ভাইরাস মোকাবেলায় বিধিনিষেধ কঠোর করছে ইউরোপ
Read More
**-------------**------------**
|
Community Events
Mar 2015ভাইরাস মোকাবেলায় বিধিনিষেধ কঠোর করছে ইউরোপadmin March 15 ভাইরাস মোকাবেলায় বিধিনিষেধ কঠোর করছে ইউরোপ
ইউরোপ বৈশ্বিক মহামারির কেন্দ্রে পরিণত হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এরকম ঘোষণা দেয়ার পর সেখানকার দেশগুলো করোনাভাইরাসের বিস্তারের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে বিধিনিষেধ কঠোর করে নিচ্ছে।
ইতালি গতকাল সর্বোচ্চ দৈনিক সংক্রমণ প্রত্যক্ষ করেছে। দেশটিতে এখন ২০ হাজারেরও বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে।
এছাড়া, স্পেন এবং ফ্রান্সে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি অব্যাহত রয়েছে। করোনাভাইরাসের পরীক্ষায় স্ত্রীর ইতিবাচক ফলাফল পাওয়া স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ গতরাতে টেলিভিশনের মাধ্যমে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি বলেন, ঘোষিত একটি জরুরি অবস্থার আওতায় লোকজনের চলাচল সীমিত করা হবে।
তিনি আরও বলেন, জরুরি পরিস্থিতি, কাজ, হাসপাতালে গমন এবং ঔষধ বা খাবার কেনা ব
Read More **-------------**------------** Mar 2015জাপানে কোভিড-১৯ এর নতুন সংক্রমণের রেকর্ডadmin March 15 জাপানে কোভিড-১৯ এর নতুন সংক্রমণের রেকর্ড
জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্থানীয় সরকারগুলোর সংগৃহীত উপাত্ত অনুযায়ী আজ রাত ৮টা পর্যন্ত আরও নতুন করোনাভাইরাস সংক্রমণের তথ্য জানা যাওয়ায় দেশে সংক্রমণের মোট সংখ্যা ৮শ ৩'এ উন্নীত হয়েছে।
এই সংখ্যায় যুক্তরাষ্ট্র পরিচালিত প্রমোদতরীতে সংক্রমিত ৬শ ৯৭ জন বা চীনের উহান থেকে ভাড়া করা বিমানে জাপান ফিরে আসা অপর ১৪ ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়নি।
মোট মৃত্যুর সংখ্যা হচ্ছে ৩১ যাদের মধ্যে ২৪ জন জাপানে এবং অপর ৭ জনের সংক্রমণ ঘটেছে প্রমোদতরীতে।
সর্ব-উত্তরের জেলা হোক্কাইদো'তে সবচেয়ে বেশি ১শ ৪৮ জন সংক্রমিত হয়েছেন। এরপর সংক্রমণের তালিকায় যথাক্রমে ১শ ২১ জন নিয়ে আইচি, ১শ ৬ জন নিয়ে ওসাকা এবং ৯০ জন নিয়ে আছে টোকিও। এছাড়া, হিয়োগো'তে ৭৮ এবং কানাগাওয়ায় ৫৫ জন সংক্রমিত হয়েছে
Read More **-------------**------------** Mar 2014টোকিও অলিম্পিকের জন্য ভাইরাস প্রতিরোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ
বিশ্বব্যাপী নতুন করোনাভাইরাসের প্রসার সম্পর্কে উদ্বেগের মাঝে, জাপান সরকার পরিকল্পনা অনুযায়ী টোকিও অলিম্পিক এবং প্যারালিম্পিক গেমসের জন্য প্রস্তুতি গ্রহণের পরিকল্পনা করছে।
গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দেন যে, এই অলিম্পিক এক বছর বিলম্বিত করা বিচক্ষণতার পরিচায়ক হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই প্রাদুর্ভাবকে বিশ্বব্যাপী মহামারী বলে ঘোষণা করার পর তিনি এই মন্তব্য করেন।
পরে জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে ট্রাম্পের সাথে টেলিফোনে কথা বলেন এবং তিনি জোর দিয়ে উল্লেখ করেন যে পরিকল্পনা অনুযায়ী অলিম্পিক গেমস অনুষ্ঠানের জন্য জাপান সম্ভাব্য সব কিছুই করছে।
জাপান সরকারের সূত্রে বলা হয় যে, ট্রাম্প সম্ভাব্
Read More **-------------**------------** Mar 2014জাপানে জরুরি অবস্থা ঘোষণার মত পরিস্থিতি নেই-আবেadmin March 14 জাপানে জরুরি অবস্থা ঘোষণার মত পরিস্থিতি নেই-আবেজাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে, নতুন করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মোকাবিলায় আজ থেকে কার্যকর হওয়া আইনের আওতায় দেশে জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজনীয়তার মত পরিস্থিতির সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন। আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আবে, জাপান অন্যান্য দেশের তুলনায় সংক্রমণের ঘটনা প্রতিরোধ করতে সক্ষম হয়েছে বলে উল্লেখ করেন।Read More **-------------**------------** Mar 2013১৫ মিনিটে নতুন করোনাভাইরাস সনাক্ত করার কিটস্ আমদানি করবে জাপান
বস্ত্র এবং রাসায়নিক দ্রব্য প্রস্তুতকারক একটি জাপানী কম্পানি জানিয়েছে যে তারা দ্রুত নতুন করোনাভাইরাস সনাক্ত করতে সক্ষম কিটস আমদানি ক'রে তা বাজারে সরবরাহ করতে শুরু করবে।
বর্তমানে জাপানে নতুন করোনাভাইরাসের পরীক্ষায় সময় লাগে কমবেশি ছয় ঘন্টা। কুরাবোও ইন্ডাসট্রিজ জানায় দ্রুততর সনাক্তকরণের কিটস্ দিয়ে এই কাজটি মাত্র ১৫ মিনিটে করা যাবে এবং এরজন্য কোনো বিশেষ যন্ত্রপাতিও লাগবে না।
কম্পানিটি এই কিটস্ আমাদানি করবে এর চীনা শরিক কম্পানির কাছ থেকে যারা এই কিটস্ তৈরি করেছে। এই কিটস্ এ মাসেই জাপানের বাজারে আসবে বলে ধারনা করা হচ্ছে।
এই কিট্সে মানুষের শরীরের রক্তের সামান্য পরিমাণ নমুনার মধ্যে অ্যান্টিবডি আছে কি না, দেখার জন্য রি-এজেন্ট
Read More **-------------**------------** Mar 2013জাপানে করোনাভাইরাস সংক্রান্ত একটি জরুরি আইন কার্যকরadmin March 13 জাপানে করোনাভাইরাস সংক্রান্ত একটি জরুরি আইন কার্যকর
জাপানের সংসদ একটি আইন অনুমোদন করেছে যেটি প্রধানমন্ত্রীকে করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সাহায্য করার জন্য একটি জরুরি অবস্থা ঘোষণা করতে সক্ষম করবে।
জাপান সংসদের উচ্চ কক্ষে ক্ষমতাসীন কোয়ালিশন এবং কয়েকটি বিরোধী দলের সমর্থনে আইনটি শুক্রবার অনুমোদিত হয়। নিম্ন কক্ষে বিলটি বৃহস্পতিবার অনুমোদিত হয়।
জরুরি অবস্থার ঘোষণা জেলা-গভর্নরদের বিভিন্ন ধরনের অনুরোধ জানাতে বা আদেশ দিতে সক্ষম করবে। এই অনুরোধ বা আদেশের মধ্যে লোকজনকে ঘরে থাকার আহ্বান জানানোর পাশাপাশি স্কুল বন্ধ রাখার মত সুরক্ষামূলক পদক্ষেপ অন্তর্ভুক্ত রয়েছে।
আইনপ্রণেতারা একটি সম্পূরক প্রস্তাবও অনুমোদন করেন যেখানে একটি জরুরি অবস্থা ঘোষণার আগাম নোটিশ সংসদকে দেয়া এবং পরে পরিস্থ
Read More **-------------**------------** Mar 2012জাপানে ভাইরাস সংক্রমণের দ্রুত বৃদ্ধি দেখছেন না বিশেষজ্ঞরাজাপানের করোনাভাইরাস প্রতিহত করার পদক্ষেপ পর্যালোচনা করে দেখা বিশেষজ্ঞদের একটি সরকারি প্যানেল বলছে দেশে নতুন সংক্রমণের "বিস্ফোরণমুখী" বৃদ্ধি দেখা যায়নি এবং রোগ ছড়িয়ে পড়া কোন এক পর্যায় পর্যন্ত নিয়ন্ত্রণে রাখা হয়েছে। তবে দেশে সংক্রমণের আরও ঘটনা প্রত্যাশিত হওয়ায় জনগণের সতর্ক থাকার প্রয়োজনীয়তার উপর প্যানেল গুরুত্ব আরোপ করেছে। গত সোমবার প্যানেল এই অভিমত প্রকাশ করে। দু'সপ্তাহ আগে প্যানেল সতর্ক করে দিয়েছিল যে ভাইরাস নিয়ন্ত্রণে আনার জন্য পরবর্তী দু'সপ্তাহ হবে জাপানের জন্য গুরুত্বপূর্ণ এক সময়। তিনটি শর্ত পূরণ করছে সেরকম স্থান ও অনুষ্ঠান এড়িয়ে চলার আহ্বান প্যানেল জনগণের প্রতি জানাচ্ছে। প্যানেল বলছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে সংক্রমণ যেখানে ঘটেছে, এইRead More **-------------**------------** Mar 2012জাপানে সরকারি মজুত থেকে হাসপাতালে মাস্ক পাঠানো হবেadmin March 12 জাপানে সরকারি মজুত থেকে হাসপাতালে মাস্ক পাঠানো হবেকরোনাভাইরাসের বিস্তারে সার্জিকাল মাস্কের ঘাটতি দেখা দেয়ায় জাপান সরকারের কর্মকর্তারা তাদের মজুত থেকে ২৫ লক্ষ মাস্ক হাসপাতাল ও অন্যান্য স্থাপনায় পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন। দুর্যোগ ও অন্যান্য জরুরী অবস্থার জন্য মন্ত্রণালয় ও এজেন্সিতে জমা করে রাখা ৬৪ লক্ষ মাস্কের থেকে এগুলো বিতরণের সিদ্ধান্ত সরকার নেয়। জেলা সরকারগুলোর মাধ্যমে বিভিন্ন হাসপাতাল ও নার্সিং সেবা কেন্দ্রে এগুলো দেয়া হবে। এই সপ্তাহান্তের মত দ্রুত সময়ে সেগুলো বিতরণের কাজ শুরু হবে।Read More **-------------**------------** Mar 2011আগামী রবিবার থেকে জাপানে মাস্কের পুনর্বিক্রয় নিষিদ্ধ
জাপানে বেশি দামে মুখের সুরক্ষামূলক মাস্ক পুনর্বিক্রয়ের উপর একটি নিষেধাজ্ঞা আগামী রবিবার থেকে কার্যকর হবে। করোনাভাইরাস প্রাদুর্ভাবের মাঝে মাস্কের সরবরাহে স্বল্পতা চলাকালীন সরকার এই পদক্ষেপের অনুমোদন দিয়েছে।
নিষেধাজ্ঞা লঙ্ঘনকারীরা এক বছর পর্যন্ত কারাদণ্ড অথবা ১০ লক্ষ ইয়েনের মত বা প্রায় ৯ হাজার ৭শ ডলার পর্যন্ত জরিমানার মুখোমুখি হবেন।
কর্মকর্তারা ধারণা করছেন, মাস্ক মজুদ করে অনলাইনে বেশি মূল্যে বিক্রি চলমান সরবরাহ সংকটকে আরও নাজুক করে তুলছে।
সরকারি এই অধ্যাদেশ ক্রয়মূল্যের চেয়ে বেশি দামে মাস্ক পুনরায় বিক্রি নিষিদ্ধ করবে। এই পদক্ষেপ অনলাইন নিলামের উপরও প্রযোজ্য হবে।
Read More **-------------**------------** Mar 2011করোনাভাইরাস মোকাবিলায় জাপান সরকারের দ্বিতীয় আর্থিক প্যাকেজ
জাপান সরকার করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রভাব কমিয়ে আনার জন্য দ্বিতীয় একটি আর্থিক প্যাকেজ অনুমোদন করেছে।
সরকার এই প্রাদুর্ভাব সামাল দেয়ার জন্য গঠন করা এক টাস্কফোর্সের মঙ্গলবারের বৈঠকে ৪৩ হাজার কোটি ইয়েন বা ৪০০ কোটির বেশি মার্কিন ডলারের সমতুল্য এই পদক্ষেপগুচ্ছের প্যাকেজ অনুমোদন করে।
এই নতুন প্যাকেজের পদক্ষেপসমূহের মধ্যে স্কুল সাময়িকভাবে বন্ধ রাখার মধ্যে কাজ থেকে ছুটি নিতে বাধ্য হওয়া বাবা-মায়েদের জন্য সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে। এই বাবা-মায়েরা যে বেতন পাবেন না তার জন্য তাদের সহায়তায় নতুন একটি ভর্তুকি কর্মসূচি প্রণয়ন করা হবে।
এই প্যাকেজের মধ্যে এই প্রাদুর্ভাবের কারণে বিক্রি কমে যাওয়া ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কার্যক
Read More **-------------**------------** Mar 2010বিশ্বব্যাপী আরও করোনাভাইরাস সংক্রমণের ঘটনা নিশ্চিত করা হয়েছে
এনএইচকে'র এক গণনায় দেখা গেছে যে, এই নতুন করোনাভাইরাস এখন চীনের মূল ভূখণ্ড ও জাপানের বাইরে ৯৯টি দেশ ও ভূখণ্ডে নিশ্চিতভাবে শনাক্ত করা হয়েছে।
রবিবার আন্তর্জাতিকমান সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট সংক্রমণের সংখ্যা ছিল ২৬ হাজার ৯৭১ এবং মৃতের সংখ্যা ৬৭৬।
ইতালি ৭ হাজার ৩৭৫টি সংক্রমণের ঘটনা নিয়ে তালিকার শীর্ষে রয়েছে। এরপর রয়েছে দক্ষিণ কোরিয়া, এখানে আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৩১৩ এবং এরপর ৬ হাজার ৫৬৬ জন আক্রান্ত রোগী নিয়ে রয়েছে ইরান। ফ্রান্সে ১ হাজার ১২৬টি সংক্রমণ শনাক্ত করা হয় এবং জার্মানি'তে ৯০২। বাংলাদেশ তাদের প্রথম সংক্রমণের খবর দিয়েছে, ৩ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
এই ভাইরাসে মৃতের সংখ্যা ইতালিতে ৩৬৬ জন। বিশ্বের অন্যান্য স্থানের
Read More **-------------**------------** Mar 2010করোনাভাইরাস আতঙ্কের মাঝে ইয়েনের মূল্যমান বেড়ে চলেছেadmin March 10 করোনাভাইরাস আতঙ্কের মাঝে ইয়েনের মূল্যমান বেড়ে চলেছে
টোকিও বৈদেশিক বিনিময় বাজারে সোমবার জাপানি ইয়েনের মূল্যমান মার্কিন ডলারের বিপরীতে ৩ শতাংশেরও বেশি বেড়ে গেছে যা ২০১৬ সালের নভেম্বর মাস থেকে ডলারের বিপরীতে সর্বোচ্চ পর্যায়।
বাজার পর্যবেক্ষকরা বলছেন, বিনিয়োগকারীদের মধ্যে ডলার বিক্রি করে দেয়া এবং ইয়েন কেনার হিড়িক পড়ে যায় এই উদ্বেগের কারণে যে, যুক্তরাষ্ট্র সহ বৈশ্বিক অর্থনীতির উপর করোনাভাইরাসের প্রভাব মারাত্মকভাবে বিস্তার লাভ করতে পারে।
Read More **-------------**------------** Mar 209কোয়ারান্টাইনে থাকতে হবে ৬ দেশ থেকে আসা যাত্রীদেরকরোনাভাইরাস প্রতিরোধে ছয়টি দেশ থেকে বাংলাদেশে আসা যাত্রীদের কোয়ারান্টাইনে থাকতেই হবে। দেশগুলো হচ্ছে চীন, দক্ষিণ কোরিয়া, ইতালি, ইরান, সিঙ্গাপুর ও থাইল্যান্ড। হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ এ তথ্য জানান। ডা. মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ বলেন, এ ছয়টি দেশ থেকে আসা যাত্রীদের বিমানবন্দরে থার্মাল স্ক্যানারে পরীক্ষা করা হচ্ছে। একই সঙ্গে স্ক্যানার দিয়ে শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে। অবতরণের পর ‘হেলথ ডিক্লারেশন’ ফরম দেয়া হচ্ছে। এখানে তাদের শারীরিক বিষয়সহ বিভিন্ন তথ্য পূরণ করতে হবে। স্বাস্থ্য তথ্য কার্ড দেয়া হচ্ছে। ছয়টি দেশ থেকে আসা যাত্রীদের শরীরে জ্বর না থাকলেও তাদের বাধ্যতামূলকভাবে নিজ বাড়িতে বা তারা যRead More **-------------**------------** Mar 208জাপান করোনাভাইরাসের পরীক্ষা দৈনিক ৭ হাজারে বৃদ্ধি করছে
জাপানের স্বাস্থ্যমন্ত্রী, চলতি মাসের শেষ নাগাদ পর্যন্ত দেশে নতুন করোনাভাইরাসের পরীক্ষার সক্ষমতা দৈনিক ৭ হাজার ছাড়িয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
আজ সম্প্রচারিত এনএইচকের এক অনুষ্ঠানে কাৎসুনোবু কাতো, উক্ত মন্তব্য করেন।
কাতো, গত সপ্তাহ থেকে জাতীয় স্বাস্থ্য বীমার আওতায় ব্যয় নির্বাহ করে আসা ভাইরাস পরীক্ষার বিষয়ে কথা বলেন।
তিনি, ব্যয় নির্বাহের অর্থ হচ্ছে সরকারী স্বাস্থ্য কেন্দ্রের অনুমতি ছাড়াই চিকিৎসকরা বেসরকারি পরীক্ষাগারে পরীক্ষা করাতে সক্ষম হবেন বলে উল্লেখ করেন।
তিনি, গত বৃহস্পতিবার পর্যন্ত জাপানের দৈনিক পরীক্ষা করার সক্ষমতা ৪ হাজার ২শ থেকে ৬ হাজার ২শতে উন্নীত হয়েছে বলে জানান।
তিনি, এই সক্ষমতা বেসরকারি পরীক্ষাগারে অনুষ্ঠিত পরীক্ষা
Read More **-------------**------------** Mar 208জাপানে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধিadmin March 8 জাপানে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি
আজ স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা পর্যন্ত জাপানে নতুন করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা বেড়ে ৪শ ৫৬'তে উন্নীত হয়েছে। এর পাশাপাশি ডায়মন্ড প্রিন্সেস প্রমোদতরীর ৬শ ৯৬ ব্যক্তিও সংক্রমিত হয়েছেন এবং চীনের হুবেই প্রদেশে থেকে ভাড়া করা বিমানে জাপানে ফিরিয়ে আনা ব্যক্তিদের মাঝেও ১৪ ব্যক্তির সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্থানীয় সরকারের সংগৃহীত উপাত্তের ভিত্তিতে এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে।
এ পর্যন্ত ১৪ ব্যক্তির মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৭ জন ঐ প্রমোদতরীর।
জেলা ওয়ারী হিসেবে হোক্কাইদো'তে সর্বোচ্চ ১০১টি সংক্রমণের ঘটনা ঘটেছে। এরপর যথাক্রমে ৭০টি সংক্রমণ নিয়ে আছে আইচি এবং ৬৪টি নিয়ে আছে টোকিও। কানাগাওয়া এবং ওসাকা জেলার প্রতিটিতে ৪১ ব্যক্তির দেহে সংক্র
Read More **-------------**------------** |
Bangla DailiesWeekliesResourcesEntertainmentSports Links |