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সি বলছে তাইফুনে ৭২ হাজার বাড়িঘর বন্যা কবলিত হয়। প্রায় ৬,৫০০ বাড়ি বিধ্বস্ত কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে।
Read More **-------------**------------** Oct 1924আরও ৭০০ কোটি টাকার ভ্যাট ফাঁকি ধরা পড়ল গ্রামীণফোনেরadmin October 24 আরও ৭০০ কোটি টাকার ভ্যাট ফাঁকি ধরা পড়ল গ্রামীণফোনেরবিটিআরসির সঙ্গে বিশাল অঙ্কের রাজস্ব বিরোধ নিয়ে টানাপোড়েনের মধ্যেই নতুন করে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের বড়ো অঙ্কের ভ্যাট (মূল্য সংযোজন কর) ফাঁকি বের হয়েছে। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংশ্লিষ্ট অফিসের বিশেষ নিরীক্ষায় গ্রামীণফোনের প্রায় ৭০০ কোটি টাকার ভ্যাট ফাঁকি উদ্ঘাটিত হয়েছে। এনবিআরের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানকে কমিশন পরিশোধকালে কর্তিত ভ্যাট সরকারের ঘরে জমা দেয়নি প্রতিষ্ঠানটি। এ বিষয়ে প্রতিষ্ঠানটির কাছে সম্প্রতি প্রাথমিক দাবিনামা জারি করা হয়েছে। কিছু প্রক্রিয়া শেষে শিগগিগরই চূড়ান্ত দাবিনামা জারি করা হবে। গ্রামীণফোনের বিরুদ্ধে এর বাইরেও বিভিন্ন খাতে ২ হাজার ৮৫০ কোটি টাকা ভ্যাট ফাঁকি কিংবা পরিশোধ না করার অভিযোগ রয়েছে। সব মিলিয়েRead More **-------------**------------** Oct 1924২০১৮ সালে জাপানে রেকর্ড সংখ্যক বিদেশি শিক্ষার্থীর কর্মসংস্থান হয়েছেজাপানে শিক্ষা কার্যক্রম শেষ করে দেশটির ভেতরেই কাজ পাওয়া বিদেশী শিক্ষার্থীদের সংখ্যা গতবছর রেকর্ড সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা পেশাগত শিক্ষায়তন থেকে শিক্ষা কার্যক্রম সম্পন্নের পর জাপানের অভ্যন্তরেই কাজ করতে আগ্রহী বিদেশি শিক্ষার্থীদের রেসিডেন্স স্ট্যাটাস বা ভিসার ধরণ পাল্টে নিতে হয়।
অভিবাসন পরিষেবা এজেন্সি বলছে, গতবছর ২৫ হাজার ৯শ ৪২ ব্যক্তির জন্য ঐ পরিবর্তনের অনুমোদন দেয়া হয়, যা এর আগের বছরের তুলনায় ৩ হাজার ৫শ ২৩ জন বেশি। ১৯৯২ সালে উপাত্ত সংগ্রহ শুরুর পর থেকে এটিই ছিল সর্বোচ্চ।
শ্রেণিবিভাগ অনুযায়ী, ৯৩ শতাংশেরও বেশি শিক্ষার্থী মানবিক বা আন্তর্জাতিক সেবা ভি
Read More **-------------**------------** Oct 1923সবচেয়ে বড় মশাadmin October 23 সবচেয়ে বড় মশা
বিশ্বের সবচেয়ে বড় মশার সন্ধান পাওয়া গেল চীনে। হলোরুশিয়া মিকাডো প্রজাতির এই মশাটির পাখার দৈর্ঘ্য ১১ দশমিক ১৫ সেন্টিমিটার, অর্থাৎ ৪ ইঞ্চিরও বেশি। এটি সাধারণ মশা থেকে অন্তত ১০ গুণ বড়। এর শরীর প্রায় ২ ইঞ্চি লম্বা। গত আগস্টে দেশটির সিচুয়ান প্রদেশের কিনচেং পর্বতে ঘুরতে যেয়ে এই মশার সন্ধান পান পশ্চিম চীনের পতঙ্গ জাদুঘরের প্রধান সংরক্ষক জাও লি। কিন্তু, এই আবিস্কারের খবর প্রকাশের আগে তিনি মশাটি নিয়ে গবেষণা করতে চেয়েছিলেন ও নিশ্চিত হতে চেয়েছিলেন যে, এটি আসলেই বিশ্বের সবচেয়ে বড় মশা। জাও লি জানান, এই প্রজাতির মশা রক্ত খায় না। তারা খুব কম দিন বেঁচে থাকে। মূলত ফুলের রস খেয়ে এরা জীবনধারণ করে থাকে। বিশ্বে হাজার হাজার প্রজাতির মশা রয়েছে। এদের মধ্যে মাত্র ১০০ প্রজাতির মশা রক্ত পান করে জীবন ধারণ করে।
Read More **-------------**------------** |
Bangla DailiesWeekliesResourcesEntertainmentSports Links |