দশ হাজারের বেশি বিদেশিকে জাপানে প্রবেশের অনুমতি দেয়া হয়নি
গত বছর দশ হাজারের বেশি বিদেশি নাগরিককে জাপানে প্রবেশের অনুমতি দেয়া হয়নি। গত ১২ বছরে এই প্রথম ঐ সংখ্যা ১০ হাজার অতিক্রম করল।
জাপান অভিবাসন সেবা এজেন্সি বলছে যে ১০ হাজার ৬৪৭ জনকে প্রবেশের অনুমতি দেয়া হয়নি যা হল পূর্ববর্তী বছরের তুলনায় ১৬ শতাংশ বা ১৪৬৮ জন বেশি।
মোট সংখ্যার প্রায় ৮০ শতাংশ বা সবচেয়ে বেশি সংখ্যক ৮৮৯০ জনকে তাদের প্রবেশের উদ্দেশ্য নিয়ে সন্দেহ থাকার কারণে প্রত্যাখ্যান করা হয়।
তারা জাপানের বিভিন্ন স্থান দর্শনের উদ্দেশ্যে দেশে প্রবেশ করতে চাই উল্লেখ করলেও বাস্তবে এদেশে বেআইনি ভাবে কাজ করার পরিকল্পনায় ছিল।
দেশ হিসাবে দেখতে গেলে তালিকার শীর্ষে রয়েছে চীন, যে সংখ্যা হল ৩৭৬৫ যা আগের বছরের তুলনায় ১ দশমিক ৮ গুণ বেশি।
থাইল্যান্ডের ১৩৯৮ জন এবং তুরস্কের ৯২৫ জনকে প্রবেশের অনুমতি দেয়া হয়নি।
তিনটি দেশের লোকজন হল মোট অস্বীকৃতি জানানো লোকজনের প্রায় ৬০ শতাংশ।
এজেন্সি বলছে, সাম্প্রতিক বছরগুলোতে প্রত্যাখ্যাত হওয়া লোকজনের সংখ্যা যেমন বৃদ্ধি পাচ্ছে ঠিক তেমনি দেশে প্রবেশ করা লোকের সংখ্যাও ব্যাপক ভাবে বৃদ্ধি পাচ্ছে।
জাপানে যাতে বিদেশি নাগরিকেরা বেআইনি ভাবে কাজ করতে না পারে সেই লক্ষ্যে কঠোর ভাবে পরীক্ষা চালাবে তারা বলে এজেন্সি আরো জানায়।