টোকিও’তে “স্টে হোম” বা বাড়িতে থাকার সময় শুরু
Read More
**-------------**------------**
|
Community Events
Apr 2026টোকিও’তে “স্টে হোম” বা বাড়িতে থাকার সময় শুরুadmin April 26 টোকিও’তে “স্টে হোম” বা বাড়িতে থাকার সময় শুরু
করোনাভাইরাসের বিস্তার রোধে সহায়তা করার জন্য শনিবার থেকে আগামী মাসের ৬ তারিখ পর্যন্ত লোকজনকে বাড়ির অভ্যন্তরে থাকার আহ্বান জানাচ্ছে টোকিও মেট্রোপলিটন সরকার।
কর্তৃপক্ষ জাপানের “গোল্ডেন উইক” বা “সোনালী সপ্তাহ” নামে পরিচিত বসন্তকালীন ছুটি অন্তর্ভুক্ত থাকা এই ১২ দিন সময়কে “বাড়িতে থাকার সপ্তাহ” বলে নির্ধারণ করেছে।
শুক্রবার টোকিও গভর্নর কোইকে ইউরিকো বলেন, লোকজনের পারস্পরিক সংযোগ ৮০ শতাংশ কমানোর কেন্দ্রীয় সরকার নির্ধারিত লক্ষ্যের বিচারে এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, লোকজনের কার্যক্রমের ফলাফল এর দু’সপ্তাহ পরের করোনাভাইরাস সংক্রমণের সংখ্যায় প্রতিফলিত হবে।
উল্লেখ্য, এই সময়কালের মধ্যে সপ্তাহান্ত এবং জাতীয় ছুটির দিনে বিপণী সড়কগুলোর স
Read More **-------------**------------** Apr 2025সিয়াম ও রমযান : গুরুত্ব ও ফযীলতadmin April 25 সিয়াম ও রমযান : গুরুত্ব ও ফযীলতRead More **-------------**------------** Apr 2025রমজান মাসে জাপানে ইসলাম ধর্মাবলম্বীদের মসজিদে যাওয়া থেকে বিরত থাকতে বলা হচ্ছেadmin April 25 রমজান মাসে জাপানে ইসলাম ধর্মাবলম্বীদের মসজিদে যাওয়া থেকে বিরত থাকতে বলা হচ্ছে
করোনাভাইরাসের বিস্তার রোধের প্রচেষ্টায় জাপানে ইসলাম ধর্মাবলম্বীরা এবছর পবিত্র রমজান মাসে মসজিদে গিয়ে নামাজ আদায় করা বা মসজিদে বসে ইফতার খাওয়া থেকে বিরত থাকার পরিকল্পনা করেছেন।
জাপানে মুসলিম সম্প্রদায়ের প্রায় ১০০ জন প্রতিনিধি বৃহস্পতিবার একটি টেলিকনফারেন্সে মিলিত হন। অংশগ্রহণকারীদের মধ্যে বিদ্বজ্জন এবং বিভিন্ন মসজিদের প্রতিনিধিরাও ছিলেন।
রমজান মাসের সূচনা হয় যে নতুন চাঁদ দেখে, তা মেঘে ঢেকে থাকার দরুন দেখতে না পাওয়ায় গোড়ার দিকে অংশগ্রহণকারীদের পক্ষে রমজান মাস আনুষ্ঠানিকভাবে শুরু হোল কি না সেই সিদ্ধান্ত নিতে অসুবিধা হচ্ছিল।
পরে তারা ঘোষণা করেন জাপানের নিকটতম মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়ায় গৃহীত সিদ্
Read More **-------------**------------** Apr 2024চোখে দীর্ঘ সময় জীবিত থাকতে পারে করোনা ভাইরাস!admin April 24 চোখে দীর্ঘ সময় জীবিত থাকতে পারে করোনা ভাইরাস!প্রাণঘাতী করোনা ভাইরাস মানুষের চোখে দীর্ঘ সময় জীবিত থাকতে পারে বলে চীনের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে । চীনের এক নারী সুস্থ হওয়ার প্রায় সাত দিন পর তার চোখে আবার করোনা ভাইরাস পাওয়া যায় বলে ওই প্রতিবেদনে বলা হয়। ওই প্রতিবেদনে আরো দাবি করা হয়, দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের চেয়ে করোনা ভাইরাস চোখে বেশি দিন জীবিত থাকতে পারে। জানা গেছে, চীনের উহান থেকে ৬৫ বছর বয়সী এক নারী গত জানুয়ারিতে ইতালি যান। সেখানে সে জ্বরে আক্রান্ত হয় এবং চোখ লাল হয়ে যায়। গত ২৭ জানুয়ারি ওই নারীকে হাসপাতালে নেয়া হয়। এর ২০ দিন পর সে পুরোপুরি সুস্থ হয়ে উঠে। কিন্তু এর সাতদিন পর আবার করোনায় আক্রান্ত হন তিনি। পরে তার চোখে আবার করোনা ভাইরাস শনাক্ত করা হয়। কোন রকম উপসর্গ না থাকলেও একজন মানুষ করোনRead More **-------------**------------** Apr 2024দীর্ঘ সময় থাকবে কোভিড-১৯, জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেছেন যে দীর্ঘ সময় ধরে নতুন করোনাভাইরাস মহামারী চলবে বিবেচনায় রেখে বিশ্বকে সেই ধরনের প্রস্তুতি নিতে হবে।
ডব্লিউএইচও’র মহাপরিচালক টেডরস আদহানম ঘেব্রেয়েসাস বুধবার জেনেভাতে এক সংবাদ সম্মেলনে কথা বলছিলেন।
তিনি উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে ইউরোপের পশ্চিমাঞ্চলে দৃশ্যতঃ মহামারীর প্রকোপ স্থিতিশীল রয়েছে বা কমে আসছে তবে আফ্রিকা, কেন্দ্রীয় এবং দক্ষিণ আমেরিকায় বর্তমানে সংখ্যা কম হলেও রোগের উর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।
বেশিরভাগ দেশ এখনো পর্যন্ত রোগের প্রথম পর্যায়ে রয়েছে বলে তিনি উল্লেখ করেন। ভাইরাসটি আমাদের সাথে দীর্ঘ সময় থাকবে এবং এক দীর্ঘ পথ পাড়ি দিতে হবে আমাদের বলেও তিনি সতর্ক করে দেন
Read More **-------------**------------** Apr 2023জাপানের অদূরে বিশাল ভূমিকম্প থেকে দেখা দেয়া সুনামির প্রচণ্ডতার নতুন হিসাবadmin April 23 জাপানের অদূরে বিশাল ভূমিকম্প থেকে দেখা দেয়া সুনামির প্রচণ্ডতার নতুন হিসাব
জাপান সরকারের একটি প্যানেল ভূমিকম্প এবং সমুদ্র তলদেশের জাপান ট্রেঞ্চ অথবা চিশিমা ট্রেঞ্চের যে কোন এক অংশে এর থেকে দেখা দেয়া সুনামির ঢেউয়ের সম্ভাব্য মাত্রা পরীক্ষা করে দেখছে।
চিশিমা ট্রেঞ্চের লক্ষ্য ধরে নেয়া জায়গা কুরিল দ্বীপমালা থেকে হোক্কাইদো পর্যন্ত বিস্তৃত এবং অন্যদিকে জাপান ট্রেঞ্চের বিস্তৃতি হচ্ছে হোক্কাইদো থেকে ইওয়াতে জেলা পর্যন্ত। উত্তর-পূর্ব জাপানে আঘাত হানা ২০১১ সালের দুর্যোগের পর এই গবেষণা শুরু হয়।
প্যানেলের সর্বশেষ হিসাবে বলা হয়েছে চিশিমা ট্রেঞ্চ বরাবর আঘাত হানা ভূমিকম্পের প্রচণ্ডতা হবে ৯.৩।
হোক্কাইদোর পূর্বাঞ্চলের অংশ বিশেষের উপর জাপানি পরিমাপকে শূন্য থেকে সাত মাত্রা পর্যন্ত হিসাবে ছয়ের চাইতে ব
Read More **-------------**------------** Apr 2023আরও ১০টির বেশি দেশকে প্রবেশ নিষেধ তালিকায় যুক্ত করছে জাপান
করোনাভাইরাস সংক্রমণের বিস্তার হ্রাসে সাহায্য করার জন্য জাপান দশটির বেশি দেশের নাগরিকদের জাপানে প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে। এই সংযোজন হচ্ছে ইতিমধ্যে নিষেধাজ্ঞা আরোপিত ৭৩টি দেশ ও ভূখণ্ডের বাইরে।
এনএইচকে জানতে পেরেছে যে জাপানে পৌঁছার আগে ১৪ দিনের মধ্যে যেসব বিদেশী নাগরিক রাশিয়া, বেলারুশ, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও অন্য কয়েকটি দেশে গিয়েছিলেন, জাপান সরকার তাদের প্রবেশ অনুমতি না দেয়ার পরিকল্পনা করছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সেইসব দেশের বেলায় সংক্রামক রোগের সতর্কতা তৃতীয় মাত্রায় উন্নীত করে নেবে, যার অর্থ হল জাপানি নাগরিকদের সেসব দেশ ভ্রমণে না যাওয়ার সুপারিশ করা।
অন্যান্য অঞ্চলের বেলায় ইতিমধ্যে প্রদান করা ভিসা সরকা
Read More **-------------**------------** Apr 2022জনগণের কাছ থেকে আরও বেশি সহযোগিতা কামনা করছেন জাপানের প্রধানমন্ত্রী
নতুন করোনাভাইরাসের বিস্তার রোধে পারস্পরিক ঘনিষ্ট সংযোগ এড়ানোর জন্য জনগণের কাছ থেকে আরও বেশি সহযোগিতা কামনা করছেন জাপানের প্রধানমন্ত্রী আবে শিনযো।
টোকিও’সহ অন্য ছয়টি জেলায় জরুরি অবস্থা ঘোষণার দু’সপ্তাহ পর আবে মঙ্গলবার সাংবাদিকদের সাথে কথা বলেন। পরে অবশ্য এই জরুরি অবস্থা পুরো দেশ জুড়ে বিস্তৃত করে নেয়া হয়।
আবে বলেন, যারা সহযোগিতা করে বাড়ির অভ্যন্তরে অবস্থান করছেন, তাদের কাছে তিনি কৃতজ্ঞ। তবে তিনি বলেন যে বিপুল সংখ্যক লোক সপ্তাহান্তে গ্রামীণ গন্তব্যের উদ্দেশ্যে টোকিও ছেড়েছেন।
তিনি বলেন, এপ্রিলের শেষ দিক থেকে আরম্ভ করে মে মাসের শুরুর দিনগুলো পর্যন্ত চলা টানা ছুটির সময় এগিয়ে আসছে এবং এটি ভাইরাসের আরও বিস্তারের জন্য ঝুঁকিপূ
Read More **-------------**------------** Apr 2022৮০ বা তদুর্ধ্ব বয়সী ব্যক্তিদের মৃত্যুহার ১১ শতাংশ ছাড়িয়ে গেছে
জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত ৮০-র কোঠা বা তদুর্ধ্ব বয়সী লোকজনের মৃত্যুহার ১১ শতাংশ ছাড়িয়ে গেছে।
মন্ত্রণালয় জানায়, জাপানে নিশ্চিতভাবে করোনাভাইরাসে সংক্রমিত লোকের সংখ্যা রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ১০ হাজার ৬০০ ছাড়িয়ে যায়।
বয়সভিত্তিক গ্রুপের ক্ষেত্রে, ৫০-এর কোঠার সংক্রমিত লোকের সংখ্যা ছিল ১ হাজার ৮০০-রও বেশি। এরপর ছিল ৪০ এবং ২০-এর কোঠার ১ হাজার ৭০০ জনেরও বেশি এবং ৩০-এর কোঠার ১ হাজার ৬০০ জনেরও বেশি।
নিশ্চিতভাবে আক্রান্ত লোকজনের মধ্যে ১৭১ জন বা ১.৬ শতাংশ লোক মৃত্যুবরণ করেন।
মৃতব্যক্তিদের মধ্যে ৮০ বা তদুর্ধ্ব বয়সী লোকজন ছিল ৮৭ জন, এরপর ৭০-এর কোঠার ৫০ জন ৬০-এর কোঠার ২১ জন।
এর অর্থ হচ্ছে ৮০-র কোঠা বা তদুর্
Read More **-------------**------------** Apr 2021করোনার ৮০ শতাংশই উপসর্গহীন রোগীadmin April 21 করোনার ৮০ শতাংশই উপসর্গহীন রোগী
ভারতে ৮০ শতাংশ করোনা আক্রান্ত রোগীরই কোনো উপসর্গ নেই বলে জানিয়েছেন ভারতের বিজ্ঞানী রমন আর গঙ্গাখেদরকার। এমন ঘটনায় উদ্বেগ জানিয়েছেন তিনি।
আইসিএমআরের বিজ্ঞানী রমন আর গঙ্গাখেদরকার জানান, ভারতে আক্রান্ত ৮০ শতাংশ রোগীর কোনো উপসর্গ ছিল না। তাতেই বাড়ছে উদ্বেগ। কারণ পরীক্ষা ছাড়া শুধু উপসর্গের ওপর নির্ভর করে করোনা সংক্রমিত রোগী চিহ্নিত করার আর সময় নেই। এই উপসর্গহীন সংক্রমণ কতজনের মধ্যে রয়েছে তা বলা ভীষণ কঠিন।
ভারতে কী হতে চলেছে, কতটা ভয়ংকর পরিস্থিতির মুখে পড়তে চলেছে তা মে মাসের দ্বিতীয় সপ্তাহেই স্পষ্ট হয়ে যাবে। মে মাসের দ্বিতীয় সপ্তাহে সংক্রমণ সর্বাধিক স্তরে পৌঁছবে বলে মনে করছেন দেশটির বিজ্ঞানীরা। আইসিএমআরের হিসেবে সংক্রমণ ১৭ হাজার ছাড়িয়েছে।
ভা
Read More **-------------**------------** Apr 2021করোনাভাইরাস প্রাদুর্ভাবের মাঝে জাপানে লোকজনের কাছে অবৈধ কাজের প্রস্তাব
জাপানে করোনাভাইরাস প্রাদুর্ভাবের মাঝে ইতিমধ্যে কাজ হারানো বা হারাবার উপক্রম হওয়া, এরকম ক্রমবর্ধমান সংখ্যক লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে অবৈধ কাজ সম্পাদনের প্রস্তাব পেয়েছেন।
শ্রম মন্ত্রণালয় বলছে, চলতি মাসের ৬ তারিখ পর্যন্ত প্রায় দু’মাসে চাকরি হারানো বা কাজ হারানোর সম্ভাবনার মুখোমুখি হওয়া ব্যক্তির সংখ্যা ছিল ১ হাজার ৪শ ৭৩ জন। এর একটি কারণ হিসেবে মন্ত্রণালয় প্রাতিষ্ঠানিক মুনাফা বা কার্যক্রমের অবনতির কথা উল্লেখ করে।
কর্মহীন ব্যক্তিদের মধ্যে অনেকেই কাজের জন্য টুইটার বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশ বা লগইন করেছেন।
তাদের মধ্যে কেউ কেউ, টেলিফোন বা অন্য কোন মাধ্যমে লোকজনকে ধোঁকা দিয়ে তাদের কাছ থেকে অপরাধীদে
Read More **-------------**------------** Apr 2020পরীক্ষাগার থেকে ভাইরাসের বেরিয়ে পড়া অসম্ভব বলে বিজ্ঞানীর দাবি
চীনের উহান জীবাণুবিদ্যা বিষয়ক ইনস্টিটিউটের একজন বিজ্ঞানী, স্থাপনাটিতে নতুন করোনাভাইরাস তৈরির বিষয়টি জোর দিয়ে প্রত্যাখ্যান করেছেন।
চীনের রাষ্ট্র পরিচালিত গণমাধ্যমে প্রদত্ত এক সাক্ষাৎকারে ইউয়ান যিমিং উক্ত মন্তব্য করেন।
ইউয়ান, প্রাথমিকভাবে সন্দেহ করা এই ভাইরাসের উৎপত্তি সামুদ্রিক খাদ্যের বাজার থেকে নয় বরং উক্ত ইনস্টিটিউটে তৈরি করা হয়েছে বলে মার্কিন গণমাধ্যমের দাবী প্রত্যাখ্যান করেন। উল্লেখ্য, করোনাভাইরাসের উৎপত্তি বাদুড় থেকে হয়েছে বলে করা গবেষণার জন্য পরীক্ষাগারটি সুপরিচিত।
ইউয়ান, এই ইনস্টিটিউট থেকে করোনাভাইরাসের বেরিয়ে আসার সম্ভাবনা সম্পুর্ণ অসম্ভব বলে উল্লেখ করেন। তিনি, বৈজ্ঞানিক গবেষণা এবং উদ্ভাবনের জন্য ইনস্টিটি
Read More **-------------**------------** Apr 2020করোনার মধ্যে জাপানে শক্তিশালী ভূমিকম্পadmin April 20 করোনার মধ্যে জাপানে শক্তিশালী ভূমিকম্পজাপানের পূর্ব উপকূলে সোমবার ভোরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৪। তবে, এতে সুনামির কোন সতর্কতা জারি করা হয়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানায়। ইউএসজিএস তাদের ওয়েবসাইটে জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রশান্ত মহাসাগরের তলদেশের ৪১.৭ কিলোমিটার গভীরে এবং মিয়াগি অঞ্চল উপকূলের ৫০ কিলোমিটারের কম দূরত্বে। এদিকে, জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানায়, দেশটিতে আঘাত হানা ভূমিকম্পটির রিখটার স্কেলে মাত্রা ছিল ৬.১ এবং এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৫০ কিলোমিটার গভীরে। জাপানের কিয়োদো বার্তা সংস্থা জানায়, ভূমিকম্পের পর সুনামির কোন সতর্কতা জারি করা হয়নি। ভূমিকম্পটি ভোর সাড়ে ৫ টার পরপরই আঘাত হানে। এর আগে ২০১১ সালে মিয়াগিRead More **-------------**------------** Apr 2019মানুষ ঘরবন্দি, বাইরে পশুপাখিadmin April 19 মানুষ ঘরবন্দি, বাইরে পশুপাখিবিশ্বের বিভিন্ন প্রান্তে ফাঁকা রাস্তাঘাটে বিভিন্ন প্রাণী নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে। সম্প্রতি এমনই এক সুন্দর অভিজ্ঞতার সাক্ষী হল দক্ষিণ আফ্রিকার ক্রুগের ন্যাশনাল পার্ক। পার্কে রুটিন টহল দিতে গিয়ে বিরল দৃশ্য দেখলেন পার্ক রেঞ্জার রিচার্ড সৌরি। দেখেন, সেখানে পার্কের ভিতরে রাস্তা জুড়ে আরামে ঘুমচ্ছে সিংহের দল। পর্যটকদের জেরে নাজেহাল সিংহদের এর আগে কখনও দিনের বেলায় এ ভাবে রাস্তার উপর নিশ্চিন্তের ঘুম দিতে দেখেননি তিনি। করোনা ভাইরাসের জেরে দক্ষিণ আফ্রিকা জুড়ে গত ২৫ মার্চ থেকে লকডাউন শুরু হয়েছে। ক্রুগের ন্যাশনাল পার্কেও চলছে লকডাউন। কিন্তু পার্কের দেখভালের জন্য এবং বন্যপ্রাণীদের চোরাশিকারিদের হাত খেকে রক্ষা করার জন্য লকডাউনের মধ্যেও পার্ক রেঞ্জার রিচার্ড কর্তব্য পাRead More **-------------**------------** Apr 2019করোনাভাইরাসে বৈশ্বিক মৃত্যুর সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা, করোনাভাইরাসে সংক্রমিত হয়ে সারাবিশ্বে মৃতের সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন।
শুক্রবার আন্তর্জাতিক মান সময় রাত ৮টা পর্যন্ত সারাবিশ্বে মৃতের মোট সংখ্যা ১ লাখ ৫০ হাজার ৯৪৮টিতে পৌঁছেছে।
সর্বোচ্চ ৩৪ হাজার ৬১৪টি মৃতের সংখ্যা নিয়ে যুক্তরাষ্ট্র প্রথম এবং এরপর ২২ হাজার ৭৪৫টি নিয়ে ইতালি দ্বিতীয়, ১৯ হাজার ৬১৩টি নিয়ে স্পেন তৃতীয়, ১৮ হাজার ৬৮১টি নিয়ে ফ্রান্স চতুর্থ এবং ১৪ হাজার ৫৭৬টি নিয়ে ব্রিটেন পঞ্চম অবস্থানে রয়েছে।
সারাবিশ্বে করোনাভাইরাসে সংক্রমণের মোট সংখ্যা ২২ লাখ ১৪ হাজার ৮৬১টিতে পৌঁছেছে।
সর্বোচ্চ ৬লাখ ৮৩ হাজার ৭৮৬টি সংক্রমণের ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্র প্রথম এবং এরপর ১ লাখ ৮৮হা
Read More **-------------**------------** |
Bangla DailiesWeekliesResourcesEntertainmentSports Links |