Community Events
bnp

উহানে করোনাভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ হওয়া এক জাপানি পুরুষের মৃত্যু

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে সন্দেহ হওয়া বয়স ষাটের কোঠায় থাকা এক জাপানি পুরুষ আজ এই ভাইরাসের প্রাদুর্ভাবের কেন্দ্র চীনা শহর উহানে নিউমোনিয়ায় মৃত্যুবরণ করেছেন। মন্ত্রণালয় কর্মকর্তারা বলেন, নিজের চীনা স্ত্রীর সাথে উহান শহরে বসবাস করা ঐ ব্যক্তি গতমাসের ১৬ তারিখের দিকে জ্বরে আক্রান্ত হন। তাকে একটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার নিউমোনিয়া রোগ নিশ্চিত করা হয়। গতমাসের ২৮ তারিখ প্রাথমিকভাবে করোনাভাইরাসের জন্য করা পরীক্ষায় ইতিবাচক ফল আসলেও ঐ ব্যক্তির মৃত্যুর সময় পর্যন্ত ঐ ফলাফল নিশ্চিত করা যায়নি। তাকে চিকিৎসা দেয়া হাসপাতাল জানিয়েছে যে তার মৃত্যুর কারণ "ভাইরাস জনিত নিউমোনিয়া"।
Read More


**-------------**------------**




২০১৯ সালে জাপানের খাদ্য রপ্তানি রেকর্ড সর্বোচ্চ

জাপানের খাদ্য রপ্তানি ২০১৯ সালে রেকর্ড সর্বোচ্চ হয়েছে, তবে সরকারি লক্ষ্যমাত্রা ১ লক্ষ কোটি ইয়েনের থেকে নিচে রয়েছে। কর্মকর্তারা বলছেন, গত বছর বিদেশে চালানের পরিমাণ ছিল ৯১ হাজার ২৩০ কোটি ইয়েন বা প্রায় ৮৩০ কোটি ডলার যা এর আগের বছরের তুলনায় ০.৬% বেশি। চালের রপ্তানি বেড়েছে ২৩%। দুধ এবং দুগ্ধজাত পণ্যের রপ্তানি বেড়েছে ২০.৫%। প্রিমিয়াম ওয়াগিউ নামের উন্নতমানের গরুর মাংস সহ এই মাংসের রপ্তানি বেড়েছে ২০%। সাকে'র চালান বেড়েছে ৫.৩%। তবে, গত ৭ বছরের মধ্যে এবারের সার্বিক বৃদ্ধি ছিল সবচেয়ে কম। কর্মকর্তারা বলছেন, জাপানি খাবারের সর্ববৃহৎ আমদানিকারক দেশ হংকং'এ চালানের পরিমাণ সরকার বিরোধী প্রতিবাদ-বিক্ষোভের কারণে কমে গেছে।

Read More


**-------------**------------**

চীনে নতুন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে গিয়েছে

চীনের মূল ভূখন্ডে নতুন করোনাভাইরাসে নিশ্চিত ভাবে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে গিয়েছে। মৃতের সংখ্যা এখন ৬শো'র বেশি। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, বৃহস্পতিবার সংক্রমণের ৩ হাজার ১শো ৪৩টি নতুন ঘটনা নিশ্চিত করা হয়। এরফলে রোগীর মোট সংখ্যা ৩১ হাজার ১শো ৬১'তে পৌঁছালো। পর পর চার দিন নতুন সংক্রমণের সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে যেতে দেখা যায়। নতুন সংক্রমণের শতকরা ৭০ ভাগেরও বেশি ঘটনা ঘটেছে এই ভাইরাসের প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল হুবেই প্রদেশে। যে সকল রোগীর অবস্থা গুরুতর, তাদের সংখ্যা ৯শো ৬২ বৃদ্ধি পেয়ে এখন দাঁড়িয়েছে ৪ হাজার ৮শো ২১'এ। হুবেই প্রদেশের একজন ঊর্ধতন কর্মকর্তা সাংবাদিকদের জানান, ১০ হাজারের ওপর চিকিৎসা কর্মী ঐ প্রদেশ
Read More


**-------------**------------**

মায়ের থেকে শিশু সন্তানে করোনা ভাইরাসের সন্দেহজনক সংক্রমণ

চীনের রাষ্ট্র পরিচালিত সম্প্রচার কেন্দ্র সি সি টি ভি খবর দিয়েছে যে নবজাতক এক শিশুর নতুন করোনা ভাইরাসে সংক্রমিত হওয়া সম্পর্কে জানা গেছে। সি সি টি ভি বলছে গত রবিবার রোগ ছড়িয়ে পড়ার কেন্দ্রে থাকা শহর উহানে শিশুটির জন্ম হয়। মা করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ায় জন্মের ৩০ ঘণ্টা পর শিশুর দেহে ভাইরাসের পরীক্ষা চালানো হয়। পরীক্ষায় ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। জ্বর কিংবা কাশির মত উপসর্গ শিশুর মধ্যে দেখা না গেলেও শ্বাসকষ্ট ছিল। এক্সরে ছবিতে ফুসফুসে সংক্রমণ দেখা যায়। হাসপাতালের একজন চিকিৎসক মায়ের থেকে সন্তানে রোগ সংক্রমিত হওয়ার ঝুঁকি সম্পর্কে সতর্ক করে দিয়েছেন এবং সেই সম্ভাবনা বিবেচনা করে দেখার আহ্বান বিশেষজ্ঞ ও চিকিৎসা পেশায় সংশ্লিষ্টদের প্রতি জানি
Read More


**-------------**------------**

টোকিওতে শেয়ারের মূল্য বৃদ্ধি

টোকিওতে আজ শেয়ারের মূল্য বৃদ্ধি পেয়েছে। করোনা ভাইরাসের সম্ভাব্য চিকিৎসা এবং শুল্ক হ্রাসে চীনের ঘোষণা শেয়ারের মূল্য ঊর্ধ্বমুখী দিকে ঠেলে দেয়। টোকিওতে নিক্কেই গড় আজ আগের দিনের শেষ সময়ের চাইতে ২.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৩,৮৭৩ পয়েন্টে দিন শেষ করেছে। বিনিয়োগকারীরা সবরকম শেয়ার কিনে নেন। বিশ্লেষকরা বলছেন করোনা ভাইরাসের চিকিৎসায় একটি ওষুধ আবিষ্কারে অগ্রগতির খবর প্রচারিত হওয়ার পর বিশ্ব অর্থনীতির সম্ভাবনা নিয়ে দেখা দেয়া উদ্বেগ সহজ হয়ে আসে। আগামী সপ্তাহের শুক্রবার থেকে যুক্তরাষ্ট্রের পণ্যের উপর থেকে অতিরিক্ত শুল্ক হ্রাস করায় বেইজিংয়ের ঘোষণাও মনোভাব চাঙ্গা করে তুলেছে। এদিকে ডলারের বিনিময়ে জাপানি মুদ্রা ইয়েন দুর্বল হয়ে ১১০ ইয়েনের পর্যায়ে বেচাকেনা হয়েছে। নিরাপদ স্বর্
Read More


**-------------**------------**

চীনের মূল ভূখণ্ডের বাইরে ১৯২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন

চীনের মূল ভূখণ্ডের বাইরে, ২৬টি দেশ ও ভূখণ্ডে ১৯২ জনের নতুন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার নিশ্চিত খবর পাওয়া গেছে। জাপানে ২০ জন, থাইল্যান্ডে ১৯ জন, সিংগাপুরে ১৮ জন, দক্ষিণ কোরিয়ায় ১৬ জন ও হংকং'এ ১৫ জন, অস্ট্রেলিয়া ও জার্মানিতে ১২ জন করে এবং যুক্তরাষ্ট্রে ১১ জনের আক্রান্ত হওয়ার নিশ্চিত খবর পাওয়া যায়। এই সংখ্যার মধ্যে ভারতের ৩ জন এবং নেপাল ও শ্রীলঙ্কার ১ জন করে রোগীও অন্তর্ভুক্ত রয়েছেন।

Read More


**-------------**------------**

চীনে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে

চীন জানিয়েছে, নতুন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২০ হাজারের উপরে উঠে গেছে এবং মৃতের সংখ্যা ৪০০ ছাড়িয়ে গেছে। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন মঙ্গলবার ৩ হাজার ২৩৫ জন নতুন রোগীর কথা জানানোয় মোট সংখ্যা দাঁড়ায় ২০ হাজার ৪৩৮-এ। প্রতিবেদনে বলা হচ্ছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হুবেই প্রদেশে ৬৪ জনের মৃত্যুর পরে মোট মৃতের সংখ্যা ৪২৫-এ পৌঁছায়। হুবেই'এ তড়িঘড়ি নির্মিত একটি হাসপাতালে সোমবার থেকে রোগীদের চিকিৎসা শুরু হয়েছে। এই স্থাপনাটিতে মোটামুটি ১ হাজার রোগী সংকুলানের ব্যবস্থা থাকলেও কেবল সোমবারেই রোগীর সংখ্যা ২ হাজারেরও বেশি বেড়ে যায়।

Read More


**-------------**------------**

দৃষ্টিহীন ম্যারাথনে জাপানি নারীর বিশ্বরেকর্ড

দৃষ্টিহীন ক্রীড়াবিদদের জন্য আয়োজিত নারী ম্যারাথনে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন ৪৩ বছর বয়সী এক জাপানি দৌড়বিদ। বেপ্পু ওইতা মাইনিচি ম্যারাথনে দৃষ্টিহীন ক্রীড়াবিদদের বিভাগে মিসাতো মিচিশিতা দুই ঘন্টা ৫৪ মিনিট ২২ সেকেন্ডে দৌড় শেষ করেন। পশ্চিম জাপানের ওইতা জেলায় রবিবার এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২০১৭ সালে তার পূর্বের বিশ্বরেকর্ডের চেয়ে তিনি এক মিনিট ৫২ সেকেন্ড কম সময় নেন। ধীরে দৌড় শুরু করার পর মিচিশিতা পূর্বের বিশ্বরেকর্ডের চেয়ে দ্রুত গতিতে প্রথম অবস্থানে থাকা শুরু করেন। ২৫ কিলোমিটার পর সবাইকে পেছনে ফেলে তিনি দৌড়াতে থাকেন এবং চূড়ান্ত লাইনে পৌঁছানোর বাকি পথ তিনি সহজ নেতৃত্ব বজায় রাখেন। মিচিশিতা জুনিয়র হাইস্কুলের ছাত্রী থাকা অবস্থায় এক রোগের কারণ
Read More


**-------------**------------**

উহান থেকে জাপানে ফেরা লক্ষণ সনাক্ত না হওয়া ব্যক্তির লক্ষণ প্রকাশিত

পূর্বে করোনা ভাইরাসের দৃশ্যত কোন লক্ষণ প্রকাশ না পাওয়া আক্রান্ত এক ব্যক্তির জ্বরসহ অন্যান্য লক্ষণ এখন দেখা যাচ্ছে। ৪০-এর কোঠার বয়সী ঐ ব্যক্তি চীনে করোনা ভাইরাস বিস্তারের কেন্দ্রস্থল উহান থেকে সরকারি ভাড়া করা এক বিমানে গত বুধবার জাপানে ফিরে আসেন। ফেরার পর তার মধ্যে কোন লক্ষণ দেখা যায়নি তবে স্বাস্থ্য পরীক্ষায় দেখা গিয়েছিল যে তিনি আক্রান্ত। ঐ ব্যক্তির দেহে লক্ষণসমূহ প্রকাশিত হওয়ায় সোমবার জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করে। তিনি টোকিও'র নিকটে চিবার এক হাসপাতালে রয়েছেন। কর্মকর্তারা জানান লক্ষণ দেখা না যাওয়ার পর লক্ষণ প্রকাশিত হওয়া এই ব্যক্তি জাপানে প্রথম। সরকারি ভাড়া করা বিমানে করে ৫৬০ জনেরও বেশি জাপানে ফিরে আ
Read More


**-------------**------------**

জাপানি ফুটবল তারকার ব্রাজিলের বোতাফোগো ক্লাবে যোগদান

জাপানি ফুটবলের তারকা খেলোয়াড় কেইসুকে হোন্ডা, ব্রাজিলের ফুটবল লীগের প্রথম বিভাগের দল বোতাফোগোতে যোগ দিয়েছেন। গতকাল রিও দে জানেইরো ভিত্তিক দলটি, নিজেদের ওয়েব সাইটে এই চুক্তির বিষয় প্রকাশ করে। টুইটারে, হোন্ডাও একটি সংক্ষিপ্ত ভিডিও চিত্র প্রেরণ করেন। এতে তিনি, পর্তুগিজ ভাষায় বোতাফোগোতে খেলার সিদ্ধান্ত গ্রহণের বিষয় উল্লেখ করেন। গতবছর নভেম্বরে, ৩৩ বছর বয়সী মাঝ মাঠের এই খেলোয়াড় নেদারল্যান্ডের প্রথম বিভাগের দল ভিতেসসে আর্নহেমে যোগ দিলেও মাত্র প্রায় একমাস পর দল ত্যাগ করেন।
Read More


**-------------**------------**

চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা আড়াইশো ছাড়িয়েছে

করোনাভাইরাস সংক্রান্ত জরুরি পরিস্থিতি মোকাবেলা করা চীনা কর্তৃপক্ষ স্বীকার করে নিয়েছে যে এই প্রাদুর্ভাবের শুরুর দিনগুলোতে তাদের সাড়া দেয়ার প্রক্রিয়া অত্যন্ত মন্থর ছিল। তাদের এই স্বীকারোক্তি এমন সময় এলো যখন চীনে মৃতের সংখ্যা ২শ ৫৯ এবং সংক্রমণের সংখ্যা দ্রুত বেড়ে প্রায় ১২ হাজার ছুঁয়েছে। প্রাদুর্ভাবের সূত্রপাত ঘটা হুবেই প্রদেশের হাসপাতাল এবং ক্লিনিকগুলো এখন রোগীর অতিরিক্ত ভিড় সামলাতে ব্যতিব্যস্ত রয়েছে। তারা বলছে, প্রতিদিন প্রায় ৩০ হাজার উদ্বিগ্ন লোক পরামর্শ নেয়ার জন্য তাদের অভ্যর্থনা কক্ষে ভিড় জমাচ্ছেন। অন্যদিকে, গ্রাম্য এলাকার অধিবাসীরা দায়িত্ব নিজেদের হাতে তুলে নিয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ ভাইরাস নিয়ে কোন বহিরাগতের প্রবেশ রোধে নেয়া প
Read More


**-------------**------------**

রোগ বিস্তারের মুখে চীনের ফ্লাইট বন্ধ রেখেছে বিভিন্ন বিমান কোম্পানি

প্রধান বিভিন্ন বিমান কোম্পানি করোনা ভাইরাসের বিস্তার বৃদ্ধি পাওয়ার মুখে চীনে যাতায়াত করা তাদের বিমানের ফ্লাইট বন্ধ রেখেছে। ব্রিটিশ এয়ারওয়েজ গতকাল জানায় যে পরিস্থিতি পর্যালোচনা করে যাওয়া অবস্থায় বেইজিং ও শাংহাইয়ের ফ্লাইট কোম্পানি শুক্রবার পর্যন্ত বন্ধ রাখছে। জার্মানির লুফথহানসা, অস্ট্রিয়ান এয়ারলাইন্স এবং সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সও গতকাল জানিয়েছে যে ফেব্রুয়ারি মাসের ৯ তারিখ পর্যন্ত চীনের মূল ভূখণ্ডের সকল ফ্লাইট তারা স্থগিত রাখছে। এই তিন বিমান কোম্পানি অবশ্য হংকংয়ে বিমান চলাচল অব্যাহত রাখবে। চাহিদা ব্যাপকভাবে কমে যাওয়ায় আমেরিকান এয়ারলাইন্স ফেব্রুয়ারি মাসের ৯ তারিখ থেকে মার্চের ২৭ তারিখ পর্যন্ত লস এঞ্জেলস থে
Read More


**-------------**------------**

করোনার চিকিৎসায় এইচআইভির ওষুধ ব্যবহার করছে চীন

চীনে নতুন ধরনের করোনা ভাইরাসের আক্রমণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩২ জনে। ভাইরাসটির ছড়িয়ে পড়া পর্যবেক্ষণ করছে টেনসেন্ট নিউজ। তাদের তথ্য অনুসারে, নিশ্চিতভাবে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৫১৫ জন, আর সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৯৭৩ জন। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই ভাইরাসে আক্রান্তদের জন্য কোনো টিকা ও রোগ উপশমকারী ওষুধ না থাকায় চীন জরুরিভিত্তিতে এইচআইভির চিকিৎসায় ব্যবহৃত ওষুধ ব্যবহারের পরিকল্পনা করছে।
চীনের ন্যাশনাল হেলথ কমিশনের (এনএইচসি) বেইজিং শাখা বলেছে, ভাইরাসটিতে আক্রান্তদের চিকিৎসার জন্য লোপিনাভাইর ও রিটোনাভাইর-এর সমন্বয় ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে। এইচআইভির সংক্রমণ প্রতিরোধে কালেট্রা নামে আবভিয়ে কোম্পানি এটি বাজারজাত করে থাকে। একে অ
Read More


**-------------**------------**

করোনাভাইরাসের মানুষ থেকে মানুষে সংক্রমণ শুরু মধ্য-ডিসেম্বরে

চীনের গবেষকরা বলছেন, গতমাসের মাঝামাঝি সময়ে উহানে মানুষ থেকে মানুষে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। চীনের রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ কেন্দ্রের বিজ্ঞানী অন্তর্ভুক্ত থাকা এক দল গবেষক গতকাল নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে তাদের গবেষণার ফলাফল প্রকাশ করেন। চলতি মাসের ২২ তারিখের মধ্যে উহানে নিশ্চিত হওয়া নতুন করোনাভাইরাস সংক্রমণের কারণে সৃষ্ট প্রথম ৪শ ২৫টি নিউমোনিয়ার ঘটনা সংশ্লিষ্ট উপাত্ত তারা বিশ্লেষণ করেন। এর ফলাফলে দেখা যায়, তাদের মধ্যে ৪৭ জন রোগী গতমাসেই নিউমোনিয়ায় আক্রান্ত হন এবং এমন প্রমাণও তারা পেয়েছেন যে পরস্পর ঘনিষ্ঠ সাহচর্যে আসা ব্যক্তিদের মধ্যে মধ্য-ডিসেম্বর থেকেই মানুষ থেকে মানুষে সংক্রমণ ঘটেছে। এর মানে হল, ডিসেম্ব
Read More


**-------------**------------**

করোনাভাইরাসের কারণে সৃষ্ট নিউমোনিয়াকে ছোঁয়াচে রোগ হিসেবে তালিকাভুক্ত করেছে জাপান সরকার

জাপান সরকার নিজেদের মনোনীত বা নির্দিষ্ট করা ছোঁয়াচে রোগের তালিকায় নতুন গোত্রের একটি করোনাভাইরাসের কারণে সৃষ্ট নিউমোনিয়াকে অন্তর্ভুক্ত করেছে। মন্ত্রীসভা আজ দেশের ছোঁয়াচে রোগ এবং কোয়ারেন্টাইন বা সংগ-নিরোধ আইনের আওতায় একটি অধ্যাদেশ অনুমোদনের মাধ্যমে রোগটিকে মনোনীত করে। এই মনোনয়ন বা তালিকাভুক্তি ঐ ভাইরাসে সংক্রমিত ব্যক্তিদের আবশ্যিকভাবে হাসপাতালে ভর্তি করার অনুমোদন দিবে। এছাড়া, কর্তৃপক্ষ রোগীদের একটি নির্দিষ্ট সময়ের জন্য কাজ থেকে ছুটি নেয়ার জন্য নির্দেশনা দিতেও সমর্থ হবে। এক্ষেত্রে, সংশ্লিষ্ট সব চিকিৎসা ব্যয় বহন করবে সরকারি তহবিল। কোয়ারেন্টাইন আইনের আওতায়, বিমানবন্দর এবং সমুদ্রবন্দরের কর্মকর
Read More


**-------------**------------**

  • Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links