করোনাভাইরাসের বিরুদ্ধে নতুন প্রতিরোধমূলক ব্যবস্থার পরীক্ষা চালাচ্ছে জাপান
জাপান সরকার, অর্থনীতিকে সমর্থন দেয়ার পাশাপাশি ভাইরাসের বিস্তার রোধে নানা ধরণের পদক্ষেপ পরীক্ষা করে দেখছে। সম্প্রতি নতুন সংক্রমণের দৈনিক সংখ্যা কিছুটা হ্রাস পাওয়ার মাঝে এই পদক্ষেপ নেয়া হল।
উল্লেখ্য, গত দু’মাস ধরে দৈনিক ১ হাজারেরও কম সংক্রমণের খবর জানা যাচ্ছে, যা গ্রীষ্মের মাঝামাঝি সময়ে সংক্রমণ চূড়ায় ওঠা থেকে কম।
তবে, সাম্প্রতিক এই সংখ্যা মে মাসের শেষের দিকে সারা দেশ থেকে জরুরি অবস্থা তুলে নেয়ার সময় থেকে এখনও অনেক বেশি।
এপর্যন্ত সর্বমোট ১ লক্ষ ১ হাজার ব্যক্তি ইতিমধ্যে সংক্রমিত হয়েছেন। আর মৃতের সংখ্যা ১ হাজার ৭শ’র বেশি।
এর আগে গতকাল সরকার, চীন ও দক্ষিণ কোরিয়াসহ মোট নয়টি দেশ ও অঞ্চল থেকে আসা ভ্রমণকারীদের জন্য জাপানে প্রবেশের বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নেয়।
এছাড়া, তারা, ফেরত আসা জাপানের বাসিন্দাদের জন্যও কোয়ারেন্টাইন বা সঙ্গনিরোধ কার্যক্রমও শিথিল করছে।
প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদে বলেন, “করোনাভাইরাসকে মোকাবিলার জন্য যে বৈজ্ঞানিক জ্ঞান অর্জন করা হয়েছে, তা ব্যবহারের মাধ্যমে আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা এবং সামাজিক কার্যক্রমের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করব।”