অলিম্পিক স্টেডিয়ামের নির্মাণ কাজের সমাপ্তি
Read More
**-------------**------------**
|
Community Events
Dec 1915অলিম্পিক স্টেডিয়ামের নির্মাণ কাজের সমাপ্তিadmin December 15 অলিম্পিক স্টেডিয়ামের নির্মাণ কাজের সমাপ্তি
২০২০ টোকিও অলিম্পিক ও প্যারালিম্পিকের মূল স্টেডিয়ামের নির্মাণ কাজ শেষ হওয়া উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতমাসের শেষ নাগাদ নতুন জাতীয় স্টেডিয়ামটির নির্মাণ কাজ শেষ হয়েছে।
আজ আয়োজিত অনুষ্ঠানে, প্রধানমন্ত্রী শিনযো আবে, টোকিওর গভর্নর ইউরিকো কোইকে এবং স্টেডিয়ামটির নকশার কাজে সংশ্লিষ্ট স্থপতি কেনগো কুমা অংশগ্রহণ করেন।
আবে, নতুন রেইওয়া যুগে নির্মাণ কাজ শেষ হওয়া স্থাপনাটি ক্রীড়ার ইতিহাসে বিভিন্ন ক্রীড়ার সাক্ষ্য বহন করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অংশগ্রহণকারীরা, মঞ্চে স্থাপিত একটি সুইচে চাপ দিলে বিশালাকারের একটি পর্দায় লোকজনদের স্টেডিয়ামটির নির্মাণ কাজ শেষ হওয়া উদযাপন করতে দেখা যায়।
গভর্নর কোইকে, স্টেডিয়ামটি এমন এক স্থাপনা যা নিয়ে ব
Read More **-------------**------------** Dec 1915তাকাইয়ামায় বছর শেষের চালের পিঠার উৎসবadmin December 15 তাকাইয়ামায় বছর শেষের চালের পিঠার উৎসব
জাপানের মধ্যভাগের গিফু জেলার তাকাইয়ামা শহরে আজ, বার্ষিক চালের পিঠার উৎসবে বিপুল সংখ্যক লোকজনের সমাগম হয়েছে।
খড়ের বাড়ি এবং অন্যান্য ঐতিহ্যবাহী গৃহ থাকা একটি পর্যটন এলাকা হিদা নো সাতো বা হিদা লোক পল্লী নামে অভিহিত স্থানটিতে এই উৎসবের আয়োজন করা হয়।
গ্রামের কর্মীরা, প্রায় ২০ কিলোগ্রাম আঠালো চাল সেদ্ধ করে কাঠের হাতুড়ি দিয়ে মলে ভাতগুলো পাকিয়ে ক্ষুদ্রাকারের বা চ্যাপ্টা টুকরো তৈরি করেন।
গ্রামটিতে, নতুন বছরের সাজসজ্জার জন্য ভাতের পিঠাগুলো ব্যবহার করা হয়।
কর্মীরা ভাতের পিঠার টুকরোগুলো দিয়ে গাছের ডাল সজ্জিত করেন যেগুলো দেখতে প্রস্ফুটিত ফুলের মত মনে হয়।
পর্যটক এবং অন্যান্য দর্শনার্থীরা, ভাতের পিঠা তৈরির অনুষ্ঠানটিতে যোগ দেন।
Read More **-------------**------------** Dec 1914বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধাadmin December 14 বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধাশহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকাল ৭টা ১ মিনিটে শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার দেয় তিন বাহিনীর একটি চৌকস দল। এরপর আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে শহীদ সমাধিতে ফুল দিয়ে পুনরায় শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা,Read More **-------------**------------** Dec 1914২০২০ অর্থবছরে জাপানের বাজেটের পরিমাণ সর্বকালের সর্বোচ্চadmin December 14 ২০২০ অর্থবছরে জাপানের বাজেটের পরিমাণ সর্বকালের সর্বোচ্চ
২০২০ অর্থবছরের জন্য জাপানের সাধারণ বাজেটের পরিমাণ ১শ ২ লক্ষ কোটি ইয়েনের বেশী বা প্রায় ৯৩ হাজার ৫শ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে।
আগামী ১লা এপ্রিল থেকে আরম্ভ হতে যাওয়া অর্থবছরের জন্য খসড়া বাজেট চূড়ান্তকরণের পর্যায়ে রয়েছে।
জাপানের প্রবীণ নাগরিকদের সংখ্যা অব্যাহত ভাবে বৃদ্ধি পেয়ে চলায় সামাজিক নিরাপত্তা ব্যয়ের পরিমাণ বিপুলভাবে বৃদ্ধি পেয়ে মোট বাজেটের এক তৃতীয়াংশ দখল করে চলতি অর্থবছরের চেয়ে প্রায় ৩শ ৭০ কোটি মার্কিন ডলার বৃদ্ধি পাবে।
প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ এবং নতুন অর্থনৈতিক নীতিমালা অনুযায়ী, অবকাঠামো নির্মাণের জন্য ১ হাজার ৬শ কোটি ডলারের বেশী অর্থ ব্যয় করা হবে।
সরকার, নিম্ন আয়ের পরিবারগুলোর শিশুদের জন্য বিনামূল্যে উচ্চ বিদ্যালয়
Read More **-------------**------------** Dec 1913রোহিঙ্গা গণহত্যার দাবি অস্বীকার মিয়ানমার নেত্রীরadmin December 13 রোহিঙ্গা গণহত্যার দাবি অস্বীকার মিয়ানমার নেত্রীর
সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের লক্ষ্য হিসেবে ধরে নিয়ে গণহত্যা চালানোর জন্য অভিযুক্ত নিজ দেশের সেনাবাহিনীর পক্ষে সাফাই গেয়েছেন মিয়ানমারের নেত্রী।
অং সান সুচি বিশ্বের সর্বোচ্চ মানবাধিকার আদালতকে বলেছেন, রাখাইন রাজ্যের পরিস্থিতি "জটিল এবং এর গভীরতা মাপা এত সহজ নয়।"
তিনি বলেন, "দু:খজনকভাবে, গাম্বিয়া মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি নিয়ে বাস্তবতার একটি অসম্পূর্ণ এবং বিভ্রান্তিকর চিত্র আদালতের সম্মুখে উপস্থাপন করেছে।"
উল্লেখ্য, পশ্চিম আফ্রিকার দেশটি হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতে এই মামলাটি দায়ের করে।
মিয়ানমার দাবি করেছে যে বিতাড়িত রোহিঙ্গাদের সাবেক আবাসস্থল রাখাইন রাজ্যে সন্ত্রাসবাদের জবাব দ
Read More **-------------**------------** Dec 1912কার্বন ডাই অক্সাইড হ্রাসে জাপানের প্রচেষ্টার উপর পরিবেশ মন্ত্রীর আলোকপাতadmin December 12 কার্বন ডাই অক্সাইড হ্রাসে জাপানের প্রচেষ্টার উপর পরিবেশ মন্ত্রীর আলোকপাত
জাপানের পরিবেশ মন্ত্রী শিনজিরো কোইযুমি মাদ্রিদে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বৈশ্বিক উষ্ণায়ন সামাল দেয়ায় তাঁর দেশের প্রচেষ্টার উপর আলোকপাত করেছেন।
কপ ২৫ শীর্ষ সম্মেলনে কোইযুমি গতকাল মন্ত্রী-পর্যায়ের একটি বৈঠকে অংশ নেন।
বিদ্যুৎ উৎপাদনে কয়লার ব্যবহার অব্যাহত রাখায় জাপানের ব্যাপক সমালোচনা করা হচ্ছে।
বৈঠকের আগে কোইযুমি সাংবাদিকদের বলেছেন তাঁর বিশ্বাস সমালোচনা এড়িয়ে না গিয়ে সরাসরি এর মুখোমুখি হওয়া জাপানের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
তিনি আরও উল্লেখ করেন যে বৈশ্বিক উষ্ণায়ন সমস্যার সমাধানে তাঁর দেশের চালানো প্রচেষ্টা নিয়ে ইতিবাচক একটি বার্তা তিনি পাঠাবেন।
জাপানের কিছু কিছু পৌর প্রশাসন কিভাবে উৎপাদিত নবায়নযোগ্য জ্ব
Read More **-------------**------------** Dec 1912জাপানে ব্যবসায়িক মনোভাব গত সাড়ে তিন বছরের মধ্যে সর্বনিম্নadmin December 12 জাপানে ব্যবসায়িক মনোভাব গত সাড়ে তিন বছরের মধ্যে সর্বনিম্নজাপানের ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে দেশের নির্বাহী কর্মকর্তারা আশাবাদী দৃষ্টিভঙ্গী পোষণ করছেন না। সরকারী এক জরিপে দেখা গেছে যে বর্তমান ত্রৈমাসিক সময়ের জন্য বিরাট আকারের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর মনোভাব গত সাড়ে তিন বছরের মধ্যে সর্বনিম্ন। কর্মকর্তারা বলছেন, সব ধরনের শিল্পের ক্ষেত্রেই বিরাট আকারের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর সূচক হল মাইনাস ৬ দশমিক ২। ২০১৬ সালে দ্বিতীয় ত্রৈমাসিক সময়ের পর থেকে সূচকের এই পরিমাণ হল সর্বনিম্ন। ঐ বছর দক্ষিণ পশ্চিম জাপানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। সূচকের পরিমাণ মাইনাস হওয়ায় তার থেকে আভাস পাওয়া যাচ্ছে যে ব্যবসায়িক পরিস্থিতি অবনতিশীল বলে অধিক সংখ্যক কোম্পানির ধারণা। কর্মকর্তারা বলছেন যে পয়লা অক্টোবার থেকে ভোRead More **-------------**------------** Dec 1911উদারতা অর্থ আকীদা ও আদর্শের বিসর্জন নয় মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেকadmin December 11 উদারতা অর্থ আকীদা ও আদর্শের বিসর্জন নয়Read More **-------------**------------** Dec 1911চলতি শতাব্দীর শেষ নাগাদ হোক্কাইদো’তে ভাসমান বরফের স্তর অদৃশ্য হওয়ার সম্ভাবনাadmin December 11 চলতি শতাব্দীর শেষ নাগাদ হোক্কাইদো'তে ভাসমান বরফের স্তর অদৃশ্য হওয়ার সম্ভাবনা
একটি বৈজ্ঞানিক গবেষণা গ্রুপ বলছে, চলতি শতাব্দীর শেষ নাগাদ জাপানের সর্ব উত্তরের জেলা হোক্কাইদো থেকে বরফের ভাসমান আস্তরণ অদৃশ্য হয়ে যেতে পারে।
প্রতিবছর শীতকালে আবাশিরি উপকুল'সহ অন্যান্য এলাকায় রাশিয়ার উপকূল এলাকা থেকে আসা ভাসমান বরফের আস্তরণ চোখে পড়ে। আর এগুলো দেখতে অনেক পর্যটকেরও সমাগম ঘটে।
হোক্কাইদো'র ওখোতস্ক সাগর বরফ যাদুঘরের একটি গবেষণা গ্রুপ ২০০৯ সাল পর্যন্ত ১৫ বছর ধরে চারটি নির্দিষ্ট এলাকায় গড় তাপমাত্রার সাথে ভাসমান বরফের আস্তরণের পরিমাণের সম্পর্ক নিয়ে গবেষণা বা নিরীক্ষা চালায়। এক্ষেত্রে, মূলত, বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব সম্পর্কে জানার জন্যই গ্রুপটি এই অনুসন্ধান চালায়।
এর ফলাফলে দেখা যাচ্ছে যে জানুয়ারি থ
Read More **-------------**------------** Dec 1910বাবরি মসজিদে হামলাকারীর ইসলাম গ্রহণ, নির্মাণ করলেন ৯০ মসজিদadmin December 10 বাবরি মসজিদে হামলাকারীর ইসলাম গ্রহণ, নির্মাণ করলেন ৯০ মসজিদভারতের অযোধ্যায় অবস্থিত ঐতিহাসিক বাবরি মসজিদে প্রথম হামলাকারী ব্যক্তি বলবীর সিং ইসলাম গ্রহণ করেছেন, নাম রেখেছেন মোহাম্মদ আমির। এটা পুরনো খবর। নতুন খবর, মসজিদ ভাঙ্গার সুতীব্র এক অনুশোচনা থেকে মোহাম্মদ আমির ইতিমধ্যে নির্মাণ করেছেন ৯০টি মসজিদ। সংবাদ সংস্থা আনাদোলুকে এক সাক্ষাৎকারে মোহাম্মদ আমির বলেছেন, শিব সেনার দলে যোগ দেয়ার পর তিনি উগ্রবাদী হয়ে উঠেন। তিনি ব্যখ্যা করে বলেন, দিল্লির কাছে হরিয়ানায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রশিক্ষণ শিবিরে ও পানিপথে কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ করতাম। মোহাম্মদ আমির বলেছেন, বাবরি মসজিদে হামলার দিন কার্যত কোন সেখানে নিরাপত্তা ছিল না যা আমাদের সেখানে আক্রমণে অনুপ্রেরণা জুগিয়েছিল। আমির বলেছেRead More **-------------**------------** Dec 199গবেষকদেরকে বর্ধিত সহায়তা দিবে জাপান সরকারadmin December 9 গবেষকদেরকে বর্ধিত সহায়তা দিবে জাপান সরকারজাপানের শিক্ষা মন্ত্রণালয় তরুণ গবেষকদের সাত বছর ধরে আর্থিক সহায়তা প্রদানের জন্য একটি কর্মসূচী চালুর সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, তারা এই কর্মসূচীর জন্য প্রায় ৪৬ কোটি মার্কিন ডলারের একটি তহবিল গঠন করবে। তারা জানিয়েছে, প্রত্যেক সফল প্রার্থীদের প্রায় ৬৪ হাজার ডলারের বার্ষিক সহায়তা প্রদান করা হবে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই কর্মসূচীর জন্য ৭০০ গবেষককে বাছাই করতে তিন বছর সময় লাগবে এবং নীতিগতভাবে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে গবেষকদের বয়স সীমা হবে ৪০ বছর। মন্ত্রণালয় এও জানিয়েছে যে আর্থিক সহায়তা প্রদানের সময়সীমা ১০ বছর পর্যন্ত বাড়ানো যাবে যা তরুণ গবেষকদের জন্য নেয়া অন্যান্য সহায়তা কর্মসূচীর চেয়ে বেশি। জাপানের বিজ্ঞান ও প্রযুক্তি এজেন্সি এই কর্মসূচীর জন্য গবেষকRead More **-------------**------------** Dec 199নাকামুরার মৃত্যুতে জড়িত থাকার দায়ে দু’ব্যক্তিকে জিজ্ঞাসাবাদadmin December 9 নাকামুরার মৃত্যুতে জড়িত থাকার দায়ে দু'ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয়টির কর্মকর্তারা জাপানি ডাক্তার এবং মানবাধিকার কর্মী তেৎসু নাকামুরার নির্মমভাবে গুলিতে নিহত হওয়ার সাথে জড়িত দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে।
এনএইচকে'র কাছে এই তথ্য প্রকাশ করে মন্ত্রণালয় আরও জানায় যে ঘটনাটি সম্পর্কে এই দুই ব্যক্তি কিছু জেনে থাকতে পারে।
নানগারহারের পূর্বাঞ্চলীয় প্রদেশ জালালাবাদে গত বুধবার দু'টি গাড়িতে করে কর্মীদেরসহ যাত্রাপথে নাকামুরা গুলিতে নিহত হন। এ ঘটনায় অপর পাঁচজনও মারা যান।
জাপানের বেসরকারি সংগঠন পেশোয়ার-কাইয়ের স্থানীয় প্রতিনিধি ছিলেন নাকামুরা।
তদন্ত কর্মকর্তারা জানিয়েছে যে সশস্ত্র একটি দল নাকামুরার গাড়ির জন্য অপেক্ষমাণ ছিল এবং তার পথ আটকে গ
Read More **-------------**------------** Dec 198দেশে পৌঁছেছে আফগানিস্তানে নিহত জাপানী চিকিৎসকের মরদেহadmin December 8 দেশে পৌঁছেছে আফগানিস্তানে নিহত জাপানী চিকিৎসকের মরদেহ
আফগানিস্তানে নিহত জাপানী চিকিৎসক ও মানবিক কর্মীর মরদেহ আজ রাতে জাপানে এসে পৌঁছেছে।
গত বুধবার তেৎসু নাকামুরা, আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের জালালাবাদ শহরে ওঁত পেতে থাকা অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হন।
গতকাল তাঁর মরদেহ বহনকারী একটি বিমান কাবুল ত্যাগ করে।
বিমানবন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি, নাকামুরার বিধবা স্ত্রী নাওকো এবং তাঁর কন্যা আকিকোর কাছে শোক প্রকাশ করেন। প্রেসিডেন্ট এবং একদল সেনা নাকামুরার শবাধার বহন করেন।
ঘানি, এটি একটি দুঃখজনক দিন ছিল বলে উল্লেখ করেন। তিনি, আফগানিস্তানের দরিদ্র জনগণের জীবনযাত্রার উন্নয়ন এবং দেশটিকে শক্তিশালী করতে নিজের জীবন ব্যয় করে আসা নাকামুরাক
Read More **-------------**------------** Dec 197ত্রিমুখী ভালবাসায় জাপানি পেঙ্গুইনদের ঘটনাবহুল জীবন!admin December 7 ত্রিমুখী ভালবাসায় জাপানি পেঙ্গুইনদের ঘটনাবহুল জীবন!ত্রিমুখী ভালবাসা, মান অভিমান ও বিচ্ছেদের আগুনে পুড়ে ছারখার জাপানি পেঙ্গুইনদের জীবন! কথাগুলো শুনে যে কোন টিভি সোপ অপেরার কথা মনে হতে পারে, কিন্তু বাস্তবে জাপানের কিয়োটা অ্যাকুরিয়ামে বাস করা পেঙ্গুইনদের সম্পর্কের গল্প এটি। তাদের ভালবাসা ও বিচ্ছেদের কাহিনী গতবছরও মন কেড়েছিল দর্শকদের। আর সে কারণেই এবার অ্যাকুরিয়াম কর্তৃপক্ষ তাদের পরস্পরের সম্পর্ক নিয়ে তৈরি করেছে একটি ম্যাপ! অরিক্স গ্রুপের এই অ্যাকুরিয়ামটির মুখপাত্র শোকো ওকুদা জানায়, ‘পেঙ্গুইনদের জীবনযাপন আমাদের মানুষদের মতই। তাদের প্রত্যেকের নিজস্বতা রয়েছে, তাদের সম্পর্কেও রয়েছে নিজস্বতার প্রভাব। গত বছর পেঙ্গুইনদের ম্যাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয়তা পায়। আর সে কারণেই এ বছরও আমরাRead More **-------------**------------** Dec 197স্বদেশের পথে আফগানিস্তানে নিহত জাপানী চিকিৎসকের মরদেহadmin December 7 স্বদেশের পথে আফগানিস্তানে নিহত জাপানী চিকিৎসকের মরদেহ
আফগানিস্তানে গুলিতে নিহত জাপানি চিকিৎসক ও মানবিক কর্মীর মরদেহ তাঁর পরিবারের সদস্যদের সাথে আজ দেশের পথে রওয়ানা হয়েছে।
গত বুধবার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় জালালাবাদে, তেৎসু নাকামুরা ওঁত পেতে থাকা একটি অজ্ঞাত সশস্ত্র দলের গুলিতে নিহত হন।
গতকাল, নিহত চিকিৎসকের মরদেহ গ্রহণ করতে নাকামুরার বিধবা স্ত্রী নাওকো এবং তাঁর কন্যা আকিকো আফগানিস্তানের রাজধানী কাবুলে গিয়ে পৌঁছান।
আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি, শোক জানাতে তাঁদের সঙ্গে প্রেসিডেন্টের দপ্তরে সাক্ষাৎ করেন। ঘানি, হত্যাকারীদের শনাক্ত এবং গ্রেফতার করা আফগান কর্তৃপক্ষের দায়িত্ব বলে তাঁদের অবহিত করেন।
নাকামুরা, সেচের জন্য নালা তৈরিসহ বিভিন্ন ধরণের পুনঃনির্মাণ প্রকল্পে সহযোগ
Read More **-------------**------------** |
Bangla DailiesWeekliesResourcesEntertainmentSports Links |